চট্টগ্রামে নতুন করে করোনায় আক্রান্ত ৪৯
চট্টগ্রাম প্রতিনিধিচট্টগ্রামে নতুন করে আরো ৪৯ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৭ হাজার ৭৯৯ জন হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।
তিনি জানান, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৯৯২ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৪৯ জন। এর মধ্যে ৩৪ জন নগরের ও ১৫ জন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ১৭ হাজার ৭৯৯ জনের মধ্যে ১২ হাজার ৭০৭ জন নগরের ও ৫ হাজার ৯২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের উপজেলা পর্যায়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৭৮ জন। তারমধ্যে ১৯২ জন নগরের ও ৮৬ জন উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন জানান, শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৬০ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৩ ও উপজেলার ১৩ জনের করোনা মিলেছে।
ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩১৫ জনের নমুনা পরীক্ষায় নগরের ৩ ও উপজেলার ১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৩৯ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১০ জনের করোনা মিলেছে।
চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৪৫ জনের নমুনা পরীক্ষায় উপজেলার ১ জনের করোনা পাওয়া গেছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৫ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা শনাক্ত হয়নি।
ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৭৮ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
শেভরণে ৫০ জনের নমুনা পরীক্ষায় নগরের ৫ জনের করোনা মিলেছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/173104/চট্টগ্রামে-নতুন-করে-করোনায়-আক্রান্ত-৪৯
Post Come trough : PURBOPOSHCIMBD