চট্টগ্রামে পাঁচ দফা দাবিতে চলছে প্রাইম মুভার ট্রেইলার শ্রমিকদের কর্মবিরতি
চট্টগ্রাম প্রতিনিধিচট্টগ্রামে পাঁচ দফা দাবিতে সকাল থেকে চলছে প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের কর্মবিরতি। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে নগরীর সল্টগোলা এলাকায় কর্মবিরতি কর্মসূচি পালন করছে প্রাইম মুভার ট্রেইলারের শ্রমিকরা।
এসময় কর্মসূচিতে প্রাইম মুভার ট্রেইলারের শ্রমিকরা- শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, সরকার ঘোষিত নূন্যতম মজুরি বাস্তবায়ন, বিএসআরএম কর্তৃক বেআইনিভাবে কর্তনকৃত টাকা ফেরত প্রদান করা, কোন প্রকার পূর্ব নোটিশ ছাড়াই কাজ থেকে বিরত রাখা এবং বিএসআরএম কর্তৃক পূর্বে ছাঁটাইকৃত ২৩ জন প্রাইম মুভার ট্রেইলার ড্রাইভারকে চাকরিতে পুনর্বহাল করার দাবি জানায়।
চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবু বক্কর ছিদ্দিকী বলেন, আমরা পাঁচ দফা দাবিতে কমবিরতি করছি। আমাদের দাবি মেনে নিলে আমরা কমবিরতি তুলে নিবো। তবে সবকিছু লিখিতভাবে আমাদেরকে দিতে হবে।
তিনি বলেন, কর্মবিরতি চলাকালে চট্টগ্রাম বন্দরের সকল কনটেইনার পরিবহনই নয় সকল ট্রেইলার চলাচল বন্ধ থাকবে।
এ বিষয়ে চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক জানান, বন্দরের জাহাজ থেকে কনটেইনার ওঠার নামার সকল কাজ চলমান রয়েছে। তবে ট্রেইলার শ্রমিকদের কর্মবিরতির বিষয়টি আমি জানি না। এই বিষয়ে আমি খোঁজ নিচ্ছি।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/173112/চট্টগ্রামে-পাঁচ-দফা-দাবিতে-চলছে-প্রাইম-মুভার-ট্রেইলার-শ্রমিকদের-কর্মবিরতি
Post Come trough : PURBOPOSHCIMBD