মালিহা পারভীনের কবিতা ‘শরতের পুণ্যতীর্থে’
মালিহা পারভীনএখনো জটিল অংকের সরল সমাধান খুঁজি, এখনো বিষবৃক্ষে করি অমৃতের সন্ধান। চোখের পাতার নির্ঘুম শরীরে করি স্বপ্নের চাষ, পাতার শিরায় খুঁজি সবুজ ক্লোরোফিল।
তবে কেন আমি শরতকে বাসবো না ভাল, আমি কেন কাশবনে রাজহাঁস খুজবোনা, সাদা মেঘে খুঁজবোনা মায়ের শাড়ির জমিন, আমি কেন নৌকার পাল ভাসাবোনা স্রোতে।
আমি তো এখনো- ঘৃণার পিঠে প্রেমের আরোহী দেখি, উপেক্ষার আড়ালে আকুলতা, শিউলির মালায় দেখি পিতার তজবীহ, ভোরের শিশিরে মানবিক জল।
বিদায়ী বর্ষার জলরেখা ছুঁয়ে শরতের চুমু দেখি, দেখি প্রেমিকের চোখে শরত জল, অবনত কাশফুলে বালিকা বধুর মুখ,
শরত বাসর মেঘে প্রিয়ার আঁচল।
কেন তবে আকাশের নীলে খুঁজবোনা নীলকন্ঠ হার, কাশফুল প্রান্তরে পবিত্র উল্লাস, কেন খুঁজবোনা নদি ও তীরের সংগমে ভুমিসঠ সুখ, শিউলির দুধ সাদা পাঁপড়িতে ভোরের আজান।
আমি বিবাগী জোছনায় মাখি শরত চন্দন, শুভ্র বর্ষনে করি স্মৃতিস্নান। আলোর ভেলায় চড়ে করি আলোর সন্ধানে, শিউলির ঘ্রানে ক্ষমা করি মানুষের নিখাদ ভুল।
শরতের পূন্যতীর্থভূমে -- নতজানু আমি বিষবৃক্ষে করি অমৃতের সন্ধান।।
কবি ও কথা সাহিত্যিক, সেগুনবাগিচা, ঢাকা, ১২-০৯-২০২০
Post Written by :
Original Post URL : https://ppbd.news/literature/173114/মালিহা-পারভীনের-কবিতা-‘শরতের-পুণ্যতীর্থে’
Post Come trough : PURBOPOSHCIMBD