নড়াইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
জহিরুল ইসলাম রেজওয়ান শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে দিঘলিয়া বাজার থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন।
নড়াইল প্রতিনিধিনড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রেজওয়ানকে (২৫) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জহিরুল দিঘলিয়া গ্রামের মৃত ছাইফুল শেখের ছেলে। তাদের পূর্বের বাড়ি কুমড়ি গ্রামে।
পুলিশ ও রেজওয়ানের আত্মীয়রা জানায়, জহিরুল ইসলাম রেজওয়ান শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে দিঘলিয়া বাজার থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। দিঘলিয়া বাজারের পশ্চিমে নবগঙ্গা ডিগ্রী কলেজ এলাকায় পৌছালে পূর্ব থেকে ওৎপেতে থাকা প্রতিপক্ষের সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে জহিরুল ইসলাম রেজওয়ানকে কুপিয়ে জখম করে। ধারালো অস্ত্রের কোপে রেজওয়ানের বাম পা ও বাম হাতের হাড় বিচ্ছিন্ন হয়ে যায়। মাথাও কুপিয়ে জখম করা হয়। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে জহিরুল ইসলাম রেজওয়ানকে রাত ৮টার দিকে লোহাগড়া হাসপাতালে নিয়ে যান।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মো. খালিদ সাইফুল্লাহ বিল্লাল জানান, রোগীর অবস্থা আশংকাজনক হওয়ায় নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রেজওয়ানের বাম পা ও বাম হাতের হাড় বিচ্ছিন্ন হয়ে গেছে।
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিভাষ শর্মা বলেন, রোগী হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, জহিরুল ইসলাম রেজওয়ানের মৃত্যু হয়েছে। এঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/173106/নড়াইলে-ছাত্রলীগ-নেতাকে-কুপিয়ে-হত্যা
Post Come trough : PURBOPOSHCIMBD