হঠাৎ দূর থেকে দেখি, একটা ছেলেকে রশি দিয়ে বাঁধা হচ্ছে। বিপদ মনে করে, দ্রুত কাছে পৌঁছাতেই আমার মাথায় রীতিমতো বাজ পড়লো!
ইফতেখায়রুল ইসলাম
এই ভোর ৪টা ৪২ মিনিটে হঠাৎ দূর থেকে দেখি, একটা ছেলেকে রশি দিয়ে বাঁধা হচ্ছে। বিপদ মনে করে, দ্রুত কাছে পৌঁছাতেই আমার মাথায় রীতিমতো বাজ পড়লো! মধ্যরাতে ইন্টারমিডিয়েট পড়ুয়া এই ৪ ছেলে টিকটকের শ্যুটিং করছে!
আমরা গর্বিত এই ভেবে যে, পুরো বাংলাদেশ অবশেষে সেলিব্রিটি দিয়ে ভরে যাচ্ছে!
১৭-১৮ বছর বয়সী এই ছেলেরা মিরপুর ভাষানটেক এলাকার স্থানীয়! বাইরে কোনো অঘটন ঘটে গেলে পুরো দোষ অপ্রিয় পেশার মানুষদের উপর বর্তাবে!
বাবা, মা, ভাই, বোনদের বুঝি আজকাল আর কিছু দেখতে নেই! আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিয়েছেন! একটু বুঝিয়ে সুঝিয়ে বিদায় করলাম। অতি সংবেদনশীল মহাশয়গণ আবার চিৎকার করে বলে উঠেন না যেন, চলাফেরার স্বাধীনতায় হস্তক্ষেপ করেছি!
সামনে আর কি কি দেখতে হবে, তার প্রতীক্ষায় আছি!
লেখক: অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, পল্লবী জোন গোয়েন্দা বিভাগ (ডিএমপি)
আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি রবি, সর্বগ্রাসী গ্রহ রাহু ও বুদ্ধির দেবতা বুধের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে কন্যা রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। শ্রম মেধা প্রযুক্তি ও নিত্যনতুন কৌশল অবলম্বন করেও ফসল ঘরে তোলা কঠিন হবে। অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
পাওনা টাকা আদায় আটকে থাকা বিল পাস হবে। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। গৃহবাড়ি ভূমিসম্পত্তি ও যানবাহন লাভের স্বপ্ন পূরণ হবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহবিবাদের মীমাংসা হবে। সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতাপ্রাপ্ত হবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ও আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় হবে।
মিথুন [২১ মে-২০ জুন]
বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। দাম্পত্য সুখ-শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে ছাড় দিতে হবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে নতুন মুখ আসতে পারে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। দীর্ঘদিনের ভাঙা প্রেম ও বন্ধুত্ব জোড়া লাগবে। যোগ্যকর্ম ও উচ্চশিক্ষার দ্বার খুলতে পারে। পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য-সহযোগিতা পাবেন।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
দুর্যোগের মেঘ কাটতে শুরু করবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক্সসামগ্রীর পসরা সাজবে। ভাঙা প্রেম ও বন্ধুত্ব জোড়া লাগবে। দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহবিবাদের মীমাংসা হবে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
টাকাপয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণœ হয়ে পড়বে। বাড়ির ইলেকট্রনিক্সসামগ্রী বৈদ্যুতিক মিটার ও যানবাহন মেরামতে প্রচুর ব্যয় হবে। প্রেমিকযুগল সাবধান।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
শিক্ষার্থীদের জন্য নিত্যনতুন সুযোগ এসে হাজির হবে। পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য-সহযোগিতাপ্রাপ্ত হবেন। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। শত্রু ও বিরোধীপক্ষ পিছু হটতে বাধ্য হবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
কর্মপ্রত্যাশীদের কর্মপ্রাপ্তি হারানো কর্ম পুনরুদ্ধার হবে। নিত্যনতুন ব্যবসার স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। শিক্ষার্থীদের হাতে নিত্যনতুন সুযোগ এসে হাজির হবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হবে। মামলা মোকদ্দমা ও কোর্টকেসের রায় পক্ষে আসবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক্সসামগ্রীর পসরা সাজবে। মন সুর সংগীত ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
শুভাশুভ মিশ্রফল প্রদান করবে। যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাতে থাকবে শূন্য। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয় পরিজন বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
ভাইবোনদের কাছ থেকে ভরপুর সাহায্য-সহযোগিতাপ্রাপ্ত হবেন। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। বিবাহযোগ্যদের বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে হবে। নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যে পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড়ভাড় তীব্রগতির বাহন বর্জন করুন। শরীর-স্বাস্থ্যের প্রতি তীক্ষ নজর রাখুন। গোপন প্রেম ও অনুচিত কাজবাজ ফাঁস করে দিতে পারে। সন্তানরা আজ্ঞাবহ হয়ে থাকবে। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে।
নিহত ফাহিমা উপজেলার বারাপুষা গ্রামের ফারুক হোসেনের মেয়ে। এ সময় নৌকার অন্যান্য যাত্রীরা নিরাপদে ডাঙ্গায় উঠে প্রাণে বেঁচে গেলেও আহত হয়েছে ৫ জন। আহতদের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে পাইশানা বিলে এক নৌকা বাইচের আয়োজন করা হয়। বিকেল ৩টায় শুরু হওয়া নৌকা বাইচ দেখতে নাগরপুর উপজেলা সহ আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার উৎসুক জনতা নৌকা বাইচ দেখতে ভীড় জমায়। নৌকা বাইচ চলাকালীন ওই নৌকার ছাউনি (ছাদ) ভেঙ্গে যাত্রীসহ নৌকা ডুবে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসে। ঘটনাস্থলে ফাহিমা আক্তার মারা যায় ও আহত ৫ জনকে চিকিৎসার জন্য নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
সংবাদ পেয়ে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলাম তাৎক্ষণিক ঘটনাস্থল পৌঁছান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আরো কেউ ডুবন্ত নৌকায় আটকে থাকতে পারে এমন সন্দেহ থেকে ডুবুরি নামিয়ে উদ্ধার তৎপরতা চালায়। এসময় নাগরপুর থানা পুলিশও উদ্ধার কাজে যোগ দেয়। তবে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আটকে পরা কাউকে না পেয়ে উদ্ধার কাজ সমাপ্তি ঘোষণা করে। এ ঘটনায় রাত ১১ টা পর্যন্ত উদ্ধার কার্যক্রম অব্যহৃত ছিলো।
এ প্রসঙ্গে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ জলিল মিয়া বলেন, আমরা সংবাদ পেয়ে টাঙ্গাইল থেকে ডুবুরি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। আমাদের চৌকস ডুবুরি দল পানির নিচে গিয়ে তল্লাশি চালায় কিন্তু কোন নিহতের উপস্থিতি চোখে না পরায় দীর্ঘ তিন ঘন্টা পর আজকের মত উদ্ধার কাজ সমাপ্তি ঘোষণা করা হয়েছে। তবে প্রয়োজনে আগামীকালও উদ্ধার কাজ চালানো যেতে পারে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, নৌকাটি অতিরিক্ত যাত্রী বহন করায় এ দূর্ঘটনা টি ঘটেছে। এ ঘটনায় একজন শিশুর মৃত্যু হয়েছে ও ৫ জন আহত হয়েছেন। নিহত কেউ নৌকায় ভেতর থাকতে পারে এমন সন্দেহ থেকে আমরা ডুবুরি নামিয়ে সন্ধান করার চেষ্টা করেছি। তবে এরকম কাউকে পাওয়া যায় নি এবং নৌকা বাইচ দেখতে আসা কাউকে পাওয়া যাচ্ছে না বলে আমরা এখনও জানতে পারিনি।এছাড়া স্থানীয় প্রশাসনের অনুমতি ছাড়াই এ নৌকা বাইচের আয়োজন করা হয়েছে বলে তিনি জানান।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/3hdFyYX
Post Come trough : Nachole News | নাচোল নিউজ
পুষ্টি বিশেষজ্ঞরা বলেন, কমলার কোয়া ও খোসা দুটোই পুষ্টিতে ভরপুর। তাই নিয়ম করে প্রতিদিন কমলা খাওয়া দরকার। শীতকালে বাজারে কমলার আমদানি বাড়ে। দামও কমে চলে আসে নাগালের মধ্যে। তাই পুষ্টি বিশেষজ্ঞরা এই সময়ে বেশি বেশি কমলা খাওয়ার পরামর্শ দেন।
তারা বলেন, কমলায় রয়েছে ভিটামিন-সি, ভিটামিন-এ, ফ্ল্যাভনয়েড, অ্যান্টি-অক্সিডেন্ট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম ও ডায়েটারি ফাইবার।
তাই কমলার রস অত্যন্ত পুষ্টিকর। বেশিরভাগ রোগে পথ্য হিসেবে এটি ব্যবহার হয়। একজন মানুষের প্রতিদিন যে পরিমাণ ভিটামিন-সি প্রয়োজন, তার প্রায় পুরোটাই একটি কমলায় পাওয়া যায়। মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেম মজবুত করে তুলতে কমলা দারুণ উপকারী।
তাছাড়া ঠাণ্ডা লাগা, কানের সমস্যা দূর করতে ভীষণ উপকারী কমলা। কমলায় রয়েছে বিটা ক্যারোটিন; যা শরীরের কোষের ক্ষয় রোধে সাহায্য করে। লিমোনয়েড নামে এক ধরনের পদার্থ রয়েছে কমলালেবুতে যা মুখ, ত্বক, ফুসফুস, স্তন, পাকস্থলীতে ক্যানসার প্রতিরোধে দারুণ সহায়ক। মস্তিষ্কের বিকাশের জন্য জরুরি উপাদন ফলিক অ্যাসিডও যথেষ্ট পরিমাণে থাকে কমলায়।
বিশেষজ্ঞদের মতে, কমলায় থাকে ভিটামিন বি৬; যা মানবদেহে প্রয়োজনীয় হিমোগ্লোবিন তৈরি করে।
কার্ডিওভাস্কুলার সিস্টেমে ভারসাম্য বজায় রাখতে ভীষণ সহায়ক কমলালেবু। কমলা খেলে খিদে বাড়ে, খাওয়ার রুচি তৈরি হয়। শরীরে কোলেস্টেরলের মাত্রা কমাতেও কমলার জুড়ি মেলা ভার। লিভার কিংবা হার্টের বিভিন্ন রোগে কমলা খুবই উপকারী। হাইপারটেনশনের রোগীদের ক্ষেত্রেও কমলা খেলে উপকার মেলে।
তবে শুধু কমলার কোয়াতেই নয়; এর খোসাতেও রয়েছে অনেক গুণ।যেমন, কমলার খোসা রূপচর্চায় অত্যন্ত উপকারী। স্কিনে ব্ল্যাকহেডস দূর করতে সহায়ক পাঁকা কমলার খোসা। তাছাড়া কমলার খোসা একেবারে প্রাকৃতিক উপায়ে দাঁতের হলদে ভাব দূর করে। তাই কমলার তাজা খোসা বেঁটে টুথপেস্টের মতো ব্যবহার করা যায়। সূত্র: জি নিউজ
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/34m8f2p
Post Come trough : Nachole News | নাচোল নিউজ
জামালপুরে আওয়ামী লীগের এক নেতার নেতৃত্বে দরিদ্র এক পরিবারের বসতবাড়ি জবর দখলের চেষ্টা এবং হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। প্রকাশ্য দিবালোকে এই ঘটনায় এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জামালপুর সদরের পিঙ্গলহাটি গ্রামে মৃত কফিল উদ্দিনের পুত্র সুজন, কন্যা কল্পনার বসতবাড়ির ৪ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছে সৎ মা শেফালী বেগমের সাথে। জামালপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল জাফুর নেতৃত্বে মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে বিরোধী জমি জবরদখল করতে যান ১০/১২ জন সন্ত্রাসী।
সুজন ও কল্পনার আধা-পাকা বাড়িতে হামলা চালালে বিক্ষুব্ধ এলাকাবাসী সন্ত্রাসীদের ৩টি মোটরসাইকেল ভাংচুর এবং তাদের ৪ জনকে আটকে রাখে। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করে এবং আটক ৪ জনকে উদ্ধার করে।
হামলাকারীরা বাড়ির সীমানা প্রাচীর ও বসতঘর ভাংচুর করেছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্তরা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
তবে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা জাফর ইকবাল জাফু অভিযোগ অস্বীকার করে বলেন, ওই জমি নিয়ে তার আত্মীয়ের সাথে বিরোধ চলছে। এ নিয়ে তিনি সালিশ বৈঠকও করেছেন। রাজনৈতিকভাবে হেয় করতে তার নাম বলা হচ্ছে।
জামালপুর সদর থানার ওসি মোঃ সালেমুজ্জামান জানান, এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ এবং লিওঁ। বুধবার (১৯ আগস্ট) রাত ১টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখাবে সনি টেন ওয়ান ও টেন টু।
কোয়ার্টার ফাইনালে যেভাবে বার্সেলোনাকে পুরোপুরি বিধ্বস্ত করে ছেড়ে দিয়েছে বায়ার্ন। গুনে গুনে ৮টি গোল দিল। আজ লিওঁর বিপক্ষে কি করবে ভাবারিয়ানরা।
আজও কি সেই গোলের বন্যা বইয়ে দেবে তারা? থমাস মুলার, ইভান পেরেসিক, লেওয়ানডস্কি কিংবা কৌতিনহোরা যেভাবে বার্সার বিপক্ষে গোলের জন্য ভুভুক্ষ ছিলেন, আজও কি তেমন থাকবেন? তাহলে তো আরও একটি গোলবন্যার ম্যাচ দেখতে পাবে ফুটবলপ্রেমীরা। নাকি লিওঁর চমক অব্যাহত থাকবে আজও। ফরাসি ক্লাবটি কিন্তু এরই মধ্যে জায়ান্ট কিলার নাম পেয়ে গেছে।
দ্বিতীয় রাউন্ডে তারা বিদায় করে দিয়েছে রোনালদোর ক্লাব জুভেন্টাসকে। ফিরতি লেগে রোনালদোর জোড়া গোলও ঠেকাতে পারেনি পিএসজির বিদায়।
সেমিফাইনালে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি ছিল স্পষ্ট ফেবারিট। কিন্তু সেই ফেবারিট ক্লাবটি কিন্তু নাকানি-চুবানি খেলো লিওঁর কাছে। ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে দিয়ে সেমিতে নাম লিখলো অলিম্পিক লিওঁ।
কোচ রুডি গার্সিয়া এবং তার দলের ফুটবলাররা এখনও পর্যন্ত দুর্দান্ত টিম স্পিরিট দেখিয়ে উঠে এলে সেমিতে। একই স্পিরিট দেখাতে পারলে ফাইনালও অসম্ভব কিছু নয় তাদের জন্য।
আজ যদি সেই ধারা অব্যাহত থাকে, তাহলে আরও একটি অঘটন দেখবে ফুটবল বিশ্ব এবং সবচেয়ে মজার বিষয় হবে, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হবে অল ফ্রেঞ্চ। পিএসজি বনাম লিওঁ। মনে হবে যেন লিগ ওয়ানেরই একটি ম্যাচ।
ভারতের মতো বড় বাজারকে রক্ষা করতে গিয়ে শাসকদল বিজেপির একজন এমপির বিদ্বেষমূলক (হেট স্পিচ) মন্তব্য নিয়ে কী কিছুটা নরম সুর দেখালো ফেসবুক? ফেসবুকের বর্তমান ও সাবেক কিছু কর্মীর সাথে সাক্ষাৎকারের ভিত্তিতে ওয়াল স্ট্রিট জার্নালের একটি রিপোর্ট বলছে এটাই সত্যি।
ওই রিপোর্টে ওয়াল স্ট্রিট জার্নাল বলেছেন পত্রিকাটি জানতে চাওয়ার পর ভারতের দক্ষিণাঞ্চলীয় তেলেঙ্গানা রাজ্য থেকে এমপি টি রাজা সিংয়ের কিছু মুসলিম বিদ্বেষী মন্তব্য সরিয়ে ফেলেছে ফেসবুক।
রিপোর্টে বলা হয়েছে ফেসবুক কর্মীরা সিদ্ধান্ত নিয়েছিলেন যে মিস্টার সিং-এর পোস্ট কোম্পানির হেট স্পিচ সংক্রান্ত নিয়মাবলী লঙ্ঘন করেছে এবং এগুলো বিপজ্জনক হিসেবে চিহ্নিত হয় তখন।
কিন্তু ভারতের কোম্পানির পাবলিক পলিসি এক্সিকিউটিভ আঁখি দাস মিস্টার সিং ও আরও তিনজন হিন্দু জাতীয়তাবাদীকে ব্যক্তির ও গোষ্ঠীকে সহিংসতাকে উস্কে দেয়ার জন্য হেট স্পিচ রুলসের প্রয়োগের বিরোধিতা করেন।
রিপোর্টে বলা হয়েছে যে, মিস দাস কর্মীদের বলেন- ‘মিস্টার মোদির পার্টির রাজনীতিকদের দ্বারা নিয়ম লঙ্ঘন হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হলে সেটি ভারতে কোম্পানির ব্যবসায়িক সম্ভাবনাকে (বিজনেস প্রসপেক্ট) ক্ষতিগ্রস্ত করবে।’
ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট তীব্র প্রতিক্রিয়া তৈরি করে বিরোধী এমপিদের মধ্যে এবং ভারতে ফেসবুকের আচরণ বা কার্যকলাপ নিয়ে তদন্তের দাবি করেন তারা।
প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী অভিযোগ করেন যে বিজেপি ও এর আদর্শিক সংগঠন আরএসএস ভারতের ‘ফেসবুক নিয়ন্ত্রণ’ করে।
তাৎক্ষনিক জবাব আসে ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রী রবি শঙ্করের দিক থেকে। তিনি ২০১৮ সালে তারই করা একটি মন্তব্য উল্লেখ করেন 'ক্যামব্রিজ এনালিটিকার সাথে কংগ্রেসের' যোগসূত্র থাকা নিয়ে এবং রাহুল গান্ধীর কাছে তার সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়ে ওই কোম্পানির ভূমিকা নিয়ে ‘ব্যাখ্যা’ দাবি করেন।
(ওই বছরেই ভারতের ক্যামব্রিজ এনালিটিকার লোকাল ওয়েবসাইট ডাউন করে দেয়া হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করতে ৫০ মিলিয়ন ফেসবুক অ্যাকাউন্টের ব্যক্তিগত তথ্য ব্যবহারের অভিযোগ ওঠার পর।)
প্রায় ৩৪ কোটি ব্যবহারকারী থাকায় ফেসবুকের জন্য ভারতই সবচেয়ে বড় বাজার।
গত এপ্রিলেই ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির মোবাইল ইন্টারনেট কোম্পানি রিলায়েন্স জিওতে প্রায় ৫৭০ কোটি ডলার (৫.৭ বিলিয়ন) বিনিয়োগের ঘোষণা দেয় ফেসবুক।
এটি ফেসবুককে ভারতের বড় জায়গা করে দেবে যেখানে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী আছেন ৪০ কোটি এবং একটি পেমেন্ট সার্ভিসও চালু করার কথা রয়েছে।
আমি ফেসবুককে কিছু প্রশ্ন দিয়েছিলাম। আমি জিজ্ঞেস করেছিলাম কেন ফেসবুক মিস্টার সিং-এর পোস্ট আগে সরায়নি? ওই আইন প্রণেতার অ্যাকাউন্টের বিষয়ে কি পদক্ষেপ নেয়া হয়েছে এবং কতগুলো পেজ ও অ্যাকাউন্ট ভারতে ঘৃণা বা বিদ্বেষ ছড়ানোর দায়ে স্থগিত করা হয়েছে?
জবাবে এক ইমেইল বার্তায় ফেসবুক জানায়, ‘আমরা ঘৃণা সূচক বক্তব্য ও বিষয়বস্তু যা সহিংসতাকে উস্কে দিতে পারে তা নিষিদ্ধ করি এবং দল মত নির্বিশেষ সারা বিশ্বেই এটি আমরা প্রয়োগ করি। যেখানে এটি যথেষ্ট নয় বলে মনে হয় সেখানে যথার্থতা ও বস্তুনিষ্ঠতা নিশ্চিত করতে আমরা নিয়মিত পর্যালোচনা (রেগুলার অডিট) করি।’
এর বেশি কিছু ফেসবুক জানায়নি।
আলাদাভাবে ফেসবুক মুখপাত্র অ্যান্ডি স্টোন ওয়াল স্ট্রিট জার্নালের কাছে মিস্টার সিংয়ের বিষয়ে আঁখি দাসের উদ্বেগের বিষয়টি স্বীকার করেন কিন্তু বলেন যে, মিস্টার সিংয়ের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আঁখি দাসের বিরোধিতাই একমাত্র ফ্যাক্টর ছিল না।
অবশ্য মিস্টার স্টোন আমাকে বলেছেন যে তার আর কিছু যোগ করার নেই।
বিজেপি আইন প্রণেতা টি রাজা সিংসহ বলেছেন তার অফিসিয়াল ফেসবুক পেজটির প্রায় তিন লাখ অনুসারী আছে এবং এটি ২০১৮ সালে হ্যাক ও ডিলিট হয়েছিলো যা তিনি স্থানীয় সাইবার ক্রাইম গোয়েন্দাদের অবহিত করেছিলেন।
‘আমি জানতাম না যে এটির অপব্যবহার হয়েছে,’ বলছিলেন তিনি।
তিনি বলেন, ফেসবুক সম্প্রতি তার অনুসারীদের কিছু পেজ সরিয়ে নিয়ে থাকতে যাতে আপত্তিকর বিষয়বস্তু থাকতে পারে।
তিনি বলেন, এসব পেজে তার অনুসারীরা 'বিদ্বেষমূলক বক্তব্য' আপলোড করে থাকতে পারে।
‘অনেক সময় জনসভায় যাই ও সেভাবে কথা বলি। আমার অনুসারীরা সেগুলো আপলোড করতে পারে,’ বলছিলেন মিস্টার সিং যিনি তেলেঙ্গানা প্রাদেশিক পরিষদের একমাত্র বিজেপি সদস্য।
মিস্টার স্টোন ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, ফেসবুক এখনো এই আইন প্রণেতাকে নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনা করছে।
কিন্তু কেন তিনি কেন এমন কনটেন্ট পোস্ট করলেন জানতে চাইলে মিস্টার সিং বলেন, আমার এলাকায় অনেক সমাজ বিরোধী আছে। আমি তাদের ভাষায় তাদেরকে জবাব দেই। কখনো সেটি সাম্প্রদায়িক।’
তিনি বলেন তার ইন্সটগ্রাম অ্যাকাউন্টটি এখনো সচল আছে এবং তিনি সেটি পরিচালনা করেননা।
তবে শাসক দলের প্রতি পক্ষপাতের এই অভিযোগ ফেসবুকের বিরুদ্ধে নতুন কিছু নয়।
২০১৮ সালে সাংবাদিক সিরিল স্যাম ও প্রাঞ্জয় গুহ ঠাকুরতা প্রধান নরেন্দ্র মোদি ও বিজেপির সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ন্ত্রকের ভূমিকা নিয়ে অনেকগুলো রিপোর্ট লিখেছিলেন।
এগুলোতে ফেসবুকের সাথে কংগ্রেসের সম্পর্কের বিষয়টিও এসেছিল।
কংগ্রেসের প্রধান উপাত্ত বিশ্লেষক প্রাভিন চক্রবর্তী বলছেন তিনি ২০১৮ সালে ভারত ও যুক্তরাষ্ট্রে ফেসবুকের সিনিয়র কর্মকর্তাদের সাথে দেখা করেছিলেন এবং সেখানে ভারতের তাদের পক্ষপাতমূলক ও দলীয় আচরণের বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন এবং বিতর্কিত যুদ্ধ বিমান বিষয়ক বিজ্ঞাপন প্রত্যাখ্যানের কথা বলেছিলেন।
‘আমাকে বলা হলো বিষয়টি দেখা হবে কিন্তু কিছুই হয়নি,’ বলছিলেন তিনি।
গত বছর তৃণমূল কংগ্রেসের এমপি ডেরেক ও'ব্রায়েন বিষয়টি পার্লামেন্টেও তুলেছিলেন।
‘ফেসবুক বিজেপি বিরোধী সংবাদ সেন্সর করে। এর সিস্টেমটাই বিজেপি বিরোধী সংবাদ সেন্সর করে,’ মিস্টার ও'ব্রায়েন সংক্ষিপ্ত বক্তৃতায় বলেছিলেন।
সুপরিচিত কংগ্রেস এমপি শশি থারুর তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটির নেতৃত্ব দিচ্ছেন।
তিনি বলছেন যে তার বিশ্বাস সাম্প্রতিক তথ্যগুলো অনেক প্রশ্ন তৈরি করছে যেগুলোর ব্যাখ্যা দরকার।
‘বিষয়টি গুরুতর কারণ ফেসবুক ভারতের ব্যাপক ব্যবহার হচ্ছে এবং ঘৃণামূলক বক্তব্য সহিংসতা ও আইন বিরোধী আচরণে উস্কে দেয়।’
তিনি বলছেন, ভারতে কোম্পানির তথ্য উপাত্তে প্রবেশাধিকার না পেলে ফেসবুকের রেকর্ড পর্যালোচনা করা কঠিন।’
‘কোথায় তারা দ্রুত পদক্ষেপ নিয়েছেন বা ফিডব্যাকের ভিত্তিতে নীতির উন্নয়ন ঘটিয়েছে তার একটি প্রেক্ষাপট থাকে। কিন্তু বাস্তবায়ন পদ্ধতি অস্বচ্ছ এবং ওয়াল স্ট্রিট জার্নালে যা এসেছে এগুলো ভেতর থেকে কেউ শেয়ার না করলে জানাটা কঠিন।’
ফেসবুক তার কমিউনিটি স্ট্যান্ডার্ডস এনফোর্সমেন্ট রিপোর্টে বলেছে ফেসবুক অন্তত ২ কোটি (২০ মিলিয়ন) বিদ্বেষ মূলক বক্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে যেগুলো কমিউনিটি মানদণ্ড লঙ্ঘন করেছে বছরের প্রথম তিন মাসে।
কিন্তু তার সবচেয়ে বড় বাজারে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে দৈত্যের আর কিছু করণীয় আছে বলে মনে করেন অনেকে। খবর: বিবিসি বাংলা।
নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক
দেশের ১৭টি অঞ্চলে আজ ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এতে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এছাড়া একই সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। পাশাপাশি হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
লক্ষ্মীপুরের রায়পুরে গাছপাকা এক ছড়া বাংলা কলা ৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। ওই ছড়ায় প্রায় ১১৫টি কলা ছিল।
মঙ্গলবার (১৮ আগস্ট) আছরের নামাজের পরে উপজেলার নতুন বাজার এলাকার আহম্মেদিয়া মসজিদের সামনে কলার ছড়াটি নিলামে বিক্রি হয়। এতে ৫ হাজার টাকায় আজিম চৌধুরী নামে এক ব্যক্তি কলাগুলো কেনেন। তিনি একই উপজেলার বামনী ইউনিয়নের কাজির দিঘীর পাড় এলাকার বাসিন্দা।
জানা গেছে, মসজিদ উন্নয়ন কাজের জন্য গাছপাকা ওই কলাগুলো নিলামে বিক্রির জন্য ফেসবুকের মাধ্যমে প্রচারণা চালানো হয়। কলার ক্রেতা আজিমের বড় ভাই সৌদি প্রবাসী মনোয়ার হোসেন ফেসবুকে পোস্টটি দেখেন। বড় ভাইয়ের কথায় কলাগুলো কিনতে ওই মসজিদে এসে আজিম আছরের নামাজ পড়েন। নামাজ শেষে তিনি নিলামে অংশ নিয়ে সর্বোচ্চ দামে কলাগুলো কেনেন। আজিম চৌধুরী বলেন, মসজিদের উন্নয়ন কাজে কলার বিক্রির আয়োজনটি ব্যতিক্রমি উদ্যোগ ছিলো। এখানে কলা কেনা মুখ্য ছিল না। মসজিদের কাজে সহযোগীতায় মুখ্য।
সূত্র জানায়, প্রায় এক বছর আগে সাংবাদিক আবু মূসা মোহন ওই মসজিদের জমিতে ১৩টি কলাগাছ রোপণ করেন। গাছের কলাগুলো বিক্রি করে টাকা মসজিদের ফান্ডেই জমা দেওয়া হয়।
দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর দীর্ঘদিন বন্ধ থাকে দেশের সর্বোচ্চ আদালত। এ কারণে ৬ আগস্টের পর থেকে চলতি বছরের সুপ্রিম কোর্টের সব অবকাশকালীন ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।
এর আগে মঙ্গলবার (১৮ আগস) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ আগস্টের পর থেকে চলতি বছরের সুপ্রিম কোর্টের সব অবকাশকালীন ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে। ৬ আগস্ট অনুষ্ঠিত সব বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভার সিদ্ধান্ত অনুযায়ী সুপ্রিম কোর্টের ২০২০ খ্রিস্টাব্দের বর্ষপঞ্জির ৬ আগস্ট পরবর্তী অবকাশকালীন ছুটি সমূহ বাতিল করা হলো।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ১৪৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ১১৮ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেনি কেউ। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৩ জনে।
বুধবার (১৯ আগস্ট) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।
তিনি জানান, মঙ্গলবার চট্টগ্রামের পাঁচ ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৯৪১ জনের নমুনা পরীক্ষা করে ১৪৫ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তারমধ্যে নগরের ১২১ জন ও ২৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩০৭ জনের নমুনা পরীক্ষায় নগরের ১৮ জন ও উপজেলা পর্যায়ের ৩ জন বাসিন্দার করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে ১২২ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৬ জন ও উপজেলা পর্যায়ের ২ জন বাসিন্দার করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১০৬ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১২ জন ও উপজেলা পর্যায়ের ২ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৬১ জনের নমুনা পরীক্ষায় নগরের ১ জন ও উপজেলা পর্যায়ের ১০ জন বাসিন্দার করোনা শনাক্ত হয়েছে।
বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৩ জনের নমুনা পরীক্ষায় নগরের ১২ জন বাসিন্দার করোনা শনাক্ত হয়েছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ২ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়নি কারো।
নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া ২৪ জনের মধ্যে চন্দনাইশের ১, পটিয়ার ২, বোয়ালখালীর ১, রাঙ্গুনিয়ার ৩, রাউজানের ১, ফটিকছড়ির ৩, হাটহাজারীর ৮, সন্দ্বীপের ১ ও সীতাকুণ্ডের ৪ জন বাসিন্দা আছেন।
এখন পর্যন্ত আক্রান্ত হওয়া চট্টগ্রামে ১৬ হাজার ১১৮ জনের মধ্যে নগরের ১১ হাজার ৪০৪ জন ও বিভিন্ন উপজেলার ৪ হাজার ৭১৪ জন বাসিন্দা আছেন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ২৫৩ জনের মধ্যে নগরের ১৭৫ জন ও উপজেলার ৭৮ জন বাসিন্দা।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৬২ জন করোনা রোগী। এ নিয়ে চট্টগ্রামে সুস্থ হয়েছে মোট ৩ হাজার ৭০৮ জন করোনা রোগী।
বিসিকের উপ-মহাব্যবস্থাপকের মৃত্যু, শিল্পমন্ত্রী-প্রতিমন্ত্রী ও সচিবের শোক
নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) উপ-মহাব্যবস্থাপক তামান্নার রহমান মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি।
বুধবার (১৯ আগস্ট) পৃথক শোকবার্তায় তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে অপর এক শোকবার্তায় শিল্প সচিব কে এম আলী আজম বিসিকের উপ-মহাব্যবস্থাপক তামান্না রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, বিসিক রংপুর কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক তামান্না রহমান (৫৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৮ আগস্ট) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ১৯৯২ সালে বিসিকের উইডিপি প্রকল্পে সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
করোনাভাইরাসের কারণে মানুষের জীবনে অনেক পরিবর্তন এসেছে। অনেকেই যেমন প্রিয়জনকে হারিয়েছেন, তেমন অনেকেই আবার প্রিয়জনের পাশে থাকার গুরুত্ব নতুন করে উপলব্ধি করেছেন। যেমন কার্লোস এবং গ্রেস। যাদের ভালোবাসার কাহিনি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
টেক্সাসে সান অ্যান্টোনিও-র করোনার মহামারির মাঝেই চার হাত এক করার কথা ভেবেছিলেন কার্লোস মুনিজ এবং গ্রেস। কিন্তু বিয়ের কিছু দিন আগেই কার্লোসের করোনা ধরা পড়ে। ভর্তি হন শহরের মথোডিস্ট নামে এক হাসপাতালে। কিন্তু সেখানে তার অবস্থার কোনও উন্নতিই হচ্ছিল না, এক সময় তিনি আইসিইউতে চলে যান। এই পরিস্থিতিতেও গ্রেস সব সময় কার্লোসের পাশে ছিলেন, তাকে সাহস জুগিয়েছেন।
প্রায় মাস খানেক করোনার সঙ্গে লড়াইয়ের পর কার্লোসের কোভিড টেস্ট নেগেটিভ আসে। তখনই তারা সিদ্ধান্ত নেন বিয়েটা সেরে নেবেন। কিন্তু হাসপাতাল থেকে তখনও ছাড়া পাওয়ার কোনও সম্ভাবনাই ছিল না কার্লোসের, শারীরিক অবস্থার ততখানি উন্নতি হয়নি। এমন পরিস্থিতিতে হাসপাতালের কর্মীরাই ত্রাতার ভূমিকায় এগিয়ে আসেন। সব দায়িত্ব তারাই নিজেদের কাঁধে তুলে নেন।
স্বাভাবিক পরিস্থিতিতে যেভাবে বিয়ে হওয়ার ছিল, সে ভাবে না হলেও যতটা সম্ভব আয়োজন করেন হাসপাতাল কর্মীরা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের পোশাকে করিডর দিয়ে এগিয়ে আসেছেন গ্রেস। আর বেডে শুয়ে থাকা কার্লোসের সঙ্গে হাসপাতালের মধ্যেই বিয়ে সারছেন। এমনকি বিয়ের কেক-এরও আয়োজন করা হয়।
শনিবার পোস্ট হওয়া ভিডিওটি দেখে নেটিজেনরা গ্রেস ও কার্লোসের প্রেম এবং হাসপাতাল কর্মীদের এই উদ্যোগের প্রশংসা করেছেন। খবর: আনন্দবাজার।
নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। এরমধ্যে দুইজন আপন ভাই। তাদের আরেক ভাইসহ দুজন দুর্ঘটনায় আহত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিউইয়র্ক স্টেট পুলিশ জানায়, বাফেলো থেকে নিউইয়র্কে ফেরার সময় রচেস্টার এলাকায় বিপরীত দিক থেকে (ভুল পথে) আসা একটি গাড়ির সাথে মোজাম্মেল হক রাসেল (৩০) চালানো গাড়ির সংঘর্ষ হয়। যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ও ময়মনসিংহ বিভাগ তারুণ্য নামক একটি সংগঠনের নেতা রাসেল অকুস্থলে মারা যান। তার গাড়িতে থাকা ছোট ভাই হিমেল এ জয় (২৪) এরও মৃত্যু হয় অকুস্থলেই। অপর ভাই আনিসুল হক আপেল (২৩) এবং তাদের সাথে থাকা কেনেডি অপি (১৮) কে নিকটস্থ স্ট্রং মেমরিয়্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে পুলিশ উল্লেখ করেছে। ভুলপথে চালানো গাড়ির ড্রাইভার ৮১ বছর বয়েসী চার্লস বারগারস্টোকও অকুস্থলেই মারা গেছেন। তিনি ওহাইয়োর বাসিন্দা।
নিহতরা নিউইয়র্ক সিটির এস্টোরিয়ায় সপরিবারে বসবাস করছিলেন। তাদের বাবা ময়মনসিংহের নান্দাইল উপজেলার সন্তান এবং নিউইয়র্কে বোর্ড অব ইলেকশন কমিশনের কর্মকর্তা। সিরাজুল ইসলাম ভূইয়া জানান, কদিন থেকেই ওরা বিশ্বখ্যাত নায়েগ্রা জলপ্রপাত দেখতে যাবার বায়না ধরেছিল। সেজন্যেই সেখানে গিয়েছিল। গভীর রাতে ফেরার পথে এমন মর্মান্তিক দুর্ঘটনায় পতিত হলো, যে জন্যে ওরা দায়ী নয়। টহল পুলিশ আমাকে টেলিফোনে জানায় যে, ভুলপথে আসা গাড়ির ড্রাইভার এজন্যে দায়ী।
লাশ ময়না তদন্তের পর নিউইয়র্কে এনে দাফন করা হবে বলে জানান সিরাজুল ইসলাম।
এ দুর্ঘটনায় কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এক বিবৃতিতে গভীর শোক এবং নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতাজ্ঞাপণ করেছেন আমেরিকায় ময়মনসিংহ বিভাগের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এরমধ্যে রয়েছেন শরাফ সরকার, মোর্শেদা জামান, হুমায়ূন কবীর এবং ফরিদ আহমেদ।
এদিকে, দুর্ঘটনায় গভীর উদ্বেগ এবং নিহতদের জন্যে শোক জানিয়েছেন নিউইয়র্কে কন্সাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা।
আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি রবি সর্বগ্রাসী গ্রহ রাহু ও বুদ্ধির দেবতা বুধের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে কন্যা রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। শ্রম মেধা প্রযুক্তি ও নিত্যনতুন কৌশল অবলম্বন করেও ফসল ঘরে তোলা কঠিন হবে। অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
শিক্ষার্থীদের জন্য নিত্যনতুন সুযোগ এসে হাজির হবে। পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। শত্রু ও বিরোধীপক্ষরা পিছু হটতে বাধ্য হবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হবে। সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা প্রাপ্ত হবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ও আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় হবে।
মিথুন [২১ মে-২০ জুন]
ভাইবোনদের কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতাপ্রাপ্ত হবেন। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। বিবাহযোগ্যদের বিবাহের পূর্বপ্রস্তুতি নিতে হবে। নিত্যনতুন ব্যবসা বাণিজ্যে পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। দীর্ঘদিনের ভাঙা প্রেম ও বন্ধুত্ব জোড়া লাগবে। যোগ্যকর্ম ও উচ্চশিক্ষার দ্বার খুলতে পারে। পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা পাবেন।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
দুর্যোগের মেঘ কাটতে শুরু করবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্র্রনিক্স সামগ্রীর পসরা সাজবে। ভাঙা প্রেম ও বন্ধুত্ব জোড়া লাগবে। দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হবে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
টাকা-পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণœ হয়ে পড়বে। বাড়ির ইলেকট্র্রনিক্স সামগ্রী বৈদ্যুতিক মিটার ও যানবাহন মেরামতে প্রচুর ব্যয় হবে। প্রেমীযুগল সাবধান।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
পাওনা টাকা আদায় আটকে থাকা বিল পাস হবে। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন লাভের স্বপ্ন পূরণ হবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
কর্মপ্রত্যাশীদের কর্ম প্রাপ্তি হারানো কর্ম পুনরুদ্ধার হবে। নিত্যনতুন ব্যবসার স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। শিক্ষার্থীদের হাতে নিত্যনতুন সুযোগ এসে হাজির হবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হবে। মামলা মোকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্র্রনিক্স সামগ্রীর পসরা সাজবে। মন সুর সংগীত ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
শুভাশুভ মিশ্রফল প্রদান করবে। যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাতে থাকবে শূন্য। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয় পরিজনরা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। দাম্পত্য সুখশান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে ছাড় দিতে হবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে নতুন মুখ আসতে পারে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড়ভাড় তীব্রগতির বাহন বর্জন করুন। শরীর স্বাস্থ্যের প্রতি তীক্ষ নজর রাখুন। গোপন প্রেম ও অনুচিৎ কাজবাজ ফাঁস করে দিতে পারে। সন্তানগণ আজ্ঞাবহ হয়ে থাকবে। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে।
সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন সহকারী শিক্ষকদের বেতন গ্রেড হয়েছে ১৩তম। তবে শিক্ষকদের নিয়োগকালীন শিক্ষাগত যোগ্যতা দু'রকম থাকায় সবাই এই স্কেলে বেতন পাবেন কিনা, তা নিয়ে সৃষ্টি হয়েছে সংশয়।
নিজস্ব প্রতিবেদক
সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন সহকারী শিক্ষকদের বেতন গ্রেড হয়েছে ১৩তম। তবে শিক্ষকদের নিয়োগকালীন শিক্ষাগত যোগ্যতা দু'রকম থাকায় সবাই এই স্কেলে বেতন পাবেন কিনা, তা নিয়ে সৃষ্টি হয়েছে সংশয়।
কয়েকজন উপজেলা শিক্ষা কর্মকর্তা জানান, যাদের শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক (স্নাতকের নিচে), তারা ১৩তম গ্রেডে বেতন পাওয়ার যোগ্য নন।
আবার কেউ কেউ মনে করছেন, সরকারি প্রজ্ঞাপনে যেহেতু সুনির্দিষ্টভাবে শিক্ষাগত যোগ্যতার বিচারে কে পাবেন আর কে পাবেন না- তা নির্ধারণ করে দেওয়া নেই, সংগত কারণে সব সহকারী শিক্ষকই বর্ধিত বেতনের সুবিধা পাবেন বলে প্রতীয়মান হয়। শেষের মতের সঙ্গেই উপজেলা শিক্ষা কর্মকর্তাদের বড় অংশ একমত।
অন্যদিকে বেশ কয়েকজন উপজেলা শিক্ষা কর্মকর্তা জানান, এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে স্পষ্টীকরণ পত্র জারি করা দরকার। নতুবা এই বিভ্রান্তি থেকেই যাবে।
এবিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম আল হোসেন বলেন, শিক্ষকরা সবাই যাতে সুবিধা পান, তা নিয়ে আমরা কাজ করছি।
তবে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষকরা সবাই বর্ধিত বেতনের সুবিধা পাবেন না। কারণ, অর্থ মন্ত্রণালয়ের স্বীকৃত প্রাথমিক শিক্ষকদের সর্বশেষ নিয়োগবিধি-২০১৯ অনুযায়ী, সহকারী শিক্ষকদের যোগ্যতা কমপক্ষে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে। এ নিয়োগবিধি অনুসারে এর চেয়ে কম যোগ্যতাসম্পন্ন শিক্ষকদের ১৩তম গ্রেডে বেতন দেওয়ার সুযোগ নেই। বর্তমানে সারাদেশে ৬৫ হাজার ৬২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে তিন লাখ ৫২ হাজার সহকারী শিক্ষক কর্মরত। তাদের ৬০ শতাংশই নারী।
আগের নিয়োগবিধিতে নারীদের শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক ও পুরুষদের জন্য স্নাতক নির্ধারণ করা ছিল। এ কারণে ১৩তম গ্রেডে বেতন পাওয়ার যোগ্যতা কমপক্ষে স্নাতক দ্বিতীয় শ্রেণি নির্ধারণ করা হলে সহকারী শিক্ষকদের বড় অংশই ১৩তম গ্রেড প্রাপ্তি থেকে বঞ্চিত হবেন। যাদের মধ্যে অধিকাংশ নারী শিক্ষক।
জাতীয় বেতন স্কেলের ১১তম গ্রেডে বেতনের দাবিতে দীর্ঘদিন আন্দোলন করার পর গত ৯ ফেব্রুয়ারি এই শিক্ষকদের ১৩তম গ্রেডে বেতন দেওয়ার সিদ্ধান্ত দিয়ে প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
১৩তম গ্রেডের প্রজ্ঞাপন জারির পর থেকে এই গ্রেডের সুবিধাপ্রাপ্তি নিয়ে নানা জটিলতা দেখা দেয়। কারণ, চিরায়ত নিয়মে বেতন নিম্নধাপে নির্ধারণ করলে শিক্ষকদের বেতন বর্তমানের চেয়েও কমে যাচ্ছিল। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও অর্থ মন্ত্রণালয়ের সচিবের হস্তক্ষেপে ১৩তম গ্রেডের উচ্চধাপে বেতন নির্ধারণ করায় সে জটিলতার সমাধান হয়। কিন্তু এবার সব সহকারী শিক্ষকের এই সুবিধা দেওয়া নিয়ে নতুন করে তালগোল পাকিয়ে গেছে।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, প্রজ্ঞাপনে ২০১৯ সালের নিয়োগবিধির তফসিলের (২-এর গ) কথা উল্লেখ আছে। কিন্তু নিয়োগবিধি ২০১৯-এর ১০-এর ১ ও ২-এর রহিতকরণ ও হেফাজতকরণ কলামে উল্লেখ আছে, ২০১৩ নিয়োগবিধি রহিতকরণ সত্ত্বেও উক্ত বিধিমালার অধীন যে সকল কার্যক্রম নিষ্পন্ন হয়েছে, তা এই বিধিমালার (২০১৯) অধীন সম্পন্ন হয়েছে বলে গণ্য হবে এবং এই বিধিমালা জারির তারিখে অনিষ্পন্ন সকল কার্যাদি যতদূর সম্ভব এই বিধিমালার অধীন নিষ্পন্ন করতে হবে।
তাই এই বিধিমালা অনুসারে সারাদেশের সব সহকারী শিক্ষকই ১৩তম গ্রেডের সুবিধা পাবেন। এই শিক্ষক নেতা বলেন, ২০১৪ সালের উন্নীত স্কেলের প্রজ্ঞাপনেও এমন শর্ত ছিল। কিন্তু তখনও কোনো সহকারী শিক্ষক উন্নীত স্কেল থেকে বঞ্চিত হননি। আমরা চাই, এ বিষয়ে কেন্দ্রীয় হিসাবরক্ষণ অফিসের সুনির্দিষ্ট ব্যাখ্যা, যাতে সব শিক্ষকের ১৩তম গ্রেডে বেতনপ্রাপ্তি নিশ্চিত হয়।
গত রোববার (১৬ আগস্ট) রাজধানীর মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল প্রাথমিক ক্লাসরুম এবং প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন সাংবাদিকদের বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা শিগগিরই নতুন গ্রেডে বেতন পাবেন। নতুন বেতন কাঠামোর ডিও (ডিমান্ড অব অর্ডার) ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে গেছে। সেখান থেকে সম্মতি দেয়া হলে তারা নতুন গ্রেডে বেতন পাবেন। আশা করি, শিগগিরই সেটা হয়ে যাবে।
চলতি মাসের ৯ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন কাঠামো ১৩তম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৈষম্য দূর করার লক্ষ্যে সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১১০০০-২৬৬৯০ (গ্রেড-১৩) নির্ধারণ করা হলো, যা বিদ্যমান বেতনস্কেল ১০২০০-২৪৬৮০ (গ্রেড-১৪ প্রশিক্ষণপ্রাপ্ত) এবং ৯৭০০-২৩৪৯০ (গ্রেড-১৫ প্রশিক্ষণবিহীন)। সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৯ এর যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী এ আদেশ কার্যকর হবে।