বাচ্চু সুন্দরবনের সংঘবদ্ধ হরিণ শিকারী চক্রের অন্যতম সদস্য। সে দীর্ঘদিন ধরে হরিণ শিকারসহ হরিণের মাংস মোংলা ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকায় চড়া দামে সরবরাহ করে আসছিল।
মোংলা (বাগেরহাট) প্রতনিধি
মোংলায় ১০ কেজি হরিণের মাংসসহ এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের শেহলাবুনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. জাহাঙ্গীর হোসেনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা শুক্রবার রাতে শেহলাবুনিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় শেহলাবুনিয়ার রামপাল স্টোরের সামনে থেকে ১০ কেজি হরিণের মাংসসহ পাচারকারী বাচ্চু হাওলাদার (৪০) কে হাতেনাতে আটক করে অভিযানকারীরা। বাচ্চুর কাছে পাওয়া ব্যাগের মধ্যে হরিণের মাংস ছাড়াও মাথা এবং পা রয়েছে। বাচ্চু পৌর শহরের কুমারখালী এলাকার জনৈক দেলোয়ার হোসেনের বাড়ীর ভাড়াটিয়া বাসিন্দা। বাচ্চু বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার তেলিখালী গ্রামের মো: মজনু হাওলাদারের ছেলে।
এসআই জাহাঙ্গীর হোসেন বলেন, বাচ্চু সুন্দরবনের সংঘবদ্ধ হরিণ শিকারী চক্রের অন্যতম সদস্য। সে দীর্ঘদিন ধরে হরিণ শিকারসহ হরিণের মাংস মোংলা ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকায় চড়া দামে সরবরাহ করে আসছিল।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/173115/হরিণের-মাংসসহ-পাচারকারী-হাতেনাতে-ধরা
Post Come trough : PURBOPOSHCIMBD
চীনের উহান থেকে করোনাভাইরাস মহামারী বিশ্বময় ছড়িয়ে পড়ার পর থেকে একদিনে সর্বোচ্চ রোগী শনাক্তের নতুন বিশ্ব রেকর্ড হয়েছে ভারতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৯৭ হাজার ৫৭০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২০১ জন।
শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ৭৭ হাজার ৪৭২ জন। শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৬ লাখ ৫৯ হাজার ৯৮৪। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৬ লাখ ২৪ হাজার ১৯৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮১ হাজার ৫৩৩ জন।
করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, বিহার, তেলেঙ্গানা, উড়িষ্যা, আসাম ও গুজরাট।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ২৮ হাজার ৭২৪ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৮ হাজার ২৩১ জন, কর্ণাটকে ৭ হাজার ৬৭ জন, অন্ধ্রপ্রদেশে ৪ হাজার ৭৭৯ জন এবং দিল্লিতে ৪ হাজার ৬৮৭ জন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৪ আগস্ট থেকে বিশ্বে দৈনিক সবচেয়ে বেশি কোভিড রোগী শনাক্ত হচ্ছে ভারতে। মোট রোগীর সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই ভারতের অবস্থান।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/abroad/173117/ফের-সর্বোচ্চ-সংক্রমণের-বিশ্বরেকর্ড-ভারতের
Post Come trough : PURBOPOSHCIMBD
চট্টগ্রামে পাঁচ দফা দাবিতে চলছে প্রাইম মুভার ট্রেইলার শ্রমিকদের কর্মবিরতি
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামে পাঁচ দফা দাবিতে সকাল থেকে চলছে প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের কর্মবিরতি। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে নগরীর সল্টগোলা এলাকায় কর্মবিরতি কর্মসূচি পালন করছে প্রাইম মুভার ট্রেইলারের শ্রমিকরা।
এসময় কর্মসূচিতে প্রাইম মুভার ট্রেইলারের শ্রমিকরা- শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, সরকার ঘোষিত নূন্যতম মজুরি বাস্তবায়ন, বিএসআরএম কর্তৃক বেআইনিভাবে কর্তনকৃত টাকা ফেরত প্রদান করা, কোন প্রকার পূর্ব নোটিশ ছাড়াই কাজ থেকে বিরত রাখা এবং বিএসআরএম কর্তৃক পূর্বে ছাঁটাইকৃত ২৩ জন প্রাইম মুভার ট্রেইলার ড্রাইভারকে চাকরিতে পুনর্বহাল করার দাবি জানায়।
চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবু বক্কর ছিদ্দিকী বলেন, আমরা পাঁচ দফা দাবিতে কমবিরতি করছি। আমাদের দাবি মেনে নিলে আমরা কমবিরতি তুলে নিবো। তবে সবকিছু লিখিতভাবে আমাদেরকে দিতে হবে।
তিনি বলেন, কর্মবিরতি চলাকালে চট্টগ্রাম বন্দরের সকল কনটেইনার পরিবহনই নয় সকল ট্রেইলার চলাচল বন্ধ থাকবে।
এ বিষয়ে চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক জানান, বন্দরের জাহাজ থেকে কনটেইনার ওঠার নামার সকল কাজ চলমান রয়েছে। তবে ট্রেইলার শ্রমিকদের কর্মবিরতির বিষয়টি আমি জানি না। এই বিষয়ে আমি খোঁজ নিচ্ছি।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/173112/চট্টগ্রামে-পাঁচ-দফা-দাবিতে-চলছে-প্রাইম-মুভার-ট্রেইলার-শ্রমিকদের-কর্মবিরতি
Post Come trough : PURBOPOSHCIMBD
ইরান-চীন সম্পর্কে আতঙ্কিত ভারত, দুই মন্ত্রী তেহরানে
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গত সপ্তাহে অনেকটা নীরবেই তেহরানে গিয়ে দিন কাটিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তেহরানে নামেন মস্কোতে সাংহাই সহযোগিতা জোটের বৈঠকে যোগ দিতে যাওযার পথে। আর জয়শঙ্কর মস্কো থেকে ফেরার পথে মঙ্গলবার সারাদিন কাটিয়েছেন তেহরানে।
নীরবে এই সফর নিয়ে সরকারিভাবে রিফুয়েলিং অর্থাৎ বিমানে তেল ভরার যুক্তি দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে ভারতের দুই মন্ত্রী সেই তেল দুবাই বা আবুধাবিতে না ভরে তেহরানে কেন নামলেন?
পর্যবেক্ষকদের মধ্যে কোনো দ্বিমত নেই যে চিরশত্রু চীন এবং হালে পাকিস্তানের সাথে ইরান যেভাবে ঘনিষ্ঠ হচ্ছে ভারত তাতে গভীর উদ্বিগ্ন।
দিল্লির জওহারলাল নেহেরু ইউনিভারসিটির (জেএনইউ) আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক সঞ্জয় ভরদোয়াজ বিবিসি বাংলাকে বলেন, চীনের সাথে ইরানের অর্থনৈতিক এবং কৌশলগত যে সম্পর্ক তৈরি হচ্ছে, তা নিয়ে ভারতের মাথাব্যথা বাড়ছে।
তিনি বলেন, ভারতের কাছে ইরানের রাজনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত গুরুত্ব অপরিসীম। ভারত কোনোভাবেই তা খোয়াতে চায় না।
ভারতের কাছে ইরানের গুরুত্ব
অধ্যাপক ভরদোয়াজ বলেন, আফগানিস্তান এবং মধ্য এশিয়ার বাজারে ঢোকার জন্য ভারতের কাছে ইরানের গুরুত্ব বিশাল। সে কারণেই ইরানের চাবাহার বন্দরের উন্নয়নে ঘনিষ্ঠভাবে জড়িত হয়েছিল ভারত।
সেই সাথে, তিনি বলেন, জ্বালানির জন্য এবং কাশ্মীর ইস্যুতে ইরানের মত প্রভাবশালী একটি মুসলিম দেশের কাছ থেকে রাজনৈতিক সমর্থনের জন্য ভারত উদগ্রীব।
কিন্তু এশিয়া ও মধ্যপ্রাচ্যে দ্রুত পরিবর্তনশীল ভূ-রাজনীতিতে ভারত ও ইরান যে ভিন্ন দুই মেরুতে অবস্থান নিয়েছে তা স্পষ্ট।
বিশেষ করে যে দেশটি এখন ভারতের সবচেয়ে শত্রু দেশে পরিণত হয়েছে সেই চীনের সাথে ইরানের যে ব্যাপক অর্থনৈতিক এবং কৌশলগত ঘনিষ্ঠতা তৈরি হচ্ছে, তা ভারতের কাছে দুঃস্বপ্ন। তবে ইরান ও ভারতের মধ্যে দূরত্ব একদিনে তৈরি হয়নি।
গত ১৫ বছরে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের অর্থনৈতিক এবং রাজনৈতিক ঘনিষ্ঠতা যত বেড়েছে, ইরানের সাথে ততই দূরত্ব বেড়েছে। সেই শূন্যতা পূরণে ঝড়ের মত ঢুকে পড়েছে চীন।
চীন ও ইরানের চুক্তি
চীন এবং ইরান তাদের মধ্যে ২৫ বছরের একটি ‘কৌশলগত সহযোগিতার‘ চুক্তি নিয়ে বোঝাপড়া চূড়ান্ত করে ফেলেছে বলে জানা গেছে।
নির্ভরযোগ্য বিভিন্ন সূত্রে প্রকাশিত নানা তথ্যের ভিত্তিতে যা জানা গেছে এই চুক্তিতে ইরানের তেল-গ্যাস, ব্যাংকিং, টেলিকম, বন্দর উন্নয়ন, রেলওয়ে উন্নয়ন এবং আরো কয়েক ডজন খানেক গুরুত্বপূর্ণ খাতে চীন আগামী ২৫ বছরে কমপক্ষে ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইরানের যে বন্দরটির উন্নয়নের শুরু ভারতের হাতে হয়েছে সেই চাবাহার বন্দরের সম্প্রসারণ এবং ঐ বন্দরের সাথে ইরানের গুরুত্বপূর্ণ বিভিন্ন শহরের রেল যোগাযোগের কাজ এখন চীনের হাতে তুলে দেওয়ার কথা সরকারিভাবে ঘোষণা করেছে ইরান।
শুধু তাই নয়, জানা গেছে চীন এখন চাবাহার বন্দরটিকে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের (সিপেক) অংশ করতে উদগ্রীব।
ভারতের সাবেক কূটনীতিক রাকেশ সুদ বিবিসি হিন্দি সার্ভিসের সাথে এক সাক্ষাৎকারে বলেন, মূলত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আশঙ্কায় চাবাহার বন্দর উন্নয়নে প্রতিশ্রুতি পূরণে ভারতের গড়িমসিতে ইরান ক্ষুব্ধ। সেই সাথে যোগ হয়েছে এশিয়ায় জোট রাজনীতির আমূল পরিবর্তনের প্রভাব।
রাকেশ সুদ বলেন, মধ্যপ্রাচ্য নিয়ে রাশিয়া এবং চীনের দৃষ্টিভঙ্গি এখন একইরকম। তাদের সাথে যুক্ত হয়েছে পাকিস্তান, ইরান এবং তুরস্ক। অন্যদিকে মধ্যপ্রাচ্যে যে সব দেশের সাথে ভারতের ঘনিষ্ঠতা তৈরি হচ্ছে - ইউএই এবং সৌদি আরব- তারা ইরানের বড় শত্রু।
পাকিস্তান ও ইরানের নতুন বন্ধুত্ব
পর্যবেক্ষকরা বলছেন, চীনের আগ্রহে পাকিস্তানের সাথে ইরানের সম্পর্কে যেভাবে ঘনিষ্ঠতা তৈরি হচ্ছে তা ভারতের জন্য বাড়তি মাথাব্যথা। কারণ, ভবিষ্যতে আফগানিস্তানে ভারত তাদের প্রভাব কতটা ধরে রাখতে পারবে তা অনেকটাই নির্ভর করছে ইরান-পাকিস্তান সম্পর্কের ওপর।
গত মাসের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান উড্রো উইলসন সেন্টারের আয়োজনে পাকিস্তান নিয়ে এক অনলাইন আলোচনায় সেদেশের প্রখ্যাত নিরাপত্তা বিশ্লেষক আয়েশা সিদ্দিকা বলেন, প্রধানত অর্থনৈতিক স্বার্থে ইরানের সাথে নতুন সম্পর্ক স্থাপন নিয়ে পাকিস্তানের ভেতর আগ্রহ বাড়ছে।
তিনি বলেন, সৌদি আরব দক্ষিণ এশিয়ায় তাদের স্বার্থকে নতুন করে পর্যালোচনা করছে এবং পাকিস্তানের চাইতে ভারত তাদের কাছে বেশি গুরুত্ব পাচ্ছে। সেই সাথে ইরান এখন পাকিস্তানের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তাহলে ভারত কি তাদের একসময়কার ঘনিষ্ঠ এবং গুরুত্বপূর্ণ বন্ধু দেশে ইরানকে একেবারেই হারিয়ে ফেলছে?
অধ্যাপক ভরদোয়াজ বলেন, যুক্তরাষ্ট্র নাখোশ হবে তা জেনেও দু’জন প্রভাবশালী মন্ত্রীকে তেহরানে পাঠিয়ে ভারত বোঝাতে চেয়েছে যে ইরানের সাথে সম্পর্ককে তারা কতটা গুরুত্ব দিচ্ছে।
‘ভারত বার্তা দিতে চাইছে যে পররাষ্ট্র নীতি এবং কৌশলগত সম্পর্কের ক্ষেত্রে দিল্লীর নীতি এখনও স্বাধীন। এ ব্যাপারে তারা আপোষহীন।’
তাছাড়া, তিনি বলেন, ভারতের মত বড় একটি বাজার সবসময়েই ইরানের জন্য লোভনীয় এবং ইরান নিশ্চয়ই জানে যে তাদের জ্বালানি তেলের পুরোটাই চীন কিনবে না।
কিন্তু আমেরিকা এবং চীনের রেষারেষিকে কেন্দ্র করে এশিয়ার ভূ-রাজনীতিতে যে দলাদলি শুরু হয়েছে ভারত-ইরান সম্পর্ক যে তার বলি হচ্ছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। খবর: বিবিসি বাংলা।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/abroad/173113/ইরান-চীন-সম্পর্কে-আতঙ্কিত-ভারত,-দুই-মন্ত্রী-তেহরানে
Post Come trough : PURBOPOSHCIMBD
বর্তমান নিয়মে বিক্রি হওয়া ট্রেনের ৫০ শতাংশ আসনের অর্ধেক টিকিট পাওয়া যাবে কাউন্টারে। শনিবার আজ (১২ সেপ্টেম্বর) থেকে এই ৫০ শতাংশ টিকিট কাউন্টারের মাধ্যমে বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। বাকি অর্ধেক ২৫ শতাংশ মোবাইল অ্যাপ, অনলাইন ও মোবাইলে ইস্যু করা যাবে।
গত সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (টিসি) মো. নাসির হাসান খাঁন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। করোনা পরিস্থিতির কারণে প্রায় সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর কাউন্টারে টিকিট বিক্রি শুরুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোনও স্টেশনের অনুকূলে কোনও নির্দিষ্ট শ্রেণিতে বর্তমান নিয়মে বিক্রি করা মোট আসনের ৫০ শতাংশ টিকিটের সংখ্যা ছয়টির বেশি হলে কাউন্টার, অ্যাপ, অনলাইন ও মোবাইলের মাধ্যমে ইস্যু করা হবে। টিকিটের সংখ্যা ছয়টির কম হলে তা শুধু অ্যাপ, অনলাইন ও মোবাইলের মাধ্যমে ইস্যু করা হবে।
এক্ষেত্রে প্রতিটি ট্রেনে মোট আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট থেকে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের অনুকূলে সংরক্ষিত ২ শতাংশ আসন বাদ দিয়ে হিসাব করতে হবে।
তাছাড়া, কাউন্টার ও অ্যাপ, অনলাইন ও মোবাইল কোটায় বিক্রি না হওয়া টিকিট যাত্রার ১২০ ঘণ্টা আগে যেকোনও মাধ্যম থেকে ইস্যু করা যাবে।
এদিকে, সকাল ৮টা থেকে কাউন্টারের মাধ্যমে এবং বর্তমান নিয়ম অনুযায়ী সকাল ৬টা থেকে অ্যাপ, অনলাইন ও মোবাইলের মাধ্যমে টিকিট ইস্যু করা যাবে।
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/3bOTtmt
Post Come trough : নাচোল নিউজ
ভৈরবে ১৮৭ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, ভৈরব ক্যাম্প। আটকৃত ব্যক্তি পৌর শহরের কালিপুর বাদশার বিল দক্ষিণপাড়ার মুরশিদ মিয়ার ছেলে আরমান (২৮)।
শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে ভৈরব পৌর শহরে বাদশা বিল এলাকা অভিযান চালিয়ে আটক করা হয়েছে।
র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় পাইকারি/খুচরা বিক্রয় করে থাকে। এসব তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো পর তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল শনিবার ভোর রাতে ভৈরব থানাধীন বাদশা বিল গ্রামের ধৃত আসামী আরমান এর বসত বাড়ীতে অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়।
ভৈরব র্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন জানান, আটকৃত মাদক ব্যবসায়ী এলাকার চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। তার বসত ঘর হইতে ১৮৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করে জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য তিন লাখ পচাঁত্তর হাজার টাকা। আটককৃত আসামীর বিরুদ্ধে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/173111/ভৈরবে-ফেন্সিডিলসহ-মাদক-ব্যবসায়ী-আটক
Post Come trough : PURBOPOSHCIMBD
লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর রোগ মুক্তি কামনায় দোয়া, মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে চন্দ্রগঞ্জ থানা শ্রমিক লীগের উদ্যোগে এ আয়োজন করা হয়।
চন্দ্রগঞ্জ বাজার গণমিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব, জেলা শ্রমিক লীগের আহবায়ক মামুনুর রশীদ, যুগ্ম-আহবায়ক ইউছুফ পাটওয়ারী, জেলা নির্মাণ শ্রমিক লীগের আহবায়ক জসিম উদ্দিন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক কাজী সোলেমান ও চন্দ্রগঞ্জ থানা ছাত্র লীগের সাবেক আহবায়ক কাজী মামুনুর রশীদ বাবলু প্রমুখ।
চন্দ্রগঞ্জ থানা শ্রমিক লীগের আহবায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্ব ও যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন বাবু অনুষ্ঠান সঞ্চালনা করেন।
বক্তারা বলেন, শ্রমিক লীগ বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম অঙ্গসংগঠন। নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করছে। ইতিমধ্যে করোনাকালীন সময় অসহায় মানুষ ও শ্রমিক নেতাদের পাশে দাঁড়িয়ে জেলা শ্রমিক লীগ সুনাম কুড়িয়েছে। দলীয় সকল কর্মকান্ডে লক্ষ্মীপুর শ্রমিক লীগ ভূমিকা রেখেছে। এসময় বক্তারা জেলা আওয়ামী লোগ নেতা গোলাম ফারুক পিংকু ও তার পরিবারের রোগ মুক্তির জন্য দোয়া করেন।
প্রসঙ্গত, করোনা ক্রান্তিলগ্নে আওয়ামী লীগ নেতা গোলাম ফারুক পিংকু সাধারণ জনগণের মাঝে ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। মহামারী করোনার দুর্দিনে অসহায় নেতাকর্মীদের পাশে থেকে কাজ করেছেন। দায়িত্ব পালন করতে গিয়ে সম্প্রতি স্বপরিবারে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। তার রোগমুক্তিতে নেতাকর্মীরা সর্বস্তরের মানুষের কাছ থেকে দোয়া কামনা করেছেন।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/173109/লক্ষ্মীপুরে-আ’লীগ-সভাপতি-পিংকুর-রোগ-মুক্তিতে-দোয়া
Post Come trough : PURBOPOSHCIMBD
ইসরায়েল-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক: যেসব কারণে সম্ভব নয়
জাতীয়
পূর্বপশ্চিম ডেস্ক
ইসরায়েলের সাথে সম্পর্কের প্রশ্নে মুসলিম বিশ্বে একটা নতুন মেরুকরণের ইঙ্গিত দেখা হচ্ছে। মধ্যপ্রাচ্যের কয়েকটি আরব দেশ যেন ইসরায়েলের ব্যাপারে তাদের বৈরি অবস্থান নমনীয় করছে। খবর: বিবিসি বাংলা।
সংযুক্ত আরব আমিরাত এখন ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে চুক্তি করতে যাচ্ছে। সৌদি আরবও অলিখিত একটা সম্পর্ক তৈরি করেছে, এমন কথা শোনা যায়।
ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সব মুসলিম রাষ্ট্রই এখনো জোরালো সমর্থন অব্যাহত রেখেছে। কিন্তু তা সত্ত্বেও কিছু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়ার বিষয় বিবেচনা করছে। সর্বশেষ সুদান থেকে এরকম কথা শোনা গেছে।
স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ইসরায়েল-ফিলিস্তিনি বিরোধে বাংলাদেশের অবস্থান একেবারে স্পষ্ট। ফিলিস্তিনিদের স্বতন্ত্র-স্বাধীন রাষ্ট্রের পক্ষে বাংলাদেশ বলিষ্ঠ অবস্থান নিয়েছে একেবারে শুরু থেকেই।
বাংলাদেশের এই অবস্থানে যে অদূর ভবিষ্যতেও কোন পরিবর্তন আসবে, তেমন সম্ভাবনা একেবারেই দেখছেন না বিশ্লেষকরা। তাদের মতে, এর কারণ যতটা না আন্তর্জাতিক, তার চেয়ে অনেক বেশি বাংলাদেশের জনমত এবং আভ্যন্তরীণ রাজনীতি।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শুরুর দিকে যে কয়েকটি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার প্রস্তাব করেছিল, তারমধ্যে ছিল ইসরায়েল।
১৯৭২ সালের ৪ঠা ফেব্রুয়ারি ইসরায়েল বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার প্রস্তাব করেছিল। তখন স্বাধীন বাংলাদেশের শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সরকার লিখিতভাবে ইসরায়েলের স্বীকৃতি প্রত্যাখ্যান করেছিল। সেই অবস্থানের পিছনে মূল বিষয় ছিল ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সদ্য স্বাধীন বাংলাদেশের সমর্থন। ৫০ বছর পরেও ইসরায়েল প্রশ্নে বাংলাদেশের সেই অবস্থানে কোন পরিবর্তন আসেনি।
গত পাঁচ দশকে বাংলাদেশের রাজনীতি যেদিকে গড়িয়েছে, সেখানে ইসরায়েলের সঙ্গে সম্পর্কের প্রশ্নে পরিস্থিতি এখন আরও বেশি প্রতিকূল হয়ে উঠেছে বলেই মনে করেন বিশ্লেষকরা।
যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সাঈদ ইফতেখার আহমেদ বলেছেন, বাংলাদেশে অভ্যন্তরীণ রাজনীতির কারণে যে কোন সরকারের জন্য ইসরায়েলের সাথে সম্পর্ক তৈরির বিষয়টি ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
‘বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে দু'টি ধারা আছে। একটি ডান এবং দক্ষিণপন্থী ধারা, আরেকটি হচ্ছে বামপন্থী ধারা-যেটি অপেক্ষাকৃত অনেক দুর্বল। দু'টো ধারাই আসলে চায় না যে বাংলাদেশ ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করুক।’
‘ডান এবং দক্ষিণপন্থী যে ধারা, তারা চাচ্ছে না, যেহেতু ইসরায়েলে ৭০ শতাংশের বেশি ইহুদী জনগোষ্ঠী। সুতরাং এখানে একটি ধর্মভিত্তিক রাজনীতির জায়গা থেকে তারা ইসরায়েলের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক চায় না।’
তিনি বলছেন, অন্যদিকে যারা বামপন্থী ধারা বা এরসাথে যদি আমরা মধ্যপন্থী ধারা ধরি, তাদের অবস্থানের পিছনে মূল কারণটা হচ্ছে রাজনৈতিক। আর এই রাজনৈতিক কারণটা হচ্ছে, প্যালেস্টাইনকে ইসরায়েলের স্বীকৃতি না দেয়া এবং তারা মনে করছে, ইসরায়েল সেখানে অবৈধভাবে প্যালেস্টাইনের ভূমি দখল করে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে।
‘এর পাশাপাশি আরেকটি কারণ হচ্ছে, যেহেতু ইসরায়েল একটি ধর্মভিত্তিক রাষ্ট্র, ফলে বামপন্থীরা এবং যারা সেক্যুলার রাজনীীতি করে বাংলাদেশে তারাও চায় না যে এধরণের একটি রাষ্ট্রের সাথে বাংলাদেশ কোন সম্পর্ক স্থাপন করুক। সমস্ত কিছু মিলে যে যেই রাজনৈতিক বৃত্তেই অবস্থান করুক না কেন, কোন সরকারই বাংলাদেশে এই বৃহৎ জনগোষ্ঠীকে ক্ষেপিয়ে ইসরায়েলের সাথে বাংলাদেশের সম্পর্ক স্থাপন করতে চায়নি। এ ধারা এখনও অব্যাহত আছে।’
ইসরায়েল ছাড়া যেকোনো দেশে যেতে পারে বাংলাদেশিরা
বাংলাদেশি পাসপোর্টধারীদের বিশ্বের একটি দেশেই যাওয়া নিষেধ, সেটি ইসরায়েল। পাসপোর্টে সেটি স্পষ্ট করে লেখা আছে। সত্তুরের শেষে এবং আশির দশকে বাংলাদেশের অনেক তরুণ ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্রের জন্য ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধেও গিয়েছিল।
সে সময় ঢাকার রাস্তায় ফিলিস্তিনিদের সমর্থনে ইসলামপন্থী বিভিন্ন দল বা সংগঠনের মিছিল ছিল নিয়মিত ঘটনা।
বাংলাদেশের মানুষের মাঝে ইসরায়েল বিরোধী আবেগ খুবই জোরালো।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন মনে করেন, বাংলাদেশে কখনও ঐকমত্য না হলে একক কোন নেতৃত্ব ইসরায়েলের সাথে কোন সম্পর্ক করতে চাইলে সেই নেতৃত্বকে বড় রাজনৈতিক মূল্য দিতে হতে পারে।
‘আমাদের সকলের একটা সেন্টিমেন্ট আছে প্যালেস্টাইনের প্রতি। সেজন্য আমি মনে করি, ইসরায়েলে সাথে কিছু করতে হলে একটা জাতীয় ঐকমত্য দরকার। আর কোন একক নেতৃত্ব যখন এ ব্যাপারে কোন সিদ্ধান্ত নেবে, সেটা কিন্তু সেই নেতৃত্বের জন্য দেশের অভ্যন্তরে খারাপ হতে পারে।’
ইসরায়েল ইস্যুতে কেন একাট্টা আওয়ামী লীগ, বিএনপি?
বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেয়া দল আওয়ামী লীগ এখন সরকারে রয়েছে। এই সরকার এখনো ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক গড়তে নারাজ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, কোন রাজনৈতিক ঝুঁকি বা সমস্যা তাদের সরকারের বিবেচ্য বিষয় নয়। তাদের সরকার নৈতিকতার জায়গা থেকে ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের পক্ষে রয়েছে এবং থাকবে বলে তিনি উল্লেখ করেছেন।
‘বাংলাদেশের জন্মলগ্ন থেকেই বা তার অব্যহিত পরেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব পরিস্কারভাবেই বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে একথাটি বলেছেন যে, আমরা প্যালেস্টাইনের জনগণের পক্ষে আছি, আমরা একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে আছি। এই নীতিতে আমরা বিশ্বাস করি। সেই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বাংলাদেশের সাথে ইসরায়েলের সম্পর্কবিহীন যে পথ চলা, সেটা অব্যাহত থাকবে।’
আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আরেকটি বড় দল বিএনপি বিভিন্ন সময় বাংলাদেশ শাসন করেছে।
এই দুই প্রধান দলের বাইরে রয়েছে অনেক ইসলামপন্থী দল, যারা বিভিন্ন ধারায় বিভক্ত। তবে ইসরায়েল ইস্যুতে আওয়ামী লীগ, বিএনপি, বিভিন্ন বামপন্থী দল বা এই ইসলামপন্থীদের অবস্থানে কোননো পার্থক্য নেই।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের কোনো দলই ইসরায়েলের সাথে সম্পর্ক চাইবে না বলে তিনি মনে করেন।
‘প্যালেস্টাইনকে নিয়ে বাংলাদেশের যে কমিটমেন্ট, সেটা হচ্ছে, প্যালেস্টাইনের যে মুক্তিযুদ্ধ বা স্বাদীনতা সংগ্রাম, তাকে বাংলাদেশের সব রাজনৈতিক দল সব সময়ই সমর্থন করে এসেছে। সেখানে ইসরায়েলের যে ভূমিকা ছিল, সেই ভূমিকাকে সব দলই সব সময় নিন্দা জানিয়েছে। এখানে কোন দল বা কোন সরকার আলাদা কোন অবস্থান নেয়নি।’
মুসলিম বিশ্বের অবস্থান পরিবর্তন
কিন্তু মুসলিম বিশ্বে ইসরায়েল ইস্যুতে অবস্থানের পরিবর্তন এখন দৃশ্যমান হচ্ছে। সংযুক্ত আরব আমিরাত কয়েকদিন আগে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে এবং আগামী মঙ্গলবার তাদের একটি চুক্তি করারও কথা রয়েছে।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ইসরায়েলের সাথে গোপন সম্পর্ক নিয়ে এগুচ্ছে। জর্ডান এবং মিশরের সাথে আগে থেকেই সম্পর্ক রয়েছে। সুদানসহ মুসলিম কয়েকটি দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক করার কথা বলেছে।
কিন্তু এর কারণ কী-এই প্রশ্নে আমেরিকান পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাঈদ ইফতেখার আহমেদ বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার কারণে এবং ইরানের বিরোধিতা থেকে অনেক আরব দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক তৈরি করছে।
‘নতুন মেরুকরণের বেশ অনেকগুলো কারণ রয়েছে। এর অন্যতম একটা বিষয় রয়েছে, যুক্তরাষ্ট্রে ট্রাম্প ক্ষমতায় আসার পর তার যেহেতু ইসরায়েলের সাথে অত্যন্ত ভাল সম্পর্ক রয়েছে, এবং অন্য রকম একটি সিদ্ধান্ত তিনি নিয়েছেন। তিনি তেল আবিব থেকে মার্কিন দূতাবাস সরিয়ে জেরুসালেমে নিয়েছেন।’
‘ট্রাম্প কিন্তু দীর্ঘদিন যাবৎ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে ইসরায়েলে একটা সম্পর্ক তৈরি চেষ্টা চালাচ্ছিলেন। অন্যদিকে মধ্যপ্রাচ্যের অনেক রাষ্ট্রের মধ্যে এই উপলব্ধি এসেছে যে, প্যালেস্টাইনের সংকটের বোধহয় আশু কোনো সমাধান হচ্ছে না। এবং যেহেতু ইসরায়েলের পক্ষ থেকেও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সম্পর্ক স্থাপনের ব্যাপারে দীর্ঘদিনের চেষ্টা রয়েছে।’
‘সুতরাং নানাবিধ সমীকরণের ফলে কোন কোন রাষ্ট্র এই সিদ্ধান্তে চলে এসেছে যে প্যালেস্টাইনকে পাশ কাটিয়ে হলেও যদি আজকে ইসরায়েলের সাথে কূটনৈতিক এবং বাণিজ্য সম্পর্ক স্থাপন করা যায়, তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলোও নানাভাবে উপকৃত হবে।’
তিনি বলছেন, আরেকটি বিষয়টি হচ্ছে, ইরানের একটি জোরালো ভূমিকা রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে। ফলে সৌদি আরব এবং আরব আমিরাতসহ যে রাষ্ট্রগুলো নিজেদেরকে আঞ্চলিক রাজনীতিতে ইরান বিরোধী অবস্থানে রেখেছে, তারা মনে করে ইসরায়েলের সাথে যদি তাদের ঘনিষ্ট সম্পর্ক থাকে, তাহলে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব ঠেকানো সম্ভব হবে।
দক্ষিণ এশিয়ায় শুধু বাংলাদেশ, পাকিস্তানের অনড় অবস্থান
দক্ষিণ এশিয়াতেও বাংলাদেশ এবং পাকিস্তান ছাড়া অন্য দেশগুলো ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে সম্পর্ক করছে। প্রতিবেশি দেশ ভারতের পক্ষ থেকে ইসরায়েলের সাথে সম্পর্ক ঘনিষ্ট করার বিষয়টি দৃশ্যমান হচ্ছে।
ইসরায়েলের বর্তমান রাজধানী জেরুসালেম থেকে ভারতীয় একজন সাংবাদিক হারিন্দার মিশ্র বলেছেন, ইসরায়েল বাংলাদেশের স্বীকৃতি পেলে গুরুত্বের সাথে স্বাগত জানাবে।
তিনি উল্লেখ করেছেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যের পাশাপাশি দক্ষিণ এশিয়াতেও নতুন সম্পর্ক তৈরির চেষ্টা করছে এবং দু'দিন আগে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এশিয়া নিয়ে সংবাদ সম্মেলন করেছে। সেই সংবাদ সম্মেলনে হারিন্দার মিশ্র উপস্থিত ছিলেন।
‘একটা প্রেস কনফারেন্স হয়েছিল। তাতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি ডাইরেক্টর জেনারেল সাংবাদিকদের সাথে কথা বলেন। এটি ছিল মূলত এশিয়ার দেশগুলোর সাথে ইসরায়েলের সম্পর্ক নিয়ে। সাংবাদিকরা দক্ষিণ এশিয়া সম্পর্কে ইসরায়েলের অবস্থান জানতে চেয়েছিলেন। জবাবে ইসরায়েলের ঐ কর্মকর্তা বলেছেন, ইসরায়েল সবার সাথে সম্পর্ক করতে চায় এবং সবার সাথে সর্ম্পক স্থাপনের একটা চেষ্টাও হচ্ছে।’
বাংলাদেশের বিশ্লেষকরা মনে করেন, যে আরব দেশগুলো ইসরায়েলের সাথে সম্পর্ক করছে, সেই দেশগুলোতে রাজতন্ত্র বা একক শাসন থাকায় জনগণের মতামত উপেক্ষা করে তারা সিদ্ধান্ত নিতে পারছে। সেটা বাংলাদেশে সম্ভব হবে না।
রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক রওনক জাহান বলেছেন, ফিলিস্তিন ইস্যুকে এড়িয়ে বাংলাদেশ ইসরায়েলের সাথে যাবে না বলে তিনি মনে করেন।
‘যদিও এখন সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব সম্পর্ক করছে। কিন্তু এই সম্পর্কের ব্যাপারে আরব দেশগুলোতে কতটা জনসমর্থন আছে? কারণ সরকারগুলোতো সম্পর্ক করতে পারে। কিন্তু আরব দেশগুলোর জনগণতো এতদিন প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে ছিল। অতএব বাংলাদেশের পক্ষে এখনই আগ বাড়িয়ে এটার মধ্যে যাওয়ারতো প্রশ্ন আসে না।’
ইসরায়েলের লাভ হবে কতটা?
কিন্তু বাংলাদেশের সাথে সম্পর্ক করে ইসরায়েল কী অর্জন করতে চায়- এমন প্রশ্নে হারিন্দার মিশ্র বলছিলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসাবে বাংলাদেশের স্বীকৃতি পেলে তা ইসরায়েলের বৈধতার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় একটি মাত্রা যুক্ত হবে। এছাড়া অর্থনৈতিক চিন্তাও থাকতে পারে বলে তার ধারণা।
‘বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। যদি সম্পর্ক প্রতিষ্ঠা হয়, তাহলে ইসরায়েল একটা লেজিটেমিসি পাচ্ছে। এটা বড় বিষয়। এছাড়া এখানকার মানুষ খুব ভালভাবে জানে যে বাংলাদেশ একটা ম্যানুফ্যাচারিং দেশ হিসাবে ইমার্জ করেছে। সেখানে বিদেশি অনেক কোম্পানি যাচ্ছে। লেবার কস্ট কম আছে। হয়তো ইসরায়েল সেখানে বেনিফিট পেতে পারে। ইসরায়েল অর্থনৈতিক এবং বাণিজ্যিক লাভের দিকটাও দেখছে।’
ঢাকায় বিশ্লেষকরা বলেছেন, ইসরায়েল প্রযুক্তিগত দিক থেকে অনেক উন্নত। কিন্তু বাংলাদেশ বিকল্প অনেক দেশ থেকেই প্রযুক্তিগত সহযোগিতা নিচ্ছে। ফলে ইসরায়েলের সাথে বাংলাদেশের সম্পর্ক করার প্রয়োজন বা তাগিদ নেই বলে মনে করেন অধ্যাপক লাইলফার ইয়াসমিন।
যদিও বিভিন্ন আরব দেশ ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক করার ক্ষেত্রে বলেছে যে, ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের প্রতি সমর্থন থেকে তারা সরে আসছে না। কিন্তু ইসরায়েল ইস্যুতে এই দেশগুলোর অবস্থানকে বাংলাদেশ বিবেচনায় নিচ্ছে না।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ফিলিস্তিনিদের দাবি এড়িয়ে বাংলাদেশ আপোষ করতে পারে না।
‘অন্য দেশ বা অন্য আরেকটি মুসলিম দেশ ইসরায়েলের সাথে কি করছে-এর আগেও হয়েছে, আমরা দেখেছি জর্ডানে ইসরায়েলের দূতাবাস আছে। এবং একাধিক মুসলিম রাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক আছে। আমরা যতটুকু জেনেছি বা বলা হয়েছে আমাদের, যে এই প্রক্রিয়া ফিলিস্তিনিদের অধিকার আদায়ে সহায়তা করতে পারে। ঐ মুসলিম রাষ্ট্রগুলো এটা বলছে। এটা কতটুকু বিশ্বাসযোগ্য-সেটা আমরা অপেক্ষায় থাকবো। কিন্তু বিষয়টি হলো এটা তৃতীয় আরেকটি রাষ্ট্রের বিষয়। কিন্তু বাংলাদেশের অবস্থানে এখানে কোন পরিবর্তন নেই।’
বিএনপি নেতা ফখরুলও বলেছেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক করতে গিয়ে ফিলিস্তিনিদের স্বাধীনতার দাবিকে আর গুরুত্ব দিচ্ছে কিনা- সেই প্রশ্ন থেকে যায়।
‘এখন মধ্যপ্রাচ্যে যা হচ্ছে, এটা কি আসলে প্যালেস্টানের জনগণের মুক্তিযুদ্ধের ব্যাপারটাকে সেভাবে দেখা হচ্ছে? এই প্রশ্ন থেকে যায়।’
বিশ্লেষকরা বলেছেন, যদিও গত কয়েক বছরে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জমিতে ইসরায়েলের স্থাপনা নির্মাণ এবং জেরুসালেমকে রাজধানী করাসহ বিভিন্ন পদক্ষেপ ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক গড়া নিয়েও বাংলাদেশে সাধারণ মানুষের মাঝে অতীতের মতো আলোচনা বা প্রতিবাদ নেই।
কিন্তু এরপরও সার্বিক জনমত এবং ইসলামপন্থী দলগুলোসহ সব রাজনৈতিক দলের অবস্থানের কারণেই বাংলাদেশের কোনো দল বা সরকার ইসরায়েলের সাথে কোনো রকম সম্পর্ক করবে না বলে বিশ্লেষকরা মনে করেন।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/national/173110/ইসরায়েল-বাংলাদেশ-কূটনৈতিক-সম্পর্ক:-যেসব-কারণে-সম্ভব-নয়
Post Come trough : PURBOPOSHCIMBD
প্রায় ৪ মাস আগে সুমির বিয়ে হয় ওয়াহেদের সঙ্গে। এরপর থেকে যৌতুকসহ নানা বিষয়ে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো।
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দায় জাকিয়া সুলতানা সুমি (১৫) নামের এক নববধূকে শ্বাসরোধ করে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে জানালার সাথে টাঙিয়ে রাখার অভিযোগ উঠেছে। এঘটনায় স্বামীকে আটক করেছে থানা পুলিশ।
জাকিয়া সুলতানা মান্দা উপজেলার কাশোপাড়া ইউনিয়নের নিজ কুলিহার গ্রামের ওয়াহেদ আলীর স্ত্রী এবং একই ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামের জাহিদুর রহমান মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৪ মাস আগে সুমির বিয়ে হয় ওয়াহেদের সঙ্গে। এরপর থেকে যৌতুকসহ নানা বিষয়ে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। শুক্রবার সন্ধ্যার দিকে স্বামীর বাড়ির শয়নকক্ষে এই ঘটনাটি ঘটেছে। জাকিয়ার মুখ ও গলা দিয়ে রক্ত বের হওয়ায় নিহতের বাবা-মায়ের দাবি তাকে শ্বাসরোধ করে হত্যা করে জানালার সাথে টাঙিয়ে রাখা হয়েছে।
মান্দা থানার অফিসার ইনচার্জ মো. তারেকুর রহমান সরকার বলেন, নিহতের শয়নকক্ষের জানালার সাথে ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের স্বামী ওয়াহেদ আলীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে পারিবারিক কলহের জেরে এই হত্যার ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলেই প্রকৃত বিষয়টি জানা যাবে যে এটি হত্যা না আত্মহত্যা।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/173108/নববধূকে-শ্বাসরোধে-হত্যার-অভিযোগে-স্বামী-আটক
Post Come trough : PURBOPOSHCIMBD
বরিশালের উজিরপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ হেলাল উদ্দিনের বনারীপাড়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন হওয়ায় উজিরপুর মডেল থানার পক্ষ থেকে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উজিরপুর মডেল থানা চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জামাল হোসেন,সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, নবাগত ইন্সপেক্টর(তদন্ত) মাহবুব হোসেন,আওয়ামী লীগ নেতা আব্দুল হাকিম সেরনিয়াবাত, উজিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান অপুর্ব কুমার বাইন রন্টু,শিকারপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সরওয়ার হোসেন, বড়াকোঠা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সহিদুল ইসলাম, প্যানেল মেয়র হেমায়েত উদ্দিন হিমু, উপজেলা ছাত্রলীগের সভাপতি অসিম কুমার ঘরামী, বানারীপাড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী, বানারীপাড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিক শাহিন, সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ শাওন প্রমুখ।
প্রসঙ্গত, প্রায় সাড়ে তিন বছর হেলাল উদ্দিন উজিরপুর মডেল থানায় ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। গত ২৬ আগস্ট তিনি বানারীপাড়া থানায় ওসি হিসেবে যোগদান করেন।
এসময় ওসি হেলাল উদ্দিন বিদায়ী কর্মস্থল উজিরপুর সম্পর্কে স্মৃতিময় বক্তব্য রেখে বানারীপাড়া থানায় সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে কাজ করার অভিপ্রায়ব্যক্ত করে বলেন, আমার কর্মকান্ডে কোন মানুষ যেন কষ্ট না পায় সেই দিক খেয়াল রেখে কাজ করতে চাই। আমি বানারীপাড়া থেকে বিদায় নিলে জনগন যেন কাঁদে এবং বলে যে মানুষটা ভাল ছিল। এটাই অর্জন করতে চাই।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/173107/বানারীপাড়ার-ওসি-হেলাল-উদ্দিনকে-উজিরপুর-থানায়-বিদায়-সংবর্ধনা
Post Come trough : PURBOPOSHCIMBD
জহিরুল ইসলাম রেজওয়ান শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে দিঘলিয়া বাজার থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন।
নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রেজওয়ানকে (২৫) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জহিরুল দিঘলিয়া গ্রামের মৃত ছাইফুল শেখের ছেলে। তাদের পূর্বের বাড়ি কুমড়ি গ্রামে।
পুলিশ ও রেজওয়ানের আত্মীয়রা জানায়, জহিরুল ইসলাম রেজওয়ান শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে দিঘলিয়া বাজার থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। দিঘলিয়া বাজারের পশ্চিমে নবগঙ্গা ডিগ্রী কলেজ এলাকায় পৌছালে পূর্ব থেকে ওৎপেতে থাকা প্রতিপক্ষের সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে জহিরুল ইসলাম রেজওয়ানকে কুপিয়ে জখম করে। ধারালো অস্ত্রের কোপে রেজওয়ানের বাম পা ও বাম হাতের হাড় বিচ্ছিন্ন হয়ে যায়। মাথাও কুপিয়ে জখম করা হয়। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে জহিরুল ইসলাম রেজওয়ানকে রাত ৮টার দিকে লোহাগড়া হাসপাতালে নিয়ে যান।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মো. খালিদ সাইফুল্লাহ বিল্লাল জানান, রোগীর অবস্থা আশংকাজনক হওয়ায় নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রেজওয়ানের বাম পা ও বাম হাতের হাড় বিচ্ছিন্ন হয়ে গেছে।
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিভাষ শর্মা বলেন, রোগী হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, জহিরুল ইসলাম রেজওয়ানের মৃত্যু হয়েছে। এঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/173106/নড়াইলে-ছাত্রলীগ-নেতাকে-কুপিয়ে-হত্যা
Post Come trough : PURBOPOSHCIMBD
দেশের ৯টি অঞ্চলে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, বগুড়া, ময়মনসিংহ, সিলেট, খুলনা, কুমিল্লা, পটুয়াখালী, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজধবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সর্তকতা সংকেত দেখাতে বলা হয়েছে।
সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে আবহাওয়া অফিস বলেছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টি/বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/national/173105/৯-অঞ্চলে-ঝড়বৃষ্টির-সম্ভাবনা
Post Come trough : PURBOPOSHCIMBD
চট্টগ্রামে নতুন করে আরো ৪৯ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৭ হাজার ৭৯৯ জন হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।
তিনি জানান, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৯৯২ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৪৯ জন। এর মধ্যে ৩৪ জন নগরের ও ১৫ জন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ১৭ হাজার ৭৯৯ জনের মধ্যে ১২ হাজার ৭০৭ জন নগরের ও ৫ হাজার ৯২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের উপজেলা পর্যায়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৭৮ জন। তারমধ্যে ১৯২ জন নগরের ও ৮৬ জন উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন জানান, শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৬০ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৩ ও উপজেলার ১৩ জনের করোনা মিলেছে।
ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩১৫ জনের নমুনা পরীক্ষায় নগরের ৩ ও উপজেলার ১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৩৯ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১০ জনের করোনা মিলেছে।
চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৪৫ জনের নমুনা পরীক্ষায় উপজেলার ১ জনের করোনা পাওয়া গেছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৫ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা শনাক্ত হয়নি।
ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৭৮ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
শেভরণে ৫০ জনের নমুনা পরীক্ষায় নগরের ৫ জনের করোনা মিলেছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/173104/চট্টগ্রামে-নতুন-করে-করোনায়-আক্রান্ত-৪৯
Post Come trough : PURBOPOSHCIMBD
বিশ্বে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে তিন লাখের বেশি মানুষ। এসময়ে আক্রান্তদের মধ্যে মারা গেছেন পাঁচ হাজারের বেশি মানুষ। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ভারতে ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ওয়ার্ল্ডোমিটারের তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় তিন লাখ ১০ হাজার মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন পাঁচ হাজার ৮০৯ জন। বিশ্বে করোনায় মোট মৃতের সংখ্যা ৯ লাখ ১৯ হাজার ৭০৩ জন। মোট আক্রান্ত হয়েছেন ২ কোটি ৮৬ লাখ ৫৬ হাজার ১৬৪ জন। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৮ লাখ ৮১ হাজারের বেশি।
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ২০২ জন। এদিন করোনায় আক্রান্ত হয়েছে ৯৭ হাজার ৬৫৪ জন। দক্ষিণ এশিয়ার দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা ৭৭ হাজার ছাড়িয়েছে। এছাড়া মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪৬ লাখ ৫৭ হাজার।
একদিনে এক হাজার ৯৪ জনের মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। দেশটি এখনো করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে রয়েছে। সবমিলিয়ে দেশটিতে ভাইরাসজনিত কারণে এক লাখ ৯৭ হাজারের বেশি প্রাণ গেল। যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে বেড়েছে শনাক্তের হার। মোট ৬৬ লাখ ৩৬ হাজারের বেশি সংক্রমিত।
গত ২৪ ঘণ্টায় তৃতীয় সর্বোচ্চ অর্থাৎ ৮৯৯ জনের মৃত্যু দেখেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে মোট প্রাণহানি এক লাখ ৩০ হাজার ছাড়িয়েছে। নতুন ৪৪ হাজার সংক্রমণে মোট আক্রান্ত ৪২ লাখ ৮৩ হাজার ছাড়িয়েছে। দেশটির কয়েকটি অঞ্চলে করোনার প্রকোপ কমছেই না।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এ ভাইরাস। এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/abroad/173103/করোনায়-একদিনে-আক্রান্ত-৩-লাখের-বেশি,-মৃত্যু-৫৮০৯
Post Come trough : PURBOPOSHCIMBD
সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় একই দিনে ০৭(সাত) স্কুলছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করেছেন বেলকুচি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। শুক্রবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে এ বাল্যবিবাহগুলো বন্ধ করা হয়। প্রথমে বিকাল ৪.০০ টায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের কদমতলী গ্রামে সপ্তম শ্রেণীর ছাত্রী (১৩), বিকাল ৫ টায় ধুকুরিয়া বেড়া ইউনিয়নের চর মিটুয়ানী গ্রামে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী(১২), সন্ধ্যা ৬ টায় বেলকুচি পৌরসভার চালা সাতরাস্তা এলাকায় একাদশ শ্রেনীর ছাত্রী (১৭), রাত ৮ টায় ভাংগাবাড়ী ইউনিয়নের সেনভাংগাবাড়ী গ্রামে নবম শ্রেণীর ছাত্রী (১৪), রাত ৯.০০ টায় দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর পেস্তক পাড়া গ্রামে ষষ্ঠ শ্রেনীর ছাত্রী (১৩), রাত ১০ টায় দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর পশ্চিমপাড়া গ্রামে অষ্টম শ্রেণীর ছাত্রী(১৩) এবং রাত ১১ টায় বেলকুচি পৌরসভার চালা অফিসপাড়া এলাকায় দশম শ্রেণির ছাত্রী (১৫) এর বাল্যবিবাহ বন্ধ করা হয়। আদালত সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে হতে গভীর রাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্যবিবাহ গুলো বন্ধ করা হয়। সাতটি বাল্যবিবাহেই কনের অপ্রাপ্তবয়স্ক।বাল্যবিবাহগুলো বন্ধ করে সর্বমোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।প্রত্যেক প্রযোজ্য ক্ষেত্রে কনের বাবার কাছ থেকে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা নেয়া হয়। বাল্যবিবাহগুলো বন্ধে সহযোগিতা করেন পেশকার মোঃ হাফিজ উদ্দিন,বেলকুচি থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।উল্লেখ্য যে,বেলকুচি উপজেলার বর্তমান ইউএনও মোঃ আনিসুর রহমান সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মকালীন সময়ে ইতোপূর্বে আরও দুইবার একদিনে ০৭ টি বাল্যবিবাহ বন্ধ করতে সক্ষম হয়েছিলেন।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/3hqb70V
Post Come trough : নাচোল নিউজ
করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর কাউন্টারে রেলের টিকিট বিক্রি বন্ধ করে দেয়া হয়। সাড়ে পাঁচমাস পর শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে আবারো কমিউটার-মেইল-লোকাল ট্রেনের পাশাপাশি আন্তঃনগর ট্রেনের টিকিট কাউন্টারে বিক্রি শুরু হয়েছে।
কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারোয়ার জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর পর্যায়ক্রমে সব ট্রেন চালু হচ্ছে। এর ধারাবাহিকতায় কাউন্টারে টিকিট বিক্রিও শুরু হয়েছে। কমিউটার-মেইল-লোকাল ট্রেনের বেশিরভাগ টিকিট কাউন্টারে দেওয়া হচ্ছে। আজ থেকে আন্তঃনগর ট্রেনের ২৫ শতাংশ টিকিট স্টেশনের কাউন্টারগুলোতে দেওয়া হচ্ছে।
রেল সূত্র জানায়, করোনাভাইরাসের কারণে দেশের প্রতিটি ট্রেনের মোট আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট বিক্রি হচ্ছে। এতদিন যার সবগুলোই অনলাইনে বিক্রি হচ্ছিল। আজ থেকে এ ৫০ শতাংশ টিকিটের অর্ধেক অর্থাৎ ২৫ শতাংশ আসন কাউন্টারের মাধ্যমে বিক্রি করা হবে এবং বাকি অর্ধেক ২৫ শতাংশ মোবাইল অ্যাপ ও অনলাইনে বিক্রি করা হবে।
টিকিট ইস্যু করার অন্যান্য নিয়মগুলো অপরিবর্তিত থাকবে। যেমন- কোনো স্টেশনের অনুকূলে নির্দিষ্ট শ্রেণিতে বর্তমান নিয়মে বিক্রি করা মোট আসনের ৫০ শতাংশ টিকিটের সংখ্যা যদি ৬টির বেশি হয় শুধুমাত্র সে ক্ষেত্রে কাউন্টার, মোবাইল অ্যাপ ও অনলাইনের মাধ্যমে ইস্যু করা হবে। টিকিটের সংখ্যা অনধিক ৬টি হলে তা শুধুমাত্র মোবাইল অ্যাপ ও অনলাইনের মাধ্যমে ইস্যু করা, এক্ষেত্রে প্রতিটি ট্রেনে মোট আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট সংখ্যা হতে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা, কর্মচারীরা অনুকূলে ২ শতাংশ আসন সংরক্ষিত থাকে, সে সব আসন বাদ দিয়ে হিসাব করতে হবে।
তাছাড়া, কাউন্টার ও মোবাইল অ্যাপ ও অনলাইন কোটায় অবিক্রিত টিকিট যাত্রার ১২০ ঘণ্টা আগে যে কোনো মাধ্যম থেকে ইস্যু করা। এদিকে, সকাল ৮টা থেকে কাউন্টারে মাধ্যমে টিকিট ইস্যু এবং বর্তমান নিয়ম অনুযায়ী সকাল ৬টা থেকে মোবাইল অ্যাপ ও অনলাইনের মাধ্যমে টিকিট ইস্যু করা যাবে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/national/173102/সাড়ে-৫-মাস-পর-কাউন্টারে-ট্রেনের-টিকিট-বিক্রি-শুরু
Post Come trough : PURBOPOSHCIMBD
ধানের ভাল দামের পর এবার পাটের দামে খুশি যশোরের মণিরামপুরের পাট চাষিরা। পাটের আশানুরূপ ফলন না হলেও দাম বেশি হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। দাম ভাল পেয়ে কিছু চাষি ইতিমধ্যে পাট বিক্রি করে ফেলেছেন। আবার অনেকে পাটের আঁশ ছাড়ানো বা শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন।
উপজেলা কৃষি অফিসের দেওয়া তথ্যমতে, চলতি মৌসুমে মণিরামপুরে চার হাজার ৮০০ হেক্টর জমিতে পাটের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু পাটের চাষ হয়েছে চার হাজার ৬০০ হেক্টর জমিতে। যা গত বছরের তুলনায় ১০০ হেক্টর কম।
এবছর বিঘাপ্রতি পাটের উৎপাদন ধরা হয়েছে সাড়ে ১৪ মণ। কিন্তু চাষের শুরুতে টানা খরা থাকায় দেরিতে চাষকরা পাটের ফলন ভাল হয়নি। তবুও দাম ভাল পেয়ে ক্ষতি পুষিয়ে লাভবান হচ্ছেন পাট চাষিরা।
মণিরামপুর বাজারের আড়ৎদার অসিমকুমার বলেন, চলতি বছর শুরুতে পাটের মণ কিনেছি এক হাজার ৭০০ টাকায়। এখন মণ চলছে দুই হাজার থেকে ২২শ' টাকায়। যেখানে গতবছর পাটের মণ ছিল মাত্র ১১০০ থেকে ১৬০০ টাকা।
উপজেলার মাহমুদকাটি গ্রামের চাষি আবুল ইসলাম বলেন, একবিঘা জমিতে পাট চাষ করিছি। পাটের ফলন ভাল হয়নি। সাতমণ পাট পাব বলে আশা করছি। জমি প্রস্তুত থেকে শুরু করে পাট বিক্রির উপযোগী করতে ১৪ হাজার টাকা খরচ হবে। বাজারদর অনুযায়ী সাড়ে ১৫ হাজার টাকার পাট বিক্রি করা যাবে। আর পাটকাঠি বেচে সাড়ে চার হাজার টাকা পাব। ফলন কম হলেও মোট মিলে ৫-৬ হাজার টাকা লাভ হবে। ইরি ধানের পর এবার পাটের দাম ভাল পেয়ে আমি খুশি।
সরণপুর গ্রামের পাট চাষি আমিনুর রহমান বলেন, সাত বিঘা জমিতে পাট লাগিয়েছি। দুইবিঘার পাট কিছুটা খারাপ হয়েছে। সেই ২০মণ পাট এক হাজার ৯২০ টাকা করে আগেই বিক্রি করিছি। বাকি পাঁচ বিঘায় ১৫মণ করে ফলন হবে বলে আশা করছি। এখন দাম যাচ্ছে দুই হাজার ৩০০ টাকা করে। বিঘা প্রতি ১৪-১৫ হাজার টাকা খরচ পড়েছে।
পাটের বর্তমান বাজার অব্যহত থাকলে খরচের দ্বিগুণ লাভ হবে, এমনটি আশা করছেন এই চাষী।
মণিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকার বলেন, আমরা পাটের বিঘাপ্রতি লক্ষমাত্রা ধরেছি সাড়ে ১৪ মণ। মাঝে খরা পড়ায় পাটের কিছুটা ক্ষতি হয়েছে। তারপরও এবার ফলন ভাল। পাটের উচ্চমূল্য পেয়ে কৃষক খুশি। এই দাম অব্যাহত থাকলে আগামীতে পাটের ফলন বাড়বে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/173101/পাটের-দামে-খুশি-মণিরামপুরের-কৃষক
Post Come trough : PURBOPOSHCIMBD