অস্ত্র বিকিকিনির গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
ফেনী প্রতিনিধি
ফেনীর ছাগলনাইয়ার ভারত সীমান্ত এলাকা থেকে একটি বিদেশী শর্টগান, এক রাউন্ডগুলি ও ফেন্সিডিলসহ জেলার শীর্ষ সন্ত্রাসী, অস্ত্র ও মাদক কারবারী মাসুদ রানাকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চম্পকনগর এলাকার বাংলাদেশ-ভারতীয় সীমান্ত পিলার-২১৯৫/৬ এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার তাকিয়া রোডস্থ বর্ডার হাট নামক স্থানে ঢাকা থেকে দুইজন ব্যক্তির সাথে অস্ত্র বিকিকিনি করার গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় পালিয়ে যায় অন্তত আরো ৪ জন কারবারী।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) উপ-অধিনায়ক মেজর মো. সেলিমুদ্দোজা জানান, উপজেলার বর্ডার হাট নামক স্থানে ঢাকা থেকে দুইজন ব্যক্তির সাথে অস্ত্র বিকিকিনির গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।এসময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে ৪ জন আসামী মোটর সাইকেল নিয়ে ঘটনাস্থল থেকে পলিয়ে যায়। এসময় তার কাছ থেকে ১ টি বিদেশী পিস্তল ও ভারতীয় ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
তিনি জানান, আসামি মো. মাসুদ রানা (২৬) ছাগলনাইয়া উপজেলার মধুগ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে। সে একজন মাদক সেবনকারী ও ব্যবসায়ী। পাশাপাশি ভারতীয় অবৈধ মালামাল চোরাকারবারী সহ সন্ত্রাসী কার্যকলাপের সাথে দীর্ঘদিন জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
আটক আসামি রানা ও পলাতক আসামীদের বিরুদ্ধে আইনী কার্যক্রম প্রক্রিয়া চলছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/175179/অস্ত্র-ও-মাদকসহ-শীর্ষ-সন্ত্রাসী-মাসুদ-রানা-আটক
Post Come trough : PURBOPOSHCIMBD
করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগের মামলায় গ্রেপ্তার জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীকে কারাবিধি অনুযায়ী ডিভিশন দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারী এ আদেশ দেন।
ওইদিন আদালতে সাবরিনার আইনজীবী কারাগারে ডিভিশন চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, সাবরিনা গেজেটেড কর্মকর্তা। কারাবিধি অনুযায়ী তিনি ডিভিশন পাওয়ার অধিকারী।
সেই আবেদন আমলে নিয়ে বিচারক কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। সাবরিনার আইনজীবী ফারুক আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, এ দিন মামলাটিতে ইয়াসিন নামে একজন সাক্ষ্য দেন। এ নিয়ে রাষ্ট্রপক্ষে মোট ৪৩ সাক্ষীর মধ্যে পাচঁজনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো। আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১১ অক্টোবর দিন ধার্য করেন।
সাবরিনা-আরিফুল ছাড়াও এই মামলার অন্য আসামিরা হলেন— আবু সাঈদ চৌধুরী, হুমায়ূন কবির হিমু, তানজিলা পাটোয়ারী, বিপ্লব দাস, শফিকুল ইসলাম রোমিও ও জেবুন্নেসা।
গত ২০ আগস্ট একই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেন। ওইদিনই সাক্ষ্যগ্রহণর জন্য ২৭ আগস্ট দিন ধার্য করা হয়। এরপর ২৭ আগস্ট বাদী কামাল হোসেনের জবানবন্দির মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
গত ৫ আগস্ট তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক লিয়াকত আলী। অভিযোগপত্রটি দেখার পর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুলফিকার হায়াত তা বিচারের জন্য বদলির আদেশ দেন। এরপর বিচারের জন্য মামলাটি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারীর আদালতে আসে।
এই মামলার অভিযোগপত্রে সাবরিনা ও আরিফুলকে জালিয়াতি ও প্রতারণার মূলহোতা ও বাকি ছয়জনকে অপরাধে সহায়তাকারী হিসেবে উল্লেখ করা হয়।
করোনার ভুয়া রিপোর্ট দেওয়া প্রতিষ্ঠান জেকেজি হেলথকেয়ারের কর্ণধার আরিফুল চৌধুরীর স্ত্রী ডা. সাবরিনা চৌধুরী জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক ছিলেন। মামলার পর ওই প্রতিষ্ঠান থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেকেজির চেয়ারম্যানের দায়িত্বে সাবরিনা আছেন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়।
গত ১২ জুলাই সাবরিনাকে জিজ্ঞাসাবাদের জন্য তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ (ডিসি) কার্যালয়ে আনা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করেন জেকেজির প্রতারণা মামলার তদন্ত কর্মকর্তা, ডিসিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদে তিনি সদুত্তর দিতে না পারায় তাকে তেজগাঁও থানায় আগেই আরিফুলের বিরুদ্ধে হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
গত ২৩ জুন করোনার ভুয়া সনদ দেওয়া, জালিয়াতি ও প্রতারণার অভিযোগে আরিফুলসহ ছয়জনকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ। গ্রেপ্তারের পর থানা হাজতে থাকা অবস্থায় আরিফুলের ক্যাডার বাহিনী ভাঙচুর ও হামলা করে থানায়। মারধর করে পুলিশকে।
এছাড়া রাজধানীর মহাখালীর তিতুমীর কলেজে নমুনা সংগ্রহের বুথ বসিয়ে সেখানে প্রশিক্ষণের নামে নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগও পাওয়া যায়। কলেজের কক্ষে নারী-পুরুষের আপত্তিকর অবস্থানসহ নানা অনৈতিক কাজে বাধা দিলে তিতুমীর কলেজের শিক্ষক, কর্মচারী ও ছাত্রদের ওপরও হামলা করে আরিফুলের লোকজন।
অভিযোগ পাওয়া যায়, রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদের মতো বিশিষ্ট ব্যক্তিদের নাম ভাঙিয়ে বিভিন্নজনকে হুমকি দিতেন আরিফ। এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাম ব্যবহার করে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালককেও দেখে নেওয়ার হুমকি দেন তিনি।
জানা যায়, জেকেজির কর্ণধার স্বামী-স্ত্রী মিলে করোনা টেস্টের ভুয়া সনদ বিক্রি করেছেন। প্রতিটি টেস্টের জন্য জনপ্রতি নিয়েছেন সর্বনিম্ন পাঁচ হাজার টাকা। আর বিদেশি নাগরিকদের কাছ থেকে জনপ্রতি তারা নিতেন ১০০ ডলার।
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্ত বয়স্ক ১০ আসামির রায় ঘোষণা করা হবে আজ। রায় ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে গোটা আদালত প্রাঙ্গণ। আদালত ও আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে আদালত প্রাঙ্গণে গিয়ে দেখা গেছে, বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। আদালতে আসা আইনজীবী, সাংবাদিক ও মানুষকে তল্লাশি করে ভেতরে প্রবেশ করানো হচ্ছে।
এ মামলার প্রাপ্তবয়স্ক আসামিরা হলেন- আয়েশা সিদ্দিকা মিন্নি, রাকিবুল হাসান রিফাত ফরাজি, আল কাইয়ুম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, মো. হাসান, মো. মুসা, রাফিউল ইসলাম রাব্বি, মো. সাগর ও কামরুল ইসলাম সায়মুন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে নয়ন বন্ড ও তার সহযোগী সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে রিফাত শরীফকে গুরুতর আহত করে। এরপর বীরদর্পে অস্ত্র উঁচিয়ে এলাকা ত্যাগ করে তারা। গুরুতর আহত রিফাত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ওইদিনই মারা যান।
ওই বছরের ১ সেপ্টেম্বর রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দেয় পুলিশ। একইসঙ্গে রিফাত হত্যা মামলার এক নম্বর আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।
চলতি বছরের ১ জানুয়ারি রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বরগুনার জেলা ও দায়রা জজ আদালত। ৮ জানুয়ারি একই মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বরগুনার শিশু আদালত।
এ মামলার চার্জশিটভুক্ত প্রাপ্তবয়স্ক আসামি মো. মুসা এখনো পলাতক রয়েছেন। এছাড়া নিহত রিফাতের স্ত্রী মিন্নিসহ অপ্রাপ্তবয়স্ক ৮ আসামি উচ্চ আদালত ও বরগুনার শিশু আদালতের আদেশে জামিনে রয়েছে।
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/175174/রিফাত-হত্যার-রায়:-আদালত-প্রাঙ্গণে-নিরাপত্তা-জোরদার
Post Come trough : PURBOPOSHCIMBD
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্ত বয়স্ক ১০ আসামির রায় আজ ঘোষণা করবেন আদালত। এরই মধ্যে এ মামলার একমাত্র জামিনপ্রাপ্ত আসামি আয়েশা সিদ্দীকা মিন্নি আদালতে হাজির হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে বাবার সঙ্গে মোটরসাইকেলে করে আদালত প্রাঙ্গণে আসেন মিন্নি।
এদিকে আলোচিত এ মামলার রায়কে ঘিরে আদালত এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। কিছুক্ষণের মধ্যেই আদালতে আনা হবে প্রাপ্ত বয়স্ক বাকি ৮ আসামিকে। মামলার দণ্ডপ্রাপ্ত ৬ নম্বর আসামি মুছা বন্ড পলাতক রয়েছেন। তার অনুপস্থিতিতে এ রায় ঘোষণা হবে। মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর আদালত প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের বলেন, রায়ে নির্দোষ প্রমাণিত হয়ে আমার মেয়ে মিন্নি বেকসুর খালাস পাবেন বলে আশা করছি।
এ মামলায় মিন্নি আইনজীবী মাহবুবুল বারী আসলাম জানিয়েছেন, সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টার মধ্যে রায় ঘোষণা হতে পারে।
প্রাপ্ত বয়স্ক আসামিরা হলেন, রাকিবুল হাসান রিফাত ফরাজি (২৩), আল কাইউম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), মো. হাসান (১৯), মো. মুসা (২২), আয়শা সিদ্দিকা মিন্নি (১৯), রাফিউল ইসলাম রাব্বি (২০), মো. সাগর (১৯), ও কামরুল ইসলাম সাইমুন (২১)।
প্রসঙ্গত, ২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে নয়ন বন্ড ও তার সহযোগী সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে রিফাত শরীফকে গুরুতর আহত করে। এরপর বীরদর্পে অস্ত্র উঁচিয়ে এলাকা ত্যাগ করে তারা। গুরুতর আহত রিফাত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ওইদিনই মারা যান।
ওই বছরের ১ সেপ্টেম্বর রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দেয় পুলিশ। একইসঙ্গে রিফাত হত্যা মামলার এক নম্বর আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।
চলতি বছরের ১ জানুয়ারি রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বরগুনার জেলা ও দায়রা জজ আদালত। ৮ জানুয়ারি একই মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বরগুনার শিশু আদালত।
এ মামলার চার্জশিটভুক্ত প্রাপ্তবয়স্ক আসামি মো. মুসা এখনো পলাতক রয়েছেন। এছাড়া নিহত রিফাতের স্ত্রী মিন্নিসহ অপ্রাপ্তবয়স্ক ৮ আসামি উচ্চ আদালত ও বরগুনার শিশু আদালতের আদেশে জামিনে রয়েছে।
আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি তুলা রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ প্রেমের দেবতা শুক্রাচার্য, দেবগুরু বৃহস্পতি ও বিঘ্নসৃষ্টিকারী গ্রহ কেতুর প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে মীন রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। শরীর-স্বাস্থ্যের প্রতি তীক্ষè নজর রাখা সমীচীন হবে। অবশ্য শ্রমিক-কর্মচারী ড্রাইভার গৃহশিক্ষকদের মনে মালিকপ্রীতি দেখা দেবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
ডাকযোগে চেক মানিঅর্ডার বিকাশ ফ্লেক্সিলোড প্রভৃতি আসতে পারে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ায় সাজ সাজ রবরব করবে। শরীর-স্বাস্থ্যের প্রতি তীক্ষè নজর রাখা সমীচীন হবে। শ্রমিক-কর্মচারীদের মাঝে মালিকপ্রীতি দেখা দেবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। মামলা মোকদ্দমা ও কোর্টকেসের রায় পক্ষে আসবে। দূর থেকে আসা কোনো সংবাদে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে। শত্রু ও বিরোধীপক্ষের সব পরিকল্পনা নস্যাৎ হবে।
মিথুন [২১ মে-২০ জুন]
ভাগ্যলক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার চরণ স্পর্শ করবে। যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফলতাপ্রাপ্ত হবেন। শিক্ষার্থীদের হাতে নিত্যনতুন সুযোগ এসে হাজির হবে। শত্রু ও বিরোধীপক্ষের সব পরিকল্পনা নস্যাৎ হয়ে পড়বে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা অধিক ভারী হয়ে থাকবে। টাকাপয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। ঘুষ উৎকোচ গ্রহণ নেশাজাতীয় দ্রব্য সেবন ও অস্ত্রশস্ত্র থেকে দূরে থাকুন। এতদসত্ত্বেও মন সুর সংগীতের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
জীবনসাথী, শ্বশুরালয় থেকে ভরপুর সাহায্য-সহযোগিতাপ্রাপ্ত হবেন। গৃহবাড়ি ভূমিসম্পত্তি ও যানবাহন লাভের পথ প্রশস্ত হবে। সন্তানদের ক্যারিয়ার, অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ঠিক হবে না।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
সিজনাল রোগব্যাধির প্রকোপ বৃদ্ধি পাবে। টাকাপয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। অবশ্য শ্রমিক-কর্মচারী ও ড্রাইভারদের মনে মালিকপ্রীতি দেখা দেবে। দুর্জন আত্মীয়বেশে আপনার সুখের সংসারে অশান্তির অনল জ্বেলে দিতে পারে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
হারানো পিতৃমাতৃ ধনসম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ খুলবে। ডাকযোগে প্রাপ্ত সংবাদ বেকারদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। শত্রু ও বিরোধীপক্ষ পিছু হটতে বাধ্য হবে। শিক্ষার্থীদের মনে অলসতা দানা বাঁধতে পারে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
কলহবিবাদ উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখা সমীচীন হবে। অবশ্য ভাড়াটিয়া-মালিকের দীর্ঘদিনের মতানৈক্য দূরীভূত হবে। বিদেশে অবস্থ্নারত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবারে খুশিরা জোয়ার বইবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রবরব করবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। অর্থকড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন। মন সুর সংগীত ধর্ম ও পরোপকারের প্রতি আকৃষ্ট থাকবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
হাত বাড়ালেই সফলতাপ্রাপ্ত হওয়ায় মন আনন্দে নাচবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তন দুটোই সমানতালে শুভফল প্রদান করবে। অংশীদারদের সঙ্গে দীর্ঘদিনের মতানৈক্য দূর হবে। দাম্পত্য সুখ-শান্তি প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে। বাণিজ্যিক সফর লাভদায়ক এমনকি ভ্রমণকালীন বন্ধুত্ব সারা জীবনের পাথেয় হবে। প্রেমিকযুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে। সন্তানরা আজ্ঞাবহ হয়ে থাকবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
একদিকে আয়-উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাকে জীর্ণ করে তুলবে। বাড়ির ইলেকট্রনিক্স সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল ও আসবাবপত্র মেরামতে প্রচুর ব্যয় হবে। অবশ্য সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয়রা সাহায্যের হাত বাড়িয়ে ধরবে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/feature/175171/আজকের-রাশিফল
Post Come trough : PURBOPOSHCIMBD
নিজস্ব প্রতিবেদক,
তিনি যে কাজটি করেছেন সেটি একজন বঙ্গবন্ধুর আদর্শের কর্মী দ্বারাই সম্ভব। সিলেট এমসি কলেজে ধর্ষণের ঘটনার পর সবার প্রথমে ভূক্তভোগিদের পাশে দাঁড়ান। পুলিশকে ফোন করেন, নিজে ভিকটিমকে নিয়ে ছুটে যান এমসি কলেজে। মিডিয়া কল করেন, নিউজের তথ্য দেন সাংবাদিকদের।
তিনি নিজে তদারকি করে মামলা রুজু করেন এবং ভিকটিমের চিকিৎসার ব্যবস্থা করেন। ভিকটিমের স্বামীর গাড়ির চাবি উদ্ধার করেন। কয়েকজন নেতা ঘটনাস্থলে আসে। ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করেন, তর্ক হয়, মীমাংসা করতে চান অর্থের বিনিময়ে। বাবলাকে ভয় দেখানো হয়, মোটা অংকের টাকার প্রলোভনও ছিলো বলে অভিযোগ।
কিন্তু বাবলা অনড় ছিলেন, রাজী হননি, এই সুযোগে পালিয়ে যায় ধর্ষকরা। মেয়েটি ও তার স্বামী ধর্ষণকারীদের ফেইস চিনলেও নাম জানতেন না। বাবলাই বলে দেন তাদের পরিচয়। এবং বলেন তাদের বিচার হওয়া উচিত। বাবলার মত মানুষরা এভাবে পদক্ষেপ নিলে মেয়েরা সমাজে চলতে ভয় পাবে না।
আদর্শ মরে না, দুঃসময়ে বিএনপি জামাতের অত্যাচার সহ্য করা বাবলা আদর্শের কাছে মাথা নত করেনি। সম্মানিত ভাই বোনেরা, ছাত্রলীগ বাবলাদের মতো রত্ন তৈরি করে, ধর্ষক তৈরি বা প্রশ্রয় দেয়া কোনো দল বা সংগঠনই শেখায় না ।
Post Written by : Shahadat Hosen
Original Post URL : https://ift.tt/339gcGZ
Post Come trough : নাচোল নিউজ
তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করেছে।
সারাদেশ
রাজশাহী প্রতিনিধি
রাজশাহীতে ৫০ গ্রাম হেরোইনসহ গোদাগাড়ীর উপজেলার দেওপাড়া ইউনিয়নের কৃষক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন (৩৮) ও মোছা রোজিনা খাতুন (৩৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে শিরোইল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারন চন্দ্র বর্মন।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া মডেল থানা পুলিশের একটি টিম সোমবার রাতে শিরোইল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় গোদাগাড়ীর কামিরপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে ও উপজেলার দেওপাড়া ইউনিয়নের কৃষক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন (৩৮) ও সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার হাটিকুমরুল বাজার এলাকার আসিফ হোসেনের স্ত্রী রোজিনা খাতুন (৩৫) ৫০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন আরো জানান, কৃষকলীগ নেতা রুহুলের কাছে ৪০ গ্রাম হেরোইন ছিলো। আর তার সঙ্গে থাকা রোজিনার কাছে ছিল ১০ গ্রাম। তারা বাসস্ট্যান্ডে গাড়িতে ওঠার জন্য অপেক্ষা করছিলেন। তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করেছে। হেরোইন গুলি শিরাজগঞ্জে নিয়ে যাওয়ার সময় বাসে উঠার জন্য অপেক্ষা করছিলো। এ সময় তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
দাগনভূঞা উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হলেন নাহিদা আক্তার তানিয়া। সোমবার (২৮ সেপ্টেম্বর) চট্রগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা স্বাক্ষরিত এক আদেশে তাকে দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।
এর আগে তিনি ছাগলানাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরে চট্রগ্রাম বিভাগীয় কমিশনার অফিসে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে তাকে বদলী করা হয়েছিল।
৩৩তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তিনি রাঙ্গামাটি জেলার বাসিন্দা।
উল্লেখ্য, দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসানকে চট্রগ্রাম সিটি কর্পোরেশনে বদলি করা হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/175072/দাগনভূঞার-নতুন-ইউএনও-নাহিদা-আক্তার-তানিয়া
Post Come trough : PURBOPOSHCIMBD
শিক্ষক নিয়োগের বড় তালিকা প্রস্তুত, অপেক্ষা আদালতের নির্দেশনার
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দিতে বড় তালিকা প্রায় চূড়ান্ত করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দিতে বড় তালিকা প্রায় চূড়ান্ত করা হয়েছে। তালিকায় স্থান পেয়েছেন বিভিন্ন বিষয়ের ৫৭ হাজার ৩৬০ জন সহকারী শিক্ষক। তালিকটি চূড়ান্ত হলেও আদালতের নির্দেশনার কারণে নিয়োগ কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
শিগগিরই সুপ্রিমকোর্টে আপিল করে দিকনির্দেশনা নিয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে বলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্রে জানা গেছে।
এনটিআরসিএর চেয়ারম্যান আকরাম হোসেন বলেন, আদালতের ভিন্ন ভিন্ন নির্দেশনা জারি করায় নিয়োগ কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছে না। ১৩তম নিবন্ধিত প্রার্থীদের সরাসরি নিয়োগের বিষয়টি স্থগিত রেখে মেধাক্রমে নিয়োগ শুরু করতে আমরা নতুন করে আদালতে আপিল করার সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সারা দেশের অনুমোদিত শূন্য আসনের সংখ্যাও পেয়েছি। দ্রুত নিয়োগ কার্যক্রম শুরু করা যাবে।’
জানা গেছে, এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের তালিকা সংগ্রহ করা হয়েছে। অনলাইন ও টেলিটক মোবাইলের মাধ্যমে সংগৃহীত এ তালিকায় দেখা গেছে, অনুমোদিত বিভিন্ন বিষয়ে ৫৭ হাজার ৩৬০টি পদ শূন্য রয়েছে। এটি মাঠ কর্মকর্তাদের মাধ্যমে যাচাই-বাছাই শেষে চলতি মাসে চূড়ান্ত করা হয়েছে।
২০১৭ সালে আদালতের নির্দেশনা অনুযায়ী একটি মেধা তালিকা তৈরি করে নিবন্ধিত প্রার্থীদের মেধাক্রম করা হয়। সেই অনুযায়ী নিয়োগ দেওয়ার নির্দেশনা মোতাবেক এমপিও নীতিমালা-২০১৮ প্রণয়ন করা হয়।
সম্প্রতি সুপ্রিম কোর্টের আপিল ডিভিশন ১৩তম নিবন্ধিত প্রার্থীদের সরাসরি নিয়োগ দেওয়ার নির্দেশনা দিয়েছে। দুটি সিদ্ধান্ত ভিন্ন ভিন্ন হওয়ায় সারা দেশের এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের তালিকা চূড়ান্ত হলেও নিয়োগ কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছে না। এ কারণে নতুন করে সুপ্রিম কোর্টে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে এনটিআরসিএ।
Post Written by :
Original Post URL : https://ppbd.news/education/175070/শিক্ষক-নিয়োগের-বড়-তালিকা-প্রস্তুত,-অপেক্ষা-আদালতের-নির্দেশনার
Post Come trough : PURBOPOSHCIMBD
বাংলাদেশিদের নিয়ে লিবিয়া থেকে তৃতীয় ফ্লাইট আসছে আজ
নিজস্ব প্রতিবেদক
নানা কারণে লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরাতে আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। লিবিয়া থেকে ফিরতে আগ্রহীদের জন্য এটি তৃতীয় ফ্লাইট।
লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
দূতাবাস বলছে, মঙ্গলবার ত্রিপলির মেতিগা বিমানবন্দর থেকে সরাসরি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) একটি চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে সংশ্লিষ্ট প্রবাসীদের দেশে ফেরত যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দূতাবাসে আইওএমের প্রতিনিধির কাছে লাগেজ জমা করা প্রবাসীদের ফ্লাইট ধরার বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় দূতাবাস প্রাঙ্গণে চেক-ইন সম্পন্ন করার জন্য প্রবাসীদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। সেখান থেকে চেক-ইন করা প্রবাসীদের নিয়ে বাস সকাল সাড়ে ৯টার সময় ত্রিপলির মেতিগা বিমানবন্দরের উদ্দেশে রওনা হবে।
করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে সবাইকে মাস্ক এবং গ্লাভস পরিধান করার জন্য বিশেষ অনুরোধ করা হয়েছে।
এর আগে, চলতি সেপ্টেম্বরে দুটি ফ্লাইটে করে মোট ৩২৩ বাংলাদেশিকে লিবিয়া থেকে ফিরিয়ে আনা হয়। তাদের মধ্যে কয়েকজনকে ইউরোপ যাওয়ার পথে সমুদ্র থেকে উদ্ধার করা হয়েছিল।
Post Written by :
Original Post URL : https://ppbd.news/national/175069/বাংলাদেশিদের-নিয়ে-লিবিয়া-থেকে-তৃতীয়-ফ্লাইট-আসছে-আজ
Post Come trough : PURBOPOSHCIMBD
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৩ কোটি ৩৩ লাখ মানুষ। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী ৩ কোটি ৩২ লাখ ৮২ হাজার ৯৬৯ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
জেএইচইউর তথ্য অনুসারে, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ১০ লাখ ৮৬৭ জনে।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৭১ লাখ ৪৮ হাজারের বেশি করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন এবং মৃতের সংখ্যা পৌঁছেছে ২ লাখ ৫ হাজার ৬৯ জনে।
সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে করোনা রোগীর সংখ্যা ৬০ লাখ ছাড়িয়েছে এবং মারা গেছেন ৯৫ হাজার ৫৪২ জন।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪৭ লাখ ৪৫ হাজার ৪৬৪ জন এবং মারা গেছেন এক লাখ ৪২ হাজারেরও বেশি মানুষ।
এদিকে বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।
এদিকে, মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ১৯৩ জনে দাঁড়িয়েছে বলে সোমবার গণমাধ্যমে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এছাড়া, নতুন করে ১ হাজার ৪০৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ৬০ হাজার ৫৫৫ জনে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ১০৬টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ২৮৪টি এবং পরীক্ষা করা হয়েছে আগের নমুনাসহ ১১ হাজার ৯২২টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৯ লাখ ২১ হাজার ৩৮২টি।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১.৮০ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৮.৭৭ শতাংশ।
নতুন যে ৩২ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২২ এবং নারী ১০ জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪ হাজার ১৮ জন বা ৭৭.৩৭ শতাংশ এবং নারী ১ হাজার ১৭৫ জন বা ২২.৬৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৪৪ শতাংশ।
এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৫৮২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৭২ হাজার ৭৩ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৭৫.৪৬ শতাংশ।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/abroad/175066/বিশ্বে-করোনায়-আক্রান্ত-প্রায়-৩-কোটি-৩৩-লাখ-মানুষ
Post Come trough : PURBOPOSHCIMBD
এখন থেকে জামালপুরবাসীর পছন্দের রেস্টুরেন্টের খাবার মুহুর্তেই ঘরের দরজায় পৌঁছে দিবে দেশের জনপ্রিয় অনলাইন খাবার সরবরাহকারী ফুডপ্যান্ডা। ২৮ সেপ্টেম্বর থেকে জামালপুর সদরে যাত্রা শুরু করেছে ফুডপ্যান্ডা।
জামালপুর জেলার বিভিন্ন জিনিসের দেশজুড়ে খ্যাতি রয়েছে। তার মধ্যে ইসলামপুরের কাঁসার বাসন ও গুড়, মেলান্দহের উন্নতমানের তৈল, দেওয়ানগঞ্জের আখ ও চিনি, সরিষাবাড়ির পাট ও সার, মাদারগঞ্জের মাছ, দুধ ও ঘি, বকশীগঞ্জের নকশী কাঁথা, চিনা মাটি, কাঁচ বালি, নুড়ি পাথর, বাঁশ ও বেতের আসবাবপত্র, জামদানি শিল্প এবং সদর উপজেলার আনারস, পান, বুড়িমার মিষ্ট, ও আজমেরীর জিলাপী, সর ভাজা, ছানার পায়েস ও ছানার মিষ্টি অন্যতম।
জামালপুরে যাত্রা শুরু প্রসঙ্গে ফুডপ্যান্ডা বাংলাদেশ- এর সিইও আম্বারিন রেজা বলেন, গ্রাহকদের চাহিদার বিষয়টি মাথায় রেখে আমরা আমাদের সেবা সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি। তারই অংশ হিসেবে ফুডপ্যান্ডা এখন জামালপুরে। এখন থেকে জামালপুর শহরের মানুষের পছন্দের সব রেস্টুরেন্টের খাবার মুহুর্তেই ঘরের দরজায় পৌঁছে দিবে ফুডপ্যান্ডা।
তিনি আরো বলেন, আমাদের এই সেবাটি পর্যায়ক্রমে সারাদেশে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে শুধু ভোজনরসিকদের ভোজনকে আরাম ও উপভোগ্যই করে তুলছে না একই সাথে নতুন কর্মসংস্থানেরও সৃষ্টি করছে।
বাংলাদেশের সর্ববৃহৎ ফুড ডেলিভারি অ্যাপ ফুডপ্যান্ডা মূলত ভোজনরসিকদের ভোজনকে আরো আরামদায়ক ও উপভোগ্য করে তোলার লক্ষ্যে স্থানীয় রেস্টুরেন্টগুলোর সাথে সমন্বয় করে গ্রাহকের পছন্দের খাবার দোরগোড়ায় পৌঁছে দেয়। বর্তমানে ফুডপ্যান্ডা’র রাইডাররা বাংলাদেশের ৪১টি শহরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ও বিভিন্ন রেস্টুরেন্টের খাবার সরবরাহ করছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/175064/ফুডপ্যান্ডা-এখন-জামালপুর-সদরে
Post Come trough : PURBOPOSHCIMBD
টাকা আত্মসাতসহ ২৮ অভিযোগ হাবিপ্রবির প্রফেসর ড. শাহাদতের বিরুদ্ধে
সারাদেশ
দিনাজপুর প্রতিনিধি
দুর্নীতি ও অর্থ আত্মসাতসহ ২৮টি অভিযোগের প্রেক্ষিতে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবির) মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ শাহাদৎ হোসেন খানকে তার অতিরিক্ত দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখার পরিচালক (হিসাব) থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) হাবিপ্রবি রেজিষ্ট্রার প্রফেসার ডা. ফজলুল হক অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি নিশ্চিত করে বলেন, অব্যাহতিপত্রে কোন কারণ লেখা না থাকলেও অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রফেসর ড. মোঃ শাহাদৎ হোসেন খানকে তার অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর ২০২০ তারিখে হাবিপ্রবি’র শিক্ষক সংগঠন মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী গণতান্ত্রিক শিক্ষক পরিষদ হাবিপ্রবির উপাচার্য বরাবরে বিভিন্ন বিষয়ে অভিযোগ এনে স্বারক লিপি প্রদান করেন। স্বারক লিপিতে যে কয়টি অনিয়ম উল্লেখ করা হয়েছে তার মধ্যে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ শাহাদৎ হোসেন খানের বিরুদ্ধে সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া অনিয়মের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়।
স্বারকলিপি দেয়ার পর উপাচার্য আবুল কাশেম গত ১৯ সেপ্টেম্বর মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী গণতান্ত্রিক শিক্ষক পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় বসেন। আলোচনার পর গত ২৩ সেপ্টেম্বর প্রফেসর ড. মোঃ শাহাদৎ হোসেন খানকে তার অতিরিক্ত দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখার পরিচালক (হিসাব) থেকে অব্যাহতি প্রদান করেন। মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী গণতান্ত্রিক শিক্ষক পরিষদের দেয়া স্বারক লিপিতে সংযুক্ত অভিযোগ থেকে জানা যায় যে, প্রফেসর ড. মোঃ শাহাদৎ হোসেন খান হাবিপ্রবির শহীদ তাজউদ্দীন হলের হল সুপার হিসাবে গত ১ জুলাই ২০১১ থেকে ২ ফ্রেবুয়ারী ২০১৩ পর্যন্ত ১ বছর ৮ মাস দায়িত্ব পালন করেন। এ সময় তিনি ২৫ লক্ষ ২৪ হাজার ১৮৫ টাকা ভাউচার ও ক্যাশ বহি বিহিন ব্যয় করেন। যাতে আভ্যন্তরিণ অডিট আপত্তি রয়েছে । ছাত্র পরামর্শক হিসাবে দায়িত্ব পালনের সময় গত ২৮/১১/২০১৫ ইং তারিখে ওয়ালটন শোরুম থেকে টিএসসির নীচ তলার কেফেটেরিয়ার জন্য বেশ কিছু ইলেক্ট্রিক সামগ্রী ক্রয় করেন। যার মধ্যে ২৮ হাজার ৭০০ টাকা মূল্যের একবটি ডিপ ফ্রিজের টাকা পরিশোধ করেননি। এ ব্যাপরে ওয়ালটন কর্তৃপক্ষ গত ৯ সেপ্টেম্বর ২০২০ তারিখে হাবিপ্রবির রেজিষ্ট্রার বরাবর অভিযোগ দাখিল করেছেন। ২০১৪ থেকে ২০১৫ সালের দিকে শরীরচর্চা পরিচালক থাকা কালীন ৭০ হাজার টাকা উত্তোলন করে সমন্বয় করেননি। তবে শোনা যাচ্ছে যে, বর্তমার শরীর চর্চার পরিচালকের মাধ্যমে তা সমন্বয় না করে গত ২৪ জুন ২০২০ ইং তারিখে তা নিজে নিজে সমন্বয় করেছেন। যা সম্পন্ন নিয়ম বহিঃভূত।
হাবিপ্রবির মরহুম প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন অসুস্থ থাকাকালীন সময় চিকিৎসা সহায়তার হিসাবে ছাত্রদের দেয়া ১ লক্ষ ১০ হাজার টাকা ১৩ মাস পর তৎকালীণ ভিসির হস্তক্ষেপে প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেনের স্ত্রী প্রফেসর ড. মোছাঃ আফোরজা খাতুন শিলাকে পরিশোধ করেন। ২০১৮ সালে ভর্তি পরীক্ষার সময় প্রফেসর ডাঃ মোঃ ফজলুল হকের কাছ থেকে ২৬ হাজার টাকা নিলেও তা পরিশোধ করেননি। জুলাই ২০২০ ইং তারিখে হাবিপ্রবির সেন্ট্রাল মসজিদের সম্প্রসারণে নিয়ম বহিভূত ভাবে ১০ লক্ষা টাকা ব্যয় করেন। যা পরিচালক প্লানিং কে অবহিত করা হয়নি। তা ছাড়া যাতে পত্রিকায় বিজ্ঞপ্তি না দিতে হয় সে জন্য ১০ লক্ষ টাকাকে দুটি ভাগে বিভক্ত করে খরচ করা হয়।
কোভিট-১৯ মহামারির সময় প্রয়োজন না থাকলেও অযাচিত ভাবে নিজেকে জড়িয়ে অগ্নিনির্বাপক গ্যাস সিলিন্ডার ক্রয় করেন। যার প্রয়োজনীয়তা আদৌও নেই। ২০১৭ সালে গাড়ী পোড়ানোর ঘটনায় তার বিরুদ্ধে আর্থিক কেলেংকারীর অভিযোগ রয়েছে। সে সময় তিনি আর্টিস্টিক কং থেকে ৫ লাখ টাকা নিয়েছেন। যা পরে ওই কোম্পানী থেকে প্রকৌশল শাখার এক প্রকৌশলীকে অভিযোগ করেছেন। ২০১৪ সালে শিক্ষা সফরে ময়মনসিংহে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীরা আহত হয়। সে সময় আহত ছাত্রছাত্রীদের চিকিৎসা সহায়তা তৎকালিন ছাত্র উপদেষ্টার মাধ্যমে হল সুপাররা টাকা পাঠালেও তা দীর্ঘদিন আটকে রেখে পরবর্তীতে আংশিক টাকা আহত ছাত্রদের পরিবারকে দেন। বাকি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। সাবেক ভিসি প্রফেসর ড. আফজাল হোসেনের স্বাক্ষর জালিয়াতির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এছাড়াও তার বিরুদ্ধে প্রশাসনের গুরুত্বপূর্ণ শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও প্রশাসনকে বিভিন্ন ঘটনার মাধ্যমে অস্থিতিশিল রাখার মত ১৮টি অভিযোগ তুলেছে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী গণতান্ত্রিক শিক্ষক পরিষদ।
আরো জানা গেছে, প্রফেসর ড. মোঃ শাহাদৎ হোসেন খান বিশ্ববিদ্যালয়ের সব্বোর্চ নীতি নির্ধারনী বোর্ড অর্থাৎ রিজেন্ট বোর্ডের একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনিত সদস্য। কিন্তু তার এই কার্যক্রমে হাবিপ্রবির শিক্ষক কর্মকর্তারা হতবাগ হয়েছে। তারা বলছেন আমরা প্রফেসর ড. মোঃ শাহাদৎ হোসেন খানের কাছ থেকে এমনটা আশা করিনি।
এ ব্যাপরে জানতে চাইলে প্রফেসর ড. মোঃ শাহাদৎ হোসেন খান বলেন, আমি ২৫ বছর ধরে হাবিপ্রবিতে আছি। এতো দিন কোন অভিযোগ উঠেনি। যে সংগঠন আমার বিরুদ্ধে অভিযোগ করেছে সেই মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী গণতান্ত্রিক শিক্ষক পরিষদের আমি সহ সভাপতি। এই অভিযোগ সম্পন্ন ঈশ্বার্নিত হয়ে করা হয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে আগামীতে ভিসি হওয়ার জন্য ১০ জনের তালিকা পাঠানো হয়েছে। তাদের কাছে শুনেছি সেই তালিকায় আমারও নাম রয়েছে। সে কারণে উদ্দ্যেশ্য মূলকভাবে এই অভিযোগগুলো আনা হয়েছে। এগুলো সম্পন্ন মিথ্যা ও বানোয়াট।
এ ব্যাপরে জানতে চাইলে হাবিপ্রকির রেজিষ্ট্রার প্রফেসর ডা. মোঃ ফজলুল হক জানান, লিখিত অভিযোগ পেয়েছি। প্রফেসর ড. মোঃ শাহাদৎ হোসেন খানকে তার অতিরিক্ত দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখার পরিচালক (হিসাব) থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। নতুন করে ওই পদে লোক নিয়োগ দেয়া হয়েছে। প্রয়োজনে বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/175062/টাকা-আত্মসাতসহ-২৮-অভিযোগ-হাবিপ্রবির-প্রফেসর-ড.-শাহাদতের-বিরুদ্ধে
Post Come trough : PURBOPOSHCIMBD
সুপ্রিম কোর্টকে ব্যবহার করে ‘ওবামাকেয়ার’ নির্মূল করছেন ট্রাম্প: বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রে ওবামাকেয়ার নির্মূলের লক্ষ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা মহামারির মধ্যেই সুপ্রিম কোর্টে নতুন বিচারপতি নিয়োগে তড়িঘড়ি করা হয়েছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।
৩ নভেম্বরের নির্বাচনের আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। এ অবস্থায় সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ প্রসঙ্গে উইলমিংটনে রবিবার সাংবাদিকদের বাইডেন বলেন, ট্রাম্প ও রিপাবলিকানরা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট কিংবা ওবামাকেয়ারকে নির্মূলে একে একটি সুযোগ হিসেবে দেখছেন। মনোনয়ন নিশ্চিতে নির্বাচন পর্যন্ত বিলম্ব করতে সিনেটের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন বাইডেন।
আগাম ভোট ইতোমধ্যে শুরু হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, প্রেসিডেন্ট নির্বাচন চলছে। এ অবস্থায় দেশের ইতিহাসে এর আগে কখনও সুপ্রিম কোর্টের বিচারপতি মনোনয়ন ও নিয়োগের ঘটনা ঘটেনি।
ট্রাম্প নতুন বিচারপতি হিসেবে এমি কনে ব্যারেটকে মনোনয়ন দিয়েছেন। ধর্মীয় বিশ্বাসের দিক থেকে ব্যারেট রক্ষণশীল। তিনি যার স্থলাভিষিক্ত হচ্ছেন সেই প্রয়াত বিচারপতি রুথ বাডার গিন্সবার্গ ছিলেন উদার ও প্রগতিশীল।
সিনেট ভোটাভুটিতে ব্যারেট নির্বাচিত হলে যে বিষয়গুলো নিয়ে যুক্তরাষ্ট্রে বিভক্তি রয়েছে, যেমন গর্ভপাত, বন্দুক অধিকার থেকে স্বাস্থ্য সুরক্ষার মতো বিষয়গুলোতে প্রভাব পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। এ বিষয়গুলো নিয়ে প্রতিদ্বন্দ্বী অবস্থান নিয়েছে দেশটির প্রধান দুটি দল ডেমোক্র্যাট ও রিপাবলিকান।
এদিকে সুপ্রিম কোর্টের বিচারপতির এ পদ আজীবনের। এর মানে ব্যারেট এ পদে আসীন হলে এই প্রথম দেশের সর্বোচ্চ আদালতে রক্ষণশীলদের ব্যাপক প্রভাব তৈরি হবে। এ সুযোগ হাতছাড়া না করতেই ট্রাম্প যথেষ্ট তৎপরতার সঙ্গে বিচারপতি নিয়োগে উঠেপড়ে লেগেছেন বলে দাবি করছেন সমালোচকরা।
মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রবিবার ট্রাম্প মনোনয়ন নিশ্চিতে আশা প্রকাশ করেছেন। তিনি বলেন, নির্বাচনের আগে খুব সহজেই আমরা কাজটি শেষ করতে যাচ্ছি।
প্রসঙ্গত, কংগ্রেসের উচ্চকক্ষ সিনিটে ১০০ আসনের মধ্যে ৫৩টি রিপাবলিকানদের। তাই আশা করা হচ্ছে ব্যারেটের মনোনয়ন চূড়ান্ত করতে তাদের খুব একটা বেগ পেতে হবে না। ইতোমধ্যে সিনেটে সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককনেল ঘোষণা দিয়েছেন, চলতি বছরেই এ বিষয়ে ভোটাভুটি অনুষ্ঠিত হবে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/abroad/175059/সুপ্রিম-কোর্টকে-ব্যবহার-করে-‘ওবামাকেয়ার’-নির্মূল-করছেন-ট্রাম্প:-বাইডেন
Post Come trough : PURBOPOSHCIMBD
ট্রাম্প-ইভানকার চুল পরিচর্যায় ব্যয় ১ লাখ ৬৫ হাজার ডলার!
আন্তর্জাতিক ডেস্ক
প্রেসিডেন্ট ট্রাম্প গত ১৫ বছরের মধ্যে ১০ বছর মোটেও কোনো আয়কর দেননি। নিজের কোম্পানিগুলোর লোকসান দেখিয়ে ট্রাম্প বছরের পর বছর ধরে আয়কর এড়িয়েছেন। এই যখন অবস্থা, তখন ট্রাম্পের চুলের পেছনে ব্যয় শুনলে চমকে উঠতে হয়। ডোনাল্ড ট্রাম্প ও তাঁর মেয়ে ইভানকা ট্রাম্পের চুলের পরিচর্যার জন্য ব্যয় করেছেন ১ লাখ ৬৫ হাজার ৪৬৪ ডলার। মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।
গণমাধ্যমের খররে জানা গেছে টেলিভিশন অনুষ্ঠানের জন্য ডোনাল্ড ট্রাম্পের চুল পরিচর্যার পেছনে ৭০ হাজার ডলার ব্যয় করা হয়েছে। শুধু তাই নয়, তাঁর মেয়ে ইভানকা ট্রাম্পের চুলের পরিচর্যার পেছনে ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন নয়টি কোম্পানির ব্যয় হয়েছে ৯৫ হাজার ৪৬৪ ডলার। আর অবকাশযাপন কেন্দ্র মার-এ-লেগোতে থাকাকালে আলোকচিত্রীর পেছনেই তাঁর ব্যয় ২ লাখ ১০ হাজার ডলার। ২০০০ সাল থেকে এখন পর্যন্ত শুধু গলফ কোর্সেই ডোনাল্ড ট্রাম্প উড়িয়েছেন ৩১ কোটি ৫০ লাখ ডলার।
আরও আছে। ২০১০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ব্যবসায়িক ব্যয়ের আওতায় পরামর্শক ফি বাবদ ডোনাল্ড ট্রাম্প ২ কোটি ৬০ লাখ ডলার ব্যয় করেছেন বলে জানায় গার্ডিয়ান। এর একটি অংশ আবার গেছে ইভানকা ট্রাম্পের মালিকানা রয়েছে, এমন কোম্পানিতে।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালে প্রেসিডেন্টের আয়ের বার্ষিক হিসাব প্রকাশ করা হয়। সে সময় ডোনাল্ড ট্রাম্পের বার্ষিক আয় দেখানো হয়েছিল ৪৩ কোটি ৪০ লাখ ডলার। অথচ একই সময়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আয়কর পরিষেবা প্রতিষ্ঠান ইন্টারনাল রেভিনিউ সার্ভিসকে (আইআরএস) তিনি জানিয়েছেন, তাঁর ব্যবসায়িক ক্ষতির পরিমাণ ৪ কোটি ৭৪ লাখ ডলার। তাঁর ঋণের পরিমাণ ৪২ কোটি ১০ লাখ ডলার। এসব ঋণের অধিকাংশেরই আবার পরিশোধের নির্ধারিত সময় আগামী চার বছরের মধ্যে।
নিউইয়র্কের টাইমস–এর প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য। এতে বলা হয়, ডোনাল্ড ট্রাম্পের আয়ের একটি বড় অংশ আসে অন্য দেশ থেকে। এর পরিমাণ ৭ কোটি ৩০ লাখ ডলার। এটি প্রেসিডেন্ট হিসেবে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে স্বার্থের সংঘাত তৈরি করে। এই অর্থের মধ্যে ১ কোটি ৩০ লাখ ডলার আসে তুরস্কের ইস্তাম্বুলে থাকা ট্রাম্প টাওয়ার থেকে। প্রেসিডেন্ট হওয়ার পর সেখান থেকে ট্রাম্পের আয় ১০ লাখ ডলার বেড়েছে।
ডোনাল্ড ট্রাম্প শুধু কর এড়িয়ে চলেন, তাই নয়। তিনি একই সঙ্গে আগে পরিশোধিত কর ফেরতও চান। সংখ্যার হিসেবে এ অঙ্কও বেশ বড়। গার্ডিয়ান জানাচ্ছে, ডোনাল্ড ট্রাম্প ৭ কোটি ২৯ লাখ ডলারের কর রিফান্ড চেয়ে আবেদন করেছিলেন, যা গ্রহণও করা হয়। ২০০৫ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত তাঁর পরিশোধিত সব কর এর আওতাভুক্ত। এই বিষয়টি নিয়ে আইআরএসের সঙ্গে মার্কিন নিরীক্ষা বিভাগের লড়াই চলছে এক দশকেরও বেশি সময় ধরে।
সব মিলিয়ে এখন পর্যন্ত যে পরিমাণ কর ফাঁকি দিয়েছেন, তা জরিমানাসহ পরিশোধ করতে চাইলে আইআরএসকে ডোনাল্ড ট্রাম্পের ১০ কোটি ডলার পরিশোধ করতে হতে পারে। নিউইয়র্ক টাইমস–এর প্রতিবেদন মতে, ডোনাল্ড ট্রাম্প ২০০০ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত গড়ে প্রতি বছর ১৪ লাখ ডলার আয়কর পরিশোধ করেছেন। অথচ তাঁর পর্যায়ের আয় রয়েছে, এমন ব্যক্তিদের বার্ষিক পরিশোধিত আয়কর হওয়ার কথা অন্তত ২ কোটি ৫০ লাখ ডলার। সব মিলিয়ে এখন পর্যন্ত যে পরিমাণ কর ফাঁকি দিয়েছেন, তা জরিমানাসহ পরিশোধ করতে চাইলে আইআরএসকে ডোনাল্ড ট্রাম্পের ১০ কোটি ডলার পরিশোধ করতে হতে পারে।
তবে এত সবের পরও বরাবরের মতোই সবকিছু অস্বীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, ‘আমি আসলে কর দিয়েছি। আমার ট্যাক্স রিটার্ন দেখলেই এটি বুঝতে পারবেন। এটার অডিট এখন চলছে। অনেক দিন ধরেই এর অডিট চলছে।’ রোববার এ প্রতিবেদন প্রকাশের পর ট্রাম্প সাংবাদিকদের এ কথা বলেন। পরে আবার আজ ট্রাম্প টুইট করে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে ফেক নিউজ বা ভুয়া সংবাদ বলে দাবি করেছেন।
আর ট্রাম্প অর্গানাইজেশনের আইনজীবী অ্যালান গার্টেনের দাবি, ২০১৫ সালের পর থেকে প্রতি বছর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগত আয়কর হিসেবে ‘টেনস অব মিলিয়নস অব ডলারস’ পরিশোধ করেছেন। যদিও কোনো নির্দিষ্ট অঙ্ক তিনি জানাতে পারেননি।
Post Written by :
Original Post URL : https://ppbd.news/abroad/175058/ট্রাম্প-ইভানকার-চুল-পরিচর্যায়-ব্যয়-১-লাখ-৬৫-হাজার-ডলার!
Post Come trough : PURBOPOSHCIMBD
আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার যুদ্ধ তীব্র আকার ধারণ করেছে। বিতর্কিত নাগোরনো-কারবাখ অঞ্চল নিয়ে চলমান যুদ্ধে সোমবার (২৮ সেপ্টেম্বর) পর্যন্ত উভয়পক্ষের ৮৪ জন সামরিক কর্মকর্তার মৃত্যু হয়েছে। এছাড়া মারা গেছেন ১১ জন বেসামরিক (আজারবাইজানের ৯ জন, আর্মেনিয়ার ২ জন)। কর্তৃপক্ষের বরাত দিয়ে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ কথা জানিয়েছে।
এদিকে আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আর্টসান হোভান্নিসায়ান অভিযোগ করেছেন, আজারবাইজান বাহিনী কারবাখ ফ্রন্টলাইনের দক্ষিণ এবং উত্তর-পূর্ব সেক্টরে ব্যাপক হামলা চালিয়েছে। এতে অন্তত ২০০ সেনা আহত হয়েছেন। অনেকের আঘাত সামান্য হওয়ায় তারা পুনরায় যুদ্ধে যোগ দিয়েছেন।
অন্যদিকে এক বিবৃতিতে আজারবাইজানের প্রসিকিউটররা বলেছেন, আর্মেনিয়ান বাহিনীর সদস্যরা সোমবার সন্ধ্যায় আজারবাইজানের অঞ্চলে গুলি চালিয়েছে। এতে দুজন মারা গেছেন। আহত হয়েছেন কয়েকজন।
চলমান এ যুদ্ধ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি উভয় দেশের নেতাদের সঙ্গে আলাপ করেছেন এবং সংলাপে বসতে দুই দেশকে আহ্বান জানিয়েছেন। নিন্দা জানিয়েছেন বিশ্ব সম্প্রদায়ের শীর্ষ নেতারাও।
আর্মেনিয়া ও আজারবাইজান এক সময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর দেশ দুটি স্বাধীন হয়। গত চার দশক ধরে নাগোরনো-কারবাখ অঞ্চল নিয়ে বিরোধে জড়িয়ে আছে দুই প্রতিবেশী দেশ। নাগোরনো-কারবাখ অঞ্চলকে আন্তর্জাতিকভাবে আজারবাইনের অংশ বলে স্বীকৃতি দেওয়া হলেও আর্মেনিয়ার নৃগোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়ে গেছে এলাকাটি।
মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় চিহ্নিত ডলার ব্যাবসায়ী প্রতারক চক্রের মুলহোতা এরশাদ আলীকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত এরশাদ আলী উপজেলার মৈনম ইউনিয়নের ভদ্রসেনা মোল্লাপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে।
সোমবার সকালে অভিযান চালিয়ে বাড়ির পাশের একটি মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত এরশাদ আলী সংঘবদ্ধ একটি চক্র গড়ে তোলে ডলার বিক্রির প্রলোভন দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারনা করে আসছিল।
এভাবে প্রতারনার ফাঁদে ফেলে সম্প্রতি এক ব্যবসায়ির নিকট থেকে প্রায় ১৮ লাখ টাকা হাতিয়ে নেন।
এ ঘটনায় ওই ব্যবসায়ি বাদি হয়ে মান্দা থানায় মামলা দায়ের করলে এরশাদকে গ্রেফতার করে পুলিশ।
মান্দা থানার ওসি-তদন্ত তারেকুর রহমান সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এস অাই হাবিবুর রহমান এবং এ এসঅাই জিয়াউর রহমানসহ সঙ্গীয় ফোর্স সোমবার সকালে অভিযান চালিয়ে এরশাদকে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে ডলার প্রতারনার একাধিক মামলা চলমান রয়েছে। এরশাদকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে।
প্রসঙ্গত: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চকখোড়াপাখিয়া গ্রামে ব্যবসায়ি শামীম হোসেনকে ডলার দেয়ার কথা বলে প্রথম দফায় কয়েকটি বিকাশ নম্বরে ২ লাখ ৯৫ হাজার টাকা হাতিয়ে নেয় এরশাদ আলীসহ সংঘবদ্ধ একটি প্রতারক চক্র।
একই কথা বলে চক্রটি গত ১৮ সেপ্টেম্বর দুপুরে শামীম হোসেনকে ১৫ লাখ টাকা নিয়ে মংলাপাড়া গ্রামের শ্মশান ঘাট এলাকায় কলাবাগানে ডেকে নেন। সেখানে দেশিয় অস্ত্রের মুখে শামীমকে জিম্মি করে তার নিকটে থাকা ১৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় চক্রটির সদস্যরা।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/30gfSV4
Post Come trough : নাচোল নিউজ