দেশের ২০৮টি জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ শুরু হয়েছে। ইউনিয়ন ও উপজেলায় মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা। জেলা পরিষদের ভোট চলবে বেলা ২টা পর্যন্ত।
দেশের ১৫টি ইউনিয়নে সাধারণ, ১৭৭টি ইউনিয়নে বিভিন্ন শূন্য পদে উপনির্বাচন, একটি উপজেলায় সাধারণ, ৮টি উপজেলায় বিভিন্ন পদে উপনির্বাচন এবং ৭টি জেলা পরিষদে বিভিন্ন পদে ভোটগ্রহণ চলছে।
ভোটগ্রহণ চলা ১৫ ইউনিয়ন পরিষদ হলো- রংপুর সদর উপজেলার সদ্যপুস্কুরিনী, হরিদেবপুর, চন্দনপাট; ভোলার লালমোহন উপজেলার ফরাশগঞ্জ, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন পরিষদ, পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া, মন্ডতোষ। ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ও কোরকান্দি, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর, চুয়াডাঙ্গা সদরের গড়াইটুপি (ইভিএম); চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদ, লোহাগাড়া, আধুনগর এবং ফটিকছড়ির সুয়াবিল।
নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সব নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করেছে কমিশন। এ ছাড়া জুডিশিয়াল ম্যাজিট্রেটও নিয়োগ করেছে ইসি।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/national/177367/২০৮-জেলা-উপজেলা-ও-ইউপিতে-ভোটগ্রহণ-চলছে
Post Come trough : PURBOPOSHCIMBD
ফেনীতে এক আদিবাসী তরুণীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আদিবাসী তরুণী খাগড়াছড়ির বাসিন্দা।
জানা যায়, রোববার (১৮ অক্টোবর) রাতে পরিবারের সদস্যদের সাথে রাগ করে রাত দেড়টার দিকে ফেনীতে এসে পৌঁছে। ফেনী চাড়িপুরে বিসিক এলাকায় আবুল খায়ের ম্যাচ ফ্যাক্টরিতে তার এক বান্ধবী কাজ করে। সে বিসিকে যাবার জন্য মহিপাল থেকে রিকশাচালক রিয়াজের রিকশায় ওঠে।
রিয়াজ তাকে বিসিক নিয়ে যাওয়ার কথা বলে ফেনী দেওয়ানগঞ্জ মোক্তার বাড়ি এলাকার একটি ঘরে নিয়ে ধর্ষণ করে৷ রাতে রিয়াজ তাকে নিয়ে আবার বের হয়ে বিসিকের দিকে রওনা দেয়। এসময় ফেনী সদরের আমতলী রাস্তার মাথার কাছে সেলুন কর্মচারি ছোটন তাকে রিকশা থেকে নামিয়ে পাশে আরেকটি ঘরে নিয়ে ধর্ষণ করে।
সোমবার (১৯ অক্টোবর) ওই তরুণী ফেনী মডেল থানায় গিয়ে অভিযোগ করলে পুলিশ মোক্তার বাড়ির কাছে দেওয়ানগঞ্জের একটি মেস থেকে রিয়াজকে ও পরে আমতলী এলাকার একটি কলোনি থেকে ছোটনকে গ্রেপ্তার করে। তরুণীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে।
পুলিশ জানায়, রিকশা চালক রিয়াজের বাড়ি লক্ষীপুর জেলার কমল নগরে। সে ফেনী দেওয়ানগঞ্জে বাবুল মিয়ার কলোনিতে থাকে। ছোটন চট্টগ্রামের সীতাকুন্ড থানার ধর্মপুর গ্রামের সমীর চন্দ্র শীলের ছেলে।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/whole-country/177366/ফেনীতে-আদিবাসী-তরুণীকে-ধর্ষণ,-দুইজন-গ্রেপ্তার
Post Come trough : PURBOPOSHCIMBD
শহীদ মিনার ভাঙচুর: আ.লীগ ও বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুরের ঘটনায় জেলা আওয়ামী লীগের নেত্রী ও শহর বিএনপির নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।
সারাদেশ
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি সুগন্ধা পৌর আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুরের ঘটনায় জেলা আওয়ামী লীগের নেত্রী ও শহর বিএনপির নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (বহিষ্কারের জন্য প্রস্তাবিত) শারমীন মৌসুমি কেকা ও শহর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপুসহ ১৭ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীতা মন্ডল বাদী হয়ে ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন।
আদালতের বিচারক এ.এইচ.এম ইমরানুর রহমান ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলাটি রেকর্ড করার নির্দেশ দিলে তিনজনের নাম উল্লেখ করে এবং ১৪ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
প্রধান শিক্ষক রীতা মন্ডল মামলার অভিযোগপত্রে বলেন, বিদ্যালয়ের খেলার মাঠের উত্তরপূর্ব কর্নারে ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে পাঁচলাখ টাকা ব্যয়ে একটি শহীদ মিনার নির্মাণ করে বিদ্যালয় কর্তৃপক্ষ। শহীদ মিনারে ছাত্রী ও শিক্ষকরা প্রতি বছর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আসছেন। গত ১৪ আগস্ট বিদ্যালয়ের সভাপতি পদ থেকে বাদ পড়া শারমীন মৌসুমি কেকা, আনিসুর রহমান তাপু ও ফতেমা শরীফের নেতৃত্বে অজ্ঞাতনামা আরও ১২-১৪ জন ব্যক্তি সুগন্ধ্যা পৌর আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙে গুড়িয়ে দেয়। স্থানীয়রা শহীদ মিনার ভাঙার কারণ জানতে চাইলে ও বাঁধা দেয়ার চেষ্টা করলে আসামিরা তাদের পিস্তল ও দেশিয় অস্ত্র দেখিয়ে সরে যেতে বাধ্য করেন।
বাদীর আইনজীবী মো. শফিকুল ইসলাম বলেন, শহীদ মিনার একটি গুরত্বপূর্ণ স্থাবর সম্পত্তি। আসামিরা আইনশৃঙ্খলা বিঘ্ন করে ইচ্ছাকৃতভাবে ভাষা আন্দোলন আন্দোলনের প্রতীক শহীদ মিনার ভাঙচুর করে মারাত্মক অপরাধ করেছে, যা দ্রুত বিচার আইনে বিচারযোগ্য বলেও জানান তিনি।
প্রসঙ্গত, আওয়ামী লীগ নেত্রী শারমিন মৌসুমি কেকা ও বিএনপি নেতা আনিসুর রহমান তাপুর বিরুদ্ধে এক নারীকে চুল কেটে নির্যাতনের অভিযোগে গত ১৭ সেপ্টেম্বর একটি মামলা দায়ের হয়।
ওই মামলা দায়েরের পরপর ক্ষমতাসীন দল থেকে শারমিন মৌসুমি কেকাকে বহিষ্কারের দাবি ওঠে। পরে জেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় কেকাকে দল থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় নেতাদের কাছে সুপারিশ করা হয়।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/whole-country/177365/শহীদ-মিনার-ভাঙচুর:-আ.লীগ-ও-বিএনপি-নেতার-বিরুদ্ধে-মামলা
Post Come trough : PURBOPOSHCIMBD
নাব্যতা সংকটের কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ-রুটে ফেরি চলাচলের অচলাবস্থার পর এবার লঞ্চ চলাচলও হুমকির মুখে পড়েছে। এতে করে বিপাকে পড়েছেন দক্ষিণাঞ্চলের হাজার হাজার মানুষ। লঞ্চ বন্ধ থাকায় স্পিডবোট ও ট্রলারে ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে পদ্মানদী।
জানা গেছে, নৌ-রুটের চায়না চ্যানেলে নাব্যতা সংকট থাকায় গত কয়েক মাস ধরেই ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। কখনো ৪/৫টি ফেরি চলে আবার কখনো সম্পূর্ণ বন্ধ থাকে। গত কয়েক মাস ধরে এই সমস্যা বিরাজ করায় দূর-পাল্লার পরিবহ ও পণ্যবাহী ট্রাক বিকল্প রুট হিসেবে দৌলতদিয়া-পাটুরিয়া রুট ব্যবহার করে আসছে।
এদিকে ক্রমান্বয়ে চ্যানেলে পানি কমতে থাকায় গত এক সপ্তাহ ধরেই লঞ্চ চলাচল ব্যাহত হচ্ছিলো। চ্যানেল অতিক্রম করতে গিয়ে লঞ্চের তলদেশ ডুবোচরে প্রায়ই আটকে যেতো। তাছাড়া ডুবোচরে ধাক্কা লেগে গত এক সপ্তাহে কয়েকটি লঞ্চই দুর্ঘটনার কবলে পড়ে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ফেরি ঘাটের সহকারী ব্যবস্থাপক সামসুল আবেদীন বলেন, ফেরি চলাচল বন্ধ রয়েছে। নাব্যতা সংকটের কারণে এখন পর্যন্ত কোনো ফেরিই চলতে পারছে না।
বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ী লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, সকাল থেকে নাব্যতা সংকটের কারণে লঞ্চ চলাচল বন্ধ রেখেছেন লঞ্চ মালিক ও চালকরা। চ্যানেলে যে পরিমাণ পানি আছে তাতে করে লঞ্চ চ্যানেল অতিক্রম করতে পারছে না। ঠেকে যাচ্ছে ডুবোচরে। সোমবার সকাল থেকে বন্ধ ছিল। দুপুরে ছোট কয়েকটি লঞ্চ চললেও মঙ্গলবার সকাল থেকে সব লঞ্চই বন্ধ রয়েছে।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/whole-country/177364/কাঁঠালবাড়ী-শিমুলিয়া-নৌ-রুটে-লঞ্চ-চলাচল-বন্ধ
Post Come trough : PURBOPOSHCIMBD
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ কোটি ছাড়িয়েছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত এই ভাইরাসে মারা গেছেন ১১ লাখ ১৭ হাজারেরও বেশি মানুষ।
জেএইচইউর তথ্য অনুযায়ী, বিশ্বে এখন করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৩ লাখ ৩৪ হাজার ৯৮ জনে।
তাদের মধ্যে এখন পর্যন্ত মারা গেছেন ১১ লাখ ১৭ হাজার ৪৭০ জন এবং ভাইরাসের সংক্রমণ থেকে ইতোমধ্যে সেরে উঠেছেন ২ কোটি ৭৬ লাখ ২২ হাজার ৩৪৪ ব্যক্তি।
সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে প্রথমে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় আক্রান্ত ৮২ লাখ ১০ হাজার ছাড়িয়েছে এবং ২ লাখ ২০ হাজার ৯৫ জন মৃত্যুবরণ করেছেন।
ভারতে মোট আক্রান্ত সাড়ে ৭৫ লাখ এবং মারা গেছেন ১ লাখ ১৪ হাজার ৬১০ রোগী। তৃতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিলে মোট শনাক্ত রোগী সাড়ে ৫২ লাখের অধিক এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৫৪ হাজার ১৭৬ জনের।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে আরো ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৮১ জনে। এছাড়া, নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৬৩৭ জনের শরীরে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৯০ হাজার ২০৬ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে সোমবার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা শনাক্তের জন্য গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ১১০টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ১৪৬টি এবং পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ১৪৭টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২১ লাখ ৭৮ হাজার ৭১৪টি।
নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০.৮১ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৭.৯১ শতাংশ।
নতুন যে ২১ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৪ এবং নারী সাতজন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৪৬ শতাংশ।
এদিকে, আরো ১ হাজার ৬২৭ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ৩ লাখ ৫ হাজার ৫৯৯ জনে দাঁড়িয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৭৮.৩২ শতাংশ।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/abroad/177363/বিশ্বে-করোনায়-আক্রান্ত-৪-কোটি-ছাড়ালো
Post Come trough : PURBOPOSHCIMBD
দেশের সাত অঞ্চলে ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার (২০ অক্টোবর)। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/national/177362/দেশের-৭-অঞ্চলে-ঝড়বৃষ্টির-সম্ভাবনা
Post Come trough : PURBOPOSHCIMBD
আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি মঙ্গল, সর্বগ্রাসী গ্রহ রাহু ও দেবগুরু বৃহস্পতির প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে মিথুন রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। কর্ম ও ব্যবসা-বাণিজ্যে বড় কোনো অর্ডার হাত ছাড়া হতে পারে। ভাইবোনদের সঙ্গে সদ্ভাব বজায় রাখা কঠিন হবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
ঘুষ উৎকোচ গ্রহণ নেশাজাতীয় দ্রব্য সেবন ক্রয়বিক্রয় অস্ত্রশস্ত্র বহন ও অপপ্রয়োগ থেকে বিরত থাকুন। লম্বা দূরত্বের সফরে কোনো না কোনো বাধা এসে হাজির হবে। অবশ্য সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয়দের কাছে পাওয়া কঠিন হবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
ভাগ্যলক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার চরণ স্পর্শ করবে। গুপ্ত ও প্রকাশ্য শত্রুদের আক্রোশ কমার সম্ভাবনা। কর্মচারীদের মনে মালিকপ্রীতি দেখা দেবে। আজকের রোপণ করা বৃক্ষ ভবিষ্যতে ফুল, ফল ও সংকটকালে ছায়া দিয়ে বাঁচাবে।
মিথুন [২১ মে-২০ জুন]
অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে হাজির হবে। দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহবিবাদের মীমাংসা হবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহারও প্রাপ্ত হবেন।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। ব্যবসা-বাণিজ্যে মজুদ মালের দাম অধিক বৃদ্ধি পাবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিবাহ বিনিয়োগ বন্ধুত্ব শুভ তথা সুদূরপ্রসারী হবে। লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহারও প্রাপ্ত হবেন।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
দাম্পত্য সুখ-শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে সর্বোচ্চ ছাড় দিতে হবে। সহকর্মী ও অংশীদারদের কাছ থেকে ভরপুর সাহায্য-সহযোগিতা স্বপ্ন পূরণে সহায়ক হবে। রাগ জেদ অহংকার আবেগ বর্জনের সঙ্গে বাক্যপ্রয়োগে সতর্ক থাকুন। বন্ধুত্ব জোড়া লাগার সম্ভাবনা।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। ভাইবোনদের কাছ থেকে ভরপুর সাহায্য-সহযোগিতা প্রাপ্ত হবেন। দূর থেকে আসা কোনো সংবাদে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে। শত্রু ও বিরোধীপক্ষের সব পরিকল্পনা নস্যাৎ হবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
বিদ্যার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য-সহযোগিতা ও আশীর্বাদপ্রাপ্ত হবেন। মামলা মোকদ্দমা ও কোর্টকেসের রায় পক্ষে আসবে। দূর থেকে আসা ডাক বেকারদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
দীর্ঘদিনের ভোগ্য বাধিপীড়া থেকে পরিত্রাণের পথ প্রশস্ত হবে। নিত্যনতুন প্ল্যানপ্রোগ্রাম আর স্বপ্নসাধ পূরণের পথ খুলবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। সন্তানরা কোনো পুরস্কারে ভূষিত হবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
কর্ম ও ব্যবসা-বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাতে পারে। শিক্ষার্থীদের মনে অলসতা দানা বাঁধবে। সহকর্মী ও অংশীদাররা সাহায্যের হাত বাড়িয়ে ধরবে। লটারি ফাটকা জুয়া রেস শেয়ার হাউজিং প্রভৃতিতে বিনিয়োগ না করাই শ্রেয় হবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
শুভাশুভ মিশ্রফল প্রদান করবে। কর্ম ও ব্যবসা-বাণিজ্যে শ্রম অনুপাতে ফল লাভ করা কঠিন হবে। পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর-স্বাস্থ্য খারাপ হয়ে পড়বে। ভাড়াটিয়া হলে মালিকের প্রতি সদ্ভাব বজায় রাখুন নচেৎ বিপদে পড়তে হবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল ও ব্যবসা-বাণিজ্যে লাভবান হওয়ায় ব্যাংক ব্যালান্স ফুলেফেঁপে উঠবে। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ প্রশস্ত হবে। সম্ভাব্য ক্ষেত্রে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে। রাগ জেদ অহংকার আবেগ বর্জনের সঙ্গে বাক্যপ্রয়োগে সতর্ক থাকা শ্রেয় হবে। মনে রাখবেন অযথা লোকে আপনাকে ভুল বুঝবে এবং সন্দেহের চোখে দেখবে। আশ্রিত প্রতিপালিত ব্যক্তির ওপর নজর রাখা শ্রেয়।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/feature/177360/আজকের-রাশিফল
Post Come trough : PURBOPOSHCIMBD
তাহলে কী লাদেন বেঁচে আছেন, এতদিন পর বোমা ফাটালেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
“মার্কিন সেনারা আল-কায়েদার সাবেক নেতা ওসামা বিন লাদেনের পরিবর্তে অন্য কাউকে হত্যা করেছে। লাদেনের এখনো বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে।”-এমন মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
যুক্তরাষ্ট্রের সর্বাধিক পঠিত রাজনৈতিক ওয়েবসাইট দ্য হিলে এ সংক্রান্ত একটি প্রতিবেদন শনিবার (১৭ অক্টোবর) প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তার অফিসিয়াল টুইটার পেজে একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে দাবি করা হয়েছিল, মার্কিন সেনাবাহিনী ওসামা বিন লাদেনকে হত্যা করতে গিয়ে অন্য কাউকে হত্যা করেছে এবং ওই হামলায় বিন লাদেন নিহত হননি।
ট্রাম্পের এমন বক্তব্যে বিতর্ক উঠেছে দেশটিতে। ২০১১ সালে সাবেক মার্কিন মেরিন সেনা রবার্ট ও নেইল দাবি করেছিলেন, তিনি তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার নির্দেশে ওসামা বিন লাদেনকে হত্যা করেছেন। এবার প্রেসিডেন্ট ট্রাম্পের সর্বসাম্প্রতিক এ বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, তিনি যাকে হত্যা করেছেন তিনি বিন লাদেনই ছিলেন অন্য কেউ নন।
সাবেক মার্কিন বিমান সেনা ও মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য ডেনভার রিগলম্যান বলেছেন, এটি হচ্ছে এমন একটি ভয়ংকর টুইট যা শেয়ার করা উচিত হয়নি। এখানে উগ্রতা ও উন্মাদনার ভাষা ব্যবহার করা হয়েছে।
এর আগে মার্কিন সেনাদের বারবার ‘ব্যর্থ’ ও ‘বোকা’ বলে এক দফা সমালোচনার শিকার হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।
পূর্ব পশ্চিম বিডি/জেআর
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/abroad/177359/তাহলে-কী-লাদেন-বেঁচে-আছেন,-এতদিন-পর-বোমা-ফাটালেন-ট্রাম্প
Post Come trough : PURBOPOSHCIMBD
স্পিকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের হাইকমিশনার
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
সোমবার স্পীকারের কার্যালয়ে সাক্ষাৎ করেন তিনি। এসময় দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, সংসদীয় কার্যক্রম, সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন, বাণিজ্য-বিনিয়োগ, শিক্ষা-সংস্কৃতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।
স্পিকার নবনিযুক্ত হাইকমিশনারকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অত্যন্ত সুদৃঢ় ও বন্ধুত্বপূর্ণ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার কথা স্মরণ করে স্পিকার বলেন, ভারত শুধুমাত্র বাংলাদেশের নিকটতম প্রতিবেশীই নয়, বিশ্বস্ত বন্ধুও বটে।
নবনিযুক্ত হাইকমিশনার দায়িত্ব পালনকালে দু’দেশের সম্পর্কোন্নয়নে সর্বাত্মক প্রয়াস চালাবেন বলে আশা প্রকাশ করেন স্পিকার।
পূর্বপশ্চিমবিডি/জেআর
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/national/177358/স্পিকারের-সাথে-সৌজন্য-সাক্ষাৎ-করলেন-ভারতের-হাইকমিশনার
Post Come trough : PURBOPOSHCIMBD
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ”সমাজসেবার সুদমুক্ত ক্ষুদ্রঋণ, ঘোচায় দৈন্য আনে সুদিন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা সমাজসেবা কর্তিক আয়োজিত সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে গোমস্তাপুর উপজেলা সভাকক্ষে ৬০জনের মাঝে ১৩,০১,০০০৳ (তেরো লক্ষ এক হাজার)টাকা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার নুরুল ইসলাম, ফিল্ড অফিসার সফিকুল ইসলাম, ইউনিয়ন ফিল্ড অফিসার ও কারিগরী প্রশিক্ষক শাহনাজ পারভীন আখের আলী সহ অন্যান্যরা।
Post Written by : Md Abdul Bashir
Original Post URL : https://ift.tt/2IM9S0u
Post Come trough : নাচোল নিউজ
আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি মঙ্গল, সর্বগ্রাসী গ্রহ রাহু ও দেবগুরু বৃহস্পতির প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে মিথুন রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। কর্ম ও ব্যবসা-বাণিজ্যে বড় কোনো অর্ডার হাত ছাড়া হতে পারে। ভাইবোনদের সঙ্গে সদ্ভাব বজায় রাখা কঠিন হবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
ঘুষ উৎকোচ গ্রহণ নেশাজাতীয় দ্রব্য সেবন ক্রয়বিক্রয় অস্ত্রশস্ত্র বহন ও অপপ্রয়োগ থেকে বিরত থাকুন। লম্বা দূরত্বের সফরে কোনো না কোনো বাধা এসে হাজির হবে। অবশ্য সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয়দের কাছে পাওয়া কঠিন হবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
ভাগ্যলক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার চরণ স্পর্শ করবে। গুপ্ত ও প্রকাশ্য শত্রুদের আক্রোশ কমার সম্ভাবনা। কর্মচারীদের মনে মালিকপ্রীতি দেখা দেবে। আজকের রোপণ করা বৃক্ষ ভবিষ্যতে ফুল, ফল ও সংকটকালে ছায়া দিয়ে বাঁচাবে।
মিথুন [২১ মে-২০ জুন]
অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে হাজির হবে। দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহবিবাদের মীমাংসা হবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহারও প্রাপ্ত হবেন।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। ব্যবসা-বাণিজ্যে মজুদ মালের দাম অধিক বৃদ্ধি পাবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিবাহ বিনিয়োগ বন্ধুত্ব শুভ তথা সুদূরপ্রসারী হবে। লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহারও প্রাপ্ত হবেন।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
দাম্পত্য সুখ-শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে সর্বোচ্চ ছাড় দিতে হবে। সহকর্মী ও অংশীদারদের কাছ থেকে ভরপুর সাহায্য-সহযোগিতা স্বপ্ন পূরণে সহায়ক হবে। রাগ জেদ অহংকার আবেগ বর্জনের সঙ্গে বাক্যপ্রয়োগে সতর্ক থাকুন। বন্ধুত্ব জোড়া লাগার সম্ভাবনা।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। ভাইবোনদের কাছ থেকে ভরপুর সাহায্য-সহযোগিতা প্রাপ্ত হবেন। দূর থেকে আসা কোনো সংবাদে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে। শত্রু ও বিরোধীপক্ষের সব পরিকল্পনা নস্যাৎ হবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
বিদ্যার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য-সহযোগিতা ও আশীর্বাদপ্রাপ্ত হবেন। মামলা মোকদ্দমা ও কোর্টকেসের রায় পক্ষে আসবে। দূর থেকে আসা ডাক বেকারদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
দীর্ঘদিনের ভোগ্য বাধিপীড়া থেকে পরিত্রাণের পথ প্রশস্ত হবে। নিত্যনতুন প্ল্যানপ্রোগ্রাম আর স্বপ্নসাধ পূরণের পথ খুলবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। সন্তানরা কোনো পুরস্কারে ভূষিত হবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
কর্ম ও ব্যবসা-বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাতে পারে। শিক্ষার্থীদের মনে অলসতা দানা বাঁধবে। সহকর্মী ও অংশীদাররা সাহায্যের হাত বাড়িয়ে ধরবে। লটারি ফাটকা জুয়া রেস শেয়ার হাউজিং প্রভৃতিতে বিনিয়োগ না করাই শ্রেয় হবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
শুভাশুভ মিশ্রফল প্রদান করবে। কর্ম ও ব্যবসা-বাণিজ্যে শ্রম অনুপাতে ফল লাভ করা কঠিন হবে। পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর-স্বাস্থ্য খারাপ হয়ে পড়বে। ভাড়াটিয়া হলে মালিকের প্রতি সদ্ভাব বজায় রাখুন নচেৎ বিপদে পড়তে হবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল ও ব্যবসা-বাণিজ্যে লাভবান হওয়ায় ব্যাংক ব্যালান্স ফুলেফেঁপে উঠবে। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ প্রশস্ত হবে। সম্ভাব্য ক্ষেত্রে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে। রাগ জেদ অহংকার আবেগ বর্জনের সঙ্গে বাক্যপ্রয়োগে সতর্ক থাকা শ্রেয় হবে। মনে রাখবেন অযথা লোকে আপনাকে ভুল বুঝবে এবং সন্দেহের চোখে দেখবে। আশ্রিত প্রতিপালিত ব্যক্তির ওপর নজর রাখা শ্রেয়।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/feature/177360/আজকের-রাশিফল
Post Come trough : PURBOPOSHCIMBD
রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা প্রত্যেকেই মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত।
রোববার (১৮ অক্টোবর) সকাল ৬টা থেকে সোমবার (১৯ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযানে গ্রেপ্তার আসামিদের কাছ থেকে ৪৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম ৯৪ পুরিয়া হেরোইন, ১২১ বোতল ফেনসিডিল, ২ কেজি ৩৪০ গ্রাম গাঁজা, ৪টি নেশাজাতীয় ইনজেকশন, ১২ ক্যান বিয়ায় ও ৭ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/177243/রাজধানীতে-মাদকদ্রব্যসহ-গ্রেপ্তার-৪০
Post Come trough : PURBOPOSHCIMBD
চোটের জন্য ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনালে একটা ওভারও বল করতে পারেননি। কুঁচকির চোট নিয়েই এসেছিলেন ডোয়াইন ব্র্যাভো। ফলে আইপিএলের প্রথম কয়েকটি ম্যাচে খেলাও হয়নি তার। মাঠে নেমে কয়েকটি ম্যাচ খেলার পরেই ফের কুঁচকির চোটের কারণে সম্ভবত দুই সপ্তাহ মাঠের বাইরে চলে গেলেন চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার ব্র্যাভো।
আইপিএলের ৩৪ তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আবারো কুঁচকির পুরোনো চোটের কবলে পড়েন ব্র্যাভো। ম্যাচ শেষে ফ্লেমিং বলেন, ব্র্যাভোর কুঁচকিতে সমস্যা হয়েছে। চোটের জেরে ম্যাচের শেষ ওভারও করতে পারেননি। সে জন্য খুব হতাশ। ব্রাভোর শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করা হচ্ছে। দু’সপ্তাহের জন্য হয়তো মাঠের বাইরে থাকতে হবে ব্র্যাভোকে।
প্রসঙ্গত, চোটের কারণে ইতিমধ্যে এবারের আইপিএল থেকে ছিটকে গেছেন সানরাইজার্স হায়দরাবাদের ভুবনেশ্বর কুমার ও মিচেল মার্শ, দিল্লির পেসার ইশান্ত শর্মা ও লেগ স্পিনার অমিত মিশ্র, কলকাতার পেসার আলি খান।
এমনিতেই চাপে আছে চেন্নাই। এবার তাদের পারফরম্যান্স অত্যন্ত খারাপ। তারই মধ্যে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময় ব্র্যাভো খেলতে না পারায় মাহেন্দ্র সিং ধোনির চাপ আরো বাড়লো।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/sports/177242/দুই-সপ্তাহের-জন্য-মাঠের-বাইরে-ব্রাভো
Post Come trough : PURBOPOSHCIMBD
প্রতিদিনের ন্যায় রোববার ওই চার শিশু শিক্ষার্থী কুরান শিক্ষার জন্য নুরানী মাদ্রাসায় যায়। মাদ্রাসা ছুটি শেষে ওই চার শিশু শিক্ষার্থীকে ফুঁসলিয়ে একটি কক্ষে নিয়ে গিয়ে পালাক্রমে যৌন নিপীড়ন করেন শিক্ষক আব্দুর রশিদ।
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে চার শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মুজাহিদপুর নুরানী মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা দায়েরের পর রাতেই অভিযুক্ত শিক্ষক আব্দুর রশিদকে জয়পুরহাট সদর উপজেলার মুজাহিদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
আব্দুর রশীদ সদর উপজেলার মুজাহিদপুর নুরানী মাদ্রাসার শিক্ষক। তিনি একই গ্রামের নয়ামুদ্দিনের ছেলে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান জানান, প্রতিদিনের ন্যায় রোববার ওই চার শিশু শিক্ষার্থী কুরান শিক্ষার জন্য নুরানী মাদ্রাসায় যায়। মাদ্রাসা ছুটি শেষে ওই চার শিশু শিক্ষার্থীকে ফুঁসলিয়ে একটি কক্ষে নিয়ে গিয়ে পালাক্রমে যৌন নিপীড়ন করেন শিক্ষক আব্দুর রশিদ। এ সময় চার শিশুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় সে। শিশুদের অভিভাবক বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করলে পুলিশ আব্দুর রশিদকে গ্রেপ্তার করে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/177241/চার-শিশুকে-যৌন-নিপীড়ন,-শিক্ষক-গ্রেপ্তার
Post Come trough : PURBOPOSHCIMBD
জাতীয় শ্রমিক লীগের ৩৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) এ কমিটি অনুমোদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গত বছর আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনের আগে ৯ নভেম্বর অনুষ্ঠিত জাতীয় শ্রমিক লীগের সম্মেলনে ফজলুল হক মন্টুকে সভাপতি, আজম খসরুকে সাধারণ সম্পাদক ও আবুল কালাম আজাদ কার্যকরী সভাপতি করে দুই বছরের জন্য সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। দীর্ঘ অপেক্ষার পর রোববার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
এ কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. শাজাহান খান, নুর কুতুব আলম মান্নান (রাজশাহী), কামরুজ্জমান চুনু (পাটকল যশোর), হুমায়ুন কবীর (রেল), তোফায়েল আহমেদ (মীরপুর), মো. শফর আলী (চট্টগ্রাম), মো. সাহাব উদ্দন (আদমজী), মো. মুশফিকুর রহমান (বিমান সিবিএ), মো. মহসীন ভুঞা (বিআইডাব্লউটিসি সিবিএ) ও মো. আসকার ইবনে শায়েখ খাজা (ওয়াসা সিবিএ)।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. খান সিরাজুল ইসলাম (স্টীল), সুলতান আহম্মদ (পাউবো) ও বিএম জাফর (খুলনা)।
সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কাউছার আহমেদ পলাশ (নারায়ণগঞ্জ) ও মো. আনিসুর রহমান (জনতা ব্যাংক)।
এছাড়াও প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মেহেদী হাসান (রেল), দপ্তর সম্পাদক এটিএম ফজলুল হক (বনশিল্প), অর্থ সম্পাদক মহিউদ্দিন আহমেদ (রুপালী ব্যাংক), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোতালেব হাওলাদার (তিতাস), শিক্ষা ও সাহিত্যা সম্পাদক মো. শহীদ ডাকুয়া (বিদ্যুৎ), মহিলা বিষয়ক সম্পাদক প্রমীলা পোদ্দার, আইন ও দরকষাকষি বিষয়ক সম্পাদক কাজিম উদ্দিন (তিতাস সিবিএ), শ্রমিক ইউনিয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক মো. লুৎফর রহমান (সোনালী ব্যাংক), ট্রেড ইউনিয়ন সমন্বয় বিষয়ক সম্পাদক মো. ফিরোজ হোসাইন (জনতা ব্যাংক), তথ্য ও গবেষণা সম্পাদক গাজী আজিজুর রহমান (বিদ্যুৎ), ক্র্যাফট ফেডারেশন বিষয়ক সম্পাদক বখতিয়ার কান (চট্টগ্রাম) ও ক্রীড়া ও সাংস্কুতি বিষয়ক সম্পাদক শেখ আলাউদ্দিন আল আজাদ মিলন (খুলনা) হিসাবে নির্বাচত হয়েছেন।
কেন্দ্রীয় কমিটির ৫ সদস্যের মধ্যে রয়েছেন- আব্দুস সালাম খান, আমজাদ হোসেন, নাজমুল আলম রুবেল, মজিবুর রহমান ও সেলিম আনছারি।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/politics/177240/জাতীয়-শ্রমিক-লীগের-৩৫-সদস্যের-কমিটি-ঘোষণা
Post Come trough : PURBOPOSHCIMBD