এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার স্ত্রী সুমনা হক সুমি। তবে সুমির শারীরিক অবস্থা ভালো।
সোমবার (৬ জুলাই) রাতে মাশরাফির পারিবারিক সূত্র জানায়, বর্তমানে ঢাকার বাসায় থেকে সুমি চিকিৎসা নিচ্ছেন। সুমির শারীরিক অবস্থা ভালো।
গত ২০ জুন চিকিৎসকরা জানান করোনা ভাইরাস বাসা বেঁধেছে মাশরাফি বিন মর্তুজার শরীরে। ঘরে বসে করোনা ভাইরাস থেকে মুক্ত হওয়ার জন্য ঢাকার নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন তিনি। এরই মধ্যে মাশরাফির স্ত্রী সুমিও করোনা আক্রান্ত হয়েছেন।
মাশরাফি করোনা আক্রান্ত হওয়ার দুই দিনপর তার একমাত্র ছোট ভাই মুরসালিন বিন মর্তুজা (সিজার) করোনা আক্রান্ত হন। চিকিৎসকের পরামর্শে ঢাকার বাসায় আইসোলেশনে রয়েছেন মাশরাফি, ছোট ভাই সিজার এবং স্ত্রী সুমনা হক সুমি।
সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন এন্ড্রু কিশোর: প্রধানমন্ত্রী
জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিনোদন ডেস্ক
জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৬ জুলাই) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী দেশের সঙ্গীতাঙ্গনে এন্ড্রু কিশোরের অবদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, ‘এন্ড্রু কিশোর চলচ্চিত্রে অনেক জনপ্রিয় গান গেয়েছেন এবং সেজন্য তিনি দেশের সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন।’
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে টানা ৯ মাস সিঙ্গাপুরে চিকিৎসাধীন থেকে গত ১১ জুন একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছিলেন এন্ড্রু কিশোর। তারপর থেকে তিনি মিরপুরে নিজের বাসায়ই অবস্থান করছিলেন। সেখান থেকে তাকে রাজশাহীতে নিয়ে যান তার বোন শিখা বিশ্বাস। ৬ জুলাই সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা কারাবন্দি ইসমাইল চৌধুরী সম্রাটের শারীরীক অবস্থা উন্নতির দিকে, তার মৃত্যুর খবরটি পুরোপুরি বানোয়াট ও ভিত্তিহীন বলে জানিয়েছে হাসপাতাল কতৃপক্ষ।
সোমবার (৬ জুলাই) সন্ধ্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্রাটের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। রাতে যুবলীগের অনেক নেতাকর্মীরা হাসপাতালের সামনে ভিড় জমান। সাংবাদিকরাও কেউ কেউ সত্যতা যাচাই করতে সেখানে ছুটে যান। তবে এ খবরের কোন সত্যতা নেই বলে জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুর ইসলাম।
তিনি বলেন, এ ধরনের খবরের কোন ভিত্তি নেই। কেউ গুজব ছড়াতে পারে। সব ঠিক ঠাক আছে আগের মতোই। সেখানে অতিরিক্ত কোন কারারক্ষী পাঠানো হয়নি।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের নেতাকর্মীরা জানান, সন্ধ্যার পর থেকেই তারা গণমাধ্যমকর্মীদের কাছ এমন তথ্য পেয়ে আসছিলেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে গিয়ে খোঁজখবর নিয়ে জেনেছেন সম্রাট বেঁচে আছেন এবং স্বাভাবিক আছেন। হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছে তার শারীরীক অবস্থা উন্নতির দিকে।
যুবলীগ নেতারা অভিযোগ করে আরও বলেন, এটা কুচক্রী মহল সম্রাটের মৃত্যু গুজব ছড়িয়েছে। যারা এ গুজব ছড়িয়েছে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান হাসপাতালে ছুটে যাওয়া নেতাকর্মীরা।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
সোমবার বিকেল সাড়ে চারটার দিকে বর্ষিয়ান এ রাজনীতিককে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স বামরুনগ্রাদ হাসপাতালে পৌঁছায়। পরে সেখানে তাঁকে ভর্তি করা হয়।
সংসদ সদস্য সাহারা খাতুনের ভাগনে মো. মজিবুর রহমান বলেন, ‘সোমবার দুপুর ১টার দিকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অ্যাডভোকেট সাহারা খাতুনকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি থাইল্যান্ডের উদ্দেশে ছেড়ে যায়। বিকেল সোয়া ৪টার দিকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে পৌঁছায়। এর পর তাঁকে বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয়।’
ইউনাইটেড হাসপাতালের কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্টের প্রধান ডা. সাগুফা আনোয়ার গণমাধ্যমকে জানান, সাহারা খাতুনের পরিবার তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিয়ে গেছেন। আজ সোমবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে উন্নত চিকিৎসার জন্য তিনি হাসপাতাল ত্যাগ করেছেন।
গত ২ জুন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবস্থার অবনতি হলে গত ১৯ জুন সকালে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। এরপর অবস্থার উন্নতি হলে গত ২২ জুন দুপুরে তাঁকে আইসিইউ থেকে এইচডিইউতে (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়। ২৬ জুন সকালে তাঁর শারীরিক অবস্থার আবারও অবনতি হয়। ফের নেওয়া হয় আইসিইউতে। সোমবার তিনি হাসপাতাল ছেড়ে থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়েন।
রাজধানীর কামরাঙ্গীরচরে একটি বাড়ির ছাদে গাজা চাষের সন্ধান পাওয়া গেছে। পুলিশ গাঁজা চাষের অভিযোগে রিপন নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করে।
সোমবার (৬ জুন) কামরাঙ্গীরচর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মোস্তফা আনোয়ার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার রাতে কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুর ৬ নম্বর গলির সামনে দুই দফা অভিযান চালানো হয়। এরপর রাতে আক্কাস মিয়ার ৫ তলা বাড়ির ছাদে তল্লাশি চালিয়ে গাঁজার গাছ পাওয়া যায়। পরে গাঁজার গাছ জব্দ ও রিপনকে গ্রেপ্তার করা হয়। রিপন পেশাদার মাদক কারবারি।
এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায় মামলা হয়েছে। ওই মামলায় সোমবার রিপনকে আদালতে পাঠানো হয়েছে। রিপন এর আগেও ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য নিয়ে গ্রেপ্তার হয়েছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
রিজার্ভ থেকে আমরা উন্নয়ন প্রকল্পের ঋণ নিতে পারি: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে উন্নয়ন প্রকল্পে ঋণ বরাদ্দের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ব্যাংক জনগণের পক্ষে এই টাকা সংরক্ষণ করে। ওখান থেকে আমরা প্রকল্পের জন্য ঋণ নিতে পারি।
তিনি বলেন, আমরা বিদেশিদের কাছ থেকে ডলারে ঋণ নিই। আমাদের রিজার্ভ এখন ৩৬ বিলিয়ন ডলার। এখান থেকে আমরা ঋণ নিতে পারি কি না? বিদেশ থেকে আমরা যে সুদে ঋণ আনি তা একটু কম হলেও দেশের টাকা ব্যবহার করলে লাভটা দেশেই থাকবে। করোনা পরিস্থিতিতে রিজার্ভ থেকে বিভিন্ন প্রকল্পে ঋণ নেওয়া যায় কিনা এবং তার প্রভাব কী হতে পারে তা অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক যাচাই করে দেখতে পারে।
সোমবার অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এসব কথা বলেনপ্রধানমন্ত্রী। সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সংযুক্ত হন তিনি।
এ সভায় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান; কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক; তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি; শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিমসহ অন্যান্য মন্ত্রী ও সচিবরাসংযুক্ত ছিলেন।
বৈঠক শেষে রাজধানীর শেরেবাংলা নগরে মন্ত্রীর কার্যালয় থেকে অনলাইন ব্রিফিংয়ে একনেক বৈঠকের বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, বৈদেশিক মুদ্রার এখন রেকর্ড ৩৬ বিলিয়ন ডলার মজুদ আছে। এই মজুদ দিয়ে ৯ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। সাধারণত অন্তত তিন মাসের আমদানি ব্যয়ের সমপরিমাণ রিজার্ভ রাখাকে স্বস্তিদায়ক মনে করা হয়।
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, বিদেশি ঋণ পেতে অনেক শর্ত থাকে। প্রক্রিয়াগত জটিলতায় সময় নষ্ট হয়। এতে প্রকল্পের ব্যয় বাড়ে। বিদেশি মুদ্রার মজুদ থেকে ঋণ নেওয়া মানে নিজের টাকা এক হাত থেকে অন্য হাতে নেওয়া। তবে এই ঋণ ফেরত দেওয়ার নিশ্চয়তা থাকতে হবে।
বৈশ্বিক মহামারি করোনায় প্রাণঘাতি ভাইরাসটির আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা এখন ১ কোটি ১৬ লাখ ৬০ হাজার ৩৬৭ জন। মোট মৃত্যু হয়েছে ৫ লাখ ৩৮ হাজার ৬০০ জনের।
সোমবার (৬ জুলাই) রাত ১টায় বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এ তথ্য পাওয়া গেছে।
এতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ১১ হাজার ৩৮২ জন। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৬৫ লাখ ৮২ হাজার ৯৭৭ জন সুস্থ হয়ে উঠেছে।বর্তমানে চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা ৪৫ লাখ ১৫ হাজার ৮৪২ জন। ৫৮ হাজার ৭১২ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
এদিকে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে দুই হাজার ৯৬ জনের মৃত্যু হলো। এ ছাড়া দেশে নতুন করে আরো তিন হাজার ২০১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট এক লাখ ৬৫ হাজার ৬১৮ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
কিশোর বললো আমি আমার দেশে মরতে চাই, জানালেন এন্ড্রু’র স্ত্রী লিপিকা
পূর্বপশ্চিম ডেস্ক
সিঙ্গাপুরে টানা ৯ মাস চিকিৎসা নিয়ে দেশে ফিরলেও মরনব্যাধি ক্যানসার কিংবদন্তি সঙ্গীতশিল্পীকে এন্ড্রু কিশোরকে বাঁচতে দিল না। সোমবার (৬ জুলাই) সন্ধ্যা ৭ টায় শিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে এন্ড্রু কিশোর জীবিত থাকতেই একাধিকবার শিল্পীর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। সর্বশেষ শিল্পীর মৃত্যুর আগের দিন রোববার এন্ড্রু কিশোর মারা গেছেন বলে গুজব ছড়ায়। এতে দুঃখপ্রকাশ করে তার স্ত্রী লিপিকা এন্ড্রুর একটি হৃদয়বিদারক লেখা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।
লিপিকা এন্ড্রুর লেখাটি হুবহু তুলে ধরা হলো-
... আমি কিশোরের বউ। এখন আমি কিছু বলবো।
গত বছর, ৯ সেপ্টেম্বর ২০১৯, আমরা সিঙ্গাপুর গিয়েছিলাম। সেখানে কিশোরের ধরা পরে Diffuse Large B Cell Lymphoma (cancer in both Adrenal Gland) । তারপর কেমোথেরাপি ও রেডিওথেরাপি শেষ হয় এপ্রিল মাসে। ডাক্তার বলেন এখন আর কোন কিছুর দরকার নাই। medicine দিয়ে বলেন আগস্ট মাসে আসতে। আমরা ১৩ মে দেশে আসার জন্য টিকেট কাটি, কিন্তু কিশোর ভয় পায়, কারণ সে শারীরিকভাবে খুব দুর্বল ছিল । আমি টিকেট বাতিল করি। ডাক্তার বলেন, এটা কেমোর জন্য, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, সময় লাগবে।
পরে ১০ জুন আবার টিকেট কাটি, কিন্তু হঠাৎ ২ জুন কিশোরের হালকা জ্বর আসে, ৩ জুন রাতে কাঁপুনি দিয়ে জ্বর আসে। ৪ জুন হাসপাতালে ভর্তি করেন ডাক্তার। কিন্তু জ্বর বার বার আসতে থাকে। কোন medicine তার শরীরে কাজ করছিল না। হাসপাতালের ডাক্তার আমাকে ফোন করে বলেন, PET SCAN করতে হবে, Lymphoma আবার back করেছে কিনা দেখতে হবে। আমি খুব ভয় পেয়েছিলাম, মনে মনে শুধু ঈশ্বর- কে ডেকেছি। কারণ শুরুতে ডাক্তার বলেছিলেন, Lymphoma যদি একবারে নির্মূল না হয়, যদি back করে , তাহলে সেটা double strong হয়ে আসে আর খুব দ্রুত ছড়ায় এবং সেটা কোনভাবেই control করা সম্ভব হয় না।
৯ জুন PET SCAN হয় এবং সেদিন রাতে ডাক্তার আমাকে ফোন করে বলেন যে, পরদিন মানে ১০ জুন সকাল ১০ টায় আমার সাথে PET SCAN report নিয়ে আলাদা করে কথা বলতে চান । ৯ জুন রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত। আমি সারারাত ঘুমাতে পারিনি, সকালে ১০ টার আগে হাসপাতালে গিয়ে বসে থাকি কিশোরের পাশে। কিশোর আমাকে বলল, ডাক্তারকে বলবা, হাসপাতাল থেকে ছেড়ে দিতে, আমরা দেশে ফিরবো। আমি ভয়ে চুপ করে বসে আছি, শুধু বললাম দেখি Doctor Lim কি বলে। কিছুক্ষণ পরে একজন নার্স এসে আমার হাত ধরে টেনে বাইরে নিয়ে গেল, বলল ডাক্তার ডাকছে।
Dr. Lim আমার সামনে এসে একটাই কথা বলল Lymphoma back করেছে। আমি চুপ করে দাঁড়িয়ে থাকি, কোন কথা বলতে পারছিলাম না, বুঝলাম সব শেষ । ডাক্তার বললেন, Andrew কে বলব? আমি বললাম , বলতে তো হবে। ডাক্তার আমাকে computer screen এর সামনে নিয়ে গেলেন এবং দেখালেন। Adrenal Gland এ কিছু নাই কিন্তু Lymphoma ভাইরাস ডান দিকের লিভার এবং স্পাইনালে ছড়িয়ে গিয়েছে এবং শরীরের বিভিন্ন জায়গায় অল্প অল্প আছে। আমি কোন কথা বলতে পারছিলাম না। চোখের জল ঠেকাতে পারছিলাম না, অনেক কষ্টে ডাক্তার কে বললাম what next? ডাক্তার বললেন I am sorry, আমার আর কিছুই করার নাই। আমি চুপ করে দাঁড়িয়ে থাকি, চোখ দিয়ে অঝোরে জল পড়ে যাচ্ছে। নিজেকে এত অসহায় লাগছিল যে, কি করবো বুঝতে পারছিলাম না। কিশোর বুঝতে পেরেছিল, আমাকে ডাকতে থাকে।
ডাক্তার কিশোর কে বলে Lymphoma back করেছে। কিশোর ডাক্তারকে বলে, তুমি আজই আমাকে রিলিজ করো, আমি আমার দেশে মরতে চাই, এখানে না, আমি কাল দেশে ফিরব । আমাকে বলে, আমি তো মেনে নিয়েছি, সব ঈশ্বরের ইচ্ছা, আমি তো কাঁদছি না, তুমি কাঁদছ কেন?
কিশোর খুব স্বাভাবিক ছিল, মানসিকভাবে আগে থেকে প্রস্তুত ছিল, যেদিন থেকে জ্বর এসেছিল সেদিন থেকে। কিশোর high commission এ ফোন করে বলে, কালই আমার ফেরার plane ঠিক করে দেন। আমি মরে গেলে আপনাদের বেশী ঝামেলা হবে, জীবিত অবস্থায় পাঠাতে সহজ হবে। ১০ জুন বিকালে হাসপাতাল থেকে ফিরি এবং ১১ জুন রাতে air-ambulance করে দেশে ফিরে আসি আমরা।
ঈশ্বরের কি খেলা, ১০ জুন আমরা সম্পূর্ণ positive result নিয়ে ফিরতে চেয়েছিলাম অথচ ১১ জুন ফিরলাম পুরো negative result নিয়ে। আমি ডাক্তারের কাছে জানতে চেয়েছিলাম আর কতদিন, সে এটা লিখেছিল "It's difficult to predict but typically in terms of months rather than years"
এখন কিশোর কোন কথা বলে না। চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকে। আমি বলি কি ভাব, বলে কিছু না, পুরানো কথা মনে পড়ে আর ঈশ্বরকে বলি আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, বেশি কষ্ট দিয়ো না।
Cancer এর last stage খুব যন্ত্রনাদায়ক ও কষ্টের হয়। Andrew Kishor এর জন্য সবাই প্রাণ খুলে দোয়া করবেন, যেন কম কষ্ট পায় এবং একটু শান্তিতে পৃথিবীর মায়া ছেড়ে যেতে পারে।
আমার মনে হল, কিশোর শুধু আমার বা আমাদের সন্তানের বা আমাদের পরিবারের নয় বরং দেশের মানুষের একটা অংশ বা সম্পদ । তাই এই কথাগুলো দেশের ভক্ত শ্রোতাদের বলা বা জানানো আমার দায়িত্বের মধ্যে পড়ে।
এটাই শেষ পোস্ট, এরপর আর কিছু বলা বা লেখার মত আমার মানসিক অবস্থা থাকবে না। এখনও মাঝে মাঝে দুঃস্বপ্ন মনে হয়, কিশোর থাকবে না অথচ আমি থাকবো, মেনে নিতে পারছি না।
এই অসময়ে, সবাই সাবধানে থাকবেন, নিজের প্রতি যত্ন নিবেন, সুস্থ থাকবেন, ভাল থাকবেন আর Andrew KIshor এর প্রতি ক্ষমা সুন্দর দৃষ্টি রাখবেন ও প্রাণ খুলে দোয়া করবেন। বিদায়।
অস্ট্রেলিয়া থাকা সন্তানদের অপেক্ষায় রামেক হিমঘরে এন্ড্রু’র মরদেহ
রাজশাহী প্রতিনিধি
সিঙ্গাপুরে টানা ৯ মাস চিকিৎসা নিয়ে দেশে ফিরলেও মরনব্যাধি ক্যানসার কিংবদন্তি সঙ্গীতশিল্পীকে এন্ড্রু কিশোরকে বাঁচতে দিল না। শিল্পীর মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তার দুই ছেলেমেয়ে বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছেন। তারা দেশে আসার পর খ্রিস্টিয়ান মিশন হাসপাতাল সংলগ্ন কবর স্থানে এন্ড্রু কিশোরকে সমাহিত করা হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, অস্ট্রেলিয়ায় অবস্থান করা প্রয়াত শিল্পীর ছেলে এন্ড্রু সপ্তক ও মেয়ে এন্ড্রু সঙ্গাকে বাবার মৃত্যুর খবর জানানো হয়েছে। তারা দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন কিন্তু করোনা পরিস্থিতির কারণে বিশেষ ফ্লাইটের টিকিট পাওয়াটা বেশ কষ্টসাধ্য। সে চেষ্টাই চালিয়ে যাচ্ছেন এন্ড্র কিশোরের দুই সন্তান। টিকিট পাওয়ামাত্রই তারা দেশে ফিরবেন।
সোমবার রাত ১০টার দিকে ছেলেমেয়ের দেশে ফেরার অপেক্ষায় এন্ড্রু কিশোরের মরদেহ তার বোন ডা. শিখা বিশ্বাসের বাড়ি থেকে অ্যাম্বুলেন্সে রামেক হাসপাতালের হিমঘরে নেয়া হয়েছে। দেশে করোনা পরিস্থিতির কারণে তার মরদেহ ঢাকা আনা হচ্ছে না।
শিল্পীর বোনজামাই ডা. প্যাট্টিক বিপুল বিশ্বাস জানিয়েছেন, মৃত্যুর আগে এন্ড্রু কিশোর নিজেই বলে গেছেন তাকে যেন মায়ের পাশেই সমাহিত করা হয়। তার সেই ইচ্ছে পূরণেই রাজশাহীর খ্রিস্টিয়ান মিশন হাসপাতাল সংলগ্ন কবর স্থানে মায়ের পাশেই তাকে সমাহিত করার প্রস্তুতি নেয়া হচ্ছে। তবে তাকে কখন দাফন করা হবে সে সময় এখনও নিশ্চিত করা হয়নি।
শিল্পীর শেষকৃত্য প্রসঙ্গে ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস বলেন, শিল্পীর ছেলে-মেয়ে অস্ট্রেলিয়ায় লেখাপড়া করেন। তারা সেখানেই অবস্থান করছেন। দেশে ফেরার জন্য তারা বিমানের টিকিট সংগ্রহের চেষ্টা করছেন। আশা করছি কয়েকদিনের মধ্যে তারা দেশে ফিরবেন। এ কারণে মরদেহ রামেক হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আমরা শিল্পীর ছেলে-মেয়ে দেশে ফেরার অপেক্ষায় রয়েছি।
এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তুজার স্ত্রী সুমনা হক সুমি। তবে সুমির শারীরিক অবস্থা ভালো।
সোমবার (৬ জুলাই) রাতে মাশরাফির পারিবারিক সূত্র জানায়, বর্তমানে ঢাকার বাসায় থেকে মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি চিকিৎসা নিচ্ছেন। সুমির শারীরিক অবস্থা ভালো।
গত ২০ জুন চিকিৎসকরা জানান করোনা ভাইরাস বাসা বেঁধেছে তার শরীরে। ঘরে বসে করোনা ভাইরাস থেকে মুক্ত হওয়ার জন্য ঢাকার নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন সবার প্রিয় ম্যাশ। এরই মধ্যে মাশরাফির স্ত্রী সুমিও করোনা আক্রান্ত হয়েছেন।
মাশরাফি করোনা আক্রান্ত হওয়ার দুই দিনপর তার একমাত্র ছোট ভাই মুরসালিন বিন মর্তুজা (সিজার) করোনা আক্রান্ত হন। চিকিৎসকের পরামর্শে ঢাকার বাসায় আইসোলেশনে রয়েছেন মাশরাফি, মাশরাফির ছোট ভাই সিজার এবং স্ত্রী সুমনা হক সুমি।
সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন এন্ড্রু কিশোর: প্রধানমন্ত্রী
জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিনোদন ডেস্ক
জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৬ জুলাই) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী দেশের সঙ্গীতাঙ্গনে এন্ড্রু কিশোরের অবদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, ‘এন্ড্রু কিশোর চলচ্চিত্রে অনেক জনপ্রিয় গান গেয়েছেন এবং সেজন্য তিনি দেশের সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন।’
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে টানা ৯ মাস সিঙ্গাপুরে চিকিৎসাধীন থেকে গত ১১ জুন একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছিলেন এন্ড্রু কিশোর। তারপর থেকে তিনি মিরপুরে নিজের বাসায়ই অবস্থান করছিলেন। সেখান থেকে তাকে রাজশাহীতে নিয়ে যান তার বোন শিখা বিশ্বাস। ৬ জুলাই সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
দিনাজপুরের বীরগঞ্জে বিআরটিসি বাসের চাপায় চার্জার ভ্যানের ৭ জন যাত্রী নিহত হয়েছে।
আজ সোমবার দুপুর পৌনে ২টার দিকে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ উপজেলার পঁচিশ মাইল নামক এলাকায় এই ঘটনা ঘটে।
ঘটনাস্থলের স্থানীয় লোকজন জানায়, বিআরটিসি বাসটি দ্রুত গতিতে আসছিল। দুর্ঘটনাস্থলে রাস্তার বাক নেয়ার সময় বাসটির গতি কমানো হয়নি। এ সময় অপরদিক থেকে আসা একটি ব্যাটারি চালিত ভ্যানকে বাসটি চাপা দিয়ে রাস্তার পার্শ্বে গাছের সাথে ধাক্কা খায়। ভ্যানের সকল যাত্রীসহ ভ্যানটি বাসের নীচে দুমড়ে মুচড়ে যায়।
চম্পাতলী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ নুর হোসেন জানান, দুপুরে ২৫ মাইল বাজারে চলন্ত চার্জার ভ্যানকে পিছন থেকে পঞ্চগড়মুখী একটি বিআরটিসির বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলে আসমা খাতুন (৪৫) তার স্বামী আবুল হোসেন (৫০) ও নাতনি লামিয়া (৮) মারা যায়। হাসপাতালে নেয়ার পথে আসমার বোন নাসরিন (৪০) ও তার মেয়ে রুপা (৮) এবং নার্গিস (৫০) মৃত্যুবরণ করে। এছাড়াও ভ্যান চালক নিহত হলেও তার নাম জানা যায়নি।
জানা যায়, বীরগঞ্জ উপজেলার দেবীপুর ও ভাবকি গ্রামের বাসিন্দা পরিবারের মেয়েরা একই উপজেলার মোহাম্মাদপুর ইউনিয়নের রনপাড়া গ্রামে তাদের অসুস্থ বাবা আখির উদ্দিনকে দেখতে যাচ্ছিলেন।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুরের এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা দিনাজপুর–ঠাকুরগাঁও সড়কে যান চলাচল বন্ধ থাকার পর পুলিশ গিয়ে জনতাকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে বিআরটিসি বাসের চাপায় চার্জার ভ্যানের ৭ জন যাত্রী নিহত হয়েছে।
আজ সোমবার দুপুর পৌনে ২টার দিকে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ উপজেলার পঁচিশ মাইল নামক এলাকায় এই ঘটনা ঘটে।
ঘটনাস্থলের স্থানীয় লোকজন জানায়, বিআরটিসি বাসটি দ্রুত গতিতে আসছিল। দুর্ঘটনাস্থলে রাস্তার বাক নেয়ার সময় বাসটির গতি কমানো হয়নি। এ সময় অপরদিক থেকে আসা একটি ব্যাটারি চালিত ভ্যানকে বাসটি চাপা দিয়ে রাস্তার পার্শ্বে গাছের সাথে ধাক্কা খায়। ভ্যানের সকল যাত্রীসহ ভ্যানটি বাসের নীচে দুমড়ে মুচড়ে যায়।
চম্পাতলী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ নুর হোসেন জানান, দুপুরে ২৫ মাইল বাজারে চলন্ত চার্জার ভ্যানকে পিছন থেকে পঞ্চগড়মুখী একটি বিআরটিসির বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলে আসমা খাতুন (৪৫) তার স্বামী আবুল হোসেন (৫০) ও নাতনি লামিয়া (৮) মারা যায়। হাসপাতালে নেয়ার পথে আসমার বোন নাসরিন (৪০) ও তার মেয়ে রুপা (৮) এবং নার্গিস (৫০) মৃত্যুবরণ করে। এছাড়াও ভ্যান চালক নিহত হলেও তার নাম জানা যায়নি।
জানা যায়, বীরগঞ্জ উপজেলার দেবীপুর ও ভাবকি গ্রামের বাসিন্দা পরিবারের মেয়েরা একই উপজেলার মোহাম্মাদপুর ইউনিয়নের রনপাড়া গ্রামে তাদের অসুস্থ বাবা আখির উদ্দিনকে দেখতে যাচ্ছিলেন।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুরের এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা দিনাজপুর–ঠাকুরগাঁও সড়কে যান চলাচল বন্ধ থাকার পর পুলিশ গিয়ে জনতাকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/2CbGaP4
Post Come trough : Nachole News | নাচোল নিউজ
গফরগাঁওয়ের উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা করোনায় আক্রান্ত
সারাদেশ
গফরগাঁও প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁওয়ে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সালমা আক্তার করোণায় আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টিনে আছেন। রোববার (৫ জুলাই) রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার মাইনুদ্দিন খান মানিক এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা সালমা আক্তারের করোনার উপসর্গ দেখা দিলে রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার নমুনা দেন। ওই দিন উপজেলা শিক্ষা কর্মকর্তা সহ আরও ৬ জনের নমুনা পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। প্রাপ্ত পরীক্ষার ফলাফলে উপজেলা শিক্ষা কর্মকর্তা সালমা আক্তারেরই ফলাফল পজেটিভ আসে। এ নিয়ে গফরগাঁওয়ে মোট আক্রান্ত ৬৬ জন, সুস্থ ৪৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ১ জন।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গফরগাঁও উপজেলা শাখা ও কান্দিপাড়া শাখার নেতৃবৃন্দ শিক্ষা কর্মকর্তার দ্রুত সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন।
উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সালমা আক্তার বলেন, আমার অফিসের কাজ ছাড়াও মাঠ পর্যায়ে সরকারের কর্মহীনদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করতে হয়েছে। করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসকের পরামর্শ মতো স্বাস্থ্যবিধি অনুসরণ করছি।
করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে একদিনে ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছে ২৯২ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ১৮০ জন। সোমবার (৬ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, চট্টগ্রামের ৬টি ল্যাব ও কক্সবাজার ল্যাবে মোট ১ হাজার ৩১৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ২১৩টি নমুনা পরীক্ষা করে ৪০ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১৩৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় আরও ৬ জন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৪৭৩টি নমুনা পরীক্ষা করে ৮৪ জন করোনা পজেটিভ পাওয়া গেছে।
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ২২৪টি নমুনা পরীক্ষা করে ৪৬ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়। এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ১৭৬টি নমুনা পরীক্ষা করে ৭৩ জন এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৯৩টি নমুনা পরীক্ষা করে ৪১ জন শনাক্ত হয়।
অন্যদিকে কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের চারটি মাত্র নমুনা পরীক্ষা করা হয়। এতে আরও দুই জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন আক্রান্ত হয়েছে ২৯২ জন। এদের মধ্যে নগরে ২৩২ জন এবং উপজেলায় ৬০ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ২১ জন।
একজন স্বপ্নদ্রষ্টা ড. জুবেরী’র ভাবনা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা
মাহবুব সিদ্দিকী
আজ ৬ই জুলাই। বাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী। একজন মহান মানুষের স্বপ্নে কিভাবে দেশের এই দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা পেয়েছিলো, সে জন্যই এই লেখার অবতারণা।
উপমহাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা এবং স্থপতি ড. ইতরাত হোসেন জুবেরী উত্তর ভারতের (উত্তর প্রদেশ) মায়াহারা নামক স্থানে সম্ভ্রান্ত মুসলিম উর্দুভাষী পরিবারে জন্মগ্রহণ করেন।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ ইতরাত হোসেন জুবেরী আগ্রা শহরের সেন্ট জোনস কলেজে লেখাপড়া শেষ করে ১৯৩৩ খ্রিস্টাব্দে এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে প্রথম শ্রেণিতে এম.এ পাশ করেন। ১৯৩৫ সালে স্কটল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। গবেষণার বিষয়বস্তু ছিল সপ্তদশ শতাব্দীর ইংরেজি সাহিত্য ও ইংরেজ কবি। ড. ইতরাত হোসেন জুবেরী তাঁর কর্মজীবন শুরু করেন আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ১৯৩৭ সালে। ১৯৩৮ সাল পর্যন্ত সেখানে ইংরেজি বিভাগের রিডার পদে দায়িত্ব পালন করার পর কলকাতা ইসলামিয়া কলেজে (বর্তমানে মওলানা আবুল কালাম আজাদ কলেজ) ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে সিনিয়র প্রফেসর হিসেবে যোগদান করেন। ১৯৪১ সালে উক্ত কলেজের অধ্যক্ষ পদে অধিষ্ঠিত হন এবং ১৯৪৭ অবধি এই পদে বহাল ছিলেন। শেরে বাংলা ফজলুল হক ছিলেন এই কলেজের পৃষ্ঠপোষক। ইতরাত হোসেন জুবেরী অনেক মেধাসম্পন্ন ছাত্রকে ইসলামিয়া কলেজে পড়াশুনা করার জন্য সুযোগ করে দিয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতপূর্ব উপাচার্য ড. মোসলেম হুদা কলকাতা প্রেসিডেন্সি কলেজে অধ্যায়নকালে ইতরাত হোসেন জুবেরীর আহ্বানে ইসলামিয়া কলেজে ভর্তি হন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কলেজে অধ্যয়নকালে সম্পূর্ণ সময়েই ইতরাত হোসেন জুবেরী ছিলেন অধ্যক্ষ। ইতিহাসের এরূপ একাধিক বিখ্যাত মানুষেরা সরাসরি ইতরাত হোসেন জুবেরীর ছাত্র ছিলেন। পাকিস্তান সৃষ্টির পর পূর্ব পাকিস্তানে এসে সিলেটের মুরারী চাঁদ কলেজের অধ্যক্ষ পদে যোগদান করলেন। ১৯৫০ সালের ১০ এপ্রিল রাজশাহী কলেজের অধ্যক্ষ পদে যোগদান করেন।
১৯৫০ সালের ১৮ অক্টোবর সে সময়কার মেডিক্যাল স্কুলের এল.এম.এফ কোর্সে ভর্তির নির্বাচক কমিটির বৈঠক বসেছিল মেডিক্যাল স্কুলের পুরাতন একটি কক্ষে (বর্তমানে মেডিক্যাল কলেজ ছাত্রী নিবাস)। সেখানে উপস্থিত ছিলেন ড. ইতরাত হোসেন জুবেরী, এম.এল.এ মাদারবক্স , রাজশাহীর জেলা ম্যাজিস্ট্রেট এমদাদ আলী, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মনির উদ্দিন আকন্দ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আলোচনার এক পর্যায়ে প্রসঙ্গক্রমে ড. জুবেরী ইংগিত করলেন রাজশাহী কলেজে গভর্নমেন্ট যে গ্রান্ট দিয়ে থাকেন, এর সাথে মাত্র দেড় লক্ষ টাকা বা দুই লক্ষ টাকা অতিরিক্ত প্রদান করলে অনায়াসে রাজশাহীতে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা সম্ভব। ড. জুবেরীর এই কথাটি তাৎক্ষণিকভাবে উপস্থিত সকলের মধ্যে নতুন একটি উদ্দীপনার সৃষ্টি করে। এর পর কেউ আর থেমে থাকলেন না। এ সংক্রান্ত পর পর কয়েকটি ঘরোয়া মিটিং অনুষ্ঠিত হলো। সকলের সম্বিলিত প্রচেষ্টায় নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের খসড়া রূপরেখা প্রস্তুত হলো। ৬৪ জন সদস্য নিয়ে গঠিত হলো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য একটি শক্তিশালী কমিটি। ১৯৫১ সালে পূর্ব পাকিস্তানের সাবেক মূখ্যমন্ত্রী নূরুল আমীন এবং স্বাস্থ্যমন্ত্রী হাবিবুল্লা বাহার তিনদিনের সফরে রাজশাহীতে আসলে এখানকার নেতৃবৃন্দ রাজশাহীতে পূর্ণাঙ্গ একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবী উত্থাপন করলেন। মূখ্যমন্ত্রী নূরুল আমীন রাজশাহীতে বিশ্ববিদ্যালয় স্থাপনের আবেদনে প্রতিশ্রুতিবদ্ধ হলেন। জনাব মাদারবস উত্তর বঙ্গ এবং দক্ষিণ বঙ্গ সফর করে রাজশাহীতে বিশ্ববিদ্যালয় স্থাপনের স্বপক্ষে জনমত তৈরি করেন। ঢাকায় গিয়ে সংশ্লিষ্ট মহলে যোগাযোগ রেখে কাজ ত্বরান্বিত করেন। ড. জুবেরী স্থান নির্বাচন সহ বিশ্ববিদ্যালয় বিল প্রণয়ন ইত্যাদি প্রাথমিক কাজগুলো সমাপ্ত করেন।
১৯৫২ সালের ০১ নভেম্বর আইন পরিষদের স্পীকার আব্দুল হামিদ চৌধুরী রাজশাহী বিশ্ববিদ্যালয় বিল উত্থাপন করেন। এই বিলটির চূড়ান্ত আলোচনার জন্য সিলেক্ট কমিটিতে না পাঠিয়ে সরাসরি আইন পরিষদে পাশ করানোর ব্যবস্থা করলেন মূখ্যমন্ত্রী নূরুল আমীন। এভাবে ৩১ মার্চ ১৯৫৩ সালোর বাজেট অধিবেশনে বিলটি পাশ হয় এবং ১লা জুলাই ১৯৫৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কার্যতঃ স্থাপিত হয়। ০৬ জুলাই ১৯৫৩ সাল থেকে ড. ইতরাত হোসেন জুবেরী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর হিসেবে কার্যভার গ্রহণ করেন।
১৯৫৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই পদে বহাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে দেশের দ্বিতীয় বৃহত্তম বিদ্যাপীঠে পরিণত করতে সক্ষম হন। একই বছর ০১ অক্টোবর থেকে পাকিস্তান সরকারের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টার দায়িত্ব নিয়ে করাচিতে গমন করেন।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ ড. ইতরাত হোসেন জুবেরী নানাবিধ গুণের অধিকারী ছিলেন। তাঁর সহযোগিতাকালে যেমন উত্তর প্রদেশ, বিহার ও কলকাতা থেকে আগত মোহাজের উর্দূভাষী পন্ডিত জনেরা (অধ্যাপক) রাজশাহী কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সুযোগ পেয়েছিলেন। পাশাপাশি দেশের বরেণ্য ও অভিজ্ঞ শিক্ষকবৃন্দ একযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সুযোগ পেয়েছিলেন। ড. জুবেরী উর্দূভাষী হওয়া সত্বেও তৎকালীন ভাষা আন্দোলনের প্রাথমিক পর্যায়ে রাজশাহী কলেজ থেকে বহিস্কৃত অন্যতম ছাত্রনেতা মোহাম্মদ একরামুল হক কে পুনরায় লেখাপড়ার সুযোগ করে দিয়ে অধ্যক্ষ হিসেবে নিরপেক্ষ, উদার এবং ছাত্রদের প্রতি অকৃত্রিম স্নেহ প্রদর্শনের মাধ্যমে সর্বকালের জন্য অনন্য উদাহরণ সৃষ্টি করেছিলেন। আজ রাজশাহী বাংলাদেশ তথা সার বিশ্বে শিক্ষা নগরী হিসেবে যে পরিচিতি পেয়েছে, তার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ড. ইতরাত হোসেন জুবেরীর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
রাজধানীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ছিনতাইকারী নিহত
সারাদেশ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর খিলক্ষেতে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ছিনতাইকারী নিহত হয়েছে বলে জানিয়েছে খিলক্ষেত থানা পুলিশ। প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। সোমবার (৬ জুলাই) দিনগত রাত আনুমানিক ১টার দিকে খিলক্ষেতের কুড়াতলি এলাকায় এ ঘটনা ঘটে।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন বলেন, রাতে ছিনতাইকারী চক্রের দুই সদস্য ছিনতাইয়ের প্রস্তুতিকালে পুলিশের ব্যারিকেডের সামনে পড়ে। তাদের থামতে বলা হলে তারা পালানোর চেষ্টা করে এবং ছিনতাইকারী ও গোয়েন্দা পুলিশের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এতে দুই ছিনতাইকারী নিহত হয়। তবে প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচায় জানা যায়নি।
ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবকের মৃত্যু
সারাদেশ
নোয়াখালী প্রতিনিধি
দক্ষিণ আফ্রিকা সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল মান্নান (৩০) নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দক্ষিণ বারাহি নগর গ্রামের এছাক বেপারীর বাড়ির মফিজ উল্যার ছেলে। রোববার (৫ জুলাই) দক্ষিণ আফ্রিকার সময় বিকেল সাড়ে ৪টার দিকে জেমস টাউনের আলিয়ানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের প্রবাসী বন্ধু সাইফুল ইসলাম জানান, বড় ভাই আব্দুল হালিমের সাথে জেমস টাউনে সে বসবাস ও ব্যবসা করতো। ব্যবসায়ীক কাজে নিজ গাড়িতে করে যাওয়ার পথে জেমস টাউন এর আলিয়ানায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হলে গাড়িতেই তার মৃত্যু হয়।
প্রাণঘাতী করোনার অজুহাতে ভারত বেনাপোল বন্দর দিয়ে প্রায় ৩ মাসের অধিক সময় ধরে বাংলাদেশের রপ্তানি পণ্য ভারতে ঢুকতে দিচ্ছিল না। তবে কিন্তু গত মাস হতে ভারত থেকে আমদানি করা পণ্য বাংলাদেশে ঢুকেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতে রপ্তানি করা বাংলাদেশী ব্যবসায়ীরা।
বাংলাদেশ থেকে কোন পণ্য ভারতে ঢুকতে না দিলেও ভারত বাংলাদেশে রপ্তানি অব্যাহত রেখেছিল। এর প্রেক্ষিতে বেনাপোল বন্দর দিয়ে সব ধরনের আমদানি পণ্য খালাস বন্ধ করে ভারতের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানায় বাংলাদেশের সিএন্ডএফ এজেন্টরা। সে সিদ্ধান্ত মোতাবেক বিগত চার দিন সম্পূর্ণ বন্ধ ছিল এই বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম।
ফলে বাংলাদেশ থেকে ভারতের ক্ষতির পরিমাণ প্রতিদিন বেড়েই চলছিল। তাই অনেকটা বাধ্য হয়েই এবার পিছু হটেছে ভারত। অবশেষে গতকাল রবিবার (৫ জুলাই) বাংলাদেশ থেকে রপ্তানি পণ্যবাহী পাঁচটি ট্রাক ভারতে প্রবেশ করেছে। জানা গেছে সোমবার হতে বেনাপোল বন্দর দিয়ে আবারো পুরোদমে আমদানি রপ্তানি পূর্ণাঙ্গভাবে শুরু হবে।
উল্লেখ্য করোনা পরিস্থিতির কারণে মার্চের ২২ তারিখ থেকে এই বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ ছিল। জুন মাসের ৭ তারিখ হতে ভারত থেকে আমদানি পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করতে থাকলেও করোনার অজুহাতে ভারতে কোন রপ্তানি পণ্যবাহী ট্রাক ঢুকতে দেয়া হচ্ছিল না। এতে এদেশের রপ্তানিকারকরা ক্ষতির মুখে পড়েন।
কিন্তু শেষমেশ বাংলাদেশের সিএন্ডএফ এজেন্টদের কঠোর অবস্থানের কারণে ভারত তার অবস্থান থেকে সরে আসতে বাধ্য হয়েছে। উল্লেখ্য বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের দ্বিতীয় বৃহৎ অংশীদার হল ভারত। দেশ দুটির বাণিজ্যের পরিমাণ প্রায় দশ বিলিয়ন ডলার যেখানে বাংলাদেশের বিপক্ষে বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে। তবে সম্প্রতি ভারতে ক্রমেই বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি পাচ্ছিল। ভারতে এখন বাংলাদেশের রপ্তানি এক বিলিয়ন ডলার অতিক্রম করেছে।
সূত্র: ডিফেন্স রিসার্চ ফোরাম
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/2Bx7307
Post Come trough : Nachole News | নাচোল নিউজ