#Help_post ই-কমার্স এর ব্যবসার জন্য লাইসেন্স করতে কি কি লাগে? এবং কিভাবে করতে পারি? Thanks in Advance @ (https://ift.tt/2Hy8GNG) by Atik Mussabbir AR Rakib from the facebook group Women and e-Commerce forum ( WE )
#Help_post
ই-কমার্স এর ব্যবসার জন্য লাইসেন্স করতে কি কি লাগে? এবং কিভাবে করতে পারি?
Thanks in Advance
(Feed generated with FetchRSS) #Help_post ই-কমার্স এর ব্যবসার জন্য লাইসেন্স করতে কি কি লাগে? এবং কিভাবে করতে পারি? Thanks in Advance @ (https://ift.tt/2Hy8GNG) by Atik Mussabbir AR Rakib from the facebook group Women and e-Commerce forum ( WE )
https://ift.tt/2BCEFto e-Commerce Association of Bangladesh (e-CAB) – загальнодоступна група on Facebook
আমি একটা নতুন ট্রেড লাইসেন্স করতে চাচ্ছি । এখুন বর্তমান কত টাকা লাগতে পারে, এবং কোথায় থাকে সম্পূর্ণ তথ্য পেতে পারি @ (https://ift.tt/2G0iDmA) by Zitu Sarker from the facebook group Women and e-Commerce forum ( WE )
আমি একটা নতুন ট্রেড লাইসেন্স করতে চাচ্ছি ।
এখুন বর্তমান কত টাকা লাগতে পারে, এবং কোথায় থাকে সম্পূর্ণ তথ্য পেতে পারি
(Feed generated with FetchRSS) আমি একটা নতুন ট্রেড লাইসেন্স করতে চাচ্ছি । এখুন বর্তমান কত টাকা লাগতে পারে, এবং কোথায় থাকে সম্পূর্ণ তথ্য পেতে পারি @ (https://ift.tt/2G0iDmA) by Zitu Sarker from the facebook group Women and e-Commerce forum ( WE )
https://ift.tt/2BCEFto e-Commerce Association of Bangladesh (e-CAB) – загальнодоступна група on Facebook
আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃশ্চিক রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ কুমার গ্রহ মঙ্গল, বিঘœ সৃষ্টিকারী গ্রহ কেতু ও দেবগুরু বৃহস্পতির প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে ধনু রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় মন আন্দে নাচবে। শত্রু ও বিরোধী পক্ষরা পিছু হটতে বাধ্য হবেই হবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক যুগলের প্রেমের স্বীকৃতি এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক্স সামগ্রীর পসরা সাজবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণের পথ প্রশস্ত হবে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় বাড়বে। তীব্র ্রগতির বাহন বর্জন করুন। শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি দেখা যাবে। প্রচুর ব্যয় হতে পারে।
মিথুন [২১ মে-২০ জুন]
শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ আনন্দে কাটবে। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সাহায্য পাবেন। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে। শত্রু ও বিরোধী পক্ষরা ঈর্ষায় ফেটে মরবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
দাম্পত্য সুখ-শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন-সাথীর মতামতকে গুরুত্ব দিন। দূর থেকে আসা কোনো সংবাদ পরিবারের মধ্যে খুশির জোয়ার বইবে। দীর্ঘদিনের ভাঙা প্রেম ও বন্ধুত্ব জোড়া লাগবে। দ্বিচক্রী যান বর্জনীয়।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবে। ভাইবোনদের কাছ থেকে ভরপুর সাহায্য-সহযোগিতাপ্রাপ্ত হবেন। বিবাহযোগ্যদের বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে হবে। মন সুর সংগীত ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট থাকবে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করে চলবেন। শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে। কর্ম ও ব্যবসা-বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাতে পারে। গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণের দিকে ধাবিত হবে। রোমান্স ও বিনোদন শুভ।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে। হাতে থাকা প্রায় কাজই সহজে সম্পন্ন হবে। গৃহবাড়ি ও অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তির প্রতি তীক্ষè নজর রাখুন।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে। যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাতে থাকবে শূন্য। বাড়ির ইলেক্ট্রনিক্স সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল ও আসবাবপত্র মেরামত শ্রম অর্থ দুটোই ব্যয় হবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে। নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন লাভের পথ প্রশস্ত হবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
বেকার যুবক-যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে। নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। বিদেশ গমনেচ্ছুদের বিদেশ গমনের পথ খুলবে। দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সাথীর মতামতকে গুরুত্ব দিন।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফলতাপ্রাপ্ত হবেন। মামলা-মোকদ্দমা ও কোর্টকেসের রায় পক্ষে আসবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। শত্রু ও বিরোধী পক্ষের ষড়যন্ত্র নস্যাৎ হয়ে পড়বে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাতা তৈরি হয়ে যাবে। অর্থকড়ির মামলার কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। চোর চিটিংবাজ অজ্ঞান পার্টি লুটতরাজ প্রভৃতির খপ্পর থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে রাখতে হবে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/feature/177887/আজকের-রাশিফল
Post Come trough : PURBOPOSHCIMBD
হারুনুর রশিদ হারুন বদলগাছী নওগাঁ প্রতিনিধিঃ-
বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দূর্গাপূজা। সমাজে অন্যায়,অবিচার, অশুভ ও অসুরশক্তি দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষে এই পূজা হয়ে থাকে। আবহমানকাল ধরে এদেশের হিন্দু সম্প্রদায়
বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর
পরিবেশে নানা উপচার অনুষ্ঠানাদির মাধ্যমে দূর্গাপূজা পালন করে আসছে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন নওগাঁ বদলগাছীর বিলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান (কেটু)
তার বাণীতে বলেন, “শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমি বিলাশবাড়ী ইউনিয়নসহ বদলগাছী উপজেলার হিন্দু সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
করোনা কালিন সময়ে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরুত্ব বজায় রেখে সম্প্রদায়িক
সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রেখে সবাইকে
নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার
আহ্বান জানিয়ে দূর্গোৎসবে ধর্ম বর্ণ
নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহাদ্যের বন্ধনকে আরও সুসংহত করুক
– এ কামনা করি।
দুর্গাপূজা উপলক্ষে তিনি আরো বলেন, “শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে আমি হিন্দু ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তাদের সুখ শান্তি ও কল্যাণ কামনা করি।”
যে কোনো ধর্মীয় উৎসবই মানুষে মানুষে নিবিড় বন্ধন রচনা করে ও ভ্রাতৃত্ববোধকে জাগরিত করে। সকল ধর্মের মর্মবাণী শান্তি ও মানব কল্যাণ।
“হিংসা-বিদ্বেষ, রক্তারক্তি পরিহার করে সমাজে শান্তি ও সাম্য প্রতিষ্ঠায় ব্রতী হওয়া মানুষ হিসেবে আমাদের কর্তব্য। দুর্গাপূজার অন্তর্নিহিত বাণীই হচ্ছে হিংসা, লোভ ও ক্রোধরূপী ওসুরকে বিনাশ করে সমাজে স্বর্গীয় শান্তি প্রতিষ্ঠা করা, যেখানে ন্যায় ও সুবিচার নিশ্চিত হবে।”
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/34qO6Ys
Post Come trough : নাচোল নিউজ
শৈলকুপা(ঝিনাইদহ),টিপু সুলতান:
ঝিনাইদহের শৈলকুপায় ‘জমি আছে ঘর নাই’ আশ্রয়ণ-২ প্রকল্পে ঘর নির্মাণে অনিয়ম প্রসঙ্গে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশেরর পর সর্বোচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। গত ২২ অক্টোবর(বৃহস্পতিবার) দুপুরে দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয় থেকে ৩ সদস্যের টিমের শৈলকুপায় আসে। টানা ৩ ঘন্টারও বেশী সময় ধরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে কথা বলেন ও ঘটনাস্থলগুলো পরিদর্শন করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে এই বিশেষ প্রকল্প নিয়ে অনিয়মের অভিযোগ ওঠা নানা প্রসঙ্গে খোঁজ-খবর করেন। শৈলকুপার পৌর এলাকার কবিরপুরসহ ভেঙ্গে পড়া কয়েকটি উপকারভোগীর ঘর পরিদর্শন করেন। দুদকের ৩ সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দুদকের ইন্সেপেক্টর আখতারুজ্জামান। তিনি জানান, দুদকের উপ-পরিচালকের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন। পরে বিস্তারিত জানাতে পারবেন। শৈলকুপায় এই ঘর নির্মাণ নিয়ে নানা অনিয়ম আর কেলেঙ্কারীর খবর টেলিভিশন হস্তান্তর করা হয়েছে। প্রসঙ্গত, কোথাও নির্মাণের সময়ই ধ্বসে পড়ছে দেয়াল আবার কোথায় ইট-বালিসহ নিম্নমানের সামগ্রী দেয়ার অভিযোগে বন্ধ করে দেয়া হয়েছিল কয়েকটি ঘরের। ফাজিলপুর, কবিরপুর,মনোহরপুর, সাহবাজপুর সহ কয়েকটি গ্রামে এই ঘর নির্মাণে অনিয়ম ধরা পড়ে। ইট,বালি-সিমেন্ট সহ নির্মাণ সামগ্রী নি¤œমানের বলে কথা ওঠে। এসব ঘর তদারকি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। ঝিনাইদহের শৈলকুপায় চলতি অর্থ বছরে আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে ৪৪ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে ৩৭টি ঘর নির্মাণ হয়েছে। প্রতিটি ঘর বাবদ বরাদ্দ ছিল ১ লাখ ২০ হাজার টাকা।
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/2FX3tyt
Post Come trough : নাচোল নিউজ
সুমন খান,বরিশাল:
বরিশাল বানারীপাড়ার সেই অশীতিপর ‘ঝালাইকার’ আলফাজ উদ্দিন সরদারের দায়িত্ব নিলেন বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার। ‘অশীতিপর বৃদ্ধ আলফাজ সরদারের জীবন-সংগ্রাম…’ শিরোণামে দৈনিক বাংলাদেশ বানী পত্রিকায়সহ ও বিভিন্ন অনলাইন পত্রিকায় ও জনপ্রিয় অনলাইন ডিবিবি নিউজ প্রকাশিত মানবিক প্রতিবেদন পড়ে বরিশাল বিভাগীয় কমিশনার ড.অমিতাভ সরকার বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদকে ওই বৃদ্ধের বিষয়ে খোঁজখবর নিতে বলেন এবং তাকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিয়ে এসে তার দুঃখ-দুর্দশা লাঘবের নির্দেশ দেন। ওই নির্দেশ পাওয়ার পর বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ বৃদ্ধ আলফাজ উদ্দিন সরদারের সঙ্গে দেখা করে বিভাগীয় কমিশনারের পক্ষে তাৎক্ষনিক আর্থিক সহায়তা করেন। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ বলেন অশীতিপর আলফাজ উদ্দিন সরদারের চিকিৎসা ও ব্যবসায় সহায়তা প্রদান এবং তাকে গৃহনির্মাণ করে দেওয়া সহ তার পরিবারের যাবতীয় দায়িত্ব নেওয়া হবে। এদিকে মানবেতর জীবন-যাপন করা অশীতিপর বৃদ্ধ আলফাজ উদ্দিন সরদারের পরিবারের দায়িত্ব নেওয়ায় বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকারের মহানুভবতাকে সাধুবাদ জানিয়েছেন বানারীপাড়া প্রেসক্লাব নেতৃবৃন্দসহ সচেতন মহল। প্রসঙ্গত জীবন সায়হেৃ দাঁড়ানো আলফাজ উদ্দিন সরদারকে একজন “ঝালাইকার” হিসেবেই সবাই চেনে। তার বয়স প্রায় নব্বই ছুঁই ছুঁই। বানারীপাড়া পৌর শহরে থানা ও প্রধান ডাকঘরের সামনের ফুটপাতে ৩৮ বছর ধরে লোহার/প্লাস্টিকের তৈরি গৃহস্থালির ভাঙাচোরা জিনিসপত্র ঝালাইয়ের কাজ করছেন তিনি। আগে লোহা-লক্কর ও রাবারের জুতা-স্যান্ডেলের কাজও করতেন। এখন আর লোহা-লক্কর ও জুতো-স্যান্ডেল কেউ নিয়ে আসে না। এখন শুধু প্লাস্টিকের ব্যবহার্য জিনিসপত্রই ঝালাই করেন। তাও আবার সংখ্যায় খুবই নগন্য। কারণ প্লাস্টিকের কোনো কিছু ভেঙে গেলে মেরামত করে আর কেউ ব্যবহার করতে চান না। এ কাজ এখন বিলুপ্তির পথে। লোহার/প্লাস্টিকের তৈরি গৃহস্থালির ভাঙাচোরা জিনিসপত্র ঝালাইয়ের কাজ সুনিপুনভাবে করে জোড়া লাগাতে পারলেও নিজের পোড়া কপাল জোড়া লাগাতে পারেননি তিনি। তাইতো জীবনের শুরু থেকে শেষ বেলায় এসেও দুমুঠো ভাতের জন্য জীবিকার প্রয়োজনে তাকে ফুটপাতে ঝালাইকার হিসেবে লড়াই-সংগ্রাম চালিয়ে যেতে হচ্ছে। এ প্রসঙ্গে আলফাজ উদ্দিন সরদার জানান,এখন আর আগের মতো আয় হয় না। প্রতিদিন ৫০টাকা থেকে ১০০টাকা আবার কখনো কখনো ২০০টাকাও আয় হয়। আগে যখন লোহা-লক্কর ঝালাইয়ের কাজ করতেন তখন ৬০০ থেকে ৭০০টাকা আয় হতো। সামান্য এ আয়েই স্ত্রী পরিজন নিয়ে তার অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবন চলে। সংসারে তার নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। ছেলে-মেয়েরাও যার যার সংসার নিয়ে ব্যস্ত। ৫ সন্তানের জনক হয়েও এ বয়সে তাকে কাজ করতে হচ্ছে। আলফাজ উদ্দিন সরদারের বাড়ি বানারীপাড়া সদর ইউনিয়নের ব্রাহ্মণকাঠি গ্রামে। স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে রয়েছে তার। তিনি আর্থিকভাবে নিতান্তই অস্বচ্ছল। বয়সের ভারে একদম ন্যূজ। চলতে ফিরতে কষ্ট হয়। শারীরিক অবস্থাও ভালো না। কিডনির সমস্যা ও শ্বাসকষ্টে ভুগছেন তিনি। অনেকটা কংকালসারে পরিণত হয়েছে তার শরীর। নিয়মিত ঔষধ খেতে হয় তাকে। ঔষধ কেনার টাকা নেই তার। টাকার অভাবে চিকিৎসাও করাতে পারছেন না তিনি।
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/3ks3BVF
Post Come trough : নাচোল নিউজ
দেশের মাটিতে পুরোদমে ক্রিকেট ফিরেছে। ইতিমধ্যেই বিসিবি প্রেসিডেন্ট কাপ ওয়ানডে সিরিজ সফল হওয়ার পথে। তবে বাংলাদেশ ক্রিকেট ভক্তদের জন্য দারুন সুখবর, খুব তাড়াতাড়ি দেশের মাটিতে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের স্থগিত হয়েছে একাধিক আন্তর্জাতিক সিরিজ।
কিন্তু বিসিবির সামনে বড় ধরনের চ্যালেঞ্জ ছিল বাংলাদেশে আন্তর্জাতিক মানের ক্রিকেট ম্যাচ আয়োজন করা। কিন্তু শেষপর্যন্ত সফল ভাবে বিসিবি প্রেসিডেন্ট কাপ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এখানেই শেষ নয় আগামী নভেম্বরে আরো বড় পরিসরে ক্রিকেট ম্যাচ ফিরবে বাংলাদেশ।
পাঁচ দল নিয়ে হবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সেখানে অংশগ্রহণ করবে ৭৫ জন ক্রিকেটার। এর পরেই জানুয়ারি-ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে পূর্ণাঙ্গ সিরিজ রয়েছে বাংলাদেশের। যা বাংলাদেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিরিজ।
এই সিরিজ সফলভাবে আয়োজন করতে ইতিমধ্যেই নানা কার্যক্রম শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বায়োসিকিউর বাবল পরিকল্পনা চূড়ান্ত করে দু-এক দিনের মধ্যে ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে অনুমোদনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেওয়া হতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
শুধু তাই নয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের মতো কঠোর কোয়ারেন্টাইন শর্ত থেকে সরে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশে এসে সাত দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে। কোয়ারেন্টাইনে থাকাবস্থায়ই অনুশীলন করতে পারবে সফরকারীরা।
এই সাতদিনের মধ্যে তিনবার পরীক্ষা করা হবে ক্রিকেটারদের। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, “উইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ রেখে সিরিজের আয়োজনের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তারা।
বায়োসিকিউর বাবল পরিকল্পনা চূড়ান্ত করে দু-এক দিনের মধ্যে ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে অনুমোদনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেওয়া হতে পারে। বিসিবির প্রস্তাব, ঢাকায় নেমে এক সপ্তাহের কোয়ারেন্টাইনে থাকাবস্থায়ই অনুশীলন করতে পারবে সফরকারীরা।
বাংলাদেশের বিপক্ষে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-২০ মোট আটটি ম্যাচ স্টেডিয়াম এর আয়োজন করা একপ্রকার অসম্ভব। তাই ইংল্যান্ডের মতো বিসিবিও দুটি ভেন্যুতে সীমিত রাখবে খেলা।
ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সঙ্গে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী বা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম হবে দ্বিতীয় ভেন্যু। হোটেলের বায়ো-বাবল নিরাপত্তা ও মাঠে যাতায়াতের সুবিধা গুরুত্ব পাবে ভেন্যু নির্বাচনে। এ মুহূর্তে ভেন্যুর চেয়েও গুরুত্ব পাচ্ছে সফরকারীদের জন্য বায়োসিকিউর বাবল স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন করিয়ে নেওয়া।
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/37LACIG
Post Come trough : নাচোল নিউজ
সিলেট নগরীর বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতন করে রায়হান আহমদকে (৩০) হত্যার ঘটনায় জড়িত বরখাস্ত হওয়া আরেক পুলিশ কনস্টেবল হারুনুর রশিদকে গ্রেপ্তার দেখিয়েছে পিবিআিই। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে তাকে পুলিশ লাইন থেকে নিয়ে গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে বরখাস্ত হওয়া কনস্টেবল টিটু চন্দ্র দাসকেও রায়হান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটের পুলিশ সুপার খালেদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, এ নিয়ে মামলায় দু’জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার হারুনুর রশিদকে শনিবার (২৪ অক্টোবর) আদালতে হাজির করে রিমাণ্ড আবেদন করা হবে।
প্রসঙ্গত, গত রোববার (১১ অক্টোবর) ভোররাতে পুলিশ ফাঁড়িতে নির্যাতনের পর রায়হানকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর আকবরসহ ৪ পুলিশ সদস্যকে বরখাস্ত ও ৩ জনকে প্রত্যাহার করা হয়।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/177811/রায়হান-হত্যা:-এবার-কনস্টেবল-হারুন-গ্রেপ্তার
Post Come trough : PURBOPOSHCIMBD
শিশু ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশের হাতে তুলে দিলো এলাকাবাসী
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে দুই বছরের শিশুকে নির্যাতন ও ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর কলোনী গ্রামে এ ঘটনা ঘটে।
আটক ইউসুফ আলী (৫৫) একই গ্রামের মর উদ্দিন মুন্সীর ছেলে।
নির্যাতিত শিশুটির মা জানান, বিকেলে শিশুটি বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিলো। এসময় তাকে ইউসুফ আলী ঘরে ডেকে নিয়ে নির্যাতন করে। পরে শিশুটিকে আহত অবস্থায় তার মা তাকে উদ্ধার করেন। মা এলাকাবাসীকে বিষয়টি জানালে এলাকাবাসী অভিযুক্তকে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। তিনি শিশুটির দূর সম্পর্কের দাদাও হন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম শুক্রবার রাতে জানান, শিশুটির মায়ের অভিযোগ শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। তার অভিযোগের প্রেক্ষিতে ইউসুফ আলীকে আটক করেছে পুলিশ। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/177810/শিশু-ধর্ষণ-চেষ্টাকারীকে-পুলিশের-হাতে-তুলে-দিলো-এলাকাবাসী
Post Come trough : PURBOPOSHCIMBD
রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রিপন (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে পল্লবী থানাধীন মিরপুর ১১ নম্বর সেকশনের বড় মসজিদের পাশে এ ঘটনা ঘটে। পরে ক্তাক্ত অবস্থায় রিপনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা পারভীন আক্তার জানান, মিরপুর ১১ নম্বর সেকশন বড় মসজিদের সামনে কে বা কারা রিপনকে ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
এদিকে, খবর পেয়ে রিপনের বড়ভাই একরামুল হক ঢামেকে ছুটে আসেন। তিনি জানান, রিপন কেন মিরপুর গেছেন তা তিনি জানেন না। শুনেছেন, এক নারী রক্তাক্ত অবস্থায় রিপনকে হাসপাতালে নিয়ে আসেন।
তিনি আরো জানান, তাদের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায়। স্থানীয় আব্দুর রহমানের সন্তান। বর্তমানে কারওয়ান বাজার খ্রিস্টান পাড়া এলাকায় থাকতেন তিনি। সে একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারভীন নামের এক নারী রিপনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। মৃতের বুকে ছুরিকাঘাতের চিহ্ন দেখা যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/national/177809/রাজধানীতে-দুর্বৃত্তের-ছুরিকাঘাতে-যুবকের-মৃত্যু
Post Come trough : PURBOPOSHCIMBD
সদ্য প্রয়াত সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের প্রথম জানাজা রাজধানীর আদ-দ্বীন হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সেখানেই আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে মারা যান তিনি।
আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের মহাসচিব ডা. নাহিদ ইয়াসমিন এই তথ্য নিশ্চিত করেছেন। মরহুমের পরিবারের সঙ্গে কথা বলে জানাজার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। এছাড়া তিনি রফিক-উল হকের মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করেছেন।
নাহিদ ইয়াসমিন বলেন, ‘আমরা স্যারের পরিবারের সঙ্গে কথা বলছি। আদ-দ্বীন হাসপাতাল প্রাঙ্গণে তার প্রথম নামাজে জানাজা হবে। এরপর লাশ তার বাসায় নিয়ে যাওয়া হবে। সেখান থেকে বাদ জোহার তার দীর্ঘদিনের কর্মস্থল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে লাশ নিয়ে যাওয়া হবে।’ তবে কখন প্রথম জানাজা হবে সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
এছাড়া কখন ও কোথায় রফিক-উল হককে দাফন করা হবে সে বিষয়ে মরহুমের পরিবারের সঙ্গে কথা হয়নি বলে জানান নাহিদ ইয়াসমিন। বলেন, ‘দাফন কোথায় হবে এটা তার পরিবার সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে আমরা কিছু জানি না।’
এর আগে সকাল সাড়ে আটটার দিকে ৮৬ বছর বয়সে আদ-দ্বীন হাসপাতাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশবরেণ্য এই আইনজীবী।
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/31AbbGs
Post Come trough : নাচোল নিউজ
খ্যাতিমান আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হক শুধু একজন প্রতিথযশা আইনজীবীই ছিলেন না, তিনি ছিলেন একজন দানবীর। চিকিৎসক বাবার এ সন্তান ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের চেয়ারম্যান।
সর্বোচ্চ আদালতের এ আইনজীবীর জন্ম ব্রিটিশ ভারতের কলকাতার সুবর্ণপুর গ্রামে ১৯৩৫ সালের ২ নভেম্বর। বাবা মুমিন-উল হক পেশায় ছিলেন চিকিৎসক। মা নূরজাহান বেগম। পড়াশোনা করেছেন কলকাতার চেতলা স্কুলে। ১৯৫১ সালে রফিক-উল হক ম্যাট্রিকুলেশন পাস করেন। ১৯৫৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ১৯৫৭ সালে দর্শন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৫৮ সালে এলএলবি পাস করেন। এরপর আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে আইন পেশা শুরু করেন।
পাকিস্তান আমলে ১৯৬২ সালে বিলেত থেকে ব্যারিস্টারি ডিগ্রি নেওয়ার পর চলে আসেন ঢাকায়। ১৯৬৫ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী এবং ১৯৭৩ সালে আপিল বিভাগে জ্যেষ্ঠ আইনজীবী হন।
পরবর্তী সময়ে ১৯৯০ সালের ৭ এপ্রিল থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ছিলেন ব্যারিস্টার রফিক-উল হক। কিন্তু নেননি কেনো বেতন ভাতা।
এক-এগারোর সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আইনজীবী ছিলেন।
২০১১ সালে ব্যারিস্টার রফিক-উল হকের চিকিৎসক স্ত্রী ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার একমাত্র ছেলে ব্যারিস্টার ফাহিমুল হকও আইন পেশায় রয়েছেন।
রফিক-উল হক প্রতিষ্ঠা করেছেন বেশ কয়েকটি হাসপাতাল, এতিমখানা, মসজিদ ও মেডিকেল কলেজ। গাজীপুরের কালিয়াকৈরে এখন একটি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করছেন। এ ছাড়া ১৯৯৫ সালে প্রতিষ্ঠা করেছেন সুবর্ণ ক্লিনিক; ঢাকা শিশু হাসপাতাল প্রতিষ্ঠায়ও ভূমিকা ছিলো এ আইনজীবীর। বারডেম হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগ ও নূরজাহান ওয়ার্ড, আহছানিয়া মিশন ক্যানসার হাসপাতাল এবং আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান রফিক-উল হক। অন্তত ২৫টিরও বেশি সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে তিনি সরাসরি জড়িত ছিলেন।
প্রসঙ্গত, শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় ব্যারিস্টার রফিক-উল হক শেষ নিশ্বাস ত্যাগ করেন।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/national/177808/এক-জীবনে-রফিক-উল-হক
Post Come trough : PURBOPOSHCIMBD
কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক হয়েছে। একদিন বন্ধ থাকার পর শনিবার (২৪ অক্টোবর) সকাল ৭টা থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু করে।
এর আগে বৈরি আবহাওয়ার কারণে শুক্রবার (২৩ অক্টোবর) সারাদিন বন্ধ ছিল লঞ্চ ও স্পিডবোট চলাচল।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে, বৈরি আবহাওয়ার কারণে পদ্মা উত্তাল থাকায় কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে দুর্ঘটনা এড়াতে বন্ধ ছিল লঞ্চ ও স্পিডবোট চলাচল। শনিবার আবহাওয়া স্বাভাবিক হওয়ায় লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হয়েছে।
বিআইডব্লিউটিএ'র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, বৈরি আবহাওয়ার কারণে কর্তৃপক্ষের নির্দেশে নৌযান চলাচল বন্ধ ছিল। আজ (শনিবার) সকাল থেকে লঞ্চ ও স্পিডবোট স্বাভাবিকভাবে চলাচল করছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/177807/কাঁঠালবাড়ী-শিমুলিয়া-রুটে-নৌযান-চলাচল-স্বাভাবিক
Post Come trough : PURBOPOSHCIMBD
স্পেনের রাজধানী মাদ্রিদে মহামারী করোনাকালীন সময়ে সঙ্কটাপন্ন অসহায় প্রবাসী এবং বাংলাদেশিদের সহযোগিতায় স্বেচ্ছায় খাদ্য সামগ্রী বিতরণ, দুভাষীসহ স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে বিশেষ সম্মাননা পেলেন ১৭ জন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৩৫ জন প্রবাসী।
গত ২১ অক্টোবর (বুধবার) আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফার্ম ইন্টারন্যাশনাল কর্তৃক (OxFam International) স্পেনের রাজধানী মাদ্রিদের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র রেইনা সুফিয়া মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে রেইনা সুফিয়ার ডিরেক্টর আনা লঙ্গোনী তাদের হাতে এই সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেন। স্প্যানিশ মানবাধিকার সংগঠন রেড ইন্টার লাভাপিয়েছ, রেড সোলিদারীদাদ এবং বাংলাদেশী মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলার সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রেড ইন্টার লাভাপিয়েছ সভাপতি পেপা ট্ররেস, মাইতে, লেও,এলেনা, মেরসেডেস, রেড সোলিদারীদাদের নিনেস, পামপা, ভালিয়েন্তে বাংলার সভাপতি ফজলে এলাহী ও সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কবির আল মাহমুদসহ বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
গত ১৫ মার্চ থেকে স্পেনে করেনাকালীন সময়ে মানবতার সেবায় স্বেচ্ছাসেবক হিসেবে নিরলসভাবে কাজ করে আসছেন বাংলাদেশী মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলা স্প্যানিশ মানবাধিকার সংগঠন রেড ইন্টার লাভাপিয়েস সহ বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে এই ১৭ জন বাংলাদেশী। মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলা স্পেনের রাজধানী শহর মাদ্রিদসহ আশ পাশের এলাকায় প্রতিদিন বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাক্তির দেয়া খাবার করোনায় বিপর্যস্ত প্রবাসী বাংলাদেশিদের মাঝে বিতরণ করার পাশাপাশি অসুস্থ প্রবাসীদের সেবা নেয়ার ক্ষেত্রে পরামর্শ দেয়া এবং প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা শুনে কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন এছাড়া ও অবৈধ অদিবাসীদের বৈধতাসহ স্পেন সরকার কর্তৃক ঘোষিত ‘স্টে হোম’, ‘স্টে সেফ’ ক্যাম্পেইন মেনে চলতেও উৎসাহিত করছেন এসব সংগঠনের সদস্যরা।
মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলার সভাপতি মোঃ ফজলে এলাহীর নেতৃত্বে স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা হচ্ছেন সংগঠনের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, জুলহাস উদ্দিন, আল আমিন পাহলোয়ান প্রমুখ।
রেড ইন্টার লাভাপিয়েসের সভাপতি টেপা তররেসের তত্ত্বাবধানে ওপর স্বেচ্ছাসেবক টিমের নেতৃত্বে ছিলেন বাংলাদেশী সংগঠক মানিক বেপারী। এই টিমে সদস্যরা হচ্ছেন আরমান, লিয়া দেওয়ান, সেলিম আলম, নজরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করেন। আগামী দিনগুলোতে সকল মানবিক কর্মকান্ডে ভূমিকা রাখার আহবান জানান।
উল্লেখ্য, স্পেনে বাংলাদেশি প্রবাসীদের ৩১ বছরের ইতিহাসে এই প্রথম এক সাথে ১৭ জন বাংলাদেশী এরকম জাতীয় পর্যায়ের সম্মানে ভূষিত হলেন।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/expatriate/177806/স্পেনে-মানবসেবায়-সম্মাননা-পেলেন-১৭-বাংলাদেশি
Post Come trough : PURBOPOSHCIMBD
খ্যাতিমান আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। শনিবার (২৪ অক্টোবর) সকালে এ শোক বার্তায় প্রধান বিচারপতি বলেন, এই প্রথিতযশা আইনজীবী অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে গিয়েছেন।
গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও আইনি বিষয় নিয়ে তিনি আদালতকে সবসময় সহযোগিতা করেছেন। সর্বজন শ্রদ্ধেয় এবং সকলের কাছে গ্রহণযোগ্য ব্যারিস্টার রফিক-উল হক একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন। আইনের শাসন এবং সুশাসন প্রতিষ্ঠায় তার অবদান অনস্বীকার্য।
প্রধান বিচারপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।
প্রসঙ্গত, শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় ব্যারিস্টার রফিক-উল হক শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ব্যারিস্টার রফিক-উল হকের জন্ম ১৯৩৫ সালের ২ নভেম্বর কলকাতার সুবর্ণপুর গ্রামে। ১৯৫৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, ১৯৫৭ সালে দর্শন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। ১৯৫৮ সালে এলএলবি পাস করেন। ১৯৬২ সালে যুক্তরাজ্য থেকে বার এট ল সম্পন্ন করেন। ১৯৬৫ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে এবং ১৯৭৩ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে আইন পেশা শুরু করেন তিনি।
১৯৯০ সালের ৭ এপ্রিল থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন রফিক-উল হক। কিন্তু কোনো সম্মানী নেননি। পেশাগত জীবনে তিনি কখনো কোনো রাজনৈতিক দল করেননি। তবে, নানা সময়ে রাজনীতিবিদরা সব সময় তাকে পাশে পেয়েছেন।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/national/177805/রফিক-উল-হকের-মৃত্যুতে-প্রধান-বিচারপতির-শোক
Post Come trough : PURBOPOSHCIMBD
খ্যাতিমান আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৪ অক্টোবর) এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয়ে ব্যারিস্টার রফিক-উল হক নানা পরামর্শ দিতেন।
তিনি জানান, ২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার তাকে মিথ্যা মামলায় বন্দি করেন। সেই দুঃসময়ে ব্যারিস্টার রফিকুল হক তাকে কারাগার থেকে মুক্ত করতে আইনি লড়াইয়ে এগিয়ে আসেন। শেখ হাসিনা গভীর কৃতজ্ঞতার সঙ্গে সে কথা স্মরণ করেন।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় ব্যারিস্টার রফিক-উল হক শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ব্যারিস্টার রফিক-উল হকের জন্ম ১৯৩৫ সালের ২ নভেম্বর কলকাতার সুবর্ণপুর গ্রামে। ১৯৫৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, ১৯৫৭ সালে দর্শন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। ১৯৫৮ সালে এলএলবি পাস করেন। ১৯৬২ সালে যুক্তরাজ্য থেকে বার এট ল সম্পন্ন করেন। ১৯৬৫ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে এবং ১৯৭৩ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে আইন পেশা শুরু করেন তিনি।
১৯৯০ সালের ৭ এপ্রিল থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন রফিক-উল হক। কিন্তু কোনো সম্মানী নেননি। পেশাগত জীবনে তিনি কখনো কোনো রাজনৈতিক দল করেননি। তবে, নানা সময়ে রাজনীতিবিদরা সব সময় তাকে পাশে পেয়েছেন।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/national/177804/ব্যারিস্টার-রফিক-উল-হকের-মৃত্যুতে-প্রধানমন্ত্রীর-শোক
Post Come trough : PURBOPOSHCIMBD
রাজধানীতে দুর্গাপূজাকে সামনে রেখে সক্রিয় জাল টাকার কারবারে জড়িত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ সময় তাদের কাছ থেকে ৫৮ লাখ ৫৭ হাজার মূল্যমানের জাল নোট এবং ১১৩টি জাল ১০০ ডলারের নোট জব্দ করা হয়। এই অভিযান পরিচালনা করে ডিএমপি’র তেজগাঁও গোয়েন্দা বিভাগের একটি দল।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন জানান, শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় ডিএমপি মিডিয়া বিভাগ আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/national/177803/অর্ধকোটি-টাকার-জাল-নোটসহ-গ্রেপ্তার-৬
Post Come trough : PURBOPOSHCIMBD
খ্যাতিমান আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হকের জানাজা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। শনিবার (২৪ অক্টোবর) দুপুর দুইটায় জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
ব্যারিস্টার রফিক-উল হকের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে আদ্-দ্বীন হাসপাতাল প্রাঙ্গণে সাড়ে দশটায়। এরপর নিজ বাসা পল্টনে নেওয়া হবে তার মরদেহ। বাদ জোহর বায়তুল মোকাররমের পর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ২টায় জানাজা অনুষ্ঠিত হবে। পরে দাফন করা হবে বনানী কবরস্থানে।
প্রসঙ্গত, শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় ব্যারিস্টার রফিক-উল হক শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ব্যারিস্টার রফিক-উল হকের জন্ম ১৯৩৫ সালের ২ নভেম্বর কলকাতার সুবর্ণপুর গ্রামে। ১৯৫৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, ১৯৫৭ সালে দর্শন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। ১৯৫৮ সালে এলএলবি পাস করেন। ১৯৬২ সালে যুক্তরাজ্য থেকে বার এট ল সম্পন্ন করেন। ১৯৬৫ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে এবং ১৯৭৩ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে আইন পেশা শুরু করেন তিনি।
১৯৯০ সালের ৭ এপ্রিল থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন রফিক-উল হক। কিন্তু কোনো সম্মানী নেননি। পেশাগত জীবনে তিনি কখনো কোনো রাজনৈতিক দল করেননি। তবে, নানা সময়ে রাজনীতিবিদরা সব সময় তাকে পাশে পেয়েছেন।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/national/177802/সুপ্রিম-কোর্ট-বারে-রফিক-উল-হকের-জানাজা-দুপুরে
Post Come trough : PURBOPOSHCIMBD
খ্যাতিমান আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হক চলে গেলেন। শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
আদ-দ্বীন হাসপাতালের পরিচালক ডা. অধ্যাপক নাহিদ ইয়াসমিন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দেশের আইনাঙ্গনের নক্ষত্র ছিলেন প্রবীণ এই আইনজীবী। দলমত নির্বিশেষে সবার কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন তিনি।
আইন পেশায় ৬০ বছর পার করা এই খ্যাতিমান আইনজীবী ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষে আইনি লড়াই করেন। নিজের প্রজ্ঞা ও মেধা দিয়ে দেশের উচ্চ আদালতকে সহযোগিতা করে অনেকবার হয়েছেন (অ্যামিকাস কিউরি) আদালতের বন্ধু। দেশের জ্যেষ্ঠ এই আইনজীবীর সান্নিধ্যে এসে আইন পেশায় সফল হয়েছেন অনেকেই। তার জুনিয়র দেশের প্রধান বিচারপতিও হয়েছেন। জীবনের দীর্ঘ পথচলায় শুধু বাংলাদেশই নয়, ভারত, পাকিস্তান ও ব্রিটেনের নাগরিক হওয়ার বিরল অভিজ্ঞতা অর্জন করেন রফিক-উল হক।
ছাত্র রাজনীতিতে যুক্ত থাকার প্রেক্ষাপটে ইন্দিরা গান্ধী, নেহরু ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সান্নিধ্য পেয়েছেন তিনি। হিন্দু আইন নিয়ে বার-অ্যাট-ল করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিন্দু আইন বিষয়ে ক্লাসও তিনি। এছাড়া বিভিন্ন সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পরীক্ষকের দায়িত্ব পালন করেছেন।
প্রথিতযশা এই আইনজীবী নিজের উপার্জিত অর্থের একটা বড় অংশই ব্যয় করেছেন সেবামূলক কর্মকাণ্ডে। দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠা করেছেন বেশ কয়েকটি হাসপাতাল, এতিমখানা, মসজিদ ও মেডিক্যাল কলেজ। এছাড়া যেখানে সুযোগ পেয়েছেন, সেখানেই হাত বাড়িয়ে দিয়েছেন মানবতার সেবায়।
ব্যারিস্টার রফিক-উল হকের জন্ম ১৯৩৫ সালের ২ নভেম্বর কলকাতার সুবর্ণপুর গ্রামে। ১৯৫৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, ১৯৫৭ সালে দর্শন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। ১৯৫৮ সালে এলএলবি পাস করেন। ১৯৬২ সালে যুক্তরাজ্য থেকে বার এট ল সম্পন্ন করেন। ১৯৬৫ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে এবং ১৯৭৩ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে আইন পেশা শুরু করেন তিনি।
১৯৯০ সালের ৭ এপ্রিল থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন রফিক-উল হক। কিন্তু কোনো সম্মানী নেননি। পেশাগত জীবনে তিনি কখনো কোনো রাজনৈতিক দল করেননি। তবে, নানা সময়ে রাজনীতিবিদরা সব সময় তাকে পাশে পেয়েছেন।