রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশে প্রতারণা চক্রের মূল হোতাসহ ৯ সদস্যকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে তাদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকাশ প্রতারক চক্রের প্রধানসহ ৯ জনকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/national/177012/বিকাশে-প্রতারণা-চক্রের-মূল-হোতাসহ-আটক-৯
Post Come trough : PURBOPOSHCIMBD
আসন্ন নিউজিল্যান্ড সফরের জন্য টেস্ট ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। দুই স্কোয়াডেই রয়েছে চমক। রাসেলকে ছাড়াই ঘোষণা করা হয়েছে টি-টোয়েন্টি স্কোয়াড। এছাড়া দলে নেই লেন্ডল সিমনস এবং এভিন লুইসও।
অন্যদিকে টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন ডানহাতি ওপেনার শাই হোপ। স্কোয়াডে ফেরানো হয়েছে ড্যারেন ব্রাভো ও শিমরন হেটমায়ার।
আগামী ২৭ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে হবে সফরের তিন টি-টোয়েন্টি ও দুই টেস্ট। কোয়ারেন্টিনের বাধ্যবাধকতা থাকায় দুই সপ্তাহ আগেই নিউজিল্যান্ড পৌঁছে যাবে ক্যারিবীয়রা।
Post Written by :
Original Post URL : https://ppbd.news/sports/177011/ওয়েস্ট-ইন্ডিজের-টি-টোয়েন্টি-দল-ঘোষণা,-নেই-রাসেল
Post Come trough : PURBOPOSHCIMBD
প্যাট কামিন্স ও ইয়ন মরগান জুটির মরিয়া প্রচেষ্টায় কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দেড়শো রানের কাছাকাছি পৌঁছাতে সক্ষম হয়। যদিও জয়ের জন্য এমন ছোটখাটো পুঁজি যে যথেষ্ট নয়, তা বোঝা যায় ম্যাচের শেষে।
শুক্রবার (১৬ অক্টোবর) আবু ধাবিতে প্রথমে ব্যাট করে কলকাতা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিমেয় ১৪৮ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে মুম্বাই ১৬.৫ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে প্রয়োজনীয় ১৪৯ রান তুলে নেয়। কার্যত হাসতে হাসতে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নেন রোহিতরা।
কলকাতার হয়ে কামিন্স সর্বোচ্চ ৫৩ রান করে অপরাজিত থাকেন। ৩৬ বলের ইনিংসে তিনি ৫টি চার ও ২টি ছক্কা মারেন। মরগান ২৯ বলে ৩৯ রান করে নট-আউট থাকেন। তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন। এছাড়া শুভমন গিল ২১, আন্দ্রে রাসেল ১২, রাহুল ত্রিপাঠী ৭, নীতিশ রানা ৫ ও দীনেশ কার্তিক ৪ রান করে আউট হন।
২টি উইকেট নিয়েছেন রাহুল চাহার। ১টি করে উইকেট নিয়েছেন বোল্ট, কুল্টার-নাইল ও বুমরাহ।
জবাবে ব্যাট করতে নেমে মুম্বাই ওপেনিং জুটিতে ৯৪ রান তুলে ফেলে। রোহিত ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ৩৫ রানের সতর্ক ইনিংস খেলে আইউ হন। সূর্যকুমার যাদব ১০ বলে ১০ রান করে ক্রিজ ছাড়েন। কুইন্টন ডি কক ৪৪ বলে ৭৮ রান করে অপরাজিত থাকেন। তিনি ৯টি চার ও ৩টি ছক্কা মারেন। হার্দিক পান্ডিয়া অপরাজিত থাকেন ১১ বলে ২১ রান করে। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন।
বরুণ ও মাভি ১টি করে উইকেট নেন। ম্যাচের সেরা হয়েছেন কুইন্টন ডি কক। এই জয়ের সুবাদে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে মুম্বাই দিল্লি ক্যাপিটালসকে টপকে লিগ টেবিলের এক নম্বরে চলে আসে।
শনিবার (১৭ অক্টোবর) বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশন জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের সভাকক্ষে এ সভা হবে।
নিজস্ব প্রতিবেদক
১৪৪২ হিজরি সনের পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আহবান করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশন জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের সভাকক্ষে এ সভা হবে।
সভায় ১৪৪২ হিজরি সনের পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) তারিখ নির্ধারণ ও চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এদিকে বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার ডিসি অথবা ইউএনওকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। এবং ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/religion/177009/জাতীয়-চাঁদ-দেখা-কমিটির-সভা-সন্ধ্যায়
Post Come trough : PURBOPOSHCIMBD
নির্বাচনের চিরাচরিত আমেজ ছাড়াই শুরু হয়েছে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য পদে উপ নির্বাচনের ভোটগ্রহণ। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু।
নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রে প্রবেশ করে ভোট কক্ষে যান তিনি। ভোট দিয়ে বের হয়ে মনু বলেন, উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিচ্ছে। কোথাও কোনো সমস্যা নেই। এ নির্বাচন একটি নজির হয়ে থাকবে।
ফলাফল যাই হোক, সেটা মেনে নেবেন বলে মন্তব্য করেন তিনি। তবে মনিরুল ইসলাম মনু জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। বিএনপি প্রার্থীর অভিযোগগুলোর কোনো সত্যতা নেই বলে দাবি করেছেন তিনি।
এদিকে ভোট কেন্দ্রের সামনে টেবিল পেতে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে ভোটার স্লিপ দেয়া হচ্ছে। তবে বিএনপি প্রার্থীর পক্ষে এমন তৎপরতা নেই। সকাল ঠিক ৯টায় এই কেন্দ্রে প্রবেশ করেন ৬৫নং ওয়ার্ড কাউন্সিলর শামসুদ্দিন আহমেদ সেন্টু।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪৮, ৪৯, ৫০, ৬০, ৬১, ৬২, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯ ও ৭০ নম্বর ওয়ার্ড (ডেমরা ও মতিঝিল) নিয়ে ঢাকা-৫ আসন গঠিত।
ঢাকা-৫ আসনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪টি ওয়ার্ডে মোট ১৮৭টি কেন্দ্রের ৮৬৪টি কক্ষে ভোটগ্রহণ হবে। আসনে ভোটার সংখ্যা চার লাখ ৭১ হাজার ১২৯ জন; এদের মধ্যে পুরুষ দুই লাখ ৪১ হাজার ৪৬৪ জন ও নারী দুই লাখ ২৯ হাজার ৬৬৫ জন।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/national/177008/কোথাও-সমস্যা-নেই,-এ-নির্বাচন-নজির-হয়ে-থাকবে:-মনু
Post Come trough : PURBOPOSHCIMBD
প্রাডো গাড়িতে হিরো আলম, আর দুইদিকে শত শত মানুষ। কেউ সেলফি তুলছেন, কেউ করমর্দন করছেন, কেউ হাত নেড়ে অভিবাদন করছেন, আর বাকিরা উৎসাহ নিয়ে দেখছেন বগুড়ার আশরাফুল আলম ওরফে ডিশ আলম ওরফে হিরো আলমকে।
শুক্রবার (১৬ অক্টোবর) থেকে সারাদেশের সিনেমা হল খুলে দেওয়া হয়েছে। করোনাকালে নতুন স্বাভাবিকে বাংলাদেশে প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সাহসী হিরো আলম’। সিনেমাটি মুক্তি পাওয়ার পর রাজধানীর বিভিন্ন প্রেক্ষাগৃহ পরিদর্শন ও দর্শক-শুভানুধ্যায়ীদের সঙ্গে এভাবে জনসংযোগ করেন অভিনেতা আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।
গত বছর আশরাফুল আলম নিজের প্রযোজনায় ‘সাহসী হিরো আলম’ নামের একটি সিনেমা নির্মাণের কাজ শুরু করেন। সম্পূর্ণ কাজ সম্পন্ন হয় চলতি বছরের গোড়াতেই। আলম সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেন মার্চ মাসের শেষদিকে।
কিন্তু বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও করোনা আঘাত করে মার্চের গোড়ার দিকে। মাসের শেষদিকে ঘোষণা করা হয় সাধারণ ছুটি। কার্যত লকডাউন হয়ে পড়ে গোটা দেশ। অন্যান্য সকল কিছুর মতোই বিনোদন মাধ্যমেও আঁচ লাগে করোনার। বন্ধ ঘোষণা করা হয় দেশের সকল সিনেমা হল।
অক্টোবরের ১৬ তারিখ অর্থাৎ শুক্রবার অর্ধেক আসনে বসার শর্তে খুলে যায় দেশের সকল সিনেমা হল। এছাড়া সিনেমা হল কর্তৃপক্ষকে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হয়।
নতুন স্বাভাবিকে সিনেমা হল খোলার দিনেই সারাদেশে একযোগে ৪০টি হলে মুক্তি পায় আশরাফুল আলম ওরফে হিরো আলম প্রযোজিত ও অভিনীত সিনেমা ‘সাহসী হিরো আলম’।
মুক্তির প্রথম দিনেই রাজধানীর চিত্রামহল, জিঞ্জিরার নিউ গুলশান হল, ফার্মগেটের আনন্দ সিনেমাসহ নারায়ণঞ্জে নায়িকা সমেত একটি পাজেরো নিয়ে হিরো আলম ঘুরে বেড়ান। এসময় হিরো আলমকে দেখতে সিনেমা হলগুলোর সামনে উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। একের পর এক সেলফি তোলা, দর্শকদের হাত নেড়ে শুভেচ্ছা জানানো, হলের ভেতরে ভক্তদের উদ্দেশ্যে দু'চার কথা বলতে শোনা যায় যায় আলমকে।
আশরাফুল আলমের দাবি, তার ছবি মোটামুটি ভালোই চলছে। তিনি বলেন, আমি বলবো না আমার ছবি সুপার ডুপার হিট। কিন্তু আমার ছবি বিভিন্ন হলে চলছে, মানুষজন দেখতে আসছে। এসব দেখেই আমি সন্তুষ্ট। আমার ভালো লাগছে যে, এতো মানুষ হলে আসছে, আমি আশা করি নাই। আমি বলবো আলহামদুলিল্লাহ।
দেশের ৬৬টি হলে শুক্রবার থেকে চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। যার মধ্যে ৪০ টি হলে ‘সাহসী হিরো আলম’ ও বাকি হলগুলোতে পুরোনো ছবি চলছে।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/entertainment/177007/প্রাডো-গাড়িতে-হিরো-আলমের-জনসংযোগ
Post Come trough : PURBOPOSHCIMBD
দেশে করোনাভাইরাস শনাক্তের ২২৩তম দিনে এই ভাইরাস থেকে সুস্থ মানুষের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ৭৩৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৫০৯ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৭ দশমিক ৮৯ শতাংশ। আগের দিন এই হার ছিল ৭৭ দশমিক ৮১ শতাংশ। আগের দিনের চেয়ে সুস্থতার হার শূন্য দশমিক শূন্য ৪ শতাংশ বেশি।
শুক্রবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৫৭৭ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৫২৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আগের দিনের চেয়ে আজ ৭৩ জন কম শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার ১৪ হাজার ১০৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ১ হাজার ৬০০ জন। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ২৫ শতাংশ। আগের দিন এই হার ছিল ১১ দশমিক ৩৪ শতাংশ। আগের দিনের চেয়ে শনাক্তের হার শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ কম।
দেশে এ পর্যন্ত মোট ২১ লাখ ৪০ হাজার ১২৯ জনের নমুনা পরীক্ষায় ৩ লাখ ৮৬ হাজার ৮৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক শূণ্য ৪ শতাংশ। বৃহস্পতিবার পর্যন্ত এই হার ছিল ১৮ দশমিক শূন্য ৮ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৫ জন মৃত্যুবরণ করেছেন। এর আগের দিনও ১৫ জন মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৫ হাজার ৬২৩ জন। করোনা শনাক্তের বিবেচনায় শুক্রবার মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। গত ৭ অক্টোবর থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৭৮৪ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১৪ হাজার ২৬১ জনের। আগের দিনের চেয়ে ৪৭৭টি নমুনা কম সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের ১০৯টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৫৭৭ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৪ হাজার ১০৪ জনের। গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে ৫২৭টি কম নমুনা পরীক্ষা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশের মোট জনসংখ্যার ভিত্তিতে প্রতি ১০ লাখে এ পর্যন্ত শনাক্ত ২২৬৭ দশমিক শূন্য ১ জন। সুস্থ হয়েছেন প্রতি ১০ লাখে এ পর্যন্ত ১৭৬৫ জন এবং প্রতি ৮৬ লাখে মারা গেছেন এ পর্যন্ত ৩৩ দশমিক শূন্য ২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায মৃত্যুবরণকারী ১৫ জনের মধ্যে পুরুষ ১৩ জন, আর নারী ২ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ৪ হাজার ৩২৭ জন, আর নারী মৃত্যুবরণ করেছেন ১ হাজার ২৯৬ জন। শতকরা হিসাবে পুরুষ ৭৬ দশমিক ৯৫ শতাংশ; নারী ২৩ দশমিক শূন্য ৫ শতাংশ। ২৪ ঘণ্টায় ১৫ জনই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের ১ জন, ৫১ থেকে ৬০ বছরের বছরের ৪ জন এবং ষাটোর্ধ্ব রয়েছেন ১০ জন। এখন পর্যন্ত মৃত্যুবরণকারীদের বয়স বিশ্লেষণে দেখা যায়, শূন্য থেকে ১০ বছরের মধ্যে রয়েছেন ২৭ জন; যা শূন্য দশমিক ৪৮ শতংশ। ১১ থেকে ২০ বছরের মধ্যে রয়েছেন ৪৫ জন; যা শূন্য দশমিক ৮০ শতাংশ। ২১ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছেন ১২৬ জন; যা ২ দশমিক ২৪ শতাংশ। ৩১ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছেন ৩১৫ জন; যা ৫ দশমিক ৬০ শতাংশ; ৪১ থেকে ৫০ বছরের মধ্যে রয়েছেন ৭০৮ জন; যা ১২ দশমিক ৬৯ শতাংশ। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে রয়েছেন ১ হাজার ৫০১ জন; যা ২৬ দশমিক ৬৯ শতাংশ এবং ৬০ বছরের বেশি বয়সের রয়েছেন ২ হাজার ৯০১ জন; যা ৫১ দশমিক ৫৯ শতাংশ।
মৃত্যুবরণকারীদের বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম, খুলনা এবং রংপুর বিভাগে ১ জন করে মৃত্যুবরণ করেছেন। এ পর্যন্ত মৃত্যুবরণকারীদের বিভাগভিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগে মারা গেছেন ২ হাজার ৮৭৫ জন; যা ৫১ দশমিক ১৩ শতাংশ। চট্টগ্রাম বিভাগে ১ হাজার ১২৯ জন; যা ২০ দশমিক শূন্য ৮ শতাংশ। রাজশাহী বিভাগে ৩৬০ জন; যা ৬ দশমিক ৪০ শতাংশ। খুলনা বিভাগে ৪৫৪ জন; যা ৮ দশমিক শূন্য ৭ শতাংশ। বরিশাল বিভাগে ১৯৩ জন; যা ৩ দশমিক ৪৩ শতাংশ। সিলেট বিভাগে ২৩৯ জন; যা ৪ দশমিক ২৫ শতাংশ। রংপুর বিভাগে ২৫৫ জন; যা ৪ দশমিক ৫৩ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে ১১৮ জন; যা ২ দশমিক ১০ শতাংশ।
ঢাকা মহানগরীতে কোভিড ডেডিকেটেড হাসপাতালে সাধারণ শয্যা সংখ্যা ৩ হাজার ৫১৯টি, সাধারণ শয্যায় ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৭৩৪ জন ও শয্যা খালি আছে ১ হাজার ৭৮৫টি। আইসিইউ শয্যা সংখ্যা ৩১৪টি, আইসিইউ শয্যায় ভর্তি রোগী আছে ১৬৬ জন ও শয্যা খালি আছে ১৪৮টি। চট্টগ্রাম মহানগরীতে সাধারণ শয্যা সংখ্যা ৭৮২টি, ভর্তিকৃত রোগী ১৫৪ জন ও শয্যা খালি আছে ৬২৮টি। আইসিইউ শয্যা সংখ্যা ৩৯টি, আইসিইউ শয্যায় ভর্তি আছে ১৭ জন ও শয্যা খালি আছে ২২টি। সারাদেশে অন্যান্য হাসপাতালে সাধারণ শয্যা সংখ্যা ৭ হাজার ৩৮৬টি, সাধারণ শয্যায় ভর্তিকৃত রোগী ৪৯৮ জন ও শয্যা খালি আছে ৬ হাজার ৮৮৮টি এবং আইসিইউ শয্যা রয়েছে ২১১টি ও আইসিইউ শয্যায় ভর্তিকৃত রোগীর সংখ্যা ৭৬ জন ও শয্যা খালি আছে ১৩৫টি। সারাদেশে হাসপাতালে সাধারণ শয্যা সংখ্যা ১১ হাজার ৬৮৭টি, রোগী ভর্তি আছে ২ হাজার ৩৭৬ জন এবং শয্যা খালি আছে ৯ হাজার ৩০১টি। সারাদেশে আইসিইউ শয্যা সংখ্যা ৫৬৪টি, রোগী ভর্তি আছে ২৫৯ জন এবং খালি আছে ৩০৫টি। সারাদেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা ১২ হাজার ৯৮৭টি। সারাদেশে হাই ফ্লো নেজাল ক্যানেলা সংখ্যা ৫৪১টি এবং অক্সিজেন কনসেনট্রেটর ৩৫৬টি।
০১৩১৩-৭৯১১৩০, ০১৩১৩-৭৯১১৩৮, ০১৩১৩৭৯১১৩৯ এবং ০১৩১৩৭৯১১৪০ এই নম্বরগুলো থেকে হাসপাতালের সকল তথ্য পাওয়া যাবে। কোন হাসপাতালে কতটি শয্যা খালি আছে। কত রোগী ভর্তি ও কতজন ছাড় পেয়েছেন এবং আইসিইউ শয্যা খালি আছে কি না এই ফোন নম্বরগুলোতে ফোন করে জানা যাবে। এছাড়া www.dghs.gov.bd এর CORONA কর্ণারে ‘করোনা বিষয়ক অভিযোগ প্রেরণ’ লিঙ্ক অথবা http:/app.dghs.gov.bd/covid19-complain লিঙ্ক ব্যবহার করে করোনা বিষয়ক যেকোন অভিযোগ পাঠানো যাবে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ১ হাজার ৫০৯ জনের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ৮৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৩১ জন, রংপুর বিভাগে ৪৩ জন, খুলনা বিভাগে ১৩৭ জন, বরিশাল বিভাগে ১৭ জন, রাজশাহী বিভাগে ১৪০ জন, সিলেট বিভাগে ৫৬ জন এবং ময়মনসিংহে ২০ জন সুস্থ হয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন ১১৭ জন, আর ছাড় পেয়েছেন ১৮৭ জন। এখন পর্যন্ত আইসোলেশনে যুক্ত হয়েছেন ৮৩ হাজার ৯১৭ জন, আর ছাড় পেয়েছেন ৭১ হাজার ৬৫৮ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ২৫৯ জন।
গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন ৭৪৮ জন, আর কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন ৮৪০ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ৫ লাখ ৪৪ হাজার ৯৪৪ জন, আর এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ৫ লাখ ৪ হাজার ৯৪৯ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৩৯ হাজার ৯৯৫ জন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ হটলাইন নম্বরে ফোনকল গ্রহণ করা হয়েছে ৫ হাজার ৬৮২টি এবং আইইডিসিআর’র হটলাইন ১০৬৫৫, এই নম্বরে ফোন এসেছে গত ২৪ ঘণ্টায় ১৪৮টি। সব মিলিয়ে ২৪ ঘণ্টায় ফোনকল গ্রহণ করা হয়েছে ৫ হাজার ৮৩০টি। এ পর্যন্ত হটলাইনে ফোনকল এসেছে ২ কোটি ১৭ লাখ ৭৪ হাজার ৩৭টি।
এছাড়া ২৪ ঘণ্টায় কোভিড বিষয়ক টেলিমেডিসিন সেবা গ্রহণ করেছেন ২ হাজার ৯৯৮ জন। এ পর্যন্ত শুধু কোভিড বিষয়ে স্বাস্থ্য সেবা গ্রহণ করেছেন ৪ লাখ ৮১ হাজার ৬৯৮ জন। প্রতিদিন ৩৫ জন চিকিৎসক ও ১০ জন স্বাস্থ্য তথ্যকর্মকর্তা দুই শিফটে মোট ৯০ জন টেলিমেডিসিন সেবা দিয়ে যাচ্ছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশের বিমানবন্দর, নৌ, সমুদ্রবন্দর ও স্থলবন্দর দিয়ে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮০১ জনসহ সর্বমোট বাংলাদেশে আগত ১০ লাখ ৪৮ হাজার ৭৫২ জনকে স্কিনিং করা হয়েছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার পরিস্থিতি তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১৫ অক্টোবর পর্যন্ত রিপোর্ট অনুযায়ী দক্ষিণ-পূর্ব এশিয়ায় করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮২ লাখ ৪ হাজার ৩৬৬ জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১ লাখ ৩০ হাজার ৫২৯ জন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১৫ অক্টোবর পর্যন্ত রিপোর্ট অনুযায়ী সারাবিশ্বে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৮৩ লাখ ৯৪ হাজার ১৬৯ জন এবং এ পর্যন্ত ১০ লাখ ৮৯ হাজার ৪৭ জন মৃত্যুবরণ করেছেন।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/national/177006/দেশে-করোনায়-সুস্থতা-৩-লাখ-ছাড়িয়েছে
Post Come trough : PURBOPOSHCIMBD
নড়াইলের নড়াইল-মাগুরা সড়কের সুবুদ্ধিডাঙ্গা এলাকায় যাত্রীবাহী দুটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চালক তপু শেখ (২৩) নিহত হয়েছেন। নিহত তপু শেখ সদরের আউড়িয়া ইউনিয়নের সীমাখালী গ্রামের আব্দুর রশিদ শেখের পুত্র। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। এতে ওই ইজিবাইকের ২-৩ জন যাত্রী সামান্য আহত হয়েছে।
জানা গেছে, সদর উপজেলার নড়াইল-মাগুরা সড়কের হবখালি ইউনিয়নের সুবুদ্ধিডাঙ্গনামক স্থানে নড়াইলগামী একটি যাত্রীবাহি ইজিবাইকের সাথে বিপরীত দিক থেকে আসা অপর একটি খালি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নড়াইলগামী ইজিবাইকের চালক সদরের আউড়িয়া ইউনিয়নের সীমাখালি গ্রামের আব্দুর রশিদ শেখের পুত্র তপু শেখ গুরুতর আহত হয়। ঘটনার সময় মোটর সাইকেল নিয়ে শহরে ফিরছিলেন লোহাগড়া উপজেলা সমবায় অফিসার মোঃ তারিকুল ইসলাম। তিনি দ্রুত তাঁর মোটরসাইকেলে নিয়ে সদর হাপসাতালে ছুটে যান। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ইজিবাইকের যাত্রী আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইলিয়াচ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/177004/নড়াইলে-ইজিবাইকের-মুখোমুখি-সংঘর্ষে-চালক-নিহত
Post Come trough : PURBOPOSHCIMBD
ফ্রান্সে এক শিক্ষককে গলাকেটে হত্যা করার একটি ঘটনাকে ‘ইসলামি সন্ত্রাসী হামলা’ বলে বর্ণনা করেছে দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ। রাজধানী প্যারিসের উত্তর-পশ্চিমের শহরতলীতে শুক্রবারের এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশের গুলিতে নিহত হয় হামলাকারী।
নিহত ব্যক্তি তার ছাত্রদের ক্লাসে ইসলামের নবী হযরত মুহাম্মদ (স.) এর সম্পর্কে বিতর্কিত কার্টুন দেখিয়েছিলেন বলে খবর।
একটি স্কুলের সামনে হামলার ঘটনা ঘটে স্থানীয় সময় বিকাল ৫টার দিকে। এই ঘটনায় তদন্ত করছে সন্ত্রাস বিরোধী পুলিশ বিভাগ।
ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ম্যাক্রঁ বলেন, ঐ শিক্ষককে হত্যা করা হয়েছে কারণ তিনি ‘মত প্রকাশের স্বাধীনতা’র শিক্ষা দিচ্ছিলেন। নিহত ব্যক্তির নাম এখনো প্রকাশ করা হয়নি।
হামলার ঘটনার পরপরই হামলাকারীকে গ্রেফতার করার চেষ্টা করার সময় পুলিশের গুলিতে মারা যায়। হামলাকারী সম্পর্কেও বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ।
তিন সপ্তাহ আগে ফরাসী ব্যাঙ্গ রসাত্মক ম্যাগাজিন শার্লি হেবদোর পুরোনো অফিসের সামনে দুই ব্যক্তির ওপর হামলা চালিয়ে আহত করার ঘটনা ঘটে।
২০১৫ সালে শার্লি হেবদোর ঐ অফিসে ইসলামপন্থী জঙ্গিদের হামলায় অন্তত ১১ জন নিহত হয়, যেই ঘটনার বিচারকাজ এখনো চলছে।
ঘটনা সম্পর্কে কী জানা যাচ্ছে?
কনফা-সাঁত-ওনোরিন এলাকায় বড় আকারের একটি ছুরি হাতে নিহত ব্যক্তির ওপর হামলা চালিয়ে তাকে গলা কেটে হত্যা করে হামলাকারী।
এরপর আক্রমণকারী পালানোর চেষ্টা করলেও স্থানীয়রা পুলিশকে জানালে তারা দ্রত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ সদস্যরা এর্হানি এলাকায় হামলাকারীকে আটকাতে সক্ষম হয়।
সেসময় পুলিশ চিৎকার করে হামলাকারীকে আত্মসমর্পণ করতে বলে, কিন্তু হামলাকারী উল্টো পুলিশকে হুমকি দেয়। ঐ পর্যায়ে পুলিশ হামলাকারীকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে এবং কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়।
ফ্রান্সের পুলিশ বিভাগের পক্ষ থেকে করা এক টুইটে স্থানীয়দের ঐ অঞ্চল এড়িয়ে চলাচল করতে অনুরোধ করা হয়েছে।
নিহত ব্যক্তির পরিচয় কী?
লে মঁন্ড পত্রিকার তথ্য অনুযায়ী নিহত ব্যক্তি ইতিহাস ও ভূগোলের শিক্ষক ছিলেন।
শার্লি হেবদো ম্যাগাজিন ইসলামের নবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে ছাপা হওয়া যেসব কার্টুন মুসলিমদের উষ্মার কারণ হয়েছিল, ঐ ধরণের কার্টুন চিত্র প্রকাশের সাথে বাক স্বাধীনতার সম্পৃক্ততা নিয়ে ক্লাসে ছাত্রদের সাথে আলোচনা করেছিলেন।
ফরাসী মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, শার্লি হেবদো ইসলামের নবীর যেসব কার্টুন ছেপেছিল, সেগুলোর একটি বা একাধিক কার্টুন দেখিয়ে ছাত্রদের সাথে আলোচনা করার জন্য এ মাসের শুরুর দিকে কয়েকজন মুসলিম অভিভাবক স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগও করেছিলেন।
২০১৫ সালে শার্লি হেবদোর অফিসে হামলায় প্রখ্যাত কার্টুনিস্টসহ ১২ জন মারা যাওয়ার পর থেকে ফ্রান্সে ইসলামপন্থী জঙ্গিদের একাধিক হামলা হয়েছে।
কী প্রতিক্রিয়া হচ্ছে ফ্রান্সে?
শুক্রবার ফ্রান্সের জাতীয় সংসদের ডেপুটিরা সংসদে দাঁড়িয়ে নিহতের প্রতি শোক প্রকাশ করেন। এই হামলাকে তারা ‘নৃশংস সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যায়িত করছেন।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রী জেরাল্ড ডারমানিন মরক্কোতে তার সফর সংক্ষিপ্ত করে জরুরি ভিত্তিতে ফ্রান্সে ফিরে যাচ্ছেন।
দেশটির শিক্ষামন্ত্রী জ্যঁ-মাইকেল ব্ল্যাঁকোয়ের টুইট করেছেন যে একজন শিক্ষকের ওপর হামলা পুরো ফরাসী প্রজাতন্ত্রের ওপর হামলার শামিল।
নিহত ব্যক্তিও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি মন্তব্য করেছেন ‘ইসলামিক সন্ত্রাসবাদের’ বিরুদ্ধে একমাত্র জবাব একতা ও দৃঢ়তা। খবর: বিবিসি বাংলা।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/abroad/177005/শিক্ষককে-গলাকেটে-হত্যা,-ম্যাক্রঁ-বললেন-‘ইসলামি-সন্ত্রাসী-হামলা’
Post Come trough : PURBOPOSHCIMBD
ঘাড়ে ব্যাথা একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা, যে বিষয় নিয়ে প্রতি তিনজন মানুষের মধ্যে একজন অভিযোগ জানান।
ঘাড়ের ব্যাথার কারণ হতে পারে ঘাড়ে খুব সাধারণ মাংশপেশিত টান বা শক্ত হয়ে যাওয়া অথবা জটিল কোনও পরিস্থিতি, যেমন কশেরুকার স্নায়ু সঙ্কুচিত হয়ে যাওয়া।
মেরুদণ্ডের হাড়ের (ভার্টিবা)অসুখ, গেঁটে বাত (আর্থারাইটিস), সারভাইকাল স্পন্ডিলসিস এবং অন্যান্য শারীরিক পরিস্থিতি থেকে ঘাড়ের ব্যাথা হতে পারে, যার অবিলম্বে চিকিৎসা প্রয়োজন।
বিশেষত একাধিক সন্তানের মা এবং যাঁদের দুর্বল শরীর তাঁদের ঘাড়ের ব্যাথার ঝুঁকি বেশি থাকে।
যারা অফিস ওয়ার্ক করেন, দীর্ঘ সময় কম্পিউটার / ল্যাপটপ এ সময় দেন, দীর্ঘ সময় যারা একই পজিসন মেইনটেইন করেন তাদের এ ধরনের ঘাড় ব্যথা হয়ে থাকে ।
সাধারণত কোনও দুর্ঘটনার পর ঘাড়ে ব্যাথা হতে পারে, যাকে বলা হয় ‘হুইপল্যাশ’, তার উপসর্গ দীর্ঘবছর ধরে থাকে।
অধিকাংশ সময়ে ঘাড়ের ব্যাথার নিরাময় এক সপ্তাহের মধ্যে হয়। খুবই কম সময়ে তা বছর বছর থেকে যায়।
ঘাড়ের ব্যাথার চিকিৎসার মূল কৌশল ব্যায়াম বা ফিজিওথেরাপি, ইয়োগা এবং সঠিক শারীরিক অঙ্গবিন্যাস।
এসব চিকিৎসায় ব্যর্থ হলে তখনই একমাত্র অস্ত্রোপচার বা সার্জারির কথা ভাবা হয়।
দীর্ঘস্থায়ী ঘাড়ের ব্যাথার জন্য, একযোগে একাধিক কৌশল নেওয়া হয় যার মধ্যে থাকে ফিজিওথেরাপি বা ব্যায়াম , ইয়োগা, কাইরোপ্র্যাকটিস এবং জীবনধারায় পরিবর্তন।
Post Written by : Subrata
Original Post URL : https://ift.tt/37erkVx
Post Come trough : নাচোল নিউজ
আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি তুলা রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি শুক্র, ন্যায়ের দেবতা শনি মহারাজ ও সর্বগ্রাসী গ্রহ রাহুর প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে কুম্ভ রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গ ও অনুচিত কাজবাজের প্রতি আকৃষ্ট থাকবে। বেগবান যান বর্জনীয়।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। দাম্পত্য সুখ-শান্তি প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে। নিঃসন্তান দম্পতিরা কোনো না কোনো শুভসংবাদপ্রাপ্ত হবেন। বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে। বেগবান যান বর্জনীয়।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড়ভাড় তীব্রগতির বাহন বর্জন করুন। অর্থকড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। শ্রমিক-কর্মচারীদের মনে মালিকপ্রীতি দেখা দেবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে।
মিথুন [২১ মে-২০ জুন]
শিক্ষার্থীদের হাতে নিত্যনতুন সুযোগ এসে হাজির হবে। হারানো পিতৃমাতৃ ধনসম্পদ সম্পত্তি ব্যবসা ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে। কর্ম ও ব্যবসা-বাণিজ্যে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহবিবাদের মীমাংসা হবে। দূর থেকে আসা কোনো সংবাদে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে। মামলা-মোকদ্দমা ও কোর্টকেসের রায় পক্ষে আসবে। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ভাইবোনদের কাছ থেকে ভরপুর সাহায্য-সহযোগিতা পাবেন। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব ভ্রমণ শুভ।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে। হাত বাড়ালেই সফলতা ধরা দেবে। ব্যবসা-বাণিজ্যে মজুদ মালের দাম ফুলেফেঁপে উঠবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজিং এড়িয়ে চলা শ্রেয় হবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফলতাপ্রাপ্ত হবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক্স সামগ্রীর পসরা সাজবে। শিক্ষার্থীদের হাতে নিত্যনতুন সুযোগ এসে হাজির হবে। প্রেম বিবাহের মাধ্যমে স্বীকৃতি পাবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা ভারী হয়ে থাকবে। টাকাপয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণœ হয়ে পড়বে। এতদসত্ত্বেও মন সুর সংগীতের প্রতি আকৃষ্ট থাকবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বন্ধুত্ব শুভ। দূর থেকে আসা ডাক বেকারদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। সন্তানদের ক্যারিয়ার, অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
বেকার যুবক-যুবতীদের হাতে নিত্যনতুন সুযোগ এসে হাজির হবে। শিক্ষার্থীদের মনোবল চাঙ্গা হয়ে উঠবে। বাণিজ্যিক সফর লাভদায়ক প্রমাণিত হবে। শত্রু ও বিরোধীপক্ষ পিছু হটতে বাধ্য হবে। মন স্বপ্ন পূরণের দিকে ধাবিত হতে পারে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। নিত্যনতুন প্ল্যানপ্রোগ্রাম আর স্বপ্নসাধ পূরণ হতে পারে। বিবাহযোগ্যদের বিবাহের পথ প্রশস্ত হবে। মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
শুভাশুভ মিশ্রফল প্রদান করবে। আয় বুঝে ব্যয় করুন নচেৎ সঞ্চয়ে হাত পড়বে। ব্যবসা-বাণিজ্যে মজুদ মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রি করে ঘরে তোলা কঠিন হবে। সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয়-পরিজন সাহায্যের হাত বাড়িয়ে ধরবে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/feature/177002/আজকের-রাশিফল
Post Come trough : PURBOPOSHCIMBD
উপনির্বাচনের কারণে শুক্রবার মধ্যরাত থেকে আজ শনিবার মধ্যরাত পর্যন্ত কিছু গণপরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য।
গত ৩ সেপ্টেম্বর এ দুটি আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৪টি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-৫ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় প্রার্থী।
তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. কাজী মনিরুল ইসলাম, বিএনপির সালাহ্ উদ্দিন আহম্মেদ, জাতীয় পার্টির মীর আব্দুর সবুর, গণফ্রন্টের এইচ এম ইব্রাহিম ভূঁইয়া, বাংলাদেশ কংগ্রেসের মো. আনছার রহমান শিকদার ও ন্যাশনাল পিপলস পার্টির মো. আরিফুর রহমান। এ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৭১ হাজার ১২৯ জন। যার মধ্যে পুরুষ ২ লাখ ৪১ হাজার ৪৬৪ জন ও নারী ২ লাখ ২৯ হাজার ৬৬৫ জন।
নওগাঁ-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট তিনজন প্রার্থী। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আনোয়ার হোসেন (হেলাল), বিএনপির শেখ মো. রেজাউল ইসলাম ও ন্যাশনাল পিপলস পার্টির মো. খন্দকার ইন্তেখাব আলম।
এ আসনে ভোটার ৩ লাখ ৬ হাজার ৭২৫ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৫৩ হাজার ৭৫৮ জন ও নারী ১ লাখ ৫২ হাজার ৯৬৭ জন।
আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা গত ৬ মে মারা যাওয়ায় শূন্য হয় ঢাকা-৫ আসন। আর সংসদ সদস্য মো. ইসরাফিল আলমের মৃত্যুতে গত ২৭ জুলাই নওগাঁ-৬ আসন শূন্য হয়।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/national/177001/ঢাকা-৫-ও-নওগাঁ-৬-উপনির্বাচনের-ভোটগ্রহণ-চলছে
Post Come trough : PURBOPOSHCIMBD
স্টাফ রিপোর্টার:বগুড়া শহরের পুরান বগুড়ার ভূমিদস্যু আলী হাসান জাল দলিল করে জমি দখল, আদালতের আইন অমান্য করে নানান স্থাপনা সহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে ফুঁলে ফেপে উঠেছে ভুক্তভোগী মহল সহ নির্যাতিত এলাকাবাসীরা। (১৬ অক্টোবর) রোজঃ শুক্রবার বেলা ১১টায় তার বিচারের দাবিতে বগুড়া শহরের তিনমাথা রেলগেট এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে ভুক্তভোগিগন ও নির্যাতিত এলাকাবাসীরা বিশাল মানববন্ধন করেছে।
এই মানব বন্ধন জনস্রোতে রুপ নেয়।
মানবন্ধনে, ভূমি দস্যু আলী হাসানের দ্বারা যে সকল মানুষ নির্যাতিত ও নানাভাবে হেনস্থার শিকার হয়েছেন এবং নিজ ভূমি হারিয়েছেন, সে সব ভুক্তভোগিগন অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, আলী হাসান আদালতের নির্দেশ অমান্য করে দখল করছে জমি, রাতারাতি অদৃশ্য পেশী শক্তির বলে নির্মাণ করছে ভবন সহ নানান স্থাপনা। জমির দলিল জাল করে নিজের ইচ্ছেমতো দখল করছে অসহায় মানুষের ভূমি।
রাতারাতি ট্রাক হেলপার থেকে বনে গেছেন শত কোটি টাকার মালিক। গড়ে তুলেছে বাড়ী, গাড়ী, তেলের পাম্প (আলী হাসান ফিলিং স্টেশন), পুরান বগুড়ায় দখল করে নিয়েছে কয়েক একর জমি, কিনেছেন ট্রাক, ট্যাংক লরি সহ অনেক কিছু। গড়ে তুলেছেন, ভূমিদস্যু বাহিনী সহ ব্যক্তিগত বাহিনী, নাম ভাঙ্গছে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তার। তার অত্যচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী।
তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলেই,
শুনতে হয় নানান ধরনের মামলা-হামলার হুমকি ধামকি সহ প্রাননাশের হুমকি। এমনকি আলী হাসান পুলিশি হয়রানির হুমকি ধামকি প্রদান করে এবং বলে বগুড়া সদর থানার ওসি হুমায়ন কবির আমার ধর্ম ভাই, কিছু বললেই ওসি সাহেবের গরম দেখায়।
আমরা এলাকাবাসী, আলী হাসানের হুমকির ভয়ে মূখ খুলতে পারি না, তার নির্মম অত্যাচারের কাছে আমরা বড় অসহায়। ভূক্তভোগিগন ও নির্যাতিত এলাকাবাসী অতি দ্রুত এই ভূমি দস্যু আলী হাসানের বিরুদ্ধে সঠিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য জোর দাবি জানান।
না হলে ভবিষ্যতে আরো বৃহৎ আন্দোলন গড়ে তোলার ঘোষণা প্রদান করেন ভুক্তভোগী ও নির্যাতিত এলাকাবাসীরা।
উক্ত মানব বন্ধন কর্মসুচিতে আরো উপস্থিত ছিলেন, পুরান বগুড়ার ভুক্তভোগি রফিকুল ইসলাম, ফরহাদ, সাইফুল ইসলাম, মানিক, সুমন, আতোয়ার, মাসুদ (২), আব্দুল্লাহ, রাসেল, মামুন, মাছুম, মিজান, মোহন, মনির সহ নির্যাতিত পুরান বগুড়া ও আশেপাশের এলাকাবাসী।
উক্ত বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবিরের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি গনমাধ্যমকে জানান, আলী হাসান আমার কোন ধরনের ধর্ম ভাই না। আলী হাসান জবর দখল বা যে কোন অন্যায় করলে তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আলী হাসানের বিরুদ্ধে বগুড়া সদর থানায় একাধিক অভিযোগ থাকার প্রশ্ন তুললে এ বিষয়ে কথা বলতে চাননি ওসি হুমায়ুন কবির।
Post Written by : Subrata
Original Post URL : https://ift.tt/379uidY
Post Come trough : নাচোল নিউজ
কপোত নবী, নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে এ স্লোগানকে সামনে রেখে বিডি ক্লিন, চাঁপাইনবাবগঞ্জ এর সদস্যরা ২৫তম ইভেন্ট সম্পন্ন করেছেন। শুক্রবার সকালে পৌর এলাকার আধুনিক সদর হাসপাতাল ও তার আশপাশের এলাকায় পরিষ্কার পরিছন্ন কার্যক্রম চালায় বিডি ক্লিন।
পরিছন্ন ও জীবাণু মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে অবিরাম কর্মরত রয়েছে স্বেচ্ছাসেবী সচেতন নাগরিকের প্ল্যাটফর্ম বিডি ক্লিন। এর আগে এমন ২৪টি পরিষ্কার পরিছন্ন অভিযান শেষ করা হয়েছে। জানা গেছে, ২০১৬ সালের ৩০ জুন প্রতিষ্ঠিত হয় স্বেচ্ছাসেবক ও অরাজনৈতিক সংগঠন বিডি ক্লিন। বর্তমানে সংগঠনটির সদস্যর সংখ্যা সহস্রাধিক।
অক্টোবর মাসের শুরুতে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্নস্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করে বিডিক্লিনের একঝাঁক সদস্যবৃন্দ। তপ্ত গরম আর রোদের মধ্যেই তারা কার্যক্রম সফলভাবে সম্পন্ন করে।
এ সময় উপস্থিত ছিলেন, বিডিক্লিনের চাঁপাইনবাবগঞ্জ জেলা জেলা সমন্বয়ক মো. ওয়ালিদ হাসান, সহ-জেলা সমন্বয়ক মো. নাজিউর রহমান, উপ সমন্বয়ক লজিস্টিক অনামিকা জবা, উপ সমন্বয়ক আইটি ও মিডিয়া সাহারুল ইসলাম মাসুম, মোনেটর নিরসা ইসলাম মেঘলা, মোমিনুল ইসলামসহ অন্য সদস্যবৃন্দ।
বরাবরের মত বিডিক্লিন মানবিক ও মানুষকে সচেতন করতে প্রত্যেকটি সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণাও চালিয়ে যাচ্ছেন। বিডি ক্লিনের নিজস্ব ফেসবুক পেজও রয়েছে। তাদের এ কার্যক্রমকে সমাজের সূধী মহল স্বাধুবাদ জানিয়েছেন।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/3k7vRg6
Post Come trough : নাচোল নিউজ
কৃষি উৎপাদন বাড়াতে ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
কৃষি উৎপাদন বাড়াতে সরকার ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত হন বঙ্গবন্ধুকন্যা।
প্রধানমন্ত্রী বলেন, করোনা দুর্যোগে খাদ্য উৎপাদনে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার। কৃষি ও কৃষকের উন্নয়নে নেয়া হয়েছে নানা পদক্ষেপ। উৎপাদনে কৃষক যাতে উৎসাহ না হারায় সেজন্য প্রণোদনা দেয়াসহ বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে প্রতিটি ঘরে খাবার পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর এমন মন্তব্য করে বঙ্গবন্ধুকন্যা বলেন, ক্ষমতায় এসে খাদ্য সংকটের দেশকে খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত করেছে আওয়ামী লীগ।
প্রধানমন্ত্রী বলেন, করোনাকালে মানুষ যেন কষ্ট না পায় সেদিকে লক্ষ্য করে সরকার কাজ করে যাচ্ছে। খাদ্যের সঙ্গে পুষ্টি যেন নিশ্চিত হয় সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে।
পূর্বপশ্চিমবিডি/জেআর
Post Written by :
Original Post URL : https://ppbd.news/national/176939/কৃষি-উৎপাদন-বাড়াতে-ডিজিটাল-প্রযুক্তিকে-কাজে-লাগাচ্ছে-সরকার:-প্রধানমন্ত্রী
Post Come trough : PURBOPOSHCIMBD
পোলিং এজেন্ট খুঁজে পাচ্ছে না ঢাকা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ। এজেন্ট নির্ধারণ করতে কর্মীদের দ্বারে দ্বারে ঘুরলেও সালাহউদ্দিন আহমেদের পক্ষে পোলিং এজেন্ট হতে রাজি হচ্ছে না তারা। হামলা, মামলা ও গ্রেপ্তারের ভয় না থাকলেও সালাহউদ্দিনের উপর ক্ষোভ থেকেই এ অঞ্চলের বিএনপি কর্মীরা নির্বাচনি কার্যক্রমে অংশ নেয়নি। এমটাই দাবি করেছেন স্থানীয় ভোটাররা।
নিজস্ব প্রতিবেদক
পোলিং এজেন্ট খুঁজে পাচ্ছে না ঢাকা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ। এজেন্ট নির্ধারণ করতে কর্মীদের দ্বারে দ্বারে ঘুরলেও সালাহউদ্দিন আহমেদের পক্ষে পোলিং এজেন্ট হতে রাজি হচ্ছে না তারা। হামলা, মামলা ও গ্রেপ্তারের ভয় না থাকলেও সালাহউদ্দিনের উপর ক্ষোভ থেকেই এ অঞ্চলের বিএনপি কর্মীরা নির্বাচনি কার্যক্রমে অংশ নেয়নি। এমটাই দাবি করেছেন স্থানীয় ভোটাররা। অন্যদিকে পোলিং এজেন্টদের তালিকা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।
এদিকে, মনোনয়ন পাওয়ার পর ডেমরা-যাত্রাবাড়ী এলাকায় শোডাউন তো দূরের কথা ভালো করে পথসভার আয়োজনও করতে পারেনি সালাহউদ্দিন। এজন্য বরাবরই তিনি অভিযোগ করে এসেছেন আওয়ামী লীগের প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু ও নেতাকর্মীদের বিরুদ্ধে। যত না ভোট চেয়েছেন তার চেয়ে বেশি অভিযোগের আঙুল তুলেছেন এই বিএনপি নেতা। সব মিলিয়ে অগোছালো প্রার্থী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন।
জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসন থেকে অংশ নেয়া সালাহউদ্দিন আহমেদকে ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে প্রার্থী করায় ক্ষোভের থেকে এমনটি হয়েছে।
বিএনপি নেতাকর্মীরা জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসন থেকে অংশ নেয়া সালাহউদ্দিন আহমেদ প্রতিদ্বন্দ্বিতা তো দূরের কথা মাঠে নামারও সাহস পাননি। নির্বাচনের দিন সকাল বেলায় মার খেয়ে মাঠ ছাড়েন তিনি। ভোট পান ২০ হাজারেরও কম। এছাড়া প্রায় এক যুগ সালাহউদ্দিন আহমেদের বিচরণ ঘটেনি অত্র ঢাকা-৫ এলাকায়। ২০০৮ এর নির্বাচনে পরাজয়ের পর অনেকটাই আড়ালে চলে যান এই নেতা। এরপর দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। আর একাদশে অংশ নিলেও সালাহউদ্দিন আহমেদ মনোনয়ন পান ঢাকা-৪ (শ্যামপুর-কদমতলী) এলাকায়। অর্থাৎ সব মিলিয়ে প্রায় এক যুগ ঢাকা-৫ (ডেমরা-যাত্রাবাড়ী) এ দেখা মিলেনি সালাহউদ্দিন আহমেদের।
রাজনীতির মাঠে সালাহউদ্দিন আহমেদ ‘দৌড় সালাহউদ্দিন’ নামে পরিচিত। ২০০৩ সালে পানি, গ্যাস ও বিদ্যুৎ সমস্যার সমাধানের দাবিতে সালাহউদ্দিনের নির্বাচনী এলাকার মানুষ রাস্তায় নেমে আসে। ক্ষোভে ফুঁসে ওঠা মানুষকে বিক্ষোভ বন্ধের হুমকি দিলে তখনকার এমপি সালাহউদ্দিনকে ধাওয়া দেয় জনতা। তিনি দৌড়ে এলাকা ছাড়েন- এমন ছবি পত্রিকায় প্রকাশিত হলে ‘দৌড় সালাহউদ্দিন’ নাম মানুষের মুখে মুখে ছড়ায়।
ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে এমন একজন ব্যর্থ লোককে মনোনয়ন দেয়ায় হতাশ ও ক্ষুব্ধ বিএনপির তৃণমূল নেতাকর্মীরা। আর এ ক্ষোভ থেকেই তারা নির্বাচনি কার্যক্রম থেকে দূরে রয়েছেন।
পূ্র্বপপশ্চিমবিডি/ এনএন
Post Written by :
Original Post URL : https://ppbd.news/politics/176938/পোলিং-এজেন্ট-খুঁজে-পাচ্ছে-না-সালাহউদ্দিন
Post Come trough : PURBOPOSHCIMBD
আগুনে পুড়ে স্ত্রীর মৃত্যু, হাসপাতালে লাশ রেখে পালালেন স্বামী
সারাদেশ
নিজস্ব প্রতিবেদক
মেহেরপুরে সদর উপজেলার মনোহরপুর গ্রামে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হয়ে স্ত্রী রুবিনা খাতুন (২২) মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। আর মরদেহ ফেলে পালিয়েছেন স্বামী ও পরিবারের লোকজন।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৮টার দিকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে আজ ভোরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী মিলন হোসেন ক্ষিপ্ত হয়ে তার স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি শাহ দারা খান জানান, মেহেরপুর সদর উপজেলার মনোহরপুর গ্রামের হাতেম আলীর ছেলে এনজিও কর্মী মিলন হোসেন প্রায় ৭ বছর আগে একই উপজেলার টেংগার মাঠ শিশিরপাড়া গ্রামের রুবিনাকে বিয়ে করেন। সংসার জীবনে তাদের ৪ বছরের এক মেয়ে রয়েছে। তারা থাকতেন গাংনী উপজেলার বামুন্দী গ্রামে।
সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকত। আজ ভোরে কথা কাটাকাটির এক পর্যায়ে মিলন হোসেন ক্ষিপ্ত হয়ে রুবিনা খাতুনের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন। রুবিনার চিৎকারে স্থানীয়রা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, ঘটনা এই মাত্র জানলাম। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। পরে বিস্তারিত জানানো যাবে।
পূর্বপশ্চিমবিডি/জেআর
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/176937/আগুনে-পুড়ে-স্ত্রীর-মৃত্যু,-হাসপাতালে-লাশ-রেখে-পালালেন-স্বামী
Post Come trough : PURBOPOSHCIMBD
ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে ঢাকা-নোয়াখালী লংমার্চ শুরু
দেশজুড়ে ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে নয় দফা দাবিতে রাজধানীর শাহবাগ থেকে লংমার্চ শুরু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উদ্বোধনী সমাবেশের মাধ্যমে এ লংমার্চ শুরু হয়।
নিজস্ব প্রতিবেদক
দেশজুড়ে ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে নয় দফা দাবিতে রাজধানীর শাহবাগ থেকে লংমার্চ শুরু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উদ্বোধনী সমাবেশের মাধ্যমে এ লংমার্চ শুরু হয়।
দুই দিনব্যাপী এ লংমার্চ শাহবাগ থেকে শুরু হয়ে গুলিস্তান, চাষাড়া, সোনারগাঁও, চান্দিনা, কুমিল্লা, ফেনী, দাগনভুঞা, চৌমুহনী, নোয়াখালীর একলাসপুর হয়ে মাইজদীতে পৌঁছে সমাবেশ অনুষ্ঠিত হবে।
এর আগে টানা ১৪ দিন ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে নানা প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়।
৯ দফা হলো: সারাদেশে অব্যাহত ধর্ষণ-নারীর প্রতি সহিংসতার সঙ্গে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ধর্ষণ, নিপীড়ন বন্ধ ও বিচারে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে অপসারণ করতে হবে, পাহাড়-সমতলে আদিবাসী নারীদের ওপর সামরিক-বেসামরিক সব প্রকার যৌন ও সামাজিক নিপীড়ন বন্ধ করতে হবে, হাইকোর্টের নির্দেশনানুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি, বেসরকারি সব প্রতিষ্ঠানে নারী নির্যাতনবিরোধী সেল কার্যকর করতে হবে। সিডো সনদে বাংলাদেশকে স্বাক্ষর ও তার পূর্ণ বাস্তবায়ন করতে হবে। নারীর প্রতি বৈষম্যমূলক সব আইন ও প্রথা বিলোপ করতে হবে, ধর্মীয়সহ সব ধরনের সভা-সমাবেশে নারী বিরোধী বক্তব্য শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করতে হবে।
সাহিত্য, নাটক, সিনেমা, বিজ্ঞাপনে নারীকে পণ্য হিসেবে উপস্থাপন বন্ধ করতে হবে। পর্নগ্রাফি নিয়ন্ত্রেণে বিটিসিএল এর কার্যকরী ভূমিকা নিতে হবে। সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চায় সরকারিভাবে পৃষ্ঠপোষকতা করতে হবে, তদন্তকালীন সময়ে ভিকটিমকে মানসিক নিপীড়ন-হয়রানি বন্ধ করতে হবে। ভিকটিমের আইনগত ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে, অপরাধ বিজ্ঞান ও জেন্ডার বিশেষজ্ঞদের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অন্তর্ভুক্ত করতে হবে।
ট্রাইব্যুনালের সংখ্যা বাড়িয়ে অনিষ্পন্ন সব মামলা দ্রুত নিষ্পন্ন করতে হবে, ধর্ষণ মামলার ক্ষেত্রে সাক্ষ্য আইন ১৮৭২-১৫৫(৪) ধারাকে বিলোপ করতে হবে এবং মামলার ডিএনএ আইনকে সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে কার্যকর করতে হবে, পাঠ্যপুস্তকে নারীর প্রতি অবমাননা ও বৈষম্যমূলক যে কোনো প্রবন্ধ, নিবন্ধ, পরিচ্ছেদ, ছবি, নির্দেশনা ও শব্দ চয়ন পরিহার করতে হবে, গ্রামীণ সালিশের মাধ্যমে ধর্ষণের অভিযোগ ধামাচাপা দেয়ার চেষ্টাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করতে হবে।
পূর্বপশ্চিমবিডি/ এনএন
Post Written by :
Original Post URL : https://ppbd.news/national/176936/ধর্ষণ-নিপীড়নের-বিরুদ্ধে-ঢাকা-নোয়াখালী-লংমার্চ-শুরু
Post Come trough : PURBOPOSHCIMBD