মা আর মাটির সাথে এদেশের মানুষের শেকড়ের টান বহুপুরনো। কবির ভাষায়, আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। এই মাটি আমাদের বেঁচে থাকার যোগান দিয়েই খ্যান্ত নয়, জীবনে প্রয়োজনের তাগিদেও একসময় মানুষ আকড়ে ধরেছিল মাটিকে। সংসারের নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটাতে মাটির ভূমিকা ছিল অপরিসীম। মৃৎ শিল্পিরা এই মাটিকেই নরম হাতের স্পর্শ দিয়ে সৃষ্টি করে ইত্যাদি শিল্প। এই শিল্প'র মধ্যে কি না ছিল, হাড়ি, পাতিল, থালা, গ্লাস, কলস, ভাস্কর্য সহ নানান জিনিস। কিন্তু সময়ের সাথে সাথে... আজ এসকল সবই অতীত। গাঁয়ের কুমার পাড়ায় আর কাঁচা মাটির গন্ধ পাওয়া যায় না। আধুনিক সব প্রক্রিয়াজাত থালা বাসন আর প্রয়োজনীয় বস্তুতে হারিয়ে গেছে মাটির গন্ধ। তাই আজ আর মৃৎ শিল্প প্রেমীদের সংখ্যা খুব নেই। জীবনের তাগিদে সে সময়ের মৃৎ শিল্পিদের উত্তরসূরীরাও বেছে নিচ্ছেন অন্যান্য পেশা। হারিয়ে যাচ্ছে একটি শিল্প, হারিয়ে যাচ্ছে একটি ঐতিহ্য। আরো কিছুদিন, এরপর হয়ত আগামী প্রজন্মকে বাংলার শেকড়ের সাথে মিশে থাকা বিলুপ্তপ্রায় এই ঐতিহ্যকে পরিচিত হতে হবে জাদুঘরে গিয়ে। তবুও এখনও হাতেগোনা কিছু মৃৎ শিল্পি প্রতিমুহুর্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে এই মাটি'কে আঁকড়ে ধরে বেচে থাকতে, রক্ত'কে পানি করে নরম হাতের স্পর্শ দিয়ে সৃষ্টি করে যাচ্ছেন ঐতিহ্যবাহী মৃৎ শিল্প। তাই এবারের পহেলা বৈশাখ কে ঘিড়ে আমাদের ভিন্ন আয়োজন, শুধুমাত্র দেশি শিল্প। আমাদের কাছ থেকে ক্রয় করা প্রতিটি মৃৎ পন্যের ৭০ ভাগ চলে যাবে সে সকল মৃৎশিল্পীর কাছে, যারা দেশ, মাটি ও ঐতিহ্য'কে বাঁচিয়ে রাখতে পরিশ্রম করে যাচ্ছেন প্রতিটি মুহুর্তে। প্রিয়জনকে পহেলা বৈশাখ উপলক্ষ্যে উপহার দিন এবং পহেলা বৈশাখ এর আনন্দটি ভাগ করে নিন মা আর মাটির সাথে। আমাদের সংরক্ষণ আর একটু আকর্ষণ হয়ত প্রাণ ফিরে পেতে পারে মৃৎশিল্প, আগামী প্রজন্মকে যেন হারাতে না হয় এই ঐতিহ্য। আপনি আছেনতো,...? সাবাইকে জাগিয়ে তুলতে ভিডিও'টি শেয়ার করুন #savepottery #tradition #বাংলা #আমার_ঐতিহ্য #pahela_boishakh #পহেলা বৈশাখ #মৃৎশিল্প
(RSS generated with FetchRss) ঢাকা বাজার on Facebook http://bit.ly/2ny9QvV
(RSS generated with FetchRss) ঢাকা বাজার on Facebook http://bit.ly/2ny9QvV