মা আর মাটির সাথে এদেশের মানুষের শেকড়ের টান বহুপুরনো। কবির ভাষায়, আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। সেই মাটি আর কুমারের হাতের স্পর্শে তৈরি হয় অসাধারন এক শিল্প, মৃৎশিল্প। কালের আবর্তে ঐতিহ্যবাহী মৃৎশিল্পের তৈরি পণ্য হারিয়ে যাচ্ছে আর এই কথা মাথায় রেখেই এইবারের পহেলা বৈশাখ ঘিরে ঢাকা বাজারের ব্যাতিক্রম উদ্দ্যগ "শুধুমাত্র মৃৎশিল্প"। মৃৎশিল্প থেকে তৈরি অসাধারন ডিজাইনে'র কিছু পন্য নিম্নে দেওয়া হল! ঢাকা বাজার থেকে ক্রয় করা প্রতিটি মৃৎশিল্প পন্যের ৭০ ভাগ চলে যাবে সে সকল মৃৎশিল্পীর কাছে, যারা দেশ, মাটি ও ঐতিহ্য'কে বাঁচিয়ে রাখতে পরিশ্রম করে যাচ্ছেন প্রতিটি মুহুর্ত। মাটি'র তৈরি কিছু প্রয়োজনীয় পন্য দেখতে নিম্নের ছবিতে ক্লিক করুন। আগামী প্রজন্মকে যেন হারাতে না হয় এই ঐতিহ্যকে, এ লক্ষেই আমাদের এই ক্ষুদ্র প্রচেস্টা। মৃৎশিল্প রক্ষায় আমাদের এই পথ চলা'র সঙ্গী হিসাবে আপনি থাকছেন তো,...? প্রিয় বন্ধু'র সাথে শেয়ার করুন, মা, মাটি আর মৃৎশিল্প'র সহায়তা করুন। আপনার মতামত আমাদের একান্ত কাম্য। মাটির তৈরি হাড়ি, পাতিল, থালা, গ্লাস, কলস, মালসা, ডিনার সেট, কাপ, প্রিজ, টি-সেট ইত্যাদি পন্য দেখতে কিংবা ক্রয় করতে নিম্নের ছবিতে ক্লিক করুন!
(RSS generated with FetchRss) ঢাকা বাজার on Facebook http://bit.ly/2ny4SiQ
(RSS generated with FetchRss) ঢাকা বাজার on Facebook http://bit.ly/2ny4SiQ