প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জিম্বাবুইয়ান দুই ক্রিকেটার, উইকেটরক্ষক-ব্যাটসম্যান রেজিস চাকাভা ও টপ অর্ডার ব্যাটসম্যান তিমাইসেন মারুমা। এ দুই ক্রিকেটার ছাড়াও করোনায় আক্রান্ত হয়েছেন তাদের আরো দুইজন সাপোর্ট স্টাফ।
এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট জানিয়েছে, আক্রান্তরা করোনা প্রোটোকল মেনে আইসোলেশনে আছেন।
জানা গেছে, হারারেতে জিম্বাবুয়ে ক্রিকেট একাডেমিতে জৈব সুরক্ষা বলয়ে চাকাভা ও মারুমা দু’জন ছিলেন একই রুমে। দু’জনের পজিটিভ ফল আসার পর তাদের সংস্পর্শে আসা অন্যদেরও পরীক্ষা করানো হয়। সেখানে পজিটিভ হন ওই দুই সাপোর্ট স্টাফ।
পাকিস্তানের বিপক্ষে ঘোষিত ২৫ সদস্যের প্রাথমিক দলে ছিলেন চাকাভা ও মারুমা। তবে সফরের চূড়ান্ত ২০ জনের দল থেকে বাদ পড়েছিলেন। পরবর্তীতে বাকি ২০ জন আলাদা হোটেলে আইসোলেশনে ছিলো বলে সফর করা কোনো জিম্বাবুইয়ান ক্রিকেটার তাদের সংস্পর্শে আসেনি।
এছাড়া দেশ ছাড়ার আগে এবং ইসলামাবাদে পৌঁছার পর তাদের সবার করোনাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ আসে। মঙ্গলবার শেষ হবে সফরকারীদের কোয়ারেন্টিনের মেয়াদ, তার আগে পরীক্ষা করানো হবে আরেকবার।
পাকিস্তান সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে জিম্বাবুয়ে। আগামী ৩০ অক্টোবর ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের সিরিজটি।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/sports/177711/জিম্বাবুইয়ান-দুই-ক্রিকেটার-করোনায়-আক্রান্ত
Post Come trough : PURBOPOSHCIMBD
শুরু হয়েছে দুর্গাপূজা। আজ (শুক্রবার, ২৩ অক্টোবর) মহাসপ্তমী। শারদীয় দুর্গোৎসবের দ্বিতীয় দিন। এবারের সপ্তমীর সকালটা অন্যরকম৷ আকাশে জমেছে কালো মেঘ৷ সকাল থেকেই বৃষ্টি৷ ষষ্ঠী তিথিতে বেলতলায় দেবীর ঘুম ভাঙানোর বন্দনায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে শুরু হয় বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা।
ষষ্ঠীতে দেবী দুর্গা মহিষাসুর বধে খড়গ-কৃপাণ, চক্র-গদা, তীর-ধনুক আর ত্রিশুল হাতে হাজারো মণ্ডপে অধিষ্ঠিত হয়েছেন। তবে করোনা সংকটে এই প্রথম দুর্গাপূজায় থাকছে না কোনো উৎসবের আমেজ। ধর্মীয় বিধি অনুযায়ী শাস্ত্রিয় পূজা ছাড়া সব আনুষ্ঠানকতা বন্ধ করেছে বাংলাদেশ পূজা উদযাপন কমিটি।
পঞ্জিকার তিথি অনুযায়ী, শুক্রবার দেবী বন্ধনার মহাসপ্তামী। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে পাঁচ দিন ব্যাপী দেবী পূজার আনুষ্ঠানিকতা শুরু হলেও সপ্তমী তিথিতে দেবীকে স্নান করিয়ে বিহিত পূজার পর পুষ্পাঞ্জলীর মাধ্যমে দেবীর চরণে পুষ্পার্ঘ অর্পন করবেন সনাতন ধর্মাবলম্বীরা।
সকাল থেকে চণ্ডিপাঠে মুখরিত ছিল বিভিন্ন পূজা মণ্ডপ এলাকা। বেলা ১২টা ১৪ মিনিটের মধ্যে দুর্গা দেবীর নবপত্রিকা প্রবেশ ও স্থাপন, সপ্তমাদি কল্পারম্ভ ও মহাসপ্তমী বিহিত পূজা অনুষ্ঠিত হবে। সনাতন শাস্ত্রানুসারে মা দুর্গা হচ্ছেন আধ্য শক্তি দেবী ভগবতি। তার বহুরূপ। পর্বতরাজ হিমালয়ের কন্যা বলে তিনি পার্বতী। আবার দুর্গম নামক অসুরকে বধ করে ছিলেন বলে তার অন্য নাম দুর্গা। আবার তিনিই চন্ডী, মহিষাসুরমর্দিনী।
পূজা শেষে সনাতন ধর্মাবলম্বীরা ভক্তি শ্রদ্ধার সাথে ভক্তবৃন্দ মা রূপের দেবী দুর্গার নিকট নিজের, পরিবারের ও দেশ-জাতির মঙ্গল প্রার্থনা করে চন্ডী শ্লোক পাঠ করে দেবীর চরণে ফুল-বেলপাতায় পূষ্পাঞ্জলী অর্পন করবেন।
এর আগে বুধবার (২১ অক্টোবর) বোধনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার ঢাকে পড়ে কাঠি। দক্ষিণায়নের নিদ্রিত দেবী দুর্গার নিদ্রা ভাঙার জন্য বন্দনাপূজার মধ্য দিয়ে দেবীর বোধন হয়। বুধবার পঞ্চমী তিথিতে সায়ংকালে অর্থাৎ সন্ধ্যায় এই বন্দনাপূজা অনুষ্ঠিত হয়।
গত ১৭ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে সূচনা হয়েছিল দেবীপক্ষের। প্রতি বছর দেবীপক্ষের শুরুর সপ্তাহবাদে দুর্গাপূজা শুরু হলেও ‘মল মাস’ বা ‘অশুভ মাসের’ কারণে এবার দুর্গাপূজা শুরু হচ্ছে মহালয়ার ৩৫ দিন পার করে।
পঞ্জিকা মতে, ২০২০ সালে মা দুর্গার আগমন হচ্ছে দোলায়। দোলায় চড়ে বাপের বাড়ির উদ্দেশে স্বামীর ঘর থেকে রওনা দেবেন তিনি। ধর্মীয় বিশেষজ্ঞদের মতে, দোলায় আগমন এর অর্থ মড়ক। ফলে পূজার বা তার পরবর্তী সময়েও মহামারির পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে। তবে মায়ের গমন এবার গজে। অর্থাৎ হাতিতে চড়ে মা বাপের ঘর ছেড়ে পাড়ি দেবেন স্বর্গে। গজে চড়ে গমনের ফল শুভ হয়।
তবে এই বছরের পূজা অন্যান্য বছরের মতো নয়। করোনা আতঙ্কের আবহেই এবার দেবীপক্ষের সূচনা হয়। আর মহামারির দুর্যোগ মাথায় নিয়েই এবার হচ্ছে মাতৃবন্দনা।
এবার সারাদেশে ৩০ হাজার ২২৫টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা। গত বছর এ সংখ্যা ছিল ৩১ হাজার ৩৯৮টি। অন্যদিকে ঢাকা মহানগরে এ বছর পূজা মণ্ডপের সংখ্যা ২৩৩টি। গত বছর এ সংখ্যা ছিলো ২৩৭টি। ঢাকা বিভাগে সাত হাজার ১৪টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর অনুষ্ঠিত হয়েছিল সাত হাজার ২৭১টি মন্দিরে। গত বছরের তুলনায় চট্টগ্রাম বিভাগে এবার ৫৫০টি কম মণ্ডপে পূজা হচ্ছে। এ বিভাগে এবার পূজা অনুষ্ঠিত হবে তিন হাজার ৯০৬টি।
খুলনা বিভাগে চার হাজার ৬৮৯টি, সিলেট বিভাগে দুই হাজার ৬৪৬টি, ময়মনসিংহ বিভাগে এক হাজার ৫৮৪টি, বরিশাল বিভাগে এক হাজার ৭০১টি, রংপুর বিভাগে পাঁচ হাজার ২৫০টি এবং রাজশাহী বিভাগে তিন হাজার ৪৩৫টি মণ্ডপে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
করোনাভাইরাসের কারণে এবার পূজার অনুষ্ঠানমালা শুধু ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে পূজা-অর্চনার মাধ্যমে মন্দির বা মণ্ডপ প্রাঙ্গণে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পূজামণ্ডপে যাওয়ার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের গাইডলাইন অনুসরণ করতে বলা হয়েছে। মণ্ডপ ও ভক্ত পুজারিদের নিরাপত্তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও নির্দেশনা দেয়া হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/religion/177710/আজ-মহাসপ্তমী,-বৃষ্টি-মাথায়-নিয়েই-শুরু-আরাধনা
Post Come trough : PURBOPOSHCIMBD
কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে বন্ধ রয়েছে সকল নৌযান চলাচল। বৈরী আবহাওয়ার কারণে পদ্মা উত্তাল থাকায় কর্তৃপক্ষের নির্দেশে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল থেকে ঝড়ো বাতাস ও বৃষ্টি বেড়ে গেলে নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেয়া হয়। সকালে বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ী ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রটি আরো জানায়, বঙ্গপোসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে ঝড়ো বাতাস ও বৃষ্টি অব্যাহত রয়েছে। ফলে উত্তাল হয়ে উঠেছে পদ্মা। মাঝ পদ্মায় প্রচণ্ড ঢেউ থাকায় ঝুঁকি এড়াতে ভোর থেকেই লঞ্চ ও স্পিডবোট বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, বৈরী আবহাওয়ার কারণে কর্তৃপক্ষের নির্দেশে নৌযান চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকবে।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/177709/কাঁঠালবাড়ী-শিমুলিয়ায়-নৌ-চলাচল-বন্ধ
Post Come trough : PURBOPOSHCIMBD
অত্যাচারীদের নিয়ে চিন্তাই করবো না, যাদের স্বপ্ন শুধু লোভ
ফাহমিদা নবী
যদি বলি মন খারাপ, অনেক কষ্টকে আর নিতে পারছিনা! সবাই বলবে কি হলো? তাই আর বলবোনা। বরং সংগ্রামের সমাধানে অন্য চিন্তা করছি। চেষ্টা করছি জয় করতে। যারা সংগ্রামী তাদের সংগ্রাম সার্থক হোক।
যারা ভালো মানুষ, নানান ভাবে কষ্টের মধ্যে দিয়েও চলতে চেষ্টা করছে, ভালো থাকার চেষ্টা করছে। যারা ভালো করে, ভালো চায়, তাদের কষ্ট দেয়ার জন্য শত্রু তৈরি হয়েই যায়। এটা নিয়ে কষ্ট পাওয়ার কোনো মানে হয় না। বরং ভিন্ন একটা অনুধাবন বলি আজ...
যারা কষ্ট দেয় তাদেরও কিন্তু অনেক জ্বালা। তাদের কষ্টটা আরেক রকম। তাদের কষ্টটা হিংসার, সেই জ্বালা থেকে তারা অন্যের জন্য যন্ত্রণার জাল বুনতে বুনতে, বুনতে, বুনতে সারাটা জীবন পার করে দেয়! কিসের আশায়? লোভের, ঈর্ষার কাতরতায়, একদিন সব ভোগ করবে সেই নিম্ন ঘৃণ্য আশায়! এটা তো এক ধরনের কষ্টই! তাই নয় কি? তাই ভেবেছি আর সেইসব অত্যাচারীদের নিয়ে চিন্তাই করবো না, যাদের স্বপ্ন শুধু লোভ।
ওদের তো কোনো সুন্দর স্বপ্ন নাই, স্বদিচ্ছা নাই, ওরা হাসে না, ওরা জীবনকে উপভোগ করেনা, কোন শান্তি নাই , সম্মানের ভয় নাই। ওরা শুধু কি করে মানুষ কে জ্বালাবে, এটাই উদ্দেশ্য..... তাই এই উদ্দেশ্য যাদের, তারা কোনোদিন সফলতার মুখ দেখবেনা....এটাই তো ওদের সবচেয়ে শাস্তি!
সময়ের মূল্য অনেক, নিজের মানসিক ক্ষতি করে ওদের জন্য নিজের ক্ষতি করবো কেন? আমি তো ওরা নই........!
জীবনে অনেক কিছু করার আছে, অনেক সুন্দরকে ভাব্বার আছে, সামাজিকতার সৌন্দর্য আছে। সর্বপরি সৃষ্টিকর্তার কাছে হিসেব দেবার আছে..... !
জীবনকে জয় করার পূর্ণতাকে কেনো সেই সব মানুষের কাছে হারতে দেবো? যারা জীবনের মানেই জানে না! এদের জন্য আফসোস রেখে দিলাম! সবার ভালো হোক, জীবনটাকে পূর্ণ করো ভরাট শিক্ষার আচরণে, আদলে। হীনতার কোনো জায়গা নেই শেষতক জেনে গ্যাছি....!
লেখক: ফাহমিদা নবী, গুণী সংগীতশিল্পী
পূর্বপশ্চিমবিডি/এসএস
Post Written by :
Original Post URL : https://ppbd.news/social-media/177708/অত্যাচারীদের-নিয়ে-চিন্তাই-করবো-না,-যাদের-স্বপ্ন-শুধু-লোভ
Post Come trough : PURBOPOSHCIMBD
ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার এডসন আরান্তেস দো নাসিমেন্তো, সারা বিশ্বে যিনি পেলে নামে বিখ্যাত, ২৩শে অক্টোবর তার ৮০তম জন্ম বার্ষিকী। চার দশকেরও বেশি সময় আগে ১৯৭৭ সালে অবসর নেওয়ার পরেও সাবেক এই খেলোয়াড় সারা দুনিয়ায় এখনো সবচেয়ে পরিচিত ও সম্মানিত ব্যক্তিদের একজন।
মূলত তিন তিনবার বিশ্বকাপ জয় করার জন্য পেলে বিখ্যাত হয়েছেন। তিনিই একমাত্র খেলোয়াড়- নারী কিংবা পুরুষ- যিনি এতবার বিশ্বকাপ জয় করেছেন। এছাড়াও তিনি তার ক্লাব ও দেশের হয়ে ১,৩৬৩টি ম্যাচ খেলে মোট ১,২৮১টি গোল করেছেন যা বিশ্ব রেকর্ড।
ফুটবল খেলায় পেলে যে দক্ষতা ও পারদর্শিতা দেখিয়েছিলেন সেটা মানুষের কল্পনার সীমাকেও ছাড়িয়ে গিয়েছিল। তার গল্প ছড়িয়ে পড়েছিল খেলাধুলার বাইরের জগতেও।
ইতিহাসের বিখ্যাত এই ব্যক্তি সম্পর্কে এমন কিছু গল্প আছে যা অনেকেই হয়তো এখনো শোনেনি। এখানে এরকম ১০টি গল্প ঘটনা তুলে ধরা হলো:
১. মাঠ থেকে বহিষ্কার
১৯৬৮ সালের ১৮ই জুন। কলাম্বিয়ার রাজধানী বোগোতায় খেলা হচ্ছিল পেলের ক্লাব সান্তোস এফসির সাথে কলাম্বিয়ান অলিম্পিক স্কোয়াডের। ওটা প্রীতি ম্যাচ ছিল। দর্শকে উপচে পড়ছিল স্টেডিয়াম।
হঠাৎ করেই গ্যালারি থেকে দর্শকদের দীর্ঘশ্বাসের শব্দ ভেসে আসে যখন রেফারি গুইলেরমো ভেলাসকোয়েজ পেলেকে মাঠ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন। তখনো লাল কার্ডের প্রচলন ঘটেনি, সেটা শুরু হয় ১৯৭০ সালে।
কলাম্বিয়ার একজন ডিফেন্ডারকে ফাউল করা এবং রেফারির মতে ওই ফুটবলারকে অপমান করার কারণে পেলেকে মাঠ থেকে চলে যেতে বলা হয়েছিল। এই সিদ্ধান্তে মাঠের ভেতরে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সান্তোসের ফুটবলাররা উত্তেজিত হয়ে রেফারিকে ঘিরে ধরেন। ওই খেলার যেসব ছবি প্রকাশিত হয়েছে তাতে দেখা যায় রেফারি ভেলাসকোয়েজের চোখ কালো হয়ে আছে।
রেফারি ভেলাসকোয়েজ পরে ২০১০ সালে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে সেসময় তাকে মাঠ থেকে বিদায় নিয়ে বাঁশিটা লাইন্সম্যানকে দিতে বলা হয়েছিল। এর পরপরই পেলে আবার খেলায় ফিরে আসেন।
২. পেলে কি যুদ্ধ থামিয়েছিলেন
পেলের সান্তোস এফসি ফুটবল ক্লাব ছিল ষাটের দশকে বিশ্বের জনপ্রিয় ক্লাবগুলোর একটি। বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে এই ক্লাবটি প্রীতি ম্যাচে অংশ নিতো। এই খ্যাতির কারণে তারা বাড়তি কিছু সুবিধাও পেয়েছিল।
এরকম একটি প্রীতি ম্যাচ ছিল যুদ্ধ-বিধ্বস্ত নাইজেরিয়ায়, ১৯৬৯ সালের ৪ঠা ফেব্রুয়ারি। বেনিন সিটিতে অনুষ্ঠিত ওই খেলায় সান্তোস ২-১ গোলে স্থানীয় একাদশকে পরাজিত করে।
নাইজেরিয়াতে তখন রক্তাক্ত গৃহযুদ্ধ চলছিল। দেশ থেকে বায়াফ্রা রাজ্যটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার চেষ্টা করলে এই যুদ্ধের সূত্রপাত ঘটে।
ফুটবল ক্লাব সান্তোস এফসির ইতিহাস নিয়ে কাজ করেন এমন একজন গবেষক গুইলহের্ম গুয়াশের মতে, এরকম একটি পরিস্থিতিতে নাইজেরিয়াতে খেলোয়াড়দের পাঠানোর ব্যাপারে ব্রাজিলের কর্মকর্তাদের মধ্যে অনেক দুশ্চিন্তা ছিল। সেকারণে বিবদমান পক্ষগুলো তখন যুদ্ধবিরতিতে যেতে সম্মত হয়।
তবে এই গল্পটির সত্যতা নিয়ে সম্প্রতি অনেকেই প্রশ্ন তুলেছেন। এবং মজার ব্যাপার হলো ১৯৭৭ সালে পেলের যে আত্মজীবনী প্রকাশিত হয় সেখানে এই ঘটনার কোনো উল্লেখ ছিল না।
তবে পেলের আরেকটি আত্মজীবনী, যা কীনা আরো ৩০ বছর পর প্রকাশিত হয়, সেখানে কিন্তু তিনি ওই ‘যুদ্ধবিরতির’ কথা উল্লেখ করেছেন।
তিনি লিখেছেন: ‘এই প্রদর্শনী ম্যাচের জন্য গৃহযুদ্ধ থামানো হবে বলে’ খেলোয়াড়দেরকে জানানো হয়েছিল। আমি জানি না এই ঘটনা পুরোপুরি সত্য কীনা, তবে নাইজেরিয়ানরা আমাদের নিশ্চিতভাবে জানিয়েছিলেন যে আমরা যখন ওখানে খেলতে যাবো তখন বায়াফ্রানরা সেখানে আক্রমণ করবে না, পেলে লিখেছেন।
৩. পেলের সঙ্গে দেখা করতে বিটলসের ব্যর্থ চেষ্টা
পেলে নিউইয়র্ক কসমস ক্লাবের হয়ে খেলার জন্য ১৯৭৫ সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে চলে যান। সেখানে ভাষা শেখার একটি স্কুলে তিনি ইংরেজি শিখতেন। কোন একদিন ক্লাসের ফাঁকে সংগীত গোষ্ঠী বিটলসের জন লেননের সাথে তার সাক্ষাৎ হয়েছিল।
‘লেনন ওই স্কুলে যেত জাপানি ভাষা শিখতে,’ পেলে এই স্মৃতিকথা লিখেছেন ২০০৭ সালে।
পেলে বলেছেন, জন লেনন তাকে বলেছেন ১৯৬৬ সালের বিশ্বকাপ চলার সময় লেনন এবং বিটলসের অন্য শিল্পীরা হোটেলে গিয়ে ব্রাজিলের টিমের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। সেবার বিশ্বকাপ হয়েছিল ইংল্যান্ডে।
পেলে লিখেছেন, সংগীত শিল্পীরা সেসময় তার ও দলের অন্যান্যদের সঙ্গে দেখা করতে চেষ্টা করেছিল কিন্তু ব্রাজিলের ফুটবল এসোসিয়েশনের পরিচালকরা তার অনুমতি দেয়নি।
৪. কেন ইউরোপীয় ক্লাবে খেলেননি
পেলের সমালোচকরা বলেন, কখনো ইউরোপীয় কোন ক্লাবের হয়ে না খেলার কারণে ব্রাজিলের এই ফুটবল তারকার জীবন অনেক সহজ হয়ে উঠেছিল।
ব্রাজিলের অন্যান্য অখ্যাত ও বিখ্যাত ফুটবলাররা বিদেশি ক্লাবে খেললেও, পেলের ক্যারিয়ারের সোনালী সময়ে তাকে বাইরে খেলতে যেতে বাধা দেওয়া হয়েছে।
পেলেকে নেওয়ার জন্য সান্তোস এফসিকে প্রস্তাব দিয়েছিল রেয়াল মাদ্রিদ থেকে শুরু করে এসি মিলানের মতো ক্লাবও। সেসময় ফুটবলাররা কোন ক্লাবে খেলবেন সেবিষয়ে তাদের কথা বলার সুযোগ ছিল খুব কম।
পেলেকে ব্রাজিলে রেখে দেওয়ার জন্য চাপ ছিল সরকারের উচ্চ পর্যায় থেকেও: ১৯৬১ সালের তৎকালীন প্রেসিডেন্ট জানিও কোয়াদ্রস পেলেকে ‘জাতীয় সম্পদ’ হিসেবে ঘোষণা দিয়ে তাকে ‘রপ্তানি করা যাবে না’ বলে একটি ডিক্রি জারি করেছিলেন।
ব্রাজিলের এই ফুটবলার পরে অবশ্য একটি বিদেশি ক্লাবের হয়ে খেলেছিলেন। শুধুমাত্র ১৯৭৫ সালে। সেসময় তিনি যোগ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের একটি ফুটবল ক্লাব নিউ ইয়র্ক কসমসে।
৫. ব্রাজিলের অধিনায়ক হয়েছিলেন ৫০ বছর বয়সে
হ্যাঁ, আপনি ঠিকই পড়েছেন। পেলে তার পুরো ফুটবল ক্যারিয়ারে তার হাতে মাত্র একবারই অধিনায়কের আর্মব্যান্ড পরেছিলেন। ক্লাব ও দেশের অধিনায়কত্ব গ্রহণ করার জন্য তাকে যখনই প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটা তিনি সবসময় প্রত্যাখ্যান করেছেন। কিন্তু এই ঘটনার ব্যতিক্রম হয় পেলের ৫০ বছর বয়সে।
সেটা ছিল ১৯৯০ সালের ঘটনা, জাতীয় ফুটবল থেকে অবসর নেওয়ার ১৯ বছর পরে।
সেবছর ব্রাজিলের সাথে বাকি বিশ্বের একটি প্রীতি ম্যাচ হয়েছিল মিলানে। তাতে অংশ নিয়েছিলেন পেলে। তার ৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে এই ম্যাচের আয়োজন করা হয়। প্রথমার্ধের ৪৫ মিনিট তিনি মাঠে ছিলেন।
ওই ম্যাচে ব্রাজিল ২-১ গোলে হেরে যায়।
কিন্তু এই ম্যাচটি আরো একটি কারণে ব্রাজিলে আলোচিত হয়েছিল: ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের স্ট্রাইকার রিনাল্ডো পেলেকে একটি গোল উপহার দেওয়ার সুযোগ পেয়েছিলেন। সেসময় পেলে ফাঁকা জায়গায় দাঁড়িয়েছিলেন। কিন্তু রিনাল্ডো বল পেলেকে পাস না দিয়ে নিজেই পোস্টের বাইরে মেরেছিলেন।
রিনাল্ডো পরে ২০১০ সালে ব্রাজিলের একটি ওয়েবসাইট গ্লোবো এসপোর্তেকে বলেছিলেন, এতে তিনি আমার ওপর খানিকটা ক্ষুব্ধ হয়েছিলেন।
৬. পেলেকে যখন ‘অপহরণ’ করা হয়
সান্তোস এফসি ক্লাবের ফুটবলাররা ১৯৭২ সালের ৫ই সেপ্টেম্বর ত্রিনিদাদ ও টোব্যাগোতে খেলার ব্যাপারে খুশি ছিলেন না।
‘সেসময় সেখানে বড় ধরনের অশান্তি চলছিল এবং আমরা রাস্তায় ট্যাঙ্ক চলতে দেখেছি,’ ২০১০ সালের ব্রাজিলের একটি পত্রিকা জিরো হোরাকে একথা বলেছেন ডিফেন্ডার ওবেরদান।
‘খেলা শেষ করে সাথে সাথেই আমরা প্লেনে উঠে পড়বো এমন আশ্বাস পাওয়ার পরেই আমরা ওই ম্যাচ খেলতে রাজি হয়েছিলাম।’
কিন্তু খেলার ৪৩ মাথায় গোল করে বসেন পেলে। তখনই সবকিছু বদলে যায়। খেলা শেষে পোর্ট অফ স্পেন স্টেডিয়ামের গ্যালারিতে বসে থাকা সমর্থকরা দৌড়ে মাঠের ভেতরে চলে আসে এবং পেলেকে কাঁধে নিয়ে রাস্তায় বের হয়ে যায়।
সেখান থেকে পেলেকে উদ্ধার করে আনতে বেশ কিছু সময় লেগেছিল।
৭. সিলভেস্টার স্ট্যালোনের সঙ্গে ছবিতে অভিনয়
১৯৮০ সালে যখন ‘এসকেপ টু ভিক্টরি’ ছবির শুটিং শুরু হয় তখন চলচ্চিত্রাঙ্গনে খ্যাতির তুঙ্গে ছিলেন সিলভেস্টার স্ট্যালোন। এই ছবিতে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময়ের নাৎসি একাদশ ও বন্দীদের মধ্যে একটি কাল্পনিক ফুটবল ম্যাচের গল্প তুলে ধরা হয়।
ছবিটিতে পেলেও অভিনয় করেছেন। তার সাথে ছিলেন ববি মুরের মতো আরো কয়েকজন পেশাদার ও সাবেক ফুটবলারও। ওই খেলায় গোলরক্ষকের ভূমিকায় অভিনয় করেন সিলভেস্টার স্ট্যালোন।
ছবির একটি দৃশ্যে পেলে অ্যাক্রোবেটিক বাইসাইকেল কিক নিয়েছিলেন। এবং জানা যায় যে প্রথম শটেই তিনি এই কিকটি নিতে সফল হয়েছিলেন।
সম্প্রতি পেলে ব্রাজিলের একটি ওয়েবসাইট ইউওএলকে একটি সাক্ষাৎকার দিয়েছেন যেখানে তিনি বলেছেন যে ওই সিনেমাতে স্ট্যালোনের একটি গোল দেওয়ার কথা ছিল।
‘সিনেমার আসল যে স্ক্রিপ্ট, সেখানে স্ট্যালোন ছিলেন স্ট্রাইকার আর আমার গোলি হওয়ার কথা ছিল,’ বলেন পেলে।
হাসতে হাসতে পেলে জানান, কিন্তু সিলভেস্টার স্ট্যালোন তো জীবনে একবারও বলে কিক করেননি।
৮. পেলে কিন্তু ভালো গোলরক্ষক
পেলে যদি ‘এসকেপ টু ভিক্টরি’ ছবিতে গোলরক্ষকের ভূমিকায় অভিনয় করতেন তিনি কিন্তু দর্শকদের মোটেও হতাশ করতেন না। বাস্তব জীবনেও তিনি ক্লাব ও দেশের বিকল্প গোলরক্ষক ছিলেন। আসল গোলকিপার আহত হলে তার জায়গায় তিনি নামতেন গোল ঠেকাতে।
পুরো ক্যারিয়ারে পেলে সান্তোস এফসি ক্লাবের হয়ে চারবার গোলরক্ষকের গ্লাভস পরেছিলেন। ১৯৬৪ সালে ব্রাজিলিয়ান কাপের সেমিফাইনালেও তাকে গোলকিপার হতে হয়েছিল। তার টিম সবকটি খেলায় জয়লাভ করেছিল এবং পেলে একটি গোলও খাননি।
৯. মাত্র একজনই পেলে...
ভক্তরা আনন্দের সঙ্গে গান ধরতে পারে ‘আছে মাত্র একজনই পেলে!’ কিন্তু আসলে এটি আক্ষরিকভাবে পুরোপুরি সত্য নয়। তার জনপ্রিয়তার কারণে সারা বিশ্বে মাঠে ও মাঠের বাইরে এই নামের আরো অনেককেই পাওয়া যায়।
আফ্রিকার বিখ্যাত ফুটবলারদের একজন আবেদি এইও-র নাম হয়েছিল আবেদি পেলে। তিনি গানা ও ইউরোপের বেশ কয়েকটি ক্লাবের হয়ে খেলেছেন।
কেপ ভার্দের ডিফেন্ডার পেদ্রো মন্টেইরো যিনি ২০০৬ সালে ইংল্যান্ডের সাউদাম্পটনে যোগ দিয়েছিলেন, তিনিও পেলে নামে পরিচিত ছিলেন। এই ডাকনামটি তিনি পেয়েছিলেন তার শৈশবে। কিন্তু ফুটবলার পেলের কী প্রভাব পড়েছিল ব্রাজিলের সমাজে সেটা বোঝা যায় পেলের আসল নাম এডসন থেকে।
ব্রাজিলের একটি সরকারি প্রতিষ্ঠান ভূগোল ও পরিসংখ্যান ইন্সটিটিউটের হিসেবে প্রচুর শিশুর নাম রাখা হয়েছে এডসন।
তারা বলছে, গত শতাব্দীর পঞ্চাশের দশকে ব্রাজিলে ৪৩ হাজার ৫শ’ ১১ জনের নাম ছিল এডসন। কিন্তু এর দুই দশক পর, পেলে যখন এক হাজারেরও বেশি গোল করেন এবং তিনটি বিশ্বকাপ জয় করেন, তখন এই নামের মানুষের সংখ্যা দাঁড়ায় ১ লাখ ১১ হাজারেরও বেশি।
১০. ফুটবলের রাজা কি প্রেসিডেন্ট হতে পারতেন?
পেলে ১৯৯০ সালে সাংবাদিকদের কাছে ঘোষণা করেছিলেন যে তিনি ব্রাজিলে ১৯৯৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করবেন। কিন্তু সেটা আর হয়নি।
তবে রাজনীতিতে যোগ দিয়েছিলেন ঠিকই। ১৯৯৫ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত এই তিন বছর তিনি ব্রাজিলের ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
সেসময় তার নেতৃত্বে কিছু আইন তৈরি হয়েছিল যাতে পেশাদার ফুটবলারদেরকে ক্লাবের সঙ্গে দর কষাকষির ব্যাপারে কিছু ক্ষমতা দেওয়া হয়েছিল যা তার নিজের প্রজন্মের ফুটবলারদের ছিল না। খবর: বিবিসি বাংলা।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/sports/177713/পেলের-বিষয়ে-যে-১০টি-তথ্য-হয়তো-আপনার-জানা-নেই
Post Come trough : PURBOPOSHCIMBD
সমাজ সেবা অফিসের মাঠকর্মী ফারুক আহমেদকে (৪২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে নিজ বাসার গেটের সামনে এ ঘটনা ঘটে।
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর সদরে সমাজ সেবা অফিসের মাঠকর্মী ফারুক আহমেদকে (৪২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে নিজ বাসার গেটের সামনে এ ঘটনা ঘটে।
ফারুক আহমেদ গাংনী উপজেলার বড়বাজার এলাকার শওকাত হোসেনের ছেলে। তবে শিশুকাল থেকে তিনি মেহেরপুর শহরের থানাপাড়ার (উত্তর) বাসিন্দা তার মা ফজিলা খাতুনের সঙ্গে বসবাস করতেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, রাত ১১টার দিকে ফারুক আহমেদ মেহেরপুর সদর থানার গেটে অবস্থিত রতনের চায়ের দোকান থেকে চা খেয়ে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে সুমনের দোকান থেকে মশার কয়েল ও ছেলের জন্য জুস কিনে বাসায় উদ্দেশ্যে রওনা দেন।
তিনি আরো জানান, তিনি বাড়ির গেটে পৌঁছামাত্র ৩-৪ জনের একদল অস্ত্রধারী তার ওপর ঝাঁপিয়ে পড়ে কোপাতে থাকে। এসময় তার চিৎকারে লোকজন ছুটে আসার আগেই অস্ত্রধারীরা পালিয়ে যায়। এরপর তাকে মুমূর্য অবস্থায় উদ্ধার করে মেহেরপুর ২৫০ শষ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি শাহ দারা খান জানান, লাশ পুলিশ হেফাজতে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। রাত থেকেই পুলিশি অভিযান শুরু হয়েছে।
মেহেরপুর ২৫০ শষ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডাক্তার হাবিবুর রহমান জানান, পায়ে, ঘাড়ে ও গলায় ধারালো অস্ত্র দিয়ে অনেকগুলো কোপ মারা হয়েছে। এর ফলে ফারুক আহমেদের শরীর থেকে ব্যাপক রক্তক্ষরণ হয়েছে। এতেই তার মৃত্যু হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/whole-country/177712/সমাজসেবা-মাঠকর্মীকে-কুপিয়ে-হত্যা
Post Come trough : PURBOPOSHCIMBD
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জিম্বাবুইয়ান দুই ক্রিকেটার, উইকেটরক্ষক-ব্যাটসম্যান রেজিস চাকাভা ও টপ অর্ডার ব্যাটসম্যান তিমাইসেন মারুমা। এ দুই ক্রিকেটার ছাড়াও করোনায় আক্রান্ত হয়েছেন তাদের আরো দুইজন সাপোর্ট স্টাফ।
এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট জানিয়েছে, আক্রান্তরা করোনা প্রোটোকল মেনে আইসোলেশনে আছেন।
জানা গেছে, হারারেতে জিম্বাবুয়ে ক্রিকেট একাডেমিতে জৈব সুরক্ষা বলয়ে চাকাভা ও মারুমা দু’জন ছিলেন একই রুমে। দু’জনের পজিটিভ ফল আসার পর তাদের সংস্পর্শে আসা অন্যদেরও পরীক্ষা করানো হয়। সেখানে পজিটিভ হন ওই দুই সাপোর্ট স্টাফ।
পাকিস্তানের বিপক্ষে ঘোষিত ২৫ সদস্যের প্রাথমিক দলে ছিলেন চাকাভা ও মারুমা। তবে সফরের চূড়ান্ত ২০ জনের দল থেকে বাদ পড়েছিলেন। পরবর্তীতে বাকি ২০ জন আলাদা হোটেলে আইসোলেশনে ছিলো বলে সফর করা কোনো জিম্বাবুইয়ান ক্রিকেটার তাদের সংস্পর্শে আসেনি।
এছাড়া দেশ ছাড়ার আগে এবং ইসলামাবাদে পৌঁছার পর তাদের সবার করোনাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ আসে। মঙ্গলবার শেষ হবে সফরকারীদের কোয়ারেন্টিনের মেয়াদ, তার আগে পরীক্ষা করানো হবে আরেকবার।
পাকিস্তান সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে জিম্বাবুয়ে। আগামী ৩০ অক্টোবর ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের সিরিজটি।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/sports/177711/জিম্বাবুইয়ান-দুই-ক্রিকেটার-করোনায়-আক্রান্ত
Post Come trough : PURBOPOSHCIMBD
শুরু হয়েছে দুর্গাপূজা। আজ (শুক্রবার, ২৩ অক্টোবর) মহাসপ্তমী। শারদীয় দুর্গোৎসবের দ্বিতীয় দিন। এবারের সপ্তমীর সকালটা অন্যরকম৷ আকাশে জমেছে কালো মেঘ৷ সকাল থেকেই বৃষ্টি৷ ষষ্ঠী তিথিতে বেলতলায় দেবীর ঘুম ভাঙানোর বন্দনায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে শুরু হয় বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা।
ষষ্ঠীতে দেবী দুর্গা মহিষাসুর বধে খড়গ-কৃপাণ, চক্র-গদা, তীর-ধনুক আর ত্রিশুল হাতে হাজারো মণ্ডপে অধিষ্ঠিত হয়েছেন। তবে করোনা সংকটে এই প্রথম দুর্গাপূজায় থাকছে না কোনো উৎসবের আমেজ। ধর্মীয় বিধি অনুযায়ী শাস্ত্রিয় পূজা ছাড়া সব আনুষ্ঠানকতা বন্ধ করেছে বাংলাদেশ পূজা উদযাপন কমিটি।
পঞ্জিকার তিথি অনুযায়ী, শুক্রবার দেবী বন্ধনার মহাসপ্তামী। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে পাঁচ দিন ব্যাপী দেবী পূজার আনুষ্ঠানিকতা শুরু হলেও সপ্তমী তিথিতে দেবীকে স্নান করিয়ে বিহিত পূজার পর পুষ্পাঞ্জলীর মাধ্যমে দেবীর চরণে পুষ্পার্ঘ অর্পন করবেন সনাতন ধর্মাবলম্বীরা।
সকাল থেকে চণ্ডিপাঠে মুখরিত ছিল বিভিন্ন পূজা মণ্ডপ এলাকা। বেলা ১২টা ১৪ মিনিটের মধ্যে দুর্গা দেবীর নবপত্রিকা প্রবেশ ও স্থাপন, সপ্তমাদি কল্পারম্ভ ও মহাসপ্তমী বিহিত পূজা অনুষ্ঠিত হবে। সনাতন শাস্ত্রানুসারে মা দুর্গা হচ্ছেন আধ্য শক্তি দেবী ভগবতি। তার বহুরূপ। পর্বতরাজ হিমালয়ের কন্যা বলে তিনি পার্বতী। আবার দুর্গম নামক অসুরকে বধ করে ছিলেন বলে তার অন্য নাম দুর্গা। আবার তিনিই চন্ডী, মহিষাসুরমর্দিনী।
পূজা শেষে সনাতন ধর্মাবলম্বীরা ভক্তি শ্রদ্ধার সাথে ভক্তবৃন্দ মা রূপের দেবী দুর্গার নিকট নিজের, পরিবারের ও দেশ-জাতির মঙ্গল প্রার্থনা করে চন্ডী শ্লোক পাঠ করে দেবীর চরণে ফুল-বেলপাতায় পূষ্পাঞ্জলী অর্পন করবেন।
এর আগে বুধবার (২১ অক্টোবর) বোধনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার ঢাকে পড়ে কাঠি। দক্ষিণায়নের নিদ্রিত দেবী দুর্গার নিদ্রা ভাঙার জন্য বন্দনাপূজার মধ্য দিয়ে দেবীর বোধন হয়। বুধবার পঞ্চমী তিথিতে সায়ংকালে অর্থাৎ সন্ধ্যায় এই বন্দনাপূজা অনুষ্ঠিত হয়।
গত ১৭ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে সূচনা হয়েছিল দেবীপক্ষের। প্রতি বছর দেবীপক্ষের শুরুর সপ্তাহবাদে দুর্গাপূজা শুরু হলেও ‘মল মাস’ বা ‘অশুভ মাসের’ কারণে এবার দুর্গাপূজা শুরু হচ্ছে মহালয়ার ৩৫ দিন পার করে।
পঞ্জিকা মতে, ২০২০ সালে মা দুর্গার আগমন হচ্ছে দোলায়। দোলায় চড়ে বাপের বাড়ির উদ্দেশে স্বামীর ঘর থেকে রওনা দেবেন তিনি। ধর্মীয় বিশেষজ্ঞদের মতে, দোলায় আগমন এর অর্থ মড়ক। ফলে পূজার বা তার পরবর্তী সময়েও মহামারির পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে। তবে মায়ের গমন এবার গজে। অর্থাৎ হাতিতে চড়ে মা বাপের ঘর ছেড়ে পাড়ি দেবেন স্বর্গে। গজে চড়ে গমনের ফল শুভ হয়।
তবে এই বছরের পূজা অন্যান্য বছরের মতো নয়। করোনা আতঙ্কের আবহেই এবার দেবীপক্ষের সূচনা হয়। আর মহামারির দুর্যোগ মাথায় নিয়েই এবার হচ্ছে মাতৃবন্দনা।
এবার সারাদেশে ৩০ হাজার ২২৫টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা। গত বছর এ সংখ্যা ছিল ৩১ হাজার ৩৯৮টি। অন্যদিকে ঢাকা মহানগরে এ বছর পূজা মণ্ডপের সংখ্যা ২৩৩টি। গত বছর এ সংখ্যা ছিলো ২৩৭টি। ঢাকা বিভাগে সাত হাজার ১৪টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর অনুষ্ঠিত হয়েছিল সাত হাজার ২৭১টি মন্দিরে। গত বছরের তুলনায় চট্টগ্রাম বিভাগে এবার ৫৫০টি কম মণ্ডপে পূজা হচ্ছে। এ বিভাগে এবার পূজা অনুষ্ঠিত হবে তিন হাজার ৯০৬টি।
খুলনা বিভাগে চার হাজার ৬৮৯টি, সিলেট বিভাগে দুই হাজার ৬৪৬টি, ময়মনসিংহ বিভাগে এক হাজার ৫৮৪টি, বরিশাল বিভাগে এক হাজার ৭০১টি, রংপুর বিভাগে পাঁচ হাজার ২৫০টি এবং রাজশাহী বিভাগে তিন হাজার ৪৩৫টি মণ্ডপে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
করোনাভাইরাসের কারণে এবার পূজার অনুষ্ঠানমালা শুধু ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে পূজা-অর্চনার মাধ্যমে মন্দির বা মণ্ডপ প্রাঙ্গণে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পূজামণ্ডপে যাওয়ার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের গাইডলাইন অনুসরণ করতে বলা হয়েছে। মণ্ডপ ও ভক্ত পুজারিদের নিরাপত্তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও নির্দেশনা দেয়া হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/religion/177710/আজ-মহাসপ্তমী,-বৃষ্টি-মাথায়-নিয়েই-শুরু-আরাধনা
Post Come trough : PURBOPOSHCIMBD
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আজও বৃষ্টি হচ্ছে।
সমুদ্র বন্দরগুলোকে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। পটুয়াখালী, বরগুনা, ভোলাসহ উপকূলীয় এলাকায় বৃষ্টির সাথে বইছে দমকা হাওয়া। এতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৫ ফুট বাড়তে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বৈরি আবহাওয়ার কারণে বরিশালের অভ্যন্তরীন রুটে সব ধরণের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। দু’দিনের টানা বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ।
গভীর নিম্নচাপের কারণে আজ ঢাকা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, রাজশাহী এবং সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কাল থেকে আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করবে।
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/3joVveW
Post Come trough : নাচোল নিউজ
কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে বন্ধ রয়েছে সকল নৌযান চলাচল। বৈরী আবহাওয়ার কারণে পদ্মা উত্তাল থাকায় কর্তৃপক্ষের নির্দেশে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল থেকে ঝড়ো বাতাস ও বৃষ্টি বেড়ে গেলে নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেয়া হয়। সকালে বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ী ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রটি আরো জানায়, বঙ্গপোসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে ঝড়ো বাতাস ও বৃষ্টি অব্যাহত রয়েছে। ফলে উত্তাল হয়ে উঠেছে পদ্মা। মাঝ পদ্মায় প্রচণ্ড ঢেউ থাকায় ঝুঁকি এড়াতে ভোর থেকেই লঞ্চ ও স্পিডবোট বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, বৈরী আবহাওয়ার কারণে কর্তৃপক্ষের নির্দেশে নৌযান চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকবে।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/whole-country/177709/কাঁঠালবাড়ী-শিমুলিয়ায়-নৌ-চলাচল-বন্ধ
Post Come trough : PURBOPOSHCIMBD
যদিও কোন কাজ সহজ না . তবুও উদ্যোক্তাদের জীবন একটু বেশী জটিল . উদ্যোক্তাদের কোন সময় বেঁধে কাজ হয়না . রাত দিন সারাক্ষণ অনলাই... @ (https://ift.tt/34kYDnP) by Jafrin Islam Jany from the facebook group Women and e-Commerce forum ( WE )
যদিও কোন কাজ সহজ না . তবুও উদ্যোক্তাদের জীবন একটু বেশী জটিল . উদ্যোক্তাদের কোন সময় বেঁধে কাজ হয়না . রাত দিন সারাক্ষণ অনলাইন থাকতে হয় . কোন কাজের রুটিন নেই . অসময়ে ঘুম , অসময়ে খাওয়া, যেমন রান্না করার সময় এক হাতে থাকে খুন্তি , আরেক হাতে মোবাইল .. ঘরের কাজ করার পাশাপাশি পেইজে পোষ্ট ও দিতে হয় . বাইরে গেছেন কোন কাজে , বাচ্চার স্কুল বা হাসপাতাল যেখানেই যান না কেন , কাষ্টোমারদের ফোন আর ম্যাসেজ এর রিপ্লাই চলতে থাকে .
কালে ভাদ্রে কারো দাওয়াত কবুল করলে , ওখানে গিয়েও ফোনে আপু আপু করতে হবে . যা শুনে সবাই কিছুটা হলেও বিব্রত বোধ করে .
কোন ভাবে অফলাইন থাকা চলবে না . অসুস্থ বিছানায় পড়ে আছেন , এর মাঝেও অনলাইনে কাজ চলছে। রাত ২টা /৩টা /৪টার সময়ও কাষ্টমার ম্যাসেজ দিয়ে তখনি রিপ্লাই আশা করে .
উদ্যোক্তাদের ভাণ্ডারে ভুল শব্দটি থাকা চলবে না . ভুল করে যদি সামান্য ভুল হয়ে যায় , তার গোষ্ঠী উদ্ধার করবে সোশ্যাল মিডিয়াতে স্ক্রিনশট ভাইরাল করে . তাই কাষ্টমার অর্ডার করে পরে যদি তার বংশধর সবাই অসুস্থ থাকে , অথবা যদি আপনাকে ভুল ঠিকানা দেয় , ফোন দিলে ফোন না ধরে , যদি বলে - আমি তো এটা অর্ডারই করিনি . তবু আপনি বিনয়ের সাথে সব দোষ নিজের মাথায় নিয়ে সরি আপু ,সরি আপু ,বলতে থাকবেন। না হয় কিন্তু ওই যে, পান থেকে চুন খসলেই ভাইরাল হয়ে যাবেন . সাপ্লায়ার ছাড়াও ব্যবসার সাথে জড়িত সবার সাথে , নমনীয় সুরে কথা বলতে হবে . ঘুমন্ত চোখ টেনে ধরে সব অর্ডার ঠিক মত আসছে কি না ফলোআপ করতে হবে .
ঘরে যেমন মায়েদের কোন ছুটি মেলেনা। তেমনি উদ্যোক্তাদেরও ছুটি মেলেনা . সবকিছুর পরেও ঘরের মানুষরা বলতে থাকে - চাকরী কেন করোনা ? অন্যের হুকুমে চলার চেয়ে স্বাধীন হয়ে নিজের ব্যবসার কাজ করার মাঝে এক আত্মতৃপ্তি আছে .
(Feed generated with FetchRSS) যদিও কোন কাজ সহজ না . তবুও উদ্যোক্তাদের জীবন একটু বেশী জটিল . উদ্যোক্তাদের কোন সময় বেঁধে কাজ হয়না . রাত দিন সারাক্ষণ অনলাই... @ (https://ift.tt/34kYDnP) by Jafrin Islam Jany from the facebook group Women and e-Commerce forum ( WE )
https://ift.tt/2BCEFto e-Commerce Association of Bangladesh (e-CAB) – загальнодоступна група on Facebook
আচ্ছা কোন কাস্টমার যদি অর্ডার কমপ্লিট করে, প্রোডাক্ট কুরিয়ারে দেয়ার পর যদি কুরিয়ার থেকে প্রোডাক্টটি রিসিব না করে রিটার্ন করে দে... @ (https://ift.tt/3meni3L) by Sahidul Islam Khokan from the facebook group Women and e-Commerce forum ( WE )
আচ্ছা কোন কাস্টমার যদি অর্ডার কমপ্লিট করে, প্রোডাক্ট কুরিয়ারে দেয়ার পর যদি কুরিয়ার থেকে প্রোডাক্টটি রিসিব না করে রিটার্ন করে দেয় এবং কোন রকম কারন ছাড়াই, এমনকি রিটার্ন চার্জ দিতেও চায় না। এই ব্যাপারে প্রমান সহ ওই সকল কাস্টমারের কোন রকম আইনি প্রদক্ষেপ নেয়া যায় কি??
(Feed generated with FetchRSS) আচ্ছা কোন কাস্টমার যদি অর্ডার কমপ্লিট করে, প্রোডাক্ট কুরিয়ারে দেয়ার পর যদি কুরিয়ার থেকে প্রোডাক্টটি রিসিব না করে রিটার্ন করে দে... @ (https://ift.tt/3meni3L) by Sahidul Islam Khokan from the facebook group Women and e-Commerce forum ( WE )
https://ift.tt/2BCEFto e-Commerce Association of Bangladesh (e-CAB) – загальнодоступна група on Facebook
প্রিয় ইক্যাবিয়ান, আপনারা জানেন , এই বছরে ইক্যাবের ৬ বছর পূর্তি উপলক্ষে আমরা ছোট পরিসরে আয়োজন করতে যাচ্ছি। আশা করি সবার সহযোগি... @ (https://ift.tt/2FVQ6i2) by H.h. Rakib from the facebook group Women and e-Commerce forum ( WE )
প্রিয় ইক্যাবিয়ান,
আপনারা জানেন , এই বছরে ইক্যাবের ৬ বছর পূর্তি উপলক্ষে আমরা ছোট পরিসরে আয়োজন করতে যাচ্ছি। আশা করি সবার সহযোগিতায় সুন্দর একটি মিলন মেলা হতে যাচ্ছে। আমাদের এই প্রোগ্রামে আমরা কিছু স্পন্সর নিব ।
আপনারা যারা স্পন্সর করতে আগ্রহী তারা ডিরেক্ট আমাকে ইনবক্স করতে পারেন ।
আমরা সবাই মিলেই ইক্যাব।
ধন্যবাদ।
(Feed generated with FetchRSS) প্রিয় ইক্যাবিয়ান, আপনারা জানেন , এই বছরে ইক্যাবের ৬ বছর পূর্তি উপলক্ষে আমরা ছোট পরিসরে আয়োজন করতে যাচ্ছি। আশা করি সবার সহযোগি... @ (https://ift.tt/2FVQ6i2) by H.h. Rakib from the facebook group Women and e-Commerce forum ( WE )
https://ift.tt/2BCEFto e-Commerce Association of Bangladesh (e-CAB) – загальнодоступна група on Facebook
সফলতা কিন্তু একদিনে আসে না এটার পিছনে অনেক সাধনা করতে হয়। ভয় আর অলসতা এই দুটোকে জীবন থেকে দূর করে দিন তাহলেই পথ খুজে পাবেন 😊 @ (https://ift.tt/2TfvoN2) by Hosne Ara Khan Naurin from the facebook group Women and e-Commerce forum ( WE )
সফলতা কিন্তু একদিনে আসে না এটার পিছনে অনেক সাধনা করতে হয়। ভয় আর অলসতা এই দুটোকে জীবন থেকে দূর করে দিন তাহলেই পথ খুজে পাবেন 😊
(Feed generated with FetchRSS) সফলতা কিন্তু একদিনে আসে না এটার পিছনে অনেক সাধনা করতে হয়। ভয় আর অলসতা এই দুটোকে জীবন থেকে দূর করে দিন তাহলেই পথ খুজে পাবেন 😊 @ (https://ift.tt/2TfvoN2) by Hosne Ara Khan Naurin from the facebook group Women and e-Commerce forum ( WE )
https://ift.tt/2BCEFto e-Commerce Association of Bangladesh (e-CAB) – загальнодоступна група on Facebook
নড়াইল জেলায় এ বছর ৫৪৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে পূজামণ্ডপগুলোতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এদিকে বুধবার সন্ধ্যায় বোধনের মধ্যদিয়ে এই উৎসবের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।
জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, নড়াইল জেলায় ৫৪৪টি পূজামণ্ডপের মধ্যে নড়াইল সদর উপজেলায় ২৪১টি, লোহাগড়া উপজেলায় ১৫৩টি এবং কালিয়া উপজেলা ১৫০টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। তবে করোনা ভাইরাস মহামারির কারণে গত বছরের তুলনায় এবছর ৩৮টি পূজা মণ্ডপের সংখ্যা কমেছে। গতবছর জেলায় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিলো ৫৮২টি মন্ডপে।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুন্ডু বলেন, করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনেই উৎসব পালন করা হবে। জেলার পূজামণ্ডপগুলোতে ডেকোরেশন, লাইটিংসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে ৫শ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া জেলায় হিন্দু কল্যাণ ট্রাস্ট থেকে ২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনেই উৎসাহ উদ্দীপনা ও ভাব গাম্ভীর্যের মধ্যদিয়ে শারদীয় উৎসবে মেতে উঠবে নড়াইলবাসী।
এদিকে বুধবার সন্ধ্যায় নড়াইল জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক কুন্ডু, সহ-সভাপতি বাবুল কুমার সাহা, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নিখিল সরকার, মহিলা নেত্রী ইপিরানী অধিকারী, সন্ধ্যা রানীসহ অন্যান্য নেতৃবৃন্দ পৌরএলাকার বিভিন্ন পূজামণ্ডপে পরিদর্শন করেছেন।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/whole-country/177592/নড়াইলে-৫৪৪টি-পূজামণ্ডপে-শারদীয়-দুর্গোৎসবের-আয়োজন
Post Come trough : PURBOPOSHCIMBD
স্বাস্থবিধি মেনে মাস্ক পরে পূজায় আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর খামার বাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে সনাতন সমাজ কল্যাণ সংঘ আয়োজিত শারদীয় দুর্গোৎসবের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আসাদুজ্জামান খান কামাল বলেন, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, ভ্রাতৃপ্রতিম। একে অপরের সঙ্গে মিলেমিশে চলে বলেই বাংলাদেশ সব বাধা অতিক্রম করে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেয় না।
তিনি বলেন, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনার নীতিতে বাংলাদেশ চলছে বলেই দেশের মানুষ শান্তিতে বসবাস করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে ভালোবাসেন। জনগণকে নিয়ে এগিয়ে যাচ্ছেন। তিনি যা আহ্বান করেন বাংলাদেশের জনগণ তাতেই সাড়া দেয়। প্রধানমন্ত্রীর আহ্বানে দেশের মানুষ জঙ্গি-সন্ত্রাসীদের বর্জন করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, সারাদেশে এবছর ৩০ হাজার ২১৩টি পূজামণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। পূজায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল রয়েছে।
পূজার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষকলীগ ও সনাতন সমাজ কল্যাণ সংঘের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/national/177591/মাস্ক-পরে-পূজায়-আসার-আহ্বান-স্বরাষ্ট্রমন্ত্রীর
Post Come trough : PURBOPOSHCIMBD
চাচিকে ধর্ষণ, সেই যুবলীগ নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার
বুধবার (২১ অক্টোবর) ভোর ৫টার দিকে ওই গৃহবধূ তার নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। শরীফ সুকৌশলে গৃহবধূর টিনশেড ঘরে প্রবেশ করে
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর চাটখিলে চাচিকে ধর্ষণের ঘটনায় আটক যুবলীগ নেতার বাড়ি অভিযান চালিয়ে পুলিশ। আটক মজিবুল রহমান শরীফ (৩২) উপজেলার নোয়াখলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ওয়াতির বাড়ির রফিকুল ইসলাম খোকন’র ছেলে এবং নোয়াখলা ইউনিয়ন যুবলীগের সভাপতি।
চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম বুধবার (২১ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরো জানান, আটক শরীফকে সাথে নিয়ে বুধবার রাত ৮টার দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইয়াছিন বাজার সংলগ্ন ওয়াতির বাড়িতে অভিযান চালিয়ে তার তথ্যমতে তার বসতঘর থেকে ১টি অস্ত্র, ২ রাউন্ড গুলি, বিয়ারের খালি বোতল, ৫টি মোবাইল, ১ প্যাকেট কনডম ও ১টি ল্যাপটপ উদ্ধার করেছে।
ওসি আনোয়ারুল বলেন, এ ঘটনায় আটক শরীফের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রসঙ্গত, বুধবার (২১ অক্টোবর) ভোর ৫টার দিকে ওই গৃহবধূ তার নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। শরীফ সুকৌশলে গৃহবধূর টিনশেড ঘরে প্রবেশ করে জোর পূর্বক ওই গৃহবধূকে ধর্ষণ করে এবং উলঙ্গ করে ছবি-ভিডিও ধারণ করে চলে যায়। অভিযুক্ত শরীফ ওই গৃহবধূর দূর সম্পর্কের ভাসুরের ছেলে। পরে এ ঘটনায় নির্যাতিতা গৃহবধূ নারী ও শিশু নির্যাতন দমন আইনে চাটখিল থানায় মামলা করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ দুপুর ৩টার দিকে তাকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের ইয়াছিন বাজার থেকে তাকে আটক করে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/whole-country/177590/চাচিকে-ধর্ষণ,-সেই-যুবলীগ-নেতার-বাড়ি-থেকে-অস্ত্র-উদ্ধার
Post Come trough : PURBOPOSHCIMBD
যুবলীগ সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি আজাদুল ইসলাম আজাদের ওপর হামলার ঘটনায় যুবলীগ নেতা সাইফুদ্দিন লিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।
কোরাইশমুন্সী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোজাম্মেল হোসেন জানান, আজাদের উপর হামলার মঙ্গলবার রাতে তার স্ত্রী শাহীন সুলতানা বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে রাজাপুর ইউনিয়নের কামারপুকুরিয়া এলাকায় অভিযান চালায়। এসময় প্রধান আসামী সাইফুদ্দিন লিটু ও তার সহযোগি তারেককে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
দাগনভূঞা থানার ওসি (তদন্ত) পার্থ প্রতীম জানান, যুবলীগ নেতার উপর হামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
প্রসঙ্গত, সিন্দুরপুর ইউনিয়নের চুন্দারপুর গ্রামে খেলাকে কেন্দ্র করে সোমবার বিকালে স্থানীয় দুইদল কিশোরের মধ্যে বাকবিতন্ডা হয়। সন্ধ্যায় বিষয়টি মিমাংসা করতে আজাদ ঘটনাস্থলে এসে স্থানীয়দের নিয়ে বৈঠকে বসেন। এসময় কোরাইশমুন্সী থেকে সাইফুদ্দিন লিটুর নেতৃত্বে একদল যুবক লাঠিসোটা নিয়ে আজাদের উপর হামলা চালায়। তারা আজাদকে বেদড়ক পিটিয়ে অজ্ঞান অবস্থায় ফেলে চলে যায়। বর্তমানে আজাদ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/whole-country/177588/যুবলীগ-সভাপতির-ওপর-হামলার-ঘটনায়-মামলা,-গ্রেপ্তার-১
Post Come trough : PURBOPOSHCIMBD
যুক্তরাষ্ট্রের একটি নাইটক্লাবে বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজনের মৃত্যু হয়েছে এবং আহত আরো একজনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার স্থানীয় সময় রাত পৌনে ১০টার দিকে হিউস্টন শহরের ডিডি স্কাই ক্লাবে এ হামলার ঘটনা ঘটে। গোলাগুলির সময় নাইটক্লাবটিতে কমপক্ষে ৩০ জন ছিলেন। এ ঘটনার কয়েক ঘণ্টা পরও হামলাকারীদের শনাক্ত করতে পারেনি পুলিশ।
এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, এ হামলায় দোষীদের খোঁজে শহরে জোরদার তল্লাশি শুরু হয়েছে।
হিউস্টন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা জনসন জানিয়েছেন, নাইটক্লাবে গোলাগুলিতে এ পর্যন্ত তিনজন মারা গেছেন। অপর একজনের অবস্থাও আশঙ্কাজনক।
পুলিশের ধারণা, কমপক্ষে দু’জন বন্দুকধারী হামলা চালিয়েছে। তবে হামলাকারীদের সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।
হামলার সময় ওই নাইটক্লাবে থাকা কেড ট্রামেল নামের এক ব্যক্তি সংবাদমাধ্যমকে বলেন, তিনি ও তার বন্ধু প্রাণ হাতে করে নাইটক্লাব থেকে পালিয়ে আসার আগ পর্যন্ত ৭ থেকে ১০ বার গুলির শব্দ শুনেছেন।
ওই ব্যক্তির বর্ণনা অনুযায়ী, গুলি চলার সময় মেঝেতে পড়ে গিয়ে কোনোভাবে নিজেদের রক্ষা করেছেন। তারপর, পড়িমরি করে তিনি ও তার বন্ধু নাইটক্লাব থেকে পালিয়ে আসেন। এই যুবক একজন লোকাল হিপহপ শিল্পী।
২০ বছর বয়সী ট্রামেলের কথায়, গুলির শব্দে ক্লাবের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। নিজের প্রাণ রক্ষায় যে যার মতো দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটতে থাকে। ভয়ে তারাও দৌড়ে পালান। যত দ্রুত সম্ভব নাইটক্লাবের বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন তারা।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/abroad/177589/যুক্তরাষ্ট্রে-নাইটক্লাবে-বন্দুক-হামলা,-নিহত-৩
Post Come trough : PURBOPOSHCIMBD