হিলি প্রতিনিধিঃ-
দিনাজপুরের হিলিতে বিশেষ অভিযান চালিয়ে চোরাই মটরসাইকেলসহ রুবেল হোসেন (২৮) নামের একজনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।
গত রাতে উপজেলার মধ্যবাসুদেবপুর (রাজধানী মোড়) এলাকা থেকে তাকে আটক করা হয়।
আজ রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ ফেরদৌস ওয়াহিদ জানান,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজধানী মোড় এলাকায় অভিযান চালিয়ে জেলার বিরল থানায় ১ সেপ্টেম্বর দ্বায়ের করা মামলা নং-০১ ও ধারা-৩৭৯ দন্ড বিধি সংক্রান্তে একটি ১০০ সিসি লাল রংয়ের হিরো হোন্ডা সহ রুবেলকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি ও মটরসাইকেলটিকে বিরল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটককৃত রুবেল হোসেন হলেন দিনাজপুর জেলার বিরল উপজেলার মাধববাটী গ্রামের মৃত হেকমতের ছেলে।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/3jSjNyD
Post Come trough : নাচোল নিউজ
গ্যাস লাইনের ওপর নারায়াণগঞ্জের তল্লায় মসজিদ নির্মাণের অনুমোদন ছিলো কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ভবনটির বিদ্যুৎ ধারণক্ষমতার বাইরে এসির সংযোগ দেয়া হয়েছে কি না তাও তদন্ত করা হচ্ছে।
নারায়াণগঞ্জের তল্লায় মসজিদে বিস্ফোরনের ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সংসদে তোলা শোক প্রস্তাবে আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, এ ঘটনার পরপরই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এরই মধ্যে ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহও করেছেন বিস্ফোরক বিশেষজ্ঞরা। তদন্তের মাধ্যমে বিস্ফোরণের কারণ দ্রুত বেরিয়ে আসবে বলে মনে করেন সংসদ নেতা।
এসময় তিনি আরো বলেন, অপরিকল্পিতভাবে কোন স্থাপনা তৈরি হলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। সারা দেশে পরিকল্পিতভাবে মসজিদ নির্মাণ হয়েছে কিনা এবং এর গ্যাস-বিদ্যুতের সরবরাহ যথাযথ আছে কিনা তা খতিয়ে দেখতে মন্ত্রিপরিষদ সচিব ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
এছাড়া, একাদশ সংসদের নবম অধিবেশনের শুরুতেই দুই সংসদ সদস্য সাহারা খাতুন, ইসরাফিল আলম এবং ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুর্খাজির মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/35bL76Z
Post Come trough : নাচোল নিউজ
স্কুল খোলার পরিস্থিতি তৈরি না হলে প্রাথমিকে এ বছর কোনো পরীক্ষা হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আকরাম আল হোসেন। তবে অক্টোবর বা নভেম্বরে বিদ্যালয় খোলা গেলে সিদ্ধান্ত অন্যরকম হতে পারে বলে জানান তিনি।
রোববার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এসময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনও উপস্থিত ছিলেন।
আকরাম আল হোসেন বলেন, সব ধরনের পরিকল্পনাই রাখা হচ্ছে। সবকিছু নির্ভর করছে স্কুল খোলার উপরে। অক্টোবর বা নভেম্বরে যদি স্কুল খোলা যায় তাহলে আলাদা দুটি পরিকল্পনা করা আছে। আর যদি স্কুল খোলা যায়, তবে মূল্যায়নের বিষয়ে একটা ব্যবস্থা নিতে পারবো। আর না হলে তো আপনারা বোঝেন।
করোনার কারণে ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এ কারণে এ বছরের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিল করা হয়েছে। এ অবস্থায় নভেম্বর মাসেও বিদ্যালয় খোলা না গেলে শিক্ষার্থীদের ‘অটোপাস’ দেয়া হবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, অটোপাসের খবর শুনে শিক্ষার্থীরা যেন পড়াশোনা থেকে সরে না যায়, সেজন্য এখনই কোনো ঘোষণা তারা দিচ্ছেন না।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/3h5TByT
Post Come trough : নাচোল নিউজ
সোহেল রানা, যশোর প্রতিনিধিঃস্বামী আর একমাত্র সন্তানকে হারিয়ে অসহায় হয়ে মানবেতর জীবনযাপন করছে ছবিরন নেছা (৬৫) নামে এক দুখিনী মা।জীবন বাঁচাতে দু’বেলা দু’মুঠো খাবার যোগাড় করতে চায়ের দোকানে পানি তুলার কাজ করেন তিনি। সিমিত রোজগারে খেয়ে না খেয়ে চলছে তার সংগ্রামী জীবন।
রোববার দুপুরে শার্শার নাভারণে পথ শিশু ও ভারসাম্যহীন পাগলদের খাবার বাড়ি খেতে এসে কান্নারত অবস্থায় ক্যামেরা বন্ধি হয় ছবিরন। জানা যায় তার কান্নার পেছনের নানা ঘটনা।চোখের কোনে এক সমুদ্র জল নিয়ে ছবিরন নেছা বলেন, সকাল থেকে বিভিন্ন চায়ের দোকানে পানি তুলতে তুলতে ক্লান্ত হয়ে গেছি।এখন আর শরীরে বল পাইনা। তার মধ্যে প্রচন্ড ক্ষুধার জ্বালায় মাথা ঘুরছে।
১৫ টাকা নিয়ে খেতে যাচ্ছিলাম এখানে আসতেই ওনারা আমাকে খেতে দিয়েছে। অনেক তৃপ্তি নিয়ে খেয়েছি।এখন একটু ভাল লাগছে বাবা।পরিবারে কে কে আছে এমন প্রশ্নে অঝর ধারায় কষ্টমাখা জল গড়িয়ে পড়লো ছবিরন নেছার দু’চোখ দিয়ে।কান্না করতে করতে বলেন এ জগতে আমার আপন বলতে কেউ নাই।
সাত বছরের এক ছেলে সন্তানকে ফেলে স্বামী মারা গেছে ৪০ বছর আগেই।একমাত্র সন্তান নয়ন হোসেনকে বুকে আগলিয়ে বেঁচে থাকার ইচ্ছে নিয়ে পরের দুয়ারে দুয়ারে কাজ করে সন্তানকে বড় করেছি।আজ সেই সন্তানও বিয়ে করে দুরে কোথাও আলাদা থাকে। আমাকে কখনও তার বাড়িতে যেতে দেয় না।খেতেও দেয়না।বলতে বলতে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েন।
স্বামী সন্তানহীন ৬৫’র বৃদ্ধা ছবিরন।তবু কেউ রাখেনা তার খোঁজ।পাইনা বয়স্ক ভাতার কোন সুযোগ সুবিধা। পেটের ক্ষুধায় রোজগার করতে রাস্তায় তিনি। ছবিরন নেছা ঝিকরগাছা উপজেলার হেড়েদেয়াড়া গ্রামের মহসিন হোসেনের স্ত্রী।
পথ শিশু ও পাগলদের খাবার বাড়ির পরিচালনাকারী বাদল হোসেন বলেন,ছবিরন এখান দিয়ে যাওয়ার সময় মনে হলে তিনি খুব ক্ষুধার্ত। তাই তাকে রাস্তা থেকে ডেকে আমাদের এই ফ্রি খাবার বাড়িতে এনে খেতে দি।মাত্র দুই দিনে ফ্রি খাবার বাড়িটি খুব আলোচিত হয়েছে। ছবিরনকেও প্রতিদিন খাবারের জন্য বলা হয়েছে।ছবিরন যতদিন বেঁচে থাকবে ততদিন তিনি এখান থেকে খাবার পাবেন।
খাবার বাড়ির প্রধান উদ্যোগতা ও মানবসেবা হেল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান মিজান বলেন, পথ শিশু,ভারসাম্যহীন পাগল,প্রতিবন্ধি,ভিক্ষুক এবং ক্ষুধার্ত মানুষের খাবার খাওয়ানোর জন্যই আমাদের এই পথচলা। মানবসেবা হেল্প ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় আর্তমানবতায় কাজ করছে প্রবাস ও দেশের কয়েক হাজার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমি সকলের প্রতি আন্তরিক ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/3bCgvgi
Post Come trough : নাচোল নিউজ
সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রয়েড়া গ্রামে পানিতে ডুবে বায়েজিদ হোসেন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে এ ঘটনা ঘটে। শিশু বায়েজিদ ওই গ্রামের লুৎফর রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে খেলতে খেলতে শিশু বায়েজিদ বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে পুকুরের পানিতে বায়েজিদকে ভেসে থাকতে দেখে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর হোসেন শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/3m7jXV0
Post Come trough : নাচোল নিউজ
আজ ৬ সেপ্টেম্বর ২০২০ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনা ও শ্রদ্ধেয় জেলা প্রশাসক, ফরিদপুর মহোদয়ের সার্বিক সহযোগিতায় ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক কর্তৃক সদর উপজেলার চকবাজার ও নিউমার্কেটে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। তদারকিতে পেঁয়াজের খুচরা দোকানসমূহে দেখা যায় যে, বাজার দর গতকালের তুলনায় অনেক কম। প্রতিকেজি পেঁয়াজ ৪৫ টাকা দরে বিক্রি হতে দেখা যায় যা গতকাল ৫২-৫৪ টাকা ছিল। দাম বৃদ্ধি না করার জন্য পাইকারি-খুচরা ব্যবসায়ীদের আহ্বান জানানো হয়েছে। কসমেটিকস, চাল ও অন্যান্য নিত্য পণ্যের দোকানে মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, অবৈধভাবে ব্যবসা পরিচালনা করা এবং আমদানিকৃত বিদেশি কসমেটিকসের মোড়কে আমদানিকারকের তথ্য না থাকাসহ বিভিন্ন অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। এছাড়াও বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনসহ প্রযোজ্য সকল আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এসময় জনাব মোঃ বজলুর রশিদ খান, জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও জেলা পুলিশের ১টি টিম তদারকি কাজে সার্বিক সহযোগিতা করেন|
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/324Kkmt
Post Come trough : নাচোল নিউজ
Boost ar jonnno please trusted company refer korun ☺️☺️ Thanks for advance 👍 @ (https://ift.tt/3i79fLw) by Faiyaz Akbar from the facebook group Women and e-Commerce forum ( WE )
Boost ar jonnno please trusted company refer korun ☺️☺️ Thanks for advance 👍
(Feed generated with FetchRSS) Boost ar jonnno please trusted company refer korun ☺️☺️ Thanks for advance 👍 @ (https://ift.tt/3i79fLw) by Faiyaz Akbar from the facebook group Women and e-Commerce forum ( WE )
https://ift.tt/2BCEFto e-Commerce Association of Bangladesh (e-CAB) – загальнодоступна група on Facebook
Happy birthday Tamal vai From Ankhi’s Collection মোঃ আব্দুল ওয়াহেদ তমাল @ (https://ift.tt/3jTNm32) by Salma Rahman Ankhi from the facebook group Women and e-Commerce forum ( WE )
Happy birthday Tamal vai From Ankhi’s Collection মোঃ আব্দুল ওয়াহেদ তমাল
(Feed generated with FetchRSS) Happy birthday Tamal vai From Ankhi’s Collection মোঃ আব্দুল ওয়াহেদ তমাল @ (https://ift.tt/3jTNm32) by Salma Rahman Ankhi from the facebook group Women and e-Commerce forum ( WE )
https://ift.tt/2BCEFto e-Commerce Association of Bangladesh (e-CAB) – загальнодоступна група on Facebook
Complete Digital Marketing এর জন্য ভালো কিছু Agency Or IT company খুজতেছিলাম। কেউ কি সাজেস্ট করবেন? ধন্যবাদComplete Digital Marketing এর জন্য ভালো কিছু Agency Or IT company খুজতেছিলাম। কেউ কি সাজেস্ট করবেন? ধন্যবাদ @ (https://ift.tt/3jQEKdq) by Shishir Ahmed from the facebook group Women and e-Commerce forum ( WE )
Complete Digital Marketing এর জন্য ভালো কিছু Agency Or IT company খুজতেছিলাম। কেউ কি সাজেস্ট করবেন? ধন্যবাদComplete Digital Marketing এর জন্য ভালো কিছু Agency Or IT company খুজতেছিলাম। কেউ কি সাজেস্ট করবেন? ধন্যবাদ
(Feed generated with FetchRSS) Complete Digital Marketing এর জন্য ভালো কিছু Agency Or IT company খুজতেছিলাম। কেউ কি সাজেস্ট করবেন? ধন্যবাদComplete Digital Marketing এর জন্য ভালো কিছু Agency Or IT company খুজতেছিলাম। কেউ কি সাজেস্ট করবেন? ধন্যবাদ @ (https://ift.tt/3jQEKdq) by Shishir Ahmed from the facebook group Women and e-Commerce forum ( WE )
https://ift.tt/2BCEFto e-Commerce Association of Bangladesh (e-CAB) – загальнодоступна група on Facebook
Looking for a page or a person who can help me to boost my facebook page. Also I have some issues to solve regarding my page.Looking for a page or a person who can help me to boost my facebook page. Also I have some issues to solve regarding my page. @ (https://ift.tt/3ii0VZq) by Safwan Galib from the facebook group Women and e-Commerce forum ( WE )
Looking for a page or a person who can help me to boost my facebook page. Also I have some issues to solve regarding my page.Looking for a page or a person who can help me to boost my facebook page. Also I have some issues to solve regarding my page.
(Feed generated with FetchRSS) Looking for a page or a person who can help me to boost my facebook page. Also I have some issues to solve regarding my page.Looking for a page or a person who can help me to boost my facebook page. Also I have some issues to solve regarding my page. @ (https://ift.tt/3ii0VZq) by Safwan Galib from the facebook group Women and e-Commerce forum ( WE )
https://ift.tt/2BCEFto e-Commerce Association of Bangladesh (e-CAB) – загальнодоступна група on Facebook
কেমন আছেন সবাই? ইকমার্স কোম্পানীর জন্য নাম ঠিক করে ডোমেইন কিনেছি। কিন্তু এখন দেখছি এই নামে জার্মানীতে একটা ইকমার্স কোম্পানী আছে। সেটা তো থাকতেই পারে। কিন্তু সমস্যা হল তাদের ফেইসবুক পেইজ ব্লু ভেরিফাইড। এমনিতে দেখি সার্চ রেজাল্ট দেখানোর ক্ষেত্রে ফেইসবুক সার্চদাতার লোকেশনকে গুরুত্ব দেয়। আমরা যখন একটা টার্ম লিখে ফেইসবুকে সার্চ করি তখন প্রথম দিকে বাংলাদেশী পেইজ,পোস্ট বা গ্রুপগুলোকে দেখায়। কিন্তু এভাবে কি ব্লু ভেরিফাইড পেইজও বিট করা সম্ভব? কেউ আমার পেইজের নাম লিখে সার্চ দিলে ঐ ভেরিফাইড পেইজই ফেইসবুক সার্চে আগে চলে আসবে না তো? কাইন্ডলি আপনার পরামর্শ জানাবেন। অগ্রীম ধন্যবাদ 🙂 @ (https://ift.tt/325zht3) by Naimur Chowdhury from the facebook group Women and e-Commerce forum ( WE )
কেমন আছেন সবাই? ইকমার্স কোম্পানীর জন্য নাম ঠিক করে ডোমেইন কিনেছি। কিন্তু এখন দেখছি এই নামে জার্মানীতে একটা ইকমার্স কোম্পানী আছে। সেটা তো থাকতেই পারে। কিন্তু সমস্যা হল তাদের ফেইসবুক পেইজ ব্লু ভেরিফাইড। এমনিতে দেখি সার্চ রেজাল্ট দেখানোর ক্ষেত্রে ফেইসবুক সার্চদাতার লোকেশনকে গুরুত্ব দেয়। আমরা যখন একটা টার্ম লিখে ফেইসবুকে সার্চ করি তখন প্রথম দিকে বাংলাদেশী পেইজ,পোস্ট বা গ্রুপগুলোকে দেখায়। কিন্তু এভাবে কি ব্লু ভেরিফাইড পেইজও বিট করা সম্ভব? কেউ আমার পেইজের নাম লিখে সার্চ দিলে ঐ ভেরিফাইড পেইজই ফেইসবুক সার্চে আগে চলে আসবে না তো? কাইন্ডলি আপনার পরামর্শ জানাবেন। অগ্রীম ধন্যবাদ 🙂
(Feed generated with FetchRSS) কেমন আছেন সবাই? ইকমার্স কোম্পানীর জন্য নাম ঠিক করে ডোমেইন কিনেছি। কিন্তু এখন দেখছি এই নামে জার্মানীতে একটা ইকমার্স কোম্পানী আছে। সেটা তো থাকতেই পারে। কিন্তু সমস্যা হল তাদের ফেইসবুক পেইজ ব্লু ভেরিফাইড। এমনিতে দেখি সার্চ রেজাল্ট দেখানোর ক্ষেত্রে ফেইসবুক সার্চদাতার লোকেশনকে গুরুত্ব দেয়। আমরা যখন একটা টার্ম লিখে ফেইসবুকে সার্চ করি তখন প্রথম দিকে বাংলাদেশী পেইজ,পোস্ট বা গ্রুপগুলোকে দেখায়। কিন্তু এভাবে কি ব্লু ভেরিফাইড পেইজও বিট করা সম্ভব? কেউ আমার পেইজের নাম লিখে সার্চ দিলে ঐ ভেরিফাইড পেইজই ফেইসবুক সার্চে আগে চলে আসবে না তো? কাইন্ডলি আপনার পরামর্শ জানাবেন। অগ্রীম ধন্যবাদ 🙂 @ (https://ift.tt/325zht3) by Naimur Chowdhury from the facebook group Women and e-Commerce forum ( WE )
https://ift.tt/2BCEFto e-Commerce Association of Bangladesh (e-CAB) – загальнодоступна група on Facebook
ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার জি কে শামীম, খালেদ, লোকমান, এনু ও রুপনের ব্যাংকে রাখা ৪০৫ কোটি টাকা ফ্রিজ করেছে সিআইডি। রাস্ট্রীয় কোষাগারে জমা হয়েছে তাদের কাছে থেকে উদ্ধার করা আরো ৩৫ কোটি টাকা। সিআইডি প্রধান জানিয়েছেন, এই ৫ জনের বিরুদ্ধে দায়ের হওয়া ৮ মানিলন্ডারিং মামলার অভিযোগপত্র দিয়ে ফ্রিজ করা হয়েছে অবৈধ টাকা। তবে অভিযোগপত্র আদালতে জমার দীর্ঘদিন পার হলেও শুরু হয়নি বিচার।
২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর শুরু হয় ক্যাসিনোবিরোধী অভিযান। গ্রেপ্তার হন তৎকালীন যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাট- খালেদ মাহমুদ ও বিতর্কিত ব্যবসায়ী জি কে শামিমের মতো রাঘববোয়ালরা। এদের গ্রেপ্তারে বিপুল অবৈধ অর্থের সন্ধান মেলে মানিলন্ডারিং আইনে হয় মামলা।
তদন্ত শুরুর ৫ মাসের মাথায় খালেদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি। ২ মামলার তদন্তে খোঁজ মেলা ৩৯ কোটি টাকা ফ্রিজ করে সিআইডি।
মার্চে অভিযোগপত্র দেয়া হয় বিসিবির লোকমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে। ফ্রিজ করা হয় তার ২ কোটি ৯৮ লাখ টাকার ব্যাংক হিসাব।
জুলাইয়ে ৪ মামলায় অভিযোগত্র দেয়া হয় ক্যাসিনো ব্রাদার্স খ্যাত এনু-রুপনের বিরুদ্ধে। সন্ধান পাওয়া ২০ কোটি টাকা করে সিআইডি।
আগস্টে অভিযোগপত্র দেয়া হয় জি কে শামিমের বিরুদ্ধে। খোঁজ মেলা তার ব্যাংক হিসাবের ৩২৪ কোটি ৫৬ লাখ টাকা ফ্রিজ করা হয়।
৮ মামলায় অভিযোগপত্র জমার কোনোটির এক মাস, কোনোটির ৭ মাস পার হলেও শুরু হয়নি বিচার। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, অর্থপাচার মামলার সবোর্চ্চ সাজা ১২ বছরের জেল ও ২০ লাখ টাকা জরিমানা।
অপরাধ বিশ্লেষকেরা বলছেন, ক্যাসিনোকাণ্ডের মতো চাঞ্চল্যকর মামলার বিচার দ্রুত শেষ করা করা জরুরি।
ক্যাসিনো অভিযানে গ্রেপ্তার আসামিদের দ্রুত বিচারের মুখোমুখি করা না গেলে ন্যায় বিচার প্রশ্নবিদ্ধ হতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/2QZZ7Zq
Post Come trough : নাচোল নিউজ
নবম মিনিটে ম্যাচের প্রথম কর্নার থেকে এগিয়ে যায় বেলজিয়াম। খুব কাছ থেকে বাঁ পায়ের টোকায় বল জালে পাঠান অলিম্পিক লিওঁর ডিফেন্ডার দেনেইয়ার।
২৫তম মিনিটে সমতায় ফিরতে পারত ডেনমার্ক। ডি-বক্সের বাইরে থেকে মিডফিল্ডার ক্রিস্তিয়ান এরিকসেনের জোরালো শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন বেলজিয়ামের গোলরক্ষক।
৭৫তম মিনিটে গোল পেতে পারতেন রোমেলু লুকাকু। ডি-বক্সের বাঁ দিকে একজন খেলোয়াড়কে কাটিয়ে তার নেওয়া শট ঝাঁপিয়ে ঠেকান ডেনমার্কের গোলরক্ষক কাসপের স্মাইকেল।
পরের মিনিটেই ব্যবধান বাড়ান মের্টেন্স। ছোট ডি-বক্সে জটলার ভেতর থেকে একজন খেলোয়াড়ের শট গোলরক্ষক ফেরানোর পর জালে পাঠান নাপোলির এই ফরোয়ার্ড।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ift.tt/3590jSr
Post Come trough : PURBOPOSHCIMBD
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় সাক্ষী থেকে আসামি হওয়া নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির পক্ষে আজ তার আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করবেন। এই যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলেই শেষ হবে প্রাপ্তবয়স্ক ১০ আসামির যুক্তিতর্ক উপস্থাপন।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামানের আদালতে এ যুক্তিতর্ক উপস্থাপন করবেন মিন্নির পক্ষের আইনজীবীরা।
বিষয়টি নিশ্চিত করেছেন মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম।
মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম বলেন, আমরা মিন্নির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করার জন্য প্রস্তুতি নিয়েছি। রোববার মিন্নির পক্ষে আদালতের বিচারকের কাছে যুক্তিতর্ক উপস্থাপন করবো।
যুক্তিতর্ক উপস্থাপনের সময় মিন্নির পক্ষে ঢাকা থেকে আসা আইনজীবীরা উপস্থিত থাকবেন বলেও জানান মিন্নির আইনজীবী।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ভুবন চন্দ্র হাওলাদার বলেন, মিন্নির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলেই রিফাত হত্যা মামলায় প্রাপ্তবয়স্ক ১০ আসামির যুক্তিতর্ক শেষ হবে। আমরা আশাবাদী এরপর স্বল্প সময়ের মধ্যে আদালতের বিচারক এ মামলায় রায় প্রদান করবেন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে নয়ন ও তার সহযোগী সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে রিফাত শরীফকে গুরুতর আহত করে। গুরুতর আহত রিফাত বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দিনই মারা যান।
গত ১ সেপ্টেম্বর রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুই ভাগে বিভক্ত অভিযোগপত্র (চার্জশিট) দেয় পুলিশ। একই সঙ্গে রিফাত হত্যা মামলার এক নম্বর আসামি নয়ন বন্ড বন্দুক যুদ্ধে নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/35bEUrx
Post Come trough : PURBOPOSHCIMBD
‘স্বপ্নের নায়ক’ নেই ২৪ বছর। ভক্তদের কাঁদিয়ে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান স্বপ্নের নায়ক সালমান শাহ। ‘স্বপ্নের নায়ক’ ‘স্বপ্নের পৃথিবী’ থেকে বিদায় নিলেও আজো সালমান শাহ আছেন ভক্তদের ‘অন্তরে অন্তরে’।
১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জে জন্ম নেন সালমান শাহ। পারিবারিক নাম শাহরিয়ার চৌধুরী ইমন হলেও সিনেমার পর্দায় তিনি ছিলেন শুধুই সালমান শাহ। পিতা কমর উদ্দিন চৌধুরী ও মাতা নীলা চৌধুরীর বড় ছেলে শাহরিয়ার চৌধুরী ইমন সালমান শাহ হয়েছিলেন ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় অভিনয় করতে গিয়ে। একই সিনেমায় অভিষেক ঘটে চিত্রনায়িকা মৌসুমীর।
প্রথম সিনেমাতেই সাফল্যের দেখা পান তিনি। তার চলন-বলন ও পোশাক-পরিচ্ছদ তরুণদের মন জয় করে নেয়। নায়ক সালমান ও ব্যক্তি সালমান দুইটিই জনপ্রিয়তার শীর্ষ স্পর্শ করে।
সালমান শাহ ক্যারিয়ারের শুরুতে কাজ করেছেন ছোট পর্দায়। ‘আকাশ ছোঁয়া’, ‘দোয়েল’, ‘সব পাখি ঘরে ফেরে’, ‘সৈকতে সারস’, ‘নয়ন’ ও ‘স্বপ্নের পৃথিবী’তে নাটকে তাকে অভিনয় করতে দেখা গেছে। এছাড়া প্রচুর বিজ্ঞাপনও করেছেন তিনি।
মাত্র তিন বছর বড় পর্দায় কাজ করার সুযোগ পেয়েছিলেন সালমান শাহ। এই অল্প সময়েই তিনি দর্শকদের হৃদয় জয় করে একের পর এক উপহার দিয়েছেন সুপারহিট সিনেমা। অভিনয় করেছেন মোট ২৭টি সিনেমায়।
সালমান শাহ অভিনীত সিনেমাগুলো হলো- কেয়ামত থেকে কেয়ামত (বিপরীতে মৌসুমী), তুমি আমার (শাবনূর), অন্তরে অন্তরে (মৌসুমী), কন্যাদান (লিমা), জীবন সংসার (শাবনূর), চাওয়া থেকে পাওয়া (শাবনূর), সুজন সখী (শাবনূর), বুকের ভেতর আগুন (শাবনূর), এই ঘর এই সংসার (বৃষ্টি), স্নেহ (মৌসুমী), বিচার হবে (শাবনূর), প্রেমযুদ্ধ (লিমা), মহা মিলন (শাবনূর), তোমাকে চাই (শাবনূর), বিক্ষোভ (শাবনূর), আশা ভালোবাসা (শাবনাজ), মায়ের অধিকার (শাবনাজ), আঞ্জুমান (শাবনাজ), আনন্দ অশ্রু (শাবনূর), প্রেম পিয়াসী (শাবনূর), সত্যের মৃত্যু নেই (শাহনাজ), প্রিয়জন (শিল্পী), শুধু তুমি (শ্যামা), স্বপ্নের পৃথিবী (শাবনূর), স্বপ্নের নায়ক (শাবনূর), দেন মোহর (শাবনূর) ও স্বপ্নের ঠিকানা (শাবনূর)।
‘বুকের ভেতর আগুন’ ছিল সালমান অভিনীত শেষ সিনেমা। তার সঙ্গে জুটি বেঁধে সবচেয়ে বেশি ১৪টি সিনেমায় অভিনয় করেন শাবনূর।
১৯৯৬ সালে নিজ ঘরে সালমান শাহকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। শুরুতে বিষয়টি আত্মহত্যা বলা হয়। কিন্তু তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তার মা নীলা চৌধুরী। বিষয়টি নিয়ে মামলা এখনো চলমান।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ift.tt/2F6BknU
Post Come trough : PURBOPOSHCIMBD
ফেনীতে করোনা আক্রান্তের সংখ্যা হঠাৎ বেড়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) নতুন করে ১৮ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৭শ ২০ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছে এক হাজার ৪শ ৬৪ জন।
সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন দিগন্ত এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, শনিবার নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের ল্যাবে ৫৭ জনের নমুনা পরীক্ষায় ১৮ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। নতুন আক্রান্ত ১৮ জনের মধ্যে সদর উপজেলায় ৮ জন, দাগনভূঞায় ৪ জন, ছাগলনাইয়ায় ৩ জন, ফুলগাজীতে ২ জন। অন্য জেলা থেকে এসে নমুনা দিয়ে শনাক্ত হয়েছেন ১ জন। নতুন করে সুস্থ হয়েছেন ১১ জন।
সূত্র আরো জানায়, জেলায় এ পর্যন্ত সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন সহ ৩৭ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সদরে ১০ জন, দাগনভূঞায় ৮ জন, সোনাগাজীতে ১১ জন, ছাগলনাইয়ায় ৫ জন ও ৩ জন পরশুরাম উপজেলার বাসিন্দা।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, শুক্রবার পর্যন্ত ৮ হাজার ৮শ ৭১ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ৮ হাজার ৬শ ২৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭ জন। ২৭ জনকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। গত ২৪ ঘন্টায় টেলিমেডিসিন সেবা পেয়েছেন ৭৬ জন। মোট টেলিমেডিসিন সেবা পেয়েছেন ৪১ হাজার ৮শ ৪২ জন।
প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল জেলার ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের পশ্চিম মধুগ্রামে প্রথম এক যুবক কোভিড-১৯ আক্রান্ত হন।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/2GA4Seh
Post Come trough : PURBOPOSHCIMBD
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর উপর হামলার মামলায় আরো ৩ জনকে আটক করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যার পর তাদের আটক করে পুলিশ।
আটকরা হলেন- ইউএনওর উপর হামলার মামলার প্রধান আসামি আসাদুল ইসলামের বড় ভাই আশরাফুল ইসলাম শাওন (৪০), ইউএনওর বাসভবনের মালি সুলতান কবির (৩৭) ও মামলার অন্যতম আসামি সান্টু কুমারের আত্মীয় শ্যামল কুমার (৩৩)।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, সন্ধ্যার পর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের সঙ্গে মামলার প্রধান আসামিদের সম্পর্ক রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
প্রসঙ্গত, বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্বরে ইউএনও ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে প্রবেশ করে দুর্বৃত্তরা। হত্যার উদ্দেশ্যে তারা ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে।
পরে সকালে আহত বাবা-মেয়েকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে ইউএনও ওয়াহিদাকে ঢাকায় আনা হয়। তিনি এখন ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন। তার বাবা রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ift.tt/2EV2Hlb
Post Come trough : PURBOPOSHCIMBD
২০১৯-২০ অর্থবছরে বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হওয়ার কথা ছিল।
সারাদেশ
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মণিরামপুর উপজেলাটি দেশের অন্য উপজেলা থেকে আয়তনে বেশ বড়। আয়তন বেশি হওয়ায় এই উপজেলায় বসবাস পাঁচ লাখেরও অধিক মানুষের। তাই এই উপজেলায় সরকারি দপ্তরগুলোতে কাজের চাপও বেশ। প্রতিদিন উপজেলা চত্বরে অবস্থিত বিভিন্ন দপ্তরে বহুমানুষ আসেন নানা কাজে। ব্যস্ততম দপ্তরগুলোর মধ্যে উপজেলা সাব-রেজিষ্টার অফিস একটি। কাজের চাপ থাকায় এখানে আগতদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাইরে দাঁড়িয়ে বা বসে অপেক্ষায় থাকতে হয়।
আগত এসব সেবাগ্রহীতাদের ভোগান্তি কমাতে একটি বসার জায়গার দাবি দীর্ঘদিনের। সেই দাবি মেটাতে এবং উপজেলা চত্বরের অভ্যন্তরে শিশুদের বিনোদনের জন্য সাত লাখ টাকার একটি প্রকল্প নেওয়া হয়। ২০১৯-২০ অর্থবছরে বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হওয়ার কথা ছিল। কিন্তু চলতি বছরের ৩১ জুন প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখনো এই প্রকল্পের কাজই শুরু হয়নি। কাজ হবে কিনা তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। এদিকে প্রকল্পের অর্থের বিষয়ে কোনো তথ্য জানায়নি সংশ্লিষ্টরা। ফলে প্রকল্পের সাত লাখ টাকা কার পকেটে ঢুকেছে তা নিয়ে প্রশ্ন উঠেছে।
মণিরামপুর উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, শিশুদের বিনোদনের জন্য ও সাব-রেজিষ্টার অফিসের সামনে আগতদের বসার জন্য সাত লাখ টাকার একটি প্রকল্প ছিল। এখনো কোন কাজ হয়নি। এবার কাজ করানো হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানতে চাইলে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান বলেন, প্রকল্প আছে শুনেছি। কাগজপত্র না দেখে কিছু বলতে পারব না। তাছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া প্রেসে বক্তব্য দেওয়া নিষেধ আছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/3h1u1es
Post Come trough : PURBOPOSHCIMBD
যে শিক্ষক প্রতিদিন ৪৪ কি.মি. পাড়ি দিয়ে স্কুলে যান
আন্তর্জাতিক ডেস্ক
দুই হাজার আঠারো সাল, পশ্চিমবঙ্গের এক শিক্ষিকা হাজির হয়েছিলেন তার নতুন চাকরির জায়গায় - ভুটানের তাদিং পাহাড়ের কোলে এক গ্রামের স্কুলে, প্রধান শিক্ষিকার দায়িত্ব নিয়ে।
গ্রামের নাম টোটোপাড়া। আদিম, অতি ক্ষুদ্র উপজাতি টোটোদের বাসভূমি। গ্রামটার উত্তরে ভুটান সীমান্ত, দক্ষিণে একশৃঙ্গ গণ্ডারের জন্য বিখ্যাত জলদাপাড়া অভয়ারণ্য, অন্যদিকে তোর্ষা নদী। জলদাপাড়া অভয়ারণ্যের মূল আকর্ষণ একশৃঙ্গ গণ্ডার যেমন এক বিলুপ্তপ্রায় প্রজাতি, তেমনই এই টোটোরাও।
গোটা জনজাতির বেশিরভাগ মানুষই দুরারোগ্য থ্যালাসেমিয়া বহন করেন, তাই এদের গড় আয়ু ৩৫ থেকে ৪০ বছর। সংখ্যায় কমতে কমতে ১৯৫১ সালের আদমশুমারিতে দেখা গিয়েছিল মাত্র ৩২১ জন টোটো জীবিত আছেন। তাদের সংরক্ষণের জন্য বিশেষ কর্মসূচি নেয়ার পরে এখন সংখ্যাটা বেড়ে হয়েছে প্রায় দুই হাজার।
সেই সময়ে স্কুলের যিনি সম্পাদক ছিলেন, ভাগীরথ টোটো, তিনি নতুন প্রধান শিক্ষিকাকে হাতজোড় করে বলেছিলেন, এখানে এসে কেউই বেশিদিন থাকতে চান না, তাই ছেলে-মেয়েদের পড়াশোনাও ঠিকমতো হয় না। আপনি যেন ছেড়ে চলে যাবেন না।
সেই থেকে ওই প্রধান শিক্ষিকা সেই গ্রামের স্কুলেই রয়ে গেছেন, আবার সেখান থেকেই সরাসরি পৌঁছে গেছেন দিল্লিতে ভারতের রাষ্ট্রপতির সামনে।
শনিবার ওই প্রধান শিক্ষিকা, মিশা ঘোষালকে ভারতের রাষ্ট্রপতি সম্মানিত করেছেন জাতীয় শিক্ষক হিসাবে।
প্রতিবছর ৫ই সেপ্টেম্বর ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি, জনপ্রিয় শিক্ষক সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকী উপলক্ষে কোনো শিক্ষককে জাতীয় শিক্ষকের সম্মান দেয়া হয়।
এ বছর পশ্চিমবঙ্গ থেকে দুইজনসহ যে ৪৭ জন ওই সম্মান পেয়েছেন, তাদেরই একজন মিসেস ঘোষাল - প্রত্যন্ত গ্রাম টোটোপাড়ার ধনপতি টোটো মেমোরিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষিকা।
করোনা মহামারির জেরে এ বছর জাতীয় শিক্ষক সম্মাননা ভার্চুয়াল পরিবেশে দেয়া হয়েছে। ওই সম্মান নিয়ে বাড়ি ফিরে শনিবার রাতে মিসেস ঘোষাল বলছিলেন, ওই যে সেক্রেটারি মশায় হাতজোড় করে বলেছিলেন, যে ছেড়ে চলে যাবেন না যেন, তারপর এখানেই থেকে গেলাম। গত ১২ বছর পরিবার থেকে দূরে থেকে অসম্ভব কষ্ট করে যাতায়াত করে যতদূর সম্ভব চেষ্টা করেছি টোটো ছাত্রছাত্রীদের পড়াশোনাটা ভালো লাগাতে। নানা রকমভাবে শিক্ষা দেয়ার পদ্ধতি উদ্ভাবন করেছি।
‘হয়তো তারই স্বীকৃতি পেলাম আজ। ভার্চুয়ালি হলেও মহামান্য রাষ্ট্রপতি আমাকে নমস্কার করছেন, আমি প্রতি-নমস্কার করছি - কী যে অনুভূতি বলে বোঝাতে পারব না,’ বলছিলেন মিশা ঘোষাল।
ছেলে, স্বামী থাকেন শিলিগুড়ি শহরে। তিনি বহুদূরের মাদারিহাটে থাকতেন একা। বাড়ি থেকে স্কুলে পৌঁছতো তাকে পেরতে হয় তিনটে নদী, আরো অনেক ছোট বড় ঝোড়া আর ঘন জঙ্গল। বছর খানেক টোটোপাড়ার রাস্তাতেই একটা বাড়িই করে ফেলেছেন।
‘মাদারিহাট থেকে স্কুলে আসতে ২২ কিলোমিটার পথ পেরতে হতো। মাঝে নদী, নালা, জঙ্গল কী না আছে। একটা নদী ভীষণ খরস্রোতা। পানি কমার জন্য অপেক্ষা করে থাকতে হয়। একবার তো নদী পেরতে গিয়ে প্রায় ভেসে যাচ্ছিলাম। একটি ছেলে ঝাঁপিয়ে পড়ে আমাকে না ধরে রাখলে ভেসেই যেতাম। কখনো আবার ব্যাগ, চটি ভেসে গেছে। কিছুদিন আগে বড় একটা দুর্ঘটনাতেও পড়েছিলাম। গাড়িতে নদীর শুকনো খাত পেরতে গিয়ে গাড়িই উল্টে গেল। নয়টা সেলাই পড়ল,’ বলছিলেন মিশা ঘোষাল।
জঙ্গলের রাস্তা পার হতে গিয়ে পড়েছেন হাতির পালের সামনে বা কখনো চোখে পড়েছে চিতাবাঘ।
‘এত কিছুর পরেও ওসব আর কষ্ট বলে মনে হয় না। আবার আমি যে চেষ্টা করছি ওদের শিক্ষার মানটা বাড়াতে, সেটা বুঝে ছাত্রছাত্রীরাও আমাকে অসম্ভব ভালোবাসে। তবে ছাত্রীদের সঙ্গে একটু বেশিই খাতির আমার,’ হাসতে হাসতে বলছিলেন ঘোষাল।
যে বছর মিশা ঘোষাল ওই স্কুলের দায়িত্ব নিয়েছিলেন, সে বছর একজন মাত্র মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে পেরেছিল। আর যে বার তিনি জাতীয় শিক্ষকের সম্মান পেলেন, সে বছর পাশের হার হয়েছে ৮০%। ২০-২১ জনের মধ্যে ১৭ জন মাধ্যমিক পাশ করেছে এ বছর।
মিশা ঘোষাল বলছিলেন, ওরা তো এমনিতেই পড়াশোনায় কিছুটা পিছিয়ে, তাই আমি চেষ্টা করি ওদের প্রথাগত পড়াশোনা ছাড়াও নানা ধরণের পদ্ধতির মাধ্যমে ওদের বিকাশ ঘটাতে। কেউ হয়তো অঙ্ক বা বিজ্ঞানে কাঁচা, তাদের অন্যভাবে পড়াশোনার দিকে আকৃষ্ট করতে থাকি, না হলে পিছিয়ে পড়তে পড়তে হয়তো পড়াশোনাটাই ছেড়ে দেবে।
‘এখন হয়তো পাশ করছে অনেকে, কিন্তু আমার লক্ষ্য শিক্ষার মান উন্নত করা। এ বছর থেকেই উচ্চমাধ্যমিক বিভাগও চালু করা হল।’
ছাত্রছাত্রীদের সঙ্গে মেলামেশা করতে করতে টোটোদের সঙ্গেও অঙ্গাঙ্গীভাবে মিশে গেছেন তিনি। টোটোদের সংস্কৃতি নিয়ে নিয়মিত চর্চা করেন আদতে গণিতের এই শিক্ষিকা।
‘ওদের গানগুলো কী সুন্দর। টোটো ভাষায় লিপি নেই, আমি ওদের কাছ থেকে শুনে বাংলাতেই লিখে নিই। স্কুলের অনুষ্ঠানেও আমি ওদের গান গাই। আবার ওদের যে ট্র্যাডিশনাল পোশাক, সেগুলোও বিলুপ্ত হয়ে যাচ্ছে। অনেকেই জিন্স পড়ে আজকাল। আমি ঠিক করেছি ওদের সাংস্কৃতিক উত্তরাধিকারের যেসব জিনিস, সেগুলোর জন্য স্কুলেই একটা ঘরে সংগ্রহশালা বানাবো।’
‘জাতীয় শিক্ষকের সম্মান পাওয়ার পরে প্রশাসনও সহায়তা করবে বলেই মনে হচ্ছে। শুধু স্কুলের জন্য নয়, একটা দু’টো সেতুও শুনছি বানিয়ে দেবে সরকার।’
টোটো কচিকাঁচা মুখগুলোর জন্য মিশা ঘোষালের পথ চলা তাই শেষ হয়নি। খবর: বিবিসি বাংলা।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ift.tt/3jWqzUl
Post Come trough : PURBOPOSHCIMBD
ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় প্রায় সাড়ে ৫ মাস পর আগাম জামিন পেয়েছেন ঠাকুরগাঁওয়ের সাংবাদিক আল মামুন জীবন। বুধবার (২ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি শেখ মো. জাকির হোসাইন ও কে এম জাহিদ সারোয়ারের যৌথ বেঞ্চের আদেশে তিনি এ জামিন পান।
এর আগে সাংবাদিক আল মামুন জীবনের আইনজীবী সাইফুজ্জামান তুহিন উচ্চ আদলতে জামিনের আবেদন করেন। সাংবাদিক আল মামুন দৈনিক অধিকারের ঠাকুরগাঁও প্রতিনিধি ও স্থানীয় পত্রিকা নর্থবেঙ্গল২৪ এর বার্তা সম্পাদক হিসেবে দায়িত্বপালন করছেন।
প্রসঙ্গত, ঠাকুরগাঁওয়ে করোনা প্রতিরোধে ডিসি-এসপিসহ জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় গত ১৫ এপ্রিল বালিয়াডাঙ্গী থানায় এসআই জহুরুল ইসলাম বাদী হয়ে তার বিরদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
সাংবাদিকের বিরুদ্ধে মামলায় উদ্বেগ প্রকাশ করে স্থানীয় সাংবাদিকরা মামলা তুলে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/3i4rl0V
Post Come trough : PURBOPOSHCIMBD
নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লায় মসজিদে বিস্ফোরণে এত মৃত্যুর দায় নিয়ে এক প্রশ্নে জবাব দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এমপি শামীম ওসমান।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে একটি বেসরকারি টিভির টকশোতে ওই ঘটনায় নিহতদের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি কেঁদে ফেলেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে মসজিদের এসি বিস্ফোরণ হয়ে ৩৭ জন দগ্ধ মুসুল্লি জাতীয় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হন। এর মধ্যে রোববার সকাল পর্যন্ত ২৩ জন মারা গেছেন।
বিস্ফোরণের ঘটনায় এত মৃত্যুর দায় কার-এমন প্রশ্নের জবাবে টকশোতে শামীম ওসমান বলেন, দায়ের কথা বলছেন, নারায়ণগঞ্জ থেকে যখন রওনা দিলাম, তখন শুলনাম ১১ জন মারা গেছে। বাড়িতে আসতে আসতে হয়ে গেল ১৮ জন।
শামীম ওসমান আরো বলেন, এই এলাকাটাতো আমার, ওই এলাকার মানুষ সবাইকে চিনি। একটা ছোট্ট বাচ্চা জুবায়ের নাম, সাত বছরের বাচ্চা। তার সুন্দর চেহারা, বাবার সঙ্গে নামাজ পড়তে গেছে, মাকে বলেছে যে, মা টেলিভিশন বন্ধ করো না, এসে দেখব। এটা বলেই কাঁদতে থাকেন শামীম ওসমান।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/3jKcNns
Post Come trough : PURBOPOSHCIMBD
দেশের সব জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) বাসায় আনসার নিয়োগ করা হয়েছে। দেশের মোট ৪৯২টি উপজেলার প্রত্যেক উপজেলায় ৪ জন করে সশস্ত্র আনসার নিয়োজিত রয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (৪ সেপ্টেম্বর) থেকে সংশ্লিষ্ট জেলা কমান্ড্যান্টদের তত্ত্বাবধানে এই মোতায়েন নিশ্চিত করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম বাহিনীর মর্যাদাকে সমুন্নত রেখে আনসারদের ওপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালনের নির্দেশ দিয়েছেন। মিজানুর রহমান বলেন, অতীতের ন্যায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ আত্মত্যাগ, দেশ প্রেম ও কর্তব্য নিষ্ঠার পরিচয় রাখবে।
তিনি বলেন, করোনা মহামারির এই সময় যথাযথ স্বাস্থ্য বিধি মেনে অধিক সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনে আনসারদের নির্দেশনা প্রদান করা হয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে সরকারি বাসভবনের ভেনটিলেটর ভেঙে বাসায় ঢুকে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। ইউএনও’র মাথায় গুরুতর আঘাত এবং তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করা হয়। এ কারণে দেশের সব ইউএনও’র নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/3i3GWO5
Post Come trough : PURBOPOSHCIMBD
আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি বুধ, প্রেমের দেবতা শুক্রাচার্য ও গ্রহপিতা রবির প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে তুলা রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। প্রেমীযুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পেতে পারে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে। দীর্ঘদিনের ভাঙা প্রেম ও বন্ধুত্ব জোড়া লাগতে পারে। হারানো ধনসম্পদ সম্পত্তি ব্যবসা ফিরে পাওয়ার পথ খুলবে। মামলা-মোকদ্দমার রায় পক্ষে আসবে। দ্রুতগতির বাহন বর্জন করা শ্রেয় হবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
শুভাশুভ মিশ্রফল প্রদান করবে। আয় বুঝে ব্যয় না করলে সঞ্চয়ে হাত পড়বে। দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণœ হয়ে পড়বে। সংকটকালে বন্ধুবান্ধব, আত্মীয়-পরিজন দূর থেকে মজা দেখবে। লটারি জুয়া রেস শেয়ার এড়িয়ে চলা সমীচীন হবে।
মিথুন [২১ মে-২০ জুন]
পাওনা টাকা আদায়ের পথ খুলবে। বিদেশে অবস্থানরত স্বজনদের প্রত্যাবর্তনে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। পিতা-মাতার কারণে বিবাদ সৃষ্টি হবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। নিত্যনতুন ব্যসসা-বাণিজ্যের পথ খুলবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বন্ধুত্ব শুভফল প্রদান করবে। শিক্ষার্থীদের হাতে নিত্য-নতুন সুযোগ এসে হাজির হবে। দ্বিচক্রযান বর্জনীয়।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
হাত বাড়ালেই সফলতা প্রাপ্ত হওয়ায় মন আনন্দে নাচবে। দীর্ঘদিনের মনবাঞ্ছা পূরণের পথ খুলবে। গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণের দিকে ধাবিত হবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণ্ন হয়ে পড়বে। লটারি জুয়া রেস শেয়ার হাউজিং এড়িয়ে চলা সমীচীন হবে। রাগ জেদ অহংকার আবেগ বর্জন করুন।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে এমনকি ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন। দীর্ঘদিনের ভাঙা প্রেম ও বন্ধুত্ব জোড়া লাগবে। দাম্পত্য সুখ-শান্তি প্রতিষ্ঠা গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে। কর্মের সুনাম যশ ও স্বপ্ন পূরণ করবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
শরীর স্বাস্থ্যের প্রতি তীক্ষè নজর রাখা সমীচীন হবে। মামলা মোকদ্দমা ও কোর্ট কেসে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে। গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সঙ্গে হাত মিলিয়ে আপনার গোপন প্রেম ও অনুচিত কাজবাজ ফাঁস করে দিতে পারে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
পিতা-মাতার কাছ থেকে ভরপুর সাহায্য-সহযোগিতা পাবেন। শিক্ষার্থীদের মনে অলসতা দানা বাঁধলেও সফলতা অবশ্যম্ভাবী। কর্ম ও ব্যবসা-বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসতে পারে। দূর থেকে আসা কোনো সংবাদে খুশির জোয়ার বইবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ-বিবাদের মীমাংসা হবে। সহকর্মী ও অংশীদারদের কাছ থেকে ভরপুর সাহায্য-সহযোগিতা প্রাপ্ত হবেন। প্রেমীযুগলের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। অধিক লৌকিকতা শত্রুরা জন্ম দিতে পারে। ভ্রমণ শুভ।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বেকার যুবক-যুবতীদের জন্য নিত্যনতুন সুযোগ এসে হাজির হবে। ভাইবোনদের কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। লটারি জুয়া রেস শেয়ার হাউজিং এড়িয়ে চলুন।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। ব্যবসা-বাণিজ্যে মজুদ মালের দাম ফুলে-ফেঁপে উঠবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেক্ট্রনিক্স সামগ্রীর পসরা সাজবে। শত্রু ও বিরোধীপক্ষের সব পরিকল্পনা নস্যাৎ হবে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/2R18Bna
Post Come trough : PURBOPOSHCIMBD