ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যা মামলার রায় রোববার (৪ অক্টোবর)। দুপুর ১টায় এ রায় ঘোষণা করবেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১’র বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান।
সংশ্লিষ্ট আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আবু আব্দুল্লাহ ভূঞা বলেন, রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। আশা করছি, আসামিদের সর্বোচ্চ সাজা হবে।
গত বছরের ১১ ফেব্রুয়ারি রাজধানী এলিফেন্ট রোডের নিজ বাসায় খুন হন মাহফুজা চৌধুরী। এ ঘটনায় নিহত অধ্যক্ষ মাহফুজা চৌধুরীর স্বামী ইসমত কাদির গামা মামলা দায়ের করেন। গৃহকর্মী রিতা আক্তার ওরফে স্বপনা ও রুমা ওরফে রেশমা এবং দুই গৃহকর্মীর যোগানদাতা রুনু বেগমকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেয় পুলিশ। স্বপনা ও রেশমা হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। তারা দুজনেই এখন কারাগারে আছেন।
গত বছরের ২১ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার এসআই আলমগীর হোসেন মজুমদার দুই গৃহকর্মীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। রুনু বেগমের বিরুদ্ধে অভিযোগ না পাওয়ায় তাকে অব্যাহতির আবেদন করেন তদন্ত কর্মকর্তা। গত ৯ ফেব্রুয়ারি দুই আসামির বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত।
মাহফুজা চৌধুরী ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ইডেন কলেজের অধ্যক্ষ ছিলেন।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/court/175615/ইডেন-অধ্যক্ষ-হত্যা-মামলার-রায়-রোববার
Post Come trough : PURBOPOSHCIMBD
বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মিন্নিসহ মৃত্যুদণ্ড প্রাপ্ত ছয় আসামির ডেথরেফারেন্স হাইকোর্টে পৌঁছেছে। রোববার (৪ অক্টোবর) সকালে বরগুনা কোর্টের কর্মকর্তা জাহাঙ্গীর পিকু রিফাত হত্যা মামলার বিভিন্ন নথিসহ ডেথরেফারেন্স নিয়ে আসেন।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর রিফাত হত্যা মামলায় মিন্নিসহ ছয় আসামির মৃত্যুদণ্ড ও ৪ জনকে খালাস দেন আদালত। বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী (২৩), আল কাইয়ুম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), মো. হাসান (১৯) ও আয়শা সিদ্দিকা মিন্নি (১৯)।
এছাড়া এ মামলায় চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। খালাসপ্রাপ্তরা হলেন- মো. মুসা (২২), রাফিউল ইসলাম রাব্বি (২০), মো. সাগর (১৯) ও কামরুল হাসান সায়মুন (২১)।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত রাকিবুল হাসান রিফাত ফরাজি, আল কাইউম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, মো. হাসান, রাফিউল ইসলাম রাব্বি, মো. সাগর এবং কামরুল ইসলাম সাইমুন আদালতে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত বছরের ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে বন্ড বাহিনী কুপিয়ে হত্যা করে রিফাত শরীফকে। ওই হত্যাকাণ্ড সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল। বন্ড বাহিনীর হোতা নয়ন বন্ড ও অন্যরা প্রকাশ্যে রাম দা দিয়ে শাহনেওয়াজ রিফাতকে (রিফাত শরীফ) কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় মিন্নিকে আসামিদের রামদার মাঝখানে দাঁড়িয়ে বারবার আটকানোর চেষ্টা করতে দেখা যায়। চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকেলেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন রিফাত শরীফ। ঘটনার পরদিন ২৭ জুন রিফাতের বাবা মো. আবদুল হালিম দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫-৬ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ একে একে গ্রেফতার করে এজাহারভুক্ত আসামিদের। রিফাতের ওপর হামলার ছয়দিন পর ২ জুলাই ভোর রাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন এ মামলার আলোচিত প্রধান আসামি সাব্বির আহমেদ নয়ন ওরফে নয়ন বন্ড। পরে ভিডিও, অডিওসহ বিভিন্ন ডকুমেন্ট ও সাক্ষ্যের মাধ্যমে এ মামলার সাক্ষী মিন্নিকে হত্যার ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিহিত করা হয়। সাক্ষী থেকে আসামি হয়ে যান মিন্নি।
রিফাত হত্যাকাণ্ডের দুই মাস ছয়দিন পর গত বছরের ১ সেপ্টেম্বর বিকেলে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২৪ জনকে অভিযুক্ত করে প্রাপ্তবয়স্ক এবং অপ্রাপ্তবয়স্ক দুই ভাগে বিভক্ত করে দুটি তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। এদের মধ্যে ১০ জন প্রাপ্তবয়স্ক আসামি এবং ১৪ জন অপ্রাপ্তবয়স্ক।
প্রাপ্তবয়স্ক আসামিদের বিচারিক কার্যক্রম শুরুর জন্য ২০২০ সালের ১ জানুয়ারি বরগুনার জেলা ও দায়রা জজ আদালত চার্জ গঠন করেন। গত ৮ জানুয়ারি থেকে প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু করে ২৫ ফেব্রুয়ারি এ মামলার ৭৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। গত ১৬ সেপ্টেম্বর উভয়পক্ষের যুক্তি-তর্ক শেষ হয়। ৩০ সেপ্টেম্বর মিন্নিসহ ৬ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/court/175614/মিন্নিসহ-৬-আসামির-ডেথ-রেফারেন্স-হাইকোর্টে
Post Come trough : PURBOPOSHCIMBD
রাজধানীর মোহাম্মদপুরে শিরু মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) রাত ৮টার দিকে মোহাম্মদপুর থানার একতা হাউজিং এলাকার ৮ নম্বর রোডে এ ঘটনা ঘটে।
নিহত শিরু মিয়া পরিবার নিয়ে শেখেরটেক এলাকায় ৮ নম্বরে থাকতেন। বিভিন্ন নির্মাণাধীন ভবনে ইট, বালু, রড সরবরাহ করতেন।
তার স্ত্রী জোসনা বেগম জানান, এক কাজে গাজীপুর গিয়েছিলেন তিনি। কাজ শেষে বাসায় ফিরে আসেন। এরপর তিনি বাসায় কাপড়-চোপড় রেখে আবার বের হয়ে যান। পেছন পেছন আসলে আমাকে বাসায় চলে যেতে বলেন। শরীর খারাপ থাকায় আমি চলে আসি। পরে রাত ৯টার দিকে খবর পাই আমার স্বামীকে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে। আমার জানামতে কারো সাথে তার কোনো শত্রুতা ছিল না। আমার স্বামী দীর্ঘদিন ৩০ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার হাসুর সাথে রাজনীতি করতেন।
নিহতের ছেলে মো. মামুন বলেন, আমার বাবা কাজ শেষে বাসায় ফেরেন। তিনি বাসায় যাওয়ার সময় তার সঙ্গে আমার শেষবার কথা হয়। এর কিছু সময় পরে একজন আমাকে ফোন দিয়ে জানান, আমার বাবাকে কারা যেন কুপিয়েছে। কিন্তু আমরা ঘটনাস্থলে এসে দেখি তার গলাকাটা অবস্থায় রাস্তার পাশে পড়ে আছে। তার সঙ্গে কারো শত্রুতা আছে বলে আমার জানা নেই।
মোহাম্মদপুর থানার ইন্সপেক্টর (অপারেশন) বলেন, একতা হাউজিং এলাকায় একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে হত্যার কারণ এখনই বলা যাচ্ছে না। পুলিশ কাজ করছে। এরই মধ্যে ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে তদন্ত শুরু করেছে। সিআইডির কাজ শেষ হলে সুরতহাল প্রতিবেদন করা হবে। ঘটনার সাথে যেই জড়িত থাকুক না কেন তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে।
মোহাম্মদপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার মৃত্যুঞ্জয় দে সজল জানায়, আমরা সাড়ে ৯টার দিকে ঘটনার খবর জানতে পারি। প্রাথমিকভাবে মনে হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এমন হত্যাকাণ্ড হতে পারে। তদন্ত চলছে। হত্যাকাণ্ডে জড়িতরা যেই হোক না কেন তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/175612/রাজধানীতে-যুবককে-গলাকেটে-হত্যা
Post Come trough : PURBOPOSHCIMBD
করোনায় আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি হওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘সুস্থ আছেন’ এবং ‘আরও ভালো’ অনুভব করছেন। তিনি খুব শিগগিরই সুস্থ হয়ে ফিরে আসবেন বলে আশা প্রকাশ করেছেন।
চিকিৎসার জন্য একটি সামরিক হাসপাতালে অবস্থান করা ট্রাম্প শনিবার (৩ অক্টোবর) টুইটারে পোস্ট করা চার মিনিটের এক ভিডিও ক্লিপে নিজের স্বাস্থ্যের অবস্থা জানান।
ভিডিও বার্তায় তিনি বলেন, অসুস্থ বোধ করায় আমি এখানে (হাসপাতালে) এসেছি। তবে এখন অনেক বেশি ভালো অনুভব করছি এবং পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য আমরা সবাই কঠোর পরিশ্রম করছি। খুব শিগগিরই ফিরে আসব বলে আমি মনে করি।
আমি নির্বাচনী প্রচারণা শেষ করার অপেক্ষায় রয়েছি, যেভাবে এটি শুরু হয়েছিল এবং যেভাবে আমরা এটি করছিলাম, বলেন ট্রাম্প।
ভিডিওতে ট্রাম্পকে নীল জ্যাকেট এবং একটি সাদা শার্ট পরা একটি ডেস্কের পেছনে বসে থাকতে দেখা গেছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমার মনে হয় পরবর্তী কয়েক দিনই আমার আসল পরীক্ষা, সুতরাং পরবর্তী কয়েক দিনের মধ্যে কী ঘটে তা আমরা দেখবো।
করোনা আক্রান্ত হওয়া তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প হোয়াইট হাউজে কোয়ারেন্টাইনে রয়েছেন এবং ‘সুস্থ রয়েছেন’ বলেও জানান ট্রাম্প।
এক কর্মকর্তা শনিবার সাংবাদিকদের জানান, ট্রাম্প সুস্থ আছেন, তবে পরবর্তী ৪৮ ঘণ্টা তার জন্য জটিল হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
তবে ট্রাম্পের প্রধান চিকিৎসকের বরাতে হোয়াইট হাউজের মেডিকেল দল জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ‘এখনও ঝুঁকি মুক্ত নন।’
করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্থানীয় সময় শুক্রবার রাতে সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র এক মাস আগে নিজের সব প্রচার প্রচারণা বাতিল করতে বাধ্য হয়েছেন ট্রাম্প।
করোনায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ২ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে।
হোয়াইট হাউজ জানিয়েছে, সতর্কতা হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প ‘কিছু দিন’ ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে থাকবেন এবং সেখানকার প্রেসিডেন্ট স্যুট থেকে তিনি দাপ্তরিক কাজ চালিয়ে যাবেন।
এর আগে, শুক্রবার সন্ধ্যায় ট্রাম্প হোয়াইট হাউস থেকে মাস্ক পরে বের হন এবং সাংবাদিকদের উদ্দেশে হাত নাড়েন। তবে মেরিন ওয়ান হেলিকপ্টারে ওঠার আগে তিনি কারও সাথে কথা বলেননি।
এ সময় মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারের কর্মী এবং তার সাথে থাকা নিরাপত্তা কর্মী ও হোয়াইট হাউসের কর্মকর্তাদেরও মাস্ক পরে থাকতে দেখা যায়।
ওয়াল্টার রিডে যাওয়ার আগে টুইটারে রেকর্ড করা সংক্ষিপ্ত এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, ‘আমি মনে করি আমি খুব ভালো আছি।’
হোয়াইট হাউজের চিকিৎসক সিন কুনলে জানান, প্রেসিডেন্ট ট্রাম্পকে রেজনারনের অ্যান্টিবডি ককটেলের একটি ডোজ দেয়া হয়েছে। এ চিকিৎসা পদ্ধতি এখনও ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে রয়েছে। বিশেষজ্ঞদের একটি দল ট্রাম্পের চিকিৎসা করছেন।
শুক্রবার ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের করোনাভাইরাস শনাক্ত হয়। টুইটে নিজেই এ তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট।
চলতি সপ্তাহে প্রেসিডেন্টের সাথে বেশ কয়েকটি সফরে যাওয়া হোয়াইট হাউজের সিনিয়র কর্মকর্তা হোপ হিকসের করোনাভাইরাস শনাক্ত হওয়ার কয়েক ঘণ্টা পরই ট্রাম্পের নমুনা পরীক্ষায় এ ফলাফল পাওয়া যায়।
ট্রাম্প টুইটারে লেখেন, আজ রাতে মেলানিয়া ও আমি করোনা পজেটিভ শনাক্ত হয়েছি। আমরা অবিলম্বে আমাদের কোয়ারেন্টাইন ও সেরে ওঠা প্রক্রিয়া শুরু করব। আমরা একসাথে তা মোকাবিলা করব।
ভাইরাসের আক্রমণে শারীরিক পরিস্থিতি জটিল হওয়ার ঝুঁকিতে রয়েছেন ৭৪ বছর বয়সী ট্রাম্প।
যুক্তরাষ্ট্র মহামারির সবচেয়ে খারাপ পরিস্থিতি পেছনে ফেলে এসেছে বলে মন্তব্য করা ট্রাম্প এবার নিজেই আক্রান্ত হলেন করোনায়।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/abroad/175611/‘সুস্থ-আছেন’-ডোনাল্ড-ট্রাম্প,-শিগগিরই-ফেরার-আসা
Post Come trough : PURBOPOSHCIMBD
মৌসুমি বায়ু ও লঘুচাপের প্রভাবে গত কয়েকদিন ধরে রাজধানীসহ দেশে বৃষ্টি হচ্ছে। আজও বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস বলছে, আগামী পাঁচ দিন পর বৃষ্টির এই প্রবণতা কমতে পারে। রোববার (৪ অক্টোবর) আবহাওয়ার এক পূর্বাভাসে এসব কথা জানানো হয়েছে।
এদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উড়িষ্যা উপকূলে অবস্থান করছে।
নদীবন্দরগুলোর জন্য সতর্কবার্তায় বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পুর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/national/175610/৫-দিন-পর-বৃষ্টি-কমতে-পারে
Post Come trough : PURBOPOSHCIMBD
গণফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সভা ডেকেছেন দলটির সভাপতি ড. কামাল হোসেন। আগামী ১৭ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হবে।
সংগঠনটির সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া জানান, ১৭ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে আামদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সভা ডাকা হয়েছে। ওইদিন সকাল সাড়ে ১০টায় এ সভা শুরু হবে।
তিনি বলেন, আমাদের দলের সভাপতি এতে সভাপতিত্ব করবেন। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির জন্য গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ভার্চুয়ালি এতে যোগ দেবেন।
রেজা কিবরিয়া বলেন, এ সভায় দলের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করা হবে এবং সাংগঠনিক কিছু সিদ্ধান্ত নেয়া আছে যা ওই সভায় অনুমোদন করা হবে।
তিনি বলেন, গত ৪ মার্চ দলের সভাপতি কেন্দ্রীয় কমিটির বিলুপ্তি ঘোষণা করেন এবং ১২ মার্চ ৭০ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেন।
গত ২৬ সেপ্টেম্বর গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, কার্যকরী সভাপতি আবু সাইয়িদ এবং সুব্রত চৌধুরীর নেতৃত্বে দলের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা করে আগামী ২৬ ডিসেম্বর জাতীয় কাউন্সিল আয়োজনের ঘোষণা দেন।
তারা রেজা কিবরিয়াসহ আরো তিন নেতাকে দল থেকে বহিষ্কারেরও ঘোষণা দেন।
তবে ড. কামাল অবশ্য জানিয়েছেন গণফোরামের নিয়ম অনুযায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক এ সভার আহ্বান না করায় ওই সভার বৈধতা নেই।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ড. কামাল হোসেন আওয়ামী লীগ থেকে বের হয়ে গিয়ে ১৯৯৩ সালে গণফোরাম প্রতিষ্ঠা করেছিলেন।
গত বছরের ২৬ এপ্রিল দলের পঞ্চম কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার পরে দলীয় নেতাদের মধ্যে বিরোধ শুরু হয়। ওই কাউন্সিলে দলের তৎকালীন সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুসহ অনেক দলীয় শীর্ষ নেতাদের বাদ দিয়ে ওই কমিটির গঠন করা হয়।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/politics/175609/কেন্দ্রীয়-আহ্বায়ক-কমিটির-সভা-ডেকেছেন-ড.-কামাল
Post Come trough : PURBOPOSHCIMBD
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে ৩ কোটি ছাড়িয়েছে। আর নতুন এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ১০ লাখ ৩৭ হাজার ৯৬১ জনে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস থেকে তথ্য জানিয়েছে।
করোনার হালনাগাদ তথ্য দেওয়া ওয়েবসাইটটি বলছে, বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলের মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৫১ লাখ ৩২ হাজার ৫৬৩ জনে। মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৬১ লাখ ২৩ হাজার ২৬৭ জন।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে।
আমেরিকার দুই মহাদেশ ও দক্ষিণ এশিয়ায় সংক্রমণ এখনও দ্রুত বাড়ছে। অন্যদিকে, ইউরোপে নতুন করে রোগটির প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। তবে আশার কথা, এখন আক্রান্তের পর সুস্থ হওয়ার হার দ্রুত বাড়ছে।
ওয়ার্ল্ডোমিটারস’র তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৭৬ লাখ ৮৪৬। মৃত্যু হয়েছে দুই লাখ ১৪ হাজার ২৭৭ জনের।
আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৬৫ লাখ ৪৭ হাজার ৪১৩। এর মধ্যে ১ লাখ এক হাজার ৮১২ জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৪৯ লাখ ৬ হাজার ৮৩৩। এর মধ্যে এক লাখ ৪৬ হাজার ১১ জনের মৃত্যু হয়েছে।
উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ৪৫০। এরমধ্যে চার হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে। যদিও দেশটির বিরুদ্ধে প্রকৃত পরিস্থিতি গোপন করার অভিযোগ রয়েছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/abroad/175608/করোনায়-আক্রান্ত-সাড়ে-৩-কোটি-ছাড়ালো
Post Come trough : PURBOPOSHCIMBD
বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম বীর প্রতীকের ৭১তম জন্মবার্ষিকী আজ। ১৯৪৯ সালের এই দিনে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার উত্তর বুড়িশ্চর গ্রামে তার জন্ম। ইবরাহিমের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ কল্যাণ পার্টির পক্ষ থেকে আজ জাতীয় প্রেস ক্লাবে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠনের বিশিষ্টজনরা তাকে শুভেচ্ছা জানাবেন।
সৈয়দ মুহম্মদ ইবরাহিম ১৯৬২ সালে ফৌজদারহাটে অবস্থিত তখনকার দি ইস্ট পাকিস্তান ক্যাডেট কলেজে পড়াশোনা করেন। ১৯৬৮ সালে কুমিল্লা বোর্ডে মানবিক বিভাগে প্রথম স্থান অধিকার করেন। ১৯৭১ সালের ১৯ মার্চ বেঙ্গল রেজিমেন্টের অফিসার ও সৈনিকরা এবং জয়দেবপুরের জনতা পাকিস্তানিদের বিরুদ্ধে যে বিদ্রোহ করেন তাতে সক্রিয় অংশ নেন তিনি।
মুক্তিযুদ্ধে ইবরাহিম রণাঙ্গনের সামনের কাতারে ছিলেন। সাহসীকতার জন্য তাকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। সেনাবাহিনীতে চাকরির সময় তিনি গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। সামরিক জীবনে তিনি পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ১৯৯৬ সালের জুন মাসে সেনাবাহিনীর চাকরি থেকে অবসরে যান ইবরাহিম।
তিনি সেন্টার ফর স্ট্র্যাটেজিক ও পিস স্ট্যাডিজ নামক গবেষণা প্রতিষ্ঠানের প্রথম নির্বাহী পরিচালক ছিলেন। সোসাইটি ফর হেলথ অ্যান্ড কেয়ার বা ‘সোহাক’ নামক আর্সেনিক সমস্যা গবেষণা-প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন। ইন্সটিটিউট অব হজরত মুহাম্মদ (সা.) নামক প্রতিষ্ঠানের সভাপতি ছিলেন। ২০০৭ সালের ৪ ডিসেম্বর বাংলাদেশ কল্যাণ পার্টি নামে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে তিনি এ দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/politics/175607/সৈয়দ-ইবরাহিমের-৭১তম-জন্মবার্ষিকী-আজ
Post Come trough : PURBOPOSHCIMBD
বাবা হারানো সাবেক অ্যাটর্নি জেনারেল কেএস নবীর দুই নাতিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বারবার চেষ্টা সত্ত্বেও পৈত্রিক নিবাসে ঢুকতে না দেওয়ার ঘটনায় আদালত এ আদেশ দেন। শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে একটি বেসরকারি টিভিতে এ সংক্রান্ত টকশো নজরে নিয়ে স্বপ্রণোদিত হয়ে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান এ আদেশ দেন।
আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট মসজিল মোরসেদ।
তিনি বলেন, একটি বেসরকারি টেলিভিশনে আলোচনা হচ্ছিলো দুটি শিশু নিয়ে। ওই দুটি বাচ্চা সাবেক অ্যাটর্নি জেনারেল প্রয়াত ব্যারিস্টার কে এস নবীর নাতি। যাদেরকে তাদের চাচা বাসায় ঢুকতে দিচ্ছে না। কিছুদিন আগে এই দুই শিশু বাবা হারিয়েছেন। এই টশোতে আমি যুক্ত ছিলাম। টকশোটি হাইকোর্ট বিভাগের বিচারপতি আবু তাহের মোহম্মদ সাইফুর রহমানের নজরে আসায় তিনি স্বপ্রণোদিত হয়ে তাৎক্ষণিক আদেশ দেন।
আদেশে ওই দুই শিশুকে তাদের বাসায় নিরাপদে রেখে আসতে ধানমন্ডি থানার ওসিকে নির্দেশ দেন। এছাড়া রোববার (৪ অক্টোবর) সকাল ১০টায় আদালতে এ বিষয়ে প্রতিবেদনও দাখিল করতে বলা হয়েছে ধানমন্ডি থানার ওসিকে।
জানা গেছে, রাজধানী ধানমন্ডির একটি চারতলা বাড়ির মালিক সাবেক অ্যাটর্নি জেনারেল কেএস নবী। উত্তারাধিকার সূত্রে ওই বাড়িতে ঢুকতে চাইলেও গত কয়েকদিন ধরে ঢুকতে পারছে না কেএস নবীর ছোট ছেলে সিরাতুন নবীর দুই পুত্র।
গত ১০ আগস্ট সিরাতুন নবীর মৃত্যুর পর তার দুই ছেলেকে গত কয়েকদিন আগে বাসা থেকে বের করে দেন ওই শিশুদের আপন চাচা কাজী রেহান নবী। আগেই শিশু দুটির বাবা-মায়ের মধ্যে বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটে। এরপর বাবার মৃত্যুর পর শিশু দুটি কিছুদিনের জন্য তার মায়ের আশ্রয়ে থেকে যায়। এরপর মায়ের কাছ থেকে নিজ পিত্রালয়ে ফেরার চেষ্টা করে ওই দুই শিশু। কিন্তু তাদেরকে আর বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয় না। এরপর কয়েকবারের চেষ্টা করেও শিশু দুটি ওই বাসায় প্রবেশ করতে পারেনি। তবে বিষয়টি ধানমন্ডি থানাকে জানানো হলেও পুলিশের কথা আমলে নেননি শিশুদের চাচা ও সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী রেহান নবী।
শিশু দুটির ফুফু (কেএস নবীর বোনের মেয়ে) মেহরীন আহমেদ জানিয়েছেন, বিবাহবিচ্ছেদের জন্য ওদের বাবা-মা আলাদা থাকতেন। ওরা ওদের বাবার সঙ্গেই দাদার বাড়িতে থাকতো। কিন্তু বাবার মৃত্যুর পর শিশু দুটি খুব বেশি বিষন্ন হয়ে পড়ে এবং ওদের মায়ের কাছে কিছুদিন থেকে আবার গতকাল বাড়িতে ফেরে। কিন্তু তারা বাসার গেট খোলেনি। আমরা পরিবার থেকে যোগাযোগ করি। শিশুদের বড় চাচা কাজী রেহান নবীকে ফোন করি। কিন্তু তিনি শরীর অসুস্থতার অজুহাতে পরে বাড়িতে আসতে বলেন। এরপর আমরা ধানমন্ডি থানায় বিষয়টি অবহিত করি। তিনি আরো জানান, বাড়িটি এখনো কেএস নবীর নামে। সেদিক থেকে দেখলে এই শিশু দুটিও ওই বাড়ির উত্তরাধিকারী। আর শিশুদের বাবার মৃত্যুর পর তার ব্যাংক-ব্যালেন্স দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারই বড় ভাই রেহান নবী।
ঘটনাটি নিয়ে শনিবার দিবাগত রাত ১২টায় একাত্তর টিভির একাত্তর জার্নালে একটি প্রতিবেদন প্রচারিত হয়। এসময় একাত্তর জার্নালে শিশু দুটির সঙ্গে তাদের ফুফু, সাংবাদিক রেজওয়ানুল হক ও সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ আলোচনায় যুক্ত ছিলেন। অনুষ্ঠানটি প্রচার চলাকালিন বিষয়টি নজরে আসে বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের। এরপর স্বপ্রণোদিত হয়ে মাঝরাতে হাইকোর্টের বেঞ্চ বসিয়ে আদেশ দেন বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের বেঞ্চ।
জানা গেছে, এর আগে রাতে আপিল বিভাগের চেম্বার আদালত বসে কয়েকটি আদেশ দেওয়ার ঘটনা আছে। কিন্তু মধ্যরাতে হাইকোর্ট বসিয়ে আদেশ দেওয়ার ঘটনা বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে বিরল।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/court/175606/দুই-শিশুর-অধিকার-নিশ্চিতে-মধ্যরাতে-বসলো-হাইকোর্ট
Post Come trough : PURBOPOSHCIMBD
টানা ১২ বছর রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা-অ্যাটর্নি জেনারেল ছিলেন মাহবুবে আলম। তার মৃত্যুতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সাংবিধানিক এই পদটি শূন্য হয়েছে। এখন বিচারাঙ্গনে চলছে নানা জল্পনা-কল্পনা। কে হচ্ছেন পরবর্তী অ্যাটর্নি জেনারেল এ নিয়ে কৌতূহল রয়েছে সর্বত্র।
মাহবুবে আলম দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুর পর সরকার নতুন অ্যাটর্নি জেনারেল নিয়োগের পক্ষে কাজ শুরু করেছে।
জানা গেছে, মাহবুবে আলমের অবর্তমানে অ্যাটর্নি জেনারেল হিসেবে শ ম রেজাউল করিমকে ভাবা হচ্ছিল। কিন্তু তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে মন্ত্রী হওয়ায় আওয়ামী পন্থী আইনজীবীদের মধ্যে বিরাট শূন্যস্থান তৈরি হয়েছে। তারপরও সরকার অত্যন্ত দক্ষ এবং সৎ একজন আইনজীবী খুঁজছে। ইতোমধ্যে কয়েকটি নাম আলোচনায় উঠে এসেছে। এর মধ্যে রয়েছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন, অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী ও ব্যারিস্টার আজমালুল হক কিউসি। এ ছাড়া সিনিয়র অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, মোমতাজ উদ্দিন ফকির এবং সম্প্রতি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগপ্রাপ্ত অ্যাডভোকেট এসএম মুনীরের নামও আলোচনায় আছে। নারী আইনজীবীদের মধ্য থেকেও অ্যাটর্নি জেনারেল পদের জন্য নাম এসেছে ব্যারিস্টার নিহাদ কবিরের।
সংবিধানের ৬৪(১) অনুচ্ছেদে বলা হয়েছে: ‘সুপ্রিম কোর্টের বিচারক হইবার যোগ্য কোন ব্যক্তিকে রাষ্ট্রপতি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগদান করিবেন।’ (২) ‘অ্যাটর্নি-জেনারেল রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালন করিবেন।’ (৩) ‘অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালনের জন্য বাংলাদেশের সকল আদালতে তাহার বক্তব্য পেশ করিবার অধিকার থাকিবে।’ (৪) ‘রাষ্ট্রপতির সন্তোষানুয়ায়ী সময়সীমা পর্যন্ত অ্যাটর্নি জেনারেল স্বীয় পদে বহাল থাকিবেন এবং রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত পারিশ্রমিক লাভ করিবেন।’
সরকারের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, গুরুত্বপূর্ণ এ পদ পূরণে পেশাদার আইনজীবীদের মধ্য থেকে যোগ্য এবং উপযুক্ত ব্যক্তিকেই নিয়োগ দেয়া হবে। জানতে চাইলে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, অ্যাটর্নি জেনারেলের শূন্যপদে নিয়োগ নিয়ে আমরা চিন্তা করছি, দেখা যাক...।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একটা জায়গা খালি হলে প্রতিযোগিতা তো হবেই।
অ্যাটর্নি জেনারেল হিসেবে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এএম আমিন উদ্দিনের নাম আলোচিত হচ্ছে। দীর্ঘদিন বিএনপিপন্থী আইনজীবীদের দখলে থাকা সুপ্রিমকোর্ট বারের নেতৃত্ব ছিনিয়ে নিয়ে তিনি পরপর দু’বার সভাপতি হয়েছেন। সদালাপী এই আইনজীবী ইতোমধ্যে সবার প্রিয়ভাজন হয়েছেন। ফলে অ্যাটর্নি জেনারেল হিসেবে তার নিয়োগের সম্ভাবনার কথা বলছেন অনেকে।
মুরাদ রেজাও অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে পারেন। কারণ, তার দীর্ঘদিনের রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। তিনি বিভিন্ন সময় অ্যাটর্নি জেনারেলের অবর্তমানে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় শুনানিতে অংশ নিয়েছেন। অতীতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল থেকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার নজিরও রয়েছে।
সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে পারেন-এমন গুঞ্জনও রয়েছে। বাংলাদেশে তিনিই একমাত্র আইনজীবী যিনি ব্রিটেনের কুইন্স কাউন্সিল থেকে কিউসি পদধারী। বিভিন্ন সময় অ্যাটর্নি জেনারেল পরিবর্তনের গুঞ্জনে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকীর নামও আলোচনায় এসেছে। এই আইনজীবীর সততা ও দক্ষতার সুনাম রয়েছে সংশ্লিষ্ট মহলে। সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরীও অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে পারেন বলে অনেকে মনে করছেন। ফৌজদারি আইন বিশেষজ্ঞ মনসুরুল হক চৌধুরীর সংশ্লিষ্ট মহলে গ্রহণযোগ্যতা রয়েছে। নতুন অ্যাটর্নি জেনারেল নিয়োগের তালিকায় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনীরের নামও শোনা যাচ্ছে। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট মুনীর করোনাকালে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন। বিষয়টিকে অনেকে তার ওপর সরকারের সুদৃষ্টি হিসেবে বিবেচনা করছেন।
নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে সুপ্রিমকোর্টের আইনজীবী মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ঢাকার (এমসিসিআই) সভাপতি ব্যারিস্টার নিহাদ কবিরের নামও শোনা যাচ্ছে। নারীর ক্ষমতায়নে বিশ্বাসী সরকার দেশের প্রথম নারী অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার নিহাদ কবিরকেও নিয়োগ দিতে পারে।
বাংলাদেশের ১৩তম অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ২৭ সেপ্টেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/national/175605/কে-হচ্ছেন-অ্যাটর্নি-জেনারেল
Post Come trough : PURBOPOSHCIMBD
প্রথমবার অংশ নিয়েই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান। তিনি বাফুফের বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনের প্যানেল থেকে নির্বাচনে অংশ নেন।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ২টা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও আড়াইটার পর শুরু হয়ে চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। নির্বাচনে মোট ১৩৯ ভোটের মধ্যে ১৩৫টি ভোট পড়েছে।
নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল থেকে জানা যায়, ৯৪ ভোট পেয়ে টানা চতুর্থবারের মতো বাফুফে সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী মোহাম্মদ সালাউদ্দিন। একই প্যানেল থেকে (সম্মিলিত পরিষদ প্যানেল) সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ইমরুল হাসান। তিনি পেয়েছেন ৮৯ ভোট।
সহ-সভাপতি পদে আরো নির্বাচিত হয়েছেন কাজী নাবিল আহমেদ (৮১ ভোট), আতাউর রহমান মানিক (৭৫ ভোট)। মহিউদ্দিন (৬৫ ভোট) ও তাবিথ আউয়াল (৬৫ ভোট) সমানসংখ্যক ভোট পেয়েছেন। টাই হওয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর। নির্বাচিতদের সবাই সালাউদ্দিনের প্যালেল। আর টাই হওয়া মহিউদ্দিন সমন্বয় প্যানেল এবং তাবিথ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।
সহ-সভাপতি নির্বাচিত হওয়া ইমরুল হাসান একজন সফল ক্লাব প্রেসিডেন্ট। তার হাত ধরেই বাংলাদেশের প্রথম ক্লাব হিসেবে অভিষেক মৌসুমেই দুটি শিরোপা জিতে বসুন্ধরা কিংস। অল্প সময়েই ক্লাবটি দেশের অন্যতম সেরা ক্লাব হয়ে উঠেছে। প্রিমিয়ার লিগ ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন দলটিতে দেশের বেশ কয়েকজন তারকা ফুটবলার এবং উঁচু মানের বিদেশি ফুটবলারদের দুর্দান্ত কম্বিনেশনের মূল কারিগরও তিনি।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/sports/175604/বাফুফের-সহ-সভাপতি-নির্বাচিত-হলেন-ইমরুল-হাসান
Post Come trough : PURBOPOSHCIMBD
আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি তুলা রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ দৈত্যকুল গুরু শুক্র, সর্বগ্রাসী গ্রহ রাহু ও সেনাপতি মঙ্গলের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে মিথুন রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড়ভাড় তীব্রগতির বাহন বর্জন করুন। মন সুর সংগীত ও ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
হাত বাড়ালেই সফলতা ধরা দেওয়ায় দিনটি বেশ মৌজমস্তিতে কাটবে। হারানো ধনসম্পদ সম্পত্তি ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে। রাগ জেদ অহঙ্কার আবেগ বর্জন করতে হবে। শত্রু ও বিরোধীপক্ষরা পিছু হটতে বাধ্য হবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
আয় বুঝে ব্যয় করুন নচেৎ সঞ্চয়ে হাত পড়বে। মামলা মোকদ্দমা ও কোর্ট কেসে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে। কিন্তু ফল লাভ হবে না। বাড়ির ইলেক্ট্রনিক্স সামগ্রী ও যানবাহন মেরামতে প্রচুর ব্যয় হবে। অবশ্য সংকটকালে বন্ধুরা হাত বাড়িয়ে ধরবে।
মিথুন [২১ মে-২০ জুন]
ডাকযোগে প্রাপ্ত সংবাদ বেকারদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য ও বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। ভাঙা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
কর্ম অর্থ সুনাম যশ প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে। কর্ম ও ব্যবসা-বাণিজ্যে ব্যাপদ্দেশে দূর ভ্রমণের সম্ভাবনা। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় বরণীয় হয়ে থাকবে। হারানো পিতৃমাতৃ ধনসম্পদ সম্পত্তি ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফলতা প্রাপ্ত হবেন। দীর্ঘদিনের লালিত স্বপ্নসাধ পূরণের পথ প্রশস্ত হবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ প্রশস্ত হবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা অধিক ভারী হয়ে থাকবে। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক বলে প্রমাণিত হবে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড়ভাড় তীব্র গতির বাহন বর্জন করুন। প্রেম বন্ধুত্ব শুভ।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। প্রেমীযুগলের প্রেম সমাজে স্বীকৃতি পাবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেক্ট্রনিক্স সামগ্রীর পসরা সাজবে। সন্তানদের কেরিয়ার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
শরীর স্বাস্থ্যের প্রতি তীক্ষè নজর রাখুন। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখুন। অবশ্য শ্রমিক কর্মচারীদের মনে মালিকপ্রীতি দেখা দেবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
হারানো পিতৃমাতৃ ধনসম্পদ সম্পত্তি ব্যবসা ফিরে পাাওয়ার পথ প্রশস্ত হবে। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। বেকার যুবক-যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে। শত্রু ও বিরোধীপক্ষের সব পরিকল্পনা নস্যাৎ হয়ে পড়বে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
দাম্পত্য সুখ-শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসাথীর মতামতকে গুরুত্ব দিন। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সতর্ক থাকুন। লটারি ফাটকা জুয়া রেস শেয়ার হাউজি এড়িয়ে চলুন। অবশ্য দীর্ঘদিনের ভাঙা প্রেম জোড়া লাগবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
ভাইবোনদের কাছ থেকে ভরপুর সাহায্য-সহযোগিতা প্রাপ্ত হবেন। মামলা-মোকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসবে। সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। কর্মের সুনা যশ পদোন্নতির পথ সুগম করবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে। দীর্ঘদিনের ঋণের বোঝা নামার জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। নতুন গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন অচিরেই পূরণের দিকে ধাবিত হবে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/feature/175602/আজকের-রাশিফল
Post Come trough : PURBOPOSHCIMBD
অলিউল হক ডলার,নাচোল:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে টিনের ঘরের বেড়া নির্মানের সময় বিদ্যুৎ তাড়িত হয়ে ৪ মিস্ত্রি আহত হয়েছে।
আতহ মিস্ত্রি আসাদুল(৪০) জানান, আজ শনিবার বিকেল ৩টার দিকে নাচোল পৌর এলাকার দক্ষিন সাঁকোপড়ায় পেট্রোল পাম্পের দক্ষিনে মেসার্স হুমায়ুন ট্রেডার্স এর রড-সিমেন্টের ঘরের টিনের বেড়ায় টিন লাগানোর সময় বিদ্যুৎ চালিত ড্রিল মেশিন দিয়ে দোকান ঘরের টিন সেট করা কালে এ দুর্ঘটনা ঘটে। তিনি জানান, ড্রিল মেশিনের বিদ্যুৎ সংযোগের তার টিনের সাথে ঘর্ষনে কেটে গেলে আন্ধরাইল গ্রামের আলাবক্সের ছেলে টিনমিস্ত্রি আলমগীর(৪১), তসিকুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক(৩৮), মোশাররফ হোসেনের ছেলে আসাদুল(৪০) ও সেরাজুল ইসলামের ছেলে আবু(৩৬) বিদ্যুৎ তাড়িত হয়ে মারাত্মক আহত হন। স্থানীয়রা তাদেরকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।
কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের শরিরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তাদের চিকিৎসা দেয়া হয়েছে। তারা সকলেই শংকামূক্ত, তবে সুস্থ্য হতে সময় লাগবে।
এদিকে দোকান মালিক হুমায়ুন চৌধুরীকে তার দোকানে ও তার মুঠোফোনে যোগাযোগ করে পওয়া যায়নি। অন্যদিকে নাচোল থানার ওসি(তদন্ত) আব্দুল হান্নান জানান, ঘটনা শুনেছি, তবে কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/3nefhgz
Post Come trough : নাচোল নিউজ
দুর্নীতবাজ ও ধর্ষকদের সামাজিকভাবে বর্জন করতে হবে: মোস্তফা
নিজস্ব প্রতিবেদক
দুর্নীতি-দুবৃত্তায়ন ও হত্যা-ধর্ষণের ভয়াবহতা যেভাবে সমগ্র সমাজে প্রতিনিয়ত যে ভাবে বিস্তার লাভ করছে তাতে সমগ্র জাতি এখন আতঙ্কিত হয়ে পড়েছে বলে মন্তব্য করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, দুর্নীতবাজ ও ধর্ষকদের সামাজিকভাবে বর্জন করতে হবে, প্রতিরোধ করতে হবে।
শনিবার (৩ অক্টোবর) নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে খাসখবর পত্রিকার সম্পাদক মারুফ সরকারের নানা বিশিষ্ট সমাজসেবক মো. জিন্নাহ তালুকদারের প্রথম মৃতু্যবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির উদ্দ্যোগে আয়োজিত স্মরণ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মরহুম জিন্নাহ তালুকদার যে শোষণমুক্ত-দুর্নীতিমুক্ত দেশের স্বপ্ন দেখতেন তা এখনও অধরা রয়ে গেছে। রাষ্ট্র নারী ও শিশুদের ধর্ষণ ও এর শিকারদের সামাজিক সুরক্ষা দিতে পারছে না। অন্যদিকে ধর্ষকদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার বিষয়টিও জোরালো হচ্ছে না। ফলে হত্যা-ধর্ষণ প্রতিরোধে সরকারের ব্যর্থতায় সমগ্র জাতি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।
তিনি আরো বলেন, সরকারের জবাবদিহিতার অভাবেই সিলেটের এমসি কলেজে স্বামীর সামনে স্ত্রী গণধর্ষণের শিকার হয়েছেন। অন্যদিকে সৌদি আরব প্রবাসী হাজার হাজার শ্রমিক বিক্ষোভ করছে ভিসার মেয়াদ শেষ হওয়ার ফলে, এখন পর্যন্ত তাদের ভিসার মেয়াদ পুনরায় নিবন্ধন করা হয়নি। অথচ এগুলো সরকারের দায়িত্ব। সরকারের দায়িত্বশীল মন্ত্রীরা এই দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিচ্ছে।
সংগঠনের চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা’র সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহন করেন সংগঠনের মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল, সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন, কেন্দ্রীয় নেত্রী ডা. আসমা আক্তার মৌসুমী, শহিদুল ইসলাম সাইফুল, মো. আল আমিন, মিস চম্পা প্রমুখ।
সভাপতির বক্তব্যে মো. মঞ্জুর হোসেন ঈসা মরহুম জিন্নাহ তালুকদারের রুহের মাগফেরাত কামনা করে বলেন, মানবতাবাদী একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারলেই তার প্রতি যথাযথ সমআন জানানো সম্ভব হবে। আর এর জন্য প্রয়োজন আইনের শাসন প্রতিষ্ঠাল লক্ষে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধভাবে কাজ করা। মরহুম জিন্নাহ তালুক ছিলেন একজন পরিপূর্ণ দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী সৈনিক।
তিনি বলেন, দেশে ধর্ষণের ঘটনা এমনভাবে বেড়েছে যাতে বিশ্বের সামনে আমাদের মাথা নিচু হয়ে যাচ্ছে। স্বামীর সামনে স্ত্রী গণধর্ষণের শিকার এমন বীভৎস ঘটনার দায় কেউ এড়াতে পারে না। আমরা প্রতিটি ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/politics/175512/দুর্নীতবাজ-ও-ধর্ষকদের-সামাজিকভাবে-বর্জন-করতে-হবে:-মোস্তফা
Post Come trough : PURBOPOSHCIMBD
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হয়েছেন। শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লার বুড়িচংয়ের কোরপাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত থেকেই কোরপাই এলাকায় একটি লরি বিকল হয়ে পড়ে ছিল। শনিবার সকালে বিকল লরির পেছনে আরেকটি কাভার্ডভ্যান এসে দাঁড়ায়। সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস থেমে থাকা গাড়ি দুটির পেছনে আসলে গতিরোধ করে।
এ সময় পেছন দিক থেকে আসা চট্টগ্রাম অভিমুখী স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাইক্রোবাসটিকে চাপা দেয়। এতে মাইক্রোবাসে থাকা একজন নারী ও একজন পুরুষ ঘটনাস্থলেই নিহত হন। মাইক্রোবাসের অপর দুই যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফায়াত হোসেন দুই যাত্রী নিহতের তথ্য নিশ্চিত করেছেন।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/175511/কুমিল্লায়-বাসচাপায়-মাইক্রোবাসের-দুই-যাত্রী-নিহত
Post Come trough : PURBOPOSHCIMBD
নবম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে অপহরণের অভিযোগে সময় টিভি বরগুনার নিজস্ব প্রতিবেদক মো. আবদুল আজিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপহৃত স্কুলছাত্রী বরগুনা পৌর শহরের এক হিন্দু বস্ত্র ব্যবসায়ীর মেয়ে।
শনিবার (৩ অক্টোবর) ভোরে ৪টার দিকে মহিপুর থানা পুলিশ পর্যটন এলাকা কুয়াকাটায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান।
সূত্র জানায়, বরগুনা পৌর শহরের হিন্দু ধর্মালম্বী এক বস্ত্র ব্যবসায়ীর নবম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে অপহরণের অভিযোগে ২ অক্টোবর রাতে বরগুনায় সদর থানায় সময় টিভির সাংবাদিক আবদুল আজীমসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন ছাত্রীর বাবা। এ ঘটনায় বরগুনা থানা পুলিশ ও মহিপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে পর্যটন এলাকা কুয়াকাটা থেকে গ্রেপ্তার করা হয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত সাংবাদিক আজিমের বিরুদ্ধে বরগুনায় সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করায় বিষয়টি বরগুনা পুলিশ আমাদের অবহিত করলে আমরা তাৎক্ষণিক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, গ্রেপ্তারের পর বরগুনা সদর থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে। আসামি আজিম ও উদ্ধারকৃত ছাত্রীকে বরগুনা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/175509/বরগুনায়-স্কুলছাত্রী-অপহরণের-অভিযোগে-সাংবাদিক-গ্রেপ্তার
Post Come trough : PURBOPOSHCIMBD
একাদশে অনলাইন ক্লাস শুরু হচ্ছে রোববার (৪ অক্টোবর) থেকে। করোনার প্রভাবে শ্রেণিকক্ষে আপাতত পাঠদান সম্ভব না হাওয়ায় শিক্ষার্থীদের নির্বিঘ্নে লেখাপড়ার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।
জানা গেছে, আগামী ৪ অক্টোবর সকাল ১০টায় ঢাকা কলেজে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও বিশেষ অতিথি হিসেবে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশে অনলাইন ক্লাস উদ্বোধন করবেন।
গত ৯ আগস্ট থেকে কেন্দ্রীয়ভাবে অনলাইনে একাদশে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আগের বছরগুলোতে ১ জুলাই থেকে ক্লাস শুরু হলেও এবার করোনাভাইরাস মহামারির মধ্যে বিলম্বে শিক্ষার্থী ভর্তি করা হয়।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/education/175510/একাদশে-অনলাইন-ক্লাস-শুরু-রোববার
Post Come trough : PURBOPOSHCIMBD