ভৈরবে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিভৈরবে ১৮৭ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, ভৈরব ক্যাম্প। আটকৃত ব্যক্তি পৌর শহরের কালিপুর বাদশার বিল দক্ষিণপাড়ার মুরশিদ মিয়ার ছেলে আরমান (২৮)।
শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে ভৈরব পৌর শহরে বাদশা বিল এলাকা অভিযান চালিয়ে আটক করা হয়েছে।
র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় পাইকারি/খুচরা বিক্রয় করে থাকে। এসব তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো পর তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল শনিবার ভোর রাতে ভৈরব থানাধীন বাদশা বিল গ্রামের ধৃত আসামী আরমান এর বসত বাড়ীতে অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়।

ভৈরব র্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন জানান, আটকৃত মাদক ব্যবসায়ী এলাকার চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। তার বসত ঘর হইতে ১৮৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করে জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য তিন লাখ পচাঁত্তর হাজার টাকা। আটককৃত আসামীর বিরুদ্ধে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/173111/ভৈরবে-ফেন্সিডিলসহ-মাদক-ব্যবসায়ী-আটক
Post Come trough : PURBOPOSHCIMBD