আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি তুলা রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ প্রেমের দেবতা শুক্রাচার্য, দেবগুরু বৃহস্পতি ও ন্যায়ের দেবতা শনির প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে মীন রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। দীর্ঘদিনের ভোগ্যবাধিপীড়া থেকে পরিত্রাণের পথ প্রশস্ত হবে। শ্রমিক কর্মচারীদের মনে মালিকপ্রীতি দেখা দিতে পারে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
হাতে থাকা প্রায় কাজই সহজে সম্পন্ন হবে। বাণিজ্যিক সফর লাভদায়ক এমনকি ভ্রমণকালীন বন্ধুত্ব সারা জীবনের পাথেয় হবে। গৃহবাড়ি ভূমিসম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণের দিকে ধাবিত হবে। দীর্ঘদিনের ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
শুভাশুভ মিশ্রফল প্রদান করবে। যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাতে থাকবে শূন্য। দুর্জন আত্মীয়বেশে আপনার সুখের সংসারে অশান্তির অনল জ্বেলে দিতে পারে। লটারি জুয়া রেস শেয়ার হাউজিং প্রভৃতিতে বিনিয়োগ ঘাতক প্রমাণিত হবে।
মিথুন [২১ মে-২০ জুন]
দীর্ঘদিনের আটকে থাকা বিল পাস হবে। ব্যবসা-বাণিজ্যে মজুদ মালের দাম অধিক বৃদ্ধি পাবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। হারানো ধনসম্পদ সম্পত্তি ব্যবসা ফিরে পাওয়ার পথ খুলবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
বেকারদের কর্মপ্রাপ্তি হারানো কর্ম পুনরুদ্ধার এমনকি নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। শিক্ষার্থীদের হাতে নিত্যনতুন সুযোগ এসে হাজির হবে। শত্রু ও বিরোধীপক্ষের সব পরিকল্পনা নস্যাৎ হয়ে পড়বে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে। যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফলতাপ্রাপ্ত হবেন। মামলা-মোকদ্দমা ও কোর্টকেসের রায় পক্ষে আসবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্য ও বিবাহসংক্রান্ত দুশ্চিন্তার অবসান ঘটবে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা অধিক ভারী হয়ে থাকবে। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক বলে প্রমাণিত হবে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড়ভাড় তীব্রগতির বাহন বর্জন করুন। প্রেম বন্ধুত্ব শুভ।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। প্রেমিকযুগলের প্রেম সমাজে স্বীকৃতি পাবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক্স সামগ্রীর পসরা সাজবে। সন্তানদের ক্যারিয়ার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
শরীর-স্বাস্থ্যের প্রতি তীক্ষ্ণ নজর রাখুন। অর্থকড়ির মামলায় কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। শ্রমিক-কর্মচারীদের মনে মালিকপ্রীতি দেখা দেবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য-সহযোগিতাপ্রাপ্ত হবেন। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। শত্রু ও বিরোধীপক্ষ আপনার উন্নয়ন ও প্রভাব-প্রতিপত্তির বাড়বাড়ন্ত দেখে পিছু হটবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহবিবাদের মীমাংসা হবে। সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভফল প্রদান করবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন লাভের পথ প্রশস্ত হবে। ভাইবোনদের কাছ থেকে ভরপুর সাহায্যসহযোগিতা পাবেন। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। রাগ জেদ অহংকার আবেগ বর্জন করার আবশ্যকতা রয়েছে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। শূন্য পকেট পূর্ণ শুধু নয়, দিনটি ঋণমুক্তির জন্য রেকর্ড হয়ে থাকবে। দাম্পত্য জীবন কটুতায় ভরে থাকলেও বিচ্ছেদের সম্ভাবনা নেই। শিক্ষার্থীদের জন্য নিত্যনতুন সুযোগ অপেক্ষা করবে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/feature/175494/আজকের-রাশিফল
Post Come trough : PURBOPOSHCIMBD
মোঃ আলামিন হোসেন কলারোয়া প্রতিনিধি :
কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মনির গাজী (২৭) চন্দনপুর ইউনিয়নের গয়ড়াস্থ কামার পাড়া গ্রামের ফজের আলী গাজীর ছেলে।
থানা সূত্রে জানা যায়, থানার এসআই ইস্ররাফিল হোসেন ও এএসআই রাকিবুর রহমানসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মনির গাজী (২৭) কে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে কলারোয়া থানায় মাদক দ্রব্য আইনে (যার নং-১, ২-১০-২০ইং) একটি মামলা দায়ের করা হয়েছে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ হারান চন্দ্র পাল বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতকে শুক্রবার সকালে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/3l7JLyJ
Post Come trough : নাচোল নিউজ
মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি:নওগাঁর বদলগাছী থানায় গিয়ে ‘মিথ্যা পরিচয় দেওয়ায় পুলিশের এক এসআইসহ ৪ জন প্রতারককে আটক করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় বদলগাছী থানা থেকে তাদের আটক করা হয় বলে নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান জানান।
আটকরা হলেন ঢাকা রিজার্ভ পুলিশের এসআই গোলাম মোস্তফা (৫০), তার ছেলে রকি (২৫), ছেলের বন্ধু সোহাগ (২৪) ও পারভেজ (২৫)। রকি ও পারভেজের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল ইসলাম জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা রিজার্ভ পুলিশের এসআই গোলাম মোস্তফা ছেলে ও ছেলের বন্ধুদের নিয়ে থানায় আসেন। বদলগাছী থানার ওসি জোবায়ের হোসেনের কাছে ডিবি পরিচয় দেন তারা।
“অভিযান চালানোর কথা বলে থানা পুলিশের সহায়তা চাইলে ওসি জোবায়ের হোসেনের সন্দেহ হয়। তখন তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। পরে প্রতারণার বিষয়টি ধরা পড়ে।”
তাদের কাছ থেকে ডিবি পুলিশের পোশাক ও হাতকড়া উদ্ধার করা হয়েছে বলেও জানান আবু সালেহ।
গোলাম মোস্তফার বরাত দিয়ে পুলিশ কর্মকর্তারা জানান, গোলাম মোস্তফা ইতিপূর্বে নওগাঁ গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বদলগাছী থানায় কিছুদিন দায়িত্ব পালন করেছেন। নওগাঁয় থাকাকালে স্থানীয়দের সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে। তিনি সেখানে তক্ষক বেচা-কেনার প্রতারণায় জড়িয়ে পড়েন। এ কারণে শুক্রবার এখানে আসেন বলে জানান।
তবে তক্ষক নিয়ে প্রতারণা নাকি অন্য কোনো কারণে ডিবি পরিচয় দিয়েছেন তা খতিয়ে দেখছে পুলিশ, বলেন এসপি আব্দুল মান্নান।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/30thbzX
Post Come trough : নাচোল নিউজ
ঝালকাঠি প্রতিনিধি প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় ঝালকাঠির স্বর্ণ কিশোরী খেতাবপ্রাপ্ত কলেজ ছাত্রী নাসরিন আক্তার সারার ওপর হামলা হয়েছে । নিউজ টোয়েন্টি ফোরের ক্যামেরাম্যান জুবায়ের আদনান এ হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে । শুক্রবার দুপুর একটার দিকে শহরের ফকিরবাড়ি সড়কে সারার বড় বোনের বাসায় অতর্কিত এ হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে ঝালকাঠি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ এবং নাসরিন আক্তার সারার সাথে কথা বলে জানা যায়, ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের মসজিদের ঈমাম জাকির হোসেনের ছেলে এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের ঝালকাঠি প্রতিনিধি এস.এম রেজাউল করিমের ক্যামেরাম্যান জুবায়ের আদনান (২৪) বেশকিছুদিন যাবৎ নাসরিন আক্তার সারাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল । সারা প্রেমের প্রস্তাব প্রত্যাখান করলে আদনান তার ওপর ক্ষিপ্ত হয় এবং প্রায়ই পথেঘাটে তাকে বিরক্ত করা শুরু করে । শুক্রবার দুপুর একটার দিকে জুবায়ের আদনান ফকিরবাড়ি সড়কের সরার বড় বোন আখিনুরের ভাড়া করা বাসার দরজায় নক করে । দরজা খোলার সাথে সাথে আদনান সারাকে চড় থাপ্পর মারা শুরু করে । মারধরের এক পর্যায় সারা জ্ঞান হারিয়ে ফেললে, আদনান পালিয়ে যায় । সারার বড়বোন ও প্রতিবেশীরা সরাকে উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর থানায় এবং পরে সদর হাসপাতালে ভর্তি করে । এ ব্যাপারে ঝালকাঠি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঝালকাঠি থানার ডিউটি অফিসার মো. সিদ্দিকুর রহমান বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে ওসি স্যারের সাথে পরামর্শ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সারা ঝালকাঠি অাকলিমা মোয়াজ্জেম ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/2SzbPPD
Post Come trough : নাচোল নিউজ
আর দশটা গ্রাম থেকে আলাদা। সেটা অবশ্য ঘরজামাইদের জন্যই। কেননা সমাজের প্রথাগত নিয়মের বাইরে এই গ্রামে বিয়ের পর মেয়েরা নয় বরং ছেলেরা শ্বশুরবাড়িতে গিয়ে ওঠেন। অর্থাৎ ঘরজামাই থাকেন।
ভারতের উত্তর প্রদেশের হিংগুল গ্রাম। তবে এক সময় এই গ্রামের মেয়েরাও শ্বশুরবাড়ি যেতেন। কিন্তু কয়েক দশক আগে গ্রামের বয়স্করা বিয়ের পর মেয়েদের নিজেদের বাড়িতেই রেখে দেওয়ার সিদ্ধান্ত নেন। অর্থাৎ ছেলেরা বিয়ের পর ঘরজামাই থাকবেন—এই প্রথা শুরু হয়। এমনকি এই গ্রামের মুসলিম সম্প্রদায়ও এই প্রথা মেনে চলেন। কিন্তু কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো? মূলত, মেয়েদের দূরে বিয়ে দেওয়ার সময় শ্বশুরবাড়ি সম্পর্কে সব তথ্য সঠিক হয় না। এ কারণে পরবর্তী সময়ে নানা সমস্যা তৈরি হয়। এছাড়া নারী নির্যাতন, যৌতুকের জন্য হত্যা ইত্যাদি ঘটনা ঘটছিল। এ কারণেই এই প্রথা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে শুধু হিংগুল নয়, ভারতের অনেক গ্রামেই ঘরজামাই রাখার প্রচলন আছে। মধ্যপ্রদেশের বীতালি গ্রামে ছেলেরা বিয়ের পর শ্বশুর বাড়িতে থাকেন। নরসিংহপুর জেলার এই গ্রামটি স্থানীয়দের কাছে ‘জামাইয়ের গ্রাম’ নামেও পরিচিত।
পূর্বপশ্চিমবিডি/জেআর
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/abroad/175431/যে-গ্রামে-বিয়ে-করলেই-থাকা-খাওয়া-ফ্রি
Post Come trough : PURBOPOSHCIMBD
নোবিপ্রবি শিক্ষকদের অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন
শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জনের বিবৃতি দিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( নোবিপ্রবি) শিক্ষকরা।
সারাদেশ
নোয়াখালী প্রতিনিধি
শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জনের বিবৃতি দিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( নোবিপ্রবি) শিক্ষকরা।
নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও সাধারণ সম্পাদক মজনুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত বৃহস্পতিবার ক্লাস পরীক্ষা বর্জনের বিবৃতি দেওয়া হয়। এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের (নোবিপ্রবি) সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ) ইফতেখার হোসাইন ।
বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ৬০ জন শিক্ষক অস্থায়ী পদে নিয়োগপ্রাপ্ত রয়েছেন। ইতোমধ্যে অনেক শিক্ষকের পরবর্তী পদে পদোন্নতির সময়ও প্রায় এক বছর অতিক্রান্ত হয়েছে। তাদের পরে স্থায়ী পদে নিযুক্ত শিক্ষকরাও পদোন্নতি পেয়ে যাওয়ায় শিক্ষকদের মাঝে একধরনের বৈষম্য দেখা যাচ্ছে।
এছাড়াও অনেকগুলো বিভাগেই পর্যাপ্ত শিক্ষক নেই, মাত্র দুজন শিক্ষক দিয়ে দুইটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চলছে। ফলে মানসম্মত শিক্ষা দেয়া সম্ভব হচ্ছে না এবং শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
নতুন নিয়োগ বন্ধ থাকায় বিভাগ পরিচালনায় পর্যাপ্ত শিক্ষক নেই বলে অনেক বিভাগের শিক্ষকরা উচ্চশিক্ষার জন্য শিক্ষাছুটিতেও যেতে পারছেন না। এতে করে শিক্ষকদের মাঝে উচ্চশিক্ষাজনিত একধরনের অনিশ্চয়তা পরিলক্ষিত হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, শিক্ষক সমিতি সর্বশেষ গত ২০ সেপ্টেম্বর মানববন্ধন করে ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই সমস্যার সমাধান করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সময়সীমা বেধে দেয়। সে সময় উপাচার্য শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবের সঙ্গে আলোচনা করে আমাদের বারবার আশ্বাস দিলেও প্রদত্ত সময়ের মাঝে কোনো ফলাফল পাইনি। ফলে আমরা শিক্ষক সমিতি অস্থায়ী শিক্ষকদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছি। শিক্ষক সমিতি আশা করে শিক্ষা মন্ত্রণালয় দ্রুত এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করার বিষয়ে সহায়তা করবে।
উল্লেখ্য, সাবেক উপাচার্যের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ২০১৯ সালের ২৮ এপ্রিল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সব পর্যায়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ স্থগিত রাখার নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। সেই স্থগিত আদেশের দেড় বছর পেরিয়ে গেলেও এখনও আদেশ তুলে নেয়নি শিক্ষা মন্ত্রণালয়। ফলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে শিক্ষক ও কর্মকর্তা সংকট চললেও নতুন করে নিয়োগ দিতে পারছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
পূর্বপশ্চিমবিডি/এনএন
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/whole-country/175432/নোবিপ্রবি-শিক্ষকদের-অনির্দিষ্টকালের-জন্য-ক্লাস-পরীক্ষা-বর্জন
Post Come trough : PURBOPOSHCIMBD
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের মা নূরজাহান বেগম মারা গেছেন। শুক্রবার সকাল সাতটার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি করোনায় আক্রান্ত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের মা নূরজাহান বেগম মারা গেছেন। শুক্রবার সকাল সাতটার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি করোনায় আক্রান্ত ছিলেন।
আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান মৃত্যুর এই তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুকালে ৬ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন নূরজাহান।
জানা গেছে, করোনায় আক্রান্ত হওয়ার পর কয়েক দিন আগে ঢাকার সিএমএইচে ভর্তি হন ৮১ বছর বয়সী নূরজাহান বেগম। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। প্রায় এক সপ্তাহের বেশি সময় নিবিড় পরিচর্যায় থাকার পর শুক্রবার সকালে না ফেরার দেশে চলে যান তিনি।
আজ বাদ আসর নামাজে জানাজার পর মাদারীপুর পৌর কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হবে।
নুরজাহান বেগম ২০১৯ সালে মাদারীপুর জেলার রত্নগর্ভা মা নির্বাচিত হয়েছিলেন। তার প্রচেষ্টায় শহীদ বাচ্চু প্রাথমিক বিদ্যালয় ও শহীদ বাচ্চু উচ্চ বিদ্যালয় নামে শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে। আমৃত্যু তিনি প্রতিষ্ঠান দু'টির সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
গত ১৫ সেপ্টেম্বর আ ফ ম বাহাউদ্দিন নাছিমের করোনা টেস্টে রিপোর্ট পজিটিভ আসে। ১৬ সেপ্টেম্বর পুলিশ হাসপাতালে ভর্তি হন তিনি। দীর্ঘ ১০ দিনের চিকিৎসায় তিনি করোনামুক্ত হন।
পূর্বপশ্চিমবিডি/এনএন
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/national/175430/করোনায়-মা-হারালেন-বাহাউদ্দিন-নাছিম
Post Come trough : PURBOPOSHCIMBD
বিধিমালা লঙ্ঘন করায় রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে মামলা
রাহুল গান্ধী অভিযোগ করে বলেন, দিল্লি থেকে উত্তরপ্রদেশে ওই তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় উত্তরপ্রদেশ পুলিশ গতিরোধ করে গাড়িবহর আটকে দেয়। এ ঘটনার প্রতিবাদে দলের নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করলে পুলিশ লাঠিচার্জ করে।
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
নিষেধাজ্ঞা না মেনে জনসমাবেশ করায় ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধীর নামে মামলা করেছে উত্তরপ্রদেশ পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) পুলিশের হাতে আটক হওয়ার কয়েক ঘণ্টার পর তাদের নামে মামলাটি করে পুলিশ। উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরের ইকোটেক ওয়ান পুলিশ স্টেশনে করা মামলাটিতে দলটির আরও দেড় শতাধিক নেতা-সমর্থককে আসামি করা হয়েছে। খবর এনডিটিভির।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি বিধিমালা লঙ্ঘন করে বৃহৎ জনসমাবেশ করায় ভারতের মহামারি আইনে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর নামে মামলা দেয়া হয়েছে।
সম্প্রতি দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্যের হাথ্রাসে গণধর্ষণের শিকার হয়ে মারাত্মভাবে অসুস্থ হন দলিত সম্প্রদায়ের এক নারী। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়। ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর গত মঙ্গলবার তিনি মারা যান। ওইদিন রাতেই তড়িঘড়ি করে তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন করে পুলিশ। তার মৃত্যুর পরই ভারতজুড়ে ক্ষোভ ছড়িয়ে পরে। যা ধীরে ধীরে বিক্ষোভে রূপ নেয়।
কংগ্রেস নেতাদের রোড মার্চের খবরে করোনাকে ইস্যু বানিয়ে জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে উত্তর প্রদেশে পুলিশ। জারি করা হয় ১৪৪ ধারা। রাজ্যের প্রবেশ পথে দেয়া হয় ব্যারিকেড। গণধর্ষণের পর চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া দলিত নারীর পরিবারের সঙ্গে সাক্ষাতের উদ্দেশে গতকাল সেখানে যাওয়ার পথে আটক করা হয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী।
রাহুল গান্ধী অভিযোগ করে বলেন, দিল্লি থেকে উত্তরপ্রদেশে ওই তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় উত্তরপ্রদেশ পুলিশ গতিরোধ করে গাড়িবহর আটকে দেয়। এ ঘটনার প্রতিবাদে দলের নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করলে পুলিশ লাঠিচার্জ করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, কংগ্রেস নেতা রাহুল গান্ধী পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়েছেন। ভিডিওতে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে রাহুল গান্ধীকে বলতে শোনা যায়, আমাকে কেন আটক করছেন? আমাকে আটকের কারণ কি? গণমাধ্যমের কাছে পরিষ্কার করুন।
তখন পুলিশের এক সদস্যকে বলতে শোনা যায়, সরকারি বিধির ১৮৮ ধারা লঙ্ঘনের দায়ে আটক করা হচ্ছে। ভিডিওতে দেখা যায়, পথরোধকারী পুলিশ সদস্যদের প্রতিরোধের চেষ্টা করছেন রাহুল গান্ধী। পরে ধাক্কাধাক্কির একপর্যায়ে মাটিতে পড়ে যান কংগ্রেসের অন্যতম এই নেতা। কিছু সময় আটকে রাখার পর রাহুল ও তার বোন প্রিয়াঙ্কাকে ছেড়ে দেয় উত্তর প্রদেশের পুলিশ।
পূর্বপশ্চিমবিডি/ এনএন
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/abroad/175429/বিধিমালা-লঙ্ঘন-করায়-রাহুল-প্রিয়াঙ্কার-বিরুদ্ধে-মামলা
Post Come trough : PURBOPOSHCIMBD
আজারবাইজান-আর্মেনিয়া সংঘাতে এবার সরাসরি আর্মেনিয়ার পক্ষ নিলো ফ্রান্স। বুধবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এ ইস্যুতে নিজ দেশের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, নাগরনো-কারাবাখে আজারবাইজানের নিয়ন্ত্রণ মেনে নেবে না ফ্রান্স। বুধবার ইউরোপের দেশ লাটভিয়ায় এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট বলেন, আমি তুরস্কের দেওয়া রাজনৈতিক বক্তব্যগুলো (আজারবাইজানের পক্ষে) লক্ষ করেছি, যেগুলোকে আমি বেআইনি ও ঝুঁকিপূর্ণ বলে মনে করি।
ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, তুরস্কের যুদ্ধংদেহী বার্তা নিয়ে ফ্রান্স উদ্বিগ্ন। তারা নাগরনো-কারাবাখ ফের আজারবাইজানের নিয়ন্ত্রণে নেওয়ার পক্ষপাতী। কিন্তু আমরা এটি মেনে নেবো না।
ফরাসি প্রেসিডেন্টের দাবি, গত সপ্তাহে আজারবাইজান এই সংঘাতের সূচনা করেছে।
চলমান সংঘাত নিয়ে দুই দেশের নেতাদের সঙ্গে তার কথা হয়েছে বলেও জানান ম্যাক্রোঁ। এ সময় তিনি উভয় পক্ষের প্রতি নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানান।
এদিকে আজারবাইজান ও আর্মেনিয়ার প্রতি চলমান সংঘাত পরিহার করে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। তবে দুই দেশই এমন আহ্বান প্রত্যাখ্যান করেছে। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান বলেছেন, এই তীব্র শত্রুতার মুহূর্তে আলোচনার কথা বলা যথাযথ নয়।
কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের ভূখণ্ড হলেও ইয়েরেভান সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে তা নিয়ন্ত্রণ করছে আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা। মূলত এ নিয়েই সংঘাতের সূত্রপাত। এ সংঘাতে এখন পর্যন্ত নারী ও শিশুসহ শতাধিক মানুষ নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিচ্ছিন্নতাবাদী বলে জানা গেছে। এরমধ্যেই বুধবার বিচ্ছিন্নতাবাদীদের নেতা আরায়িক হারুটুনিয়ান বলেছেন, “আমাদের একটি দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি নিতে হবে।”
চলমান সংঘাতে প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। আর্মেনিয়ার দাবি, এ সংঘাতে এরইমধ্যে প্রতিপক্ষের ১৩০ সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুই শতাধিক। বিপরীতে নিজ দেশের ১০৪ সেনা এবং ২৩ বেসামরিক নাগরিক নিহত হওয়ার কথা স্বীকার করেছে আর্মেনিয়া।
এদিকে নাগোরনো-কারাবাখ অঞ্চলে বিদ্যমান লড়াইয়ে আর্মেনিয়ার দুই হাজার তিনশ’ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে আজারবাইজান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, নিজেদের অঞ্চলে চালানো হামলা প্রতিহত করতে আজারবাইজান সেনাবাহিনীর পাল্টা হামলায় আর্মেনিয়ার এসব সেনা সদস্য নিহত হয়েছে। এছাড়া প্রতিপক্ষের বিপুল সংখ্যক অস্ত্র ও সামরিক সরঞ্জাম ধ্বংসেরও দাবি করেছে দেশটি।
বিবৃতিতে বলা হয়, গত কয়েক দিনের সংঘাতে আর্মেনিয়ার প্রায় ১৩টি ট্যাংক ও সামরিক যান, দুই শতাধিক আর্টিলারি ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, প্রায় ২৫টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ছয়টি কমান্ডান্ট ও অবজারভেশন পোস্ট, পাঁচটি অস্ত্র গুদাম, প্রায় ৫০টি ট্যাংক ধ্বংসকারী গান এবং ৫৫টি গাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, নাগোরনো-কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের ভেতরে অবস্থিত হলেও ইয়েরেভান সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে তা নিয়ন্ত্রণ করছে আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা। ১৯৮০-এর দশকের শেষদিকে অঞ্চলটির নিয়ন্ত্রণ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সংঘাত শুরু হয়। ১৯৯১ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের মুহূর্তে সংঘর্ষ চূড়ান্ত আকার ধারণ করে। ১৯৯৪ সালে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আগ পর্যন্ত এই সংঘর্ষে ৩০ হাজার মানুষ নিহত হয়। পরে ২০১৬ এবং এই বছরের শুরুতেও সংঘাতে জড়ায় দুই পক্ষ। সূত্র: আল জাজিরা।
পূর্বপশ্চিমবিডি/জেআর
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/abroad/175428/আজারবাইজান-আর্মেনিয়া-সংঘাত:-যা-বললেন-ম্যাক্রোঁ-
Post Come trough : PURBOPOSHCIMBD
গত ২০ সেপ্টেম্বর রাতে হাসপাতালে যাওয়ার সময় সাভারের পালপাড়া এলাকায় ভাইয়ের সামনে থেকে নীলাকে তুলে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করেন মিজান। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে হত্যা করা হয়।
সাভারে আলোচিত স্কুলছাত্রী নীলা রায় হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি মিজানুর রহমান মিজান খুনের দায় স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকার চিফ জুডিশিয়াল আদালতে দায় স্বীকারের পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
নিহত নীলা রায় সাভার পৌর এলাকার কাজী মোকমা পাড়ার নারায়ণ রায়ের মেয়ে এবং স্থানীয় অ্যাসেড স্কুলের দশম শ্রেণির ছাত্রী।
গত ২০ সেপ্টেম্বর রাতে হাসপাতালে যাওয়ার সময় সাভারের পালপাড়া এলাকায় ভাইয়ের সামনে থেকে নীলাকে তুলে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করেন মিজান। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে হত্যা করা হয়।
এ ঘটনায় মিজানকে প্রধান আসামিসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা।
গত ২৫ সেপ্টেম্বর রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ার কর্নেল ব্রিকফিল্ডের পাশ থেকে মিজানকে আটক করে পুলিশ। এর আগে ২৪ সেপ্টেম্বর রাতে মানিকগঞ্জের চারিগ্রাম থেকে মিজানের বাবা আব্দুর রহমান ও মা নাজমুন্নাহারকে আটক করেছে সাভার র্যাব-৪। এছাড়া, ২৩ সেপ্টেম্বর সকালে মানিকগঞ্জের আরিচা থেকে সেলিম পালোয়ান নামে অপর এক আসামিকে আটক করা হয়।
পূর্বপশ্চিমবিডি/ এনএন
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/whole-country/175427/স্কুলছাত্রী-নীলা-হত্যায়-মিজানের-দায়-স্বীকার
Post Come trough : PURBOPOSHCIMBD
কারাগারের সুপার মো. আনোয়ার হোসেন বলেন, মিন্নিকে বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে খাবার হিসেবে রুটি ও চিনি দেওয়া হয়েছিল। দুপুরের খাবারে ভাত, সবজি ও ডাল দেওয়া হয়েছে। রাতে গরুর মাংস, ভাত ও ডাল দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বরগুনা প্রতিনিধি
বরগুনার বহুল আলোচিত শাহনেওয়াজ রিফাত (রিফাত শরীফ) হত্যা মামলায় ফাঁসির দণ্ডাদেশ পাওয়া নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিই বরগুনা জেলা কারাগারের ‘কনডেম সেল’-এর একমাত্র নারী আসামি। এছাড়াও ফাঁসির দণ্ডাদেশ পাওয়া অন্য পুরুষ আসামিদেরও পুরুষ ওয়ার্ডের কনডেম সেলে রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা কারাগারের জেল সুপার মো. আনোয়ার হোসেন। কারাবিধি অনুযায়ী ছয় বন্দিকেই কনডেম সেলে থালা, বাটি ও কম্বল দেওয়া হয়েছে। এছাড়াও প্রতি আসামিকে কারাগারের পক্ষ থেকে দুই সেট পোশাক দেওয়া হয়েছে বলেও জানান জেল কর্তৃপক্ষ।
বরগুনা জেলা কারাগারের সুপার মো. আনোয়ার হোসেন বলেন, 'এই মুহূর্তে বরগুনা জেলা কারাগারে নারী বন্দিদের মধ্যে একমাত্র মিন্নিই কনডেম সেলে আছেন। মিন্নি ব্যতীত বরগুনা কারাগারের কনডেম সেলে অন্য কোনো নারী বন্দি নেই। এছাড়াও রিফাত হত্যা মামলার অপর পাঁচ পুরুষ আসামিকেও কনডেম সেলে রাখা হয়েছে। এই পাঁচ পুরুষ বন্দি ব্যতীত বরগুনার কারাগারের কনডেম সেলে আর অন্য কোনো পুরুষ বন্দিও নেই।'
তিনি বলেন, 'মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের কারাগারের যে বিশেষ কক্ষে রাখা হয় সেটাকে কনডেম সেল বলা হয়। কনডেম সেলের বন্দিরা কখনো সেল থেকে বাইরে বের হতে পারেন না। এসব বন্দি মাসে একবার তার স্বজনদের সঙ্গে দেখা করতে পারেন। এছাড়াও সপ্তাহে একবার তারা ফোনে তাদের স্বজনদের সঙ্গে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কথা বলতে পারেন।'
তিনি আরো বলেন, মিন্নিকে বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে খাবার হিসেবে রুটি ও চিনি দেওয়া হয়েছিল। দুপুরের খাবারে ভাত, সবজি ও ডাল দেওয়া হয়েছে। রাতে গরুর মাংস, ভাত ও ডাল দেওয়া হয়েছে বলে জানান তিনি।
গত বছরের ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে বন্ড বাহিনী কুপিয়ে হত্যা করে রিফাত শরীফকে। ওই হত্যাকাণ্ড সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল। বন্ড বাহিনীর হোতা নয়ন বন্ড ও অন্যরা প্রকাশ্যে রাম দা দিয়ে শাহনেওয়াজ রিফাতকে (রিফাত শরীফ) কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় মিন্নিকে আসামিদের রামদার মাঝখানে দাঁড়িয়ে বারবার আটকানোর চেষ্টা করতে দেখা যায়। চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকেলেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন রিফাত শরীফ।
ঘটনার পরদিন ২৭ জুন রিফাতের বাবা মো. আবদুল হালিম দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫-৬ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ একে একে গ্রেফতার করে এজাহারভুক্ত আসামিদের। রিফাতের ওপর হামলার ছয়দিন পর ২ জুলাই ভোর রাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন এ মামলার আলোচিত প্রধান আসামি সাব্বির আহমেদ নয়ন ওরফে নয়ন বন্ড। পরে ভিডিও, অডিওসহ বিভিন্ন ডকুমেন্ট ও সাক্ষ্যের মাধ্যমে এ মামলার সাক্ষী মিন্নিকে হত্যার ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিহিত করা হয়। সাক্ষী থেকে আসামি হয়ে যান মিন্নি।
রিফাত হত্যাকাণ্ডের দুই মাস ছয়দিন পর গত বছরের ১ সেপ্টেম্বর বিকেলে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২৪ জনকে অভিযুক্ত করে প্রাপ্তবয়স্ক এবং অপ্রাপ্তবয়স্ক দুই ভাগে বিভক্ত করে দুটি তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। এদের মধ্যে ১০ জন প্রাপ্তবয়স্ক আসামি এবং ১৪ জন অপ্রাপ্তবয়স্ক।
প্রাপ্তবয়স্ক আসামিদের বিচারিক কার্যক্রম শুরুর জন্য ২০২০ সালের ১ জানুয়ারি বরগুনার জেলা ও দায়রা জজ আদালত চার্জ গঠন করেন। গত ৮ জানুয়ারি থেকে প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু করে ২৫ ফেব্রুয়ারি এ মামলার ৭৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। গত ১৬ সেপ্টেম্বর উভয়পক্ষের যুক্তি-তর্ক শেষ হয়। ৩০ সেপ্টেম্বর মিন্নিসহ ৬ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান।
পূর্বপশ্চিমবিডি/ এনএন
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/whole-country/175426/যে-কনডেম-সেলে-মিন্নিই-একমাত্র-নারী-আসামি
Post Come trough : PURBOPOSHCIMBD
রিফাত হত্যা মামলায় আদালত মিন্নিসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দেওয়ায় এক পাঠক লিখেছেন, ‘‘জাতি ন্যায় বিচার পেয়েছে৷’’ তবে এই রায় উচ্চ আদালতে বহাল থাকবে কিনা তা নিয়ে সংশয়ও প্রকাশ করেছেন কেউ কেউ৷
এই রায়ে খুশি পাঠক নাজমুন নাহার শাপলা৷ তিনি লিখেছেন, ‘‘মানুষ কিভাবে এমন চিন্তা করে যে, কেউ দিনে-দুপুরে হাজারো মানুষের সামনে কুপিয়ে একজনকে মেরে ফেলবে আর তাদের কিছুই হবে না৷’’
পাঠক পলাশ ফাল্গুন মনে করেন, ‘‘একটা মেয়েকে ঘিরে প্রায় ২৫ জনেরও বেশি মানুষ ও তাদের পরিবার আজ ধ্বংস হয়ে গেল, এর থেকে মানুষের শিক্ষা নেয়া উচিত৷’’
আর রিফাতের স্ত্রী মিন্নিসহ ছয়জনের ফাঁসির আদেশ হওয়ায় ইকবাল কবির মনে করেন, ‘‘এতে জাতি ন্যায় বিচার পেয়েছে, এই রায় যেন উচ্চ আদালতে বহাল রাখা হয়৷’’ সেলিম আহমেদের মন্তব্য, ‘‘একটা ন্যায় বিচারের রায় দেখলাম৷ জাতির প্রশ্ন- রায়টা কি কাযকর হবে?’’ একই প্রশ্ন পাঠক কাশেম আবুলেরও৷
পাঠক কাওসার আহমেদ এই রায় সম্পর্কে লিখেছেন, ‘‘বিশ্বজিৎ হত্যা মামলায় নিম্ন আদালতে যাদের মৃত্যুদণ্ড হয়েছিল এক নাম্বার আসামি থেকে শুরু করে সবাই কিন্তু উচ্চ আদালতে জামিন নিয়ে একেবারে খালাস হয়ে বের হয়ে এসেছিল৷ এখন সেই অপেক্ষা ...৷’’
বর্তমান সময়ে বিচার বিভাগের কাজে পাঠক রফিক ইমরান সন্তুষ্ট৷ শাহেদ ও মিন্নির সাজার আদেশে সন্তোষ প্রকাশ করে তিনি লিখেছেন, এর ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে৷ তবে জুলেখা খানমের মতামত সম্পূর্ণ উল্টো৷ তার প্রশ্ন, ‘‘সাগর-রুনি কিংবা তনু হত্যার বিচার হয়েছে? নুসরাত হত্যারই বা কী হলো? আজ এত বছরেও সাগর-রুনি ও তনু হত্যার বিচার হলো না কেন?’’
ইমরান হোসেন মিলনের প্রশ্ন, ‘‘রিফাত হত্যার বিচার যেভাবে হয়েছে, সেভাবে কি তনু, সাগর-রুনি, বিশ্বজিৎ, আবরার ফাহাদ কিংবা মেজর সিনহার বিচার করতে পারবে আওয়ামী আদালত?’’
এদিকে মিন্নিকে দেয়ায় জুল আফরোজ খুব অবাক৷ ফেসবুক পাতায় তিনি লিখেছেন, ‘‘এই মেয়েকে ফাসি কী করে দেয়? ভিডিওতে দেখা গিয়েছে সে তার স্বামীকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে৷ আসল আসামিকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করে এখন একটা গোঁজামিল রায় দিয়েছে৷’’
পূর্বপশ্চিমবিডি/জেআর
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/court/175425/আসলে-কি-মিন্নির-ফাঁসি-হবে?-
Post Come trough : PURBOPOSHCIMBD
প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। শুক্রবার (২ অক্টোবর) এক টুইট বার্তায় নিজেই এ তথ্য জানিয়েছেন ট্রাম্প।
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। শুক্রবার (২ অক্টোবর) এক টুইট বার্তায় নিজেই এ তথ্য জানিয়েছেন ট্রাম্প।
এর আগে ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টাদের একজন হোপ হিকস করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকে মেলানিয়া ট্রাম্প ও তিনি কোয়ারেন্টাইনে আছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নির্বাচনকে সামনে রেখে গত মঙ্গলবার এক টিভি বিতর্কে অংশ নিয়েছিলেন ট্রাম্প। সেখানে তার সঙ্গে এয়ার ফোর্স ওয়ানে করে ওহাইওতে গিয়েছিলেন হোপ হিকস।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে তিনটি বিতর্ক অনুষ্ঠিত হবে। এদিন (মঙ্গলবার) ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলের প্রার্থী প্রার্থী জো বাইডেনের মধ্যে প্রথম বিতর্ক অনুষ্ঠিত হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের উপদেষ্টা হোপ হিকসকে এদিন মাস্ক ছাড়াই ক্লিভল্যান্ডে প্রেসিডেন্টের এয়ার ফোর্স ওয়ান থেকে নামতে দেখা গেছে। সেসময় তোলা একটি ছবিতে বিষয়টি চোখে পড়ে। এছাড়া গত বুধবার মিনেসোটায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি সমাবেশেও অংশ নেন হোপ হিকস।
টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আজ রাতে (শুক্রবার) লোটাস মেলেনিয়া ট্রাম্প ও আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আমরা দ্রুত কোয়ারেন্টাইন ও সুস্থতার প্রক্রিয়া শুরু করবো।’
এর আগের একটি টুইট বার্তায় ট্রাম্প বলেছিলেন, ‘কোনো বিশ্রাম ছাড়াই কঠোর পরিশ্রম করে যাচ্ছেন হোপ হিকস। নমুনা পরীক্ষায় তার কোভিড-১৯ পজিটিভ এসেছে। মেলানিয়া ট্রাম্প ও আমি করোনা পরীক্ষার রিপোর্টের আশায় আছি।’
পূর্বপশ্চিমবিডি/ এনএন
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/abroad/175423/করোনায়-আক্রান্ত-ট্রাম্প-ও-মেলানিয়া
Post Come trough : PURBOPOSHCIMBD
Need full solution for a business, Software management Apps Website Payment gateway services Etc. Please suggest or refer some ... @ (https://ift.tt/3ivsG0h) by Romeo Hasan Heem from the facebook group Women and e-Commerce forum ( WE )
Need full solution for a business,
Software management
Apps
Website
Payment gateway services
Etc.
Please suggest or refer some expert company details
Thanks
(Feed generated with FetchRSS) Need full solution for a business, Software management Apps Website Payment gateway services Etc. Please suggest or refer some ... @ (https://ift.tt/3ivsG0h) by Romeo Hasan Heem from the facebook group Women and e-Commerce forum ( WE )
https://ift.tt/2BCEFto e-Commerce Association of Bangladesh (e-CAB) – загальнодоступна група on Facebook
প্রতিযোগিতা নয় সহযোগীতা হোক আমাদের ব্রত! দুজন ভালো মানুষের সাথে ফ্রেমবন্দী হওয়ার সৌভাগ্য হয়েছে আমার। @ (https://ift.tt/34l5ZXt) by Riad Hasan Badsha from the facebook group Women and e-Commerce forum ( WE )
প্রতিযোগিতা নয় সহযোগীতা হোক আমাদের ব্রত!
দুজন ভালো মানুষের সাথে ফ্রেমবন্দী হওয়ার সৌভাগ্য হয়েছে আমার।
(Feed generated with FetchRSS) প্রতিযোগিতা নয় সহযোগীতা হোক আমাদের ব্রত! দুজন ভালো মানুষের সাথে ফ্রেমবন্দী হওয়ার সৌভাগ্য হয়েছে আমার। @ (https://ift.tt/34l5ZXt) by Riad Hasan Badsha from the facebook group Women and e-Commerce forum ( WE )
https://ift.tt/2BCEFto e-Commerce Association of Bangladesh (e-CAB) – загальнодоступна група on Facebook
Live at Thu, 01 Oct 2020 16:05:00 +0100 @ (https://ift.tt/33m1gFC) by মোঃ রুহুল কুদ্দুস from the facebook group Women and e-Commerce forum ( WE )
Live at Thu, 01 Oct 2020 16:05:00 +0100
(Feed generated with FetchRSS) Live at Thu, 01 Oct 2020 16:05:00 +0100 @ (https://ift.tt/33m1gFC) by মোঃ রুহুল কুদ্দুস from the facebook group Women and e-Commerce forum ( WE )
https://ift.tt/2BCEFto e-Commerce Association of Bangladesh (e-CAB) – загальнодоступна група on Facebook
ইসলামপুর থেকে কেউ আমাকে পাইকারিতে টপস/গাউন দিতে পারবেন শুধু যাদের পাইকারি দোকান আছে। @ (https://ift.tt/3n98Xqw) by Suha Khan from the facebook group Women and e-Commerce forum ( WE )
ইসলামপুর থেকে কেউ আমাকে পাইকারিতে টপস/গাউন দিতে পারবেন শুধু যাদের পাইকারি দোকান আছে।
(Feed generated with FetchRSS) ইসলামপুর থেকে কেউ আমাকে পাইকারিতে টপস/গাউন দিতে পারবেন শুধু যাদের পাইকারি দোকান আছে। @ (https://ift.tt/3n98Xqw) by Suha Khan from the facebook group Women and e-Commerce forum ( WE )
https://ift.tt/2BCEFto e-Commerce Association of Bangladesh (e-CAB) – загальнодоступна група on Facebook
চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলার রায়ের পর্যবেক্ষণে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিন্নিকে 'মাস্টারমাইন্ড' বলা হয়। সে কারণে মৃত্যুদণ্ডের সঙ্গে 'মাস্টারমাইন্ড' কথাটা হয়ে ওঠে 'টক অব দ্য ওয়ার্ল্ড।"
খোলামত
সোহেল সানি
চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলার রায়ের পর্যবেক্ষণে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিন্নিকে 'মাস্টারমাইন্ড' বলা হয়। সে কারণে মৃত্যুদণ্ডের সঙ্গে 'মাস্টারমাইন্ড' কথাটা হয়ে ওঠে 'টক অব দ্য ওয়ার্ল্ড।"
কেননা এমন একটি লোমহর্ষক হত্যাকাণ্ডের রায়ের জন্য দেশবাসীর ন্যায় প্রবাসীরাও অধীর ছিলো। রায় ঘোষণার পরপরই এ খবর ছড়িয়ে পড়ে ফেইসবুক, ইউটিউবসহ সামাজিক গণমাধ্যমে।
রায়ে সন্তুষ্টি প্রকাশ করা হয় সর্বমহল থেকে। বিশেষ করে এতো অল্পসময়ের মধ্যে রিফাত হত্যা মামলার রায়দানের ঘটনা বিচার বিভাগের প্রতি মানুষের আস্থাও বাড়িয়ে দিয়েছে। কিন্তু এরই মধ্যে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের রায় সম্পর্কে আগাম কিছু কথাবার্তা এবং তার সঙ্গে মাননীয় বিচারকের রায়ের বা পর্যবেক্ষণের তথ্য-উপাত্তে মিল খুঁজে পাওয়া না যাওয়ায় অনাকাঙ্ক্ষিত প্রশ্নের উদ্রেক করেছে। মাননীয় বিচারক পর্যবেক্ষণে এমন উক্তি করেননি বলে মিডিয়াতেও হৈচৈ পড়ে গেছে। রাষ্ট্রপক্ষ স্বীকার করেছে রায়ের অনুলিপিতেও এরকম পর্যবেক্ষণমূলক মন্তব্য নেই। মিন্নির আইনজীবী উচ্চ আদালতে শরণাপন্ন হওয়ার কথা বলেছেন। একই কথা বলেছেন মিন্নির বাবাও। যাহোক এখন অপেক্ষার পালা। শিরোনামের প্রসঙ্গে ফিরে আসছি।
'মাস্টারমাইন্ড' আসলে কী? অতি সাধারণের তা বোধগম্য হবার কথা নয়। কারণ আমাদের শিক্ষাব্যবস্থায় কোথাও মাস্টারমাইন্ড শব্দটার ব্যবহার হয়নি।
মাস্টারমাইন্ডের ধারণার আবিষ্কারক নেপোলিয়ন ও এন্ডু কার্নেগী। যদিও তারা এ তত্ত্বের আবিষ্কার করেন গঠনমূলক ইতিবাচক কর্মকাণ্ডের জন্য কিন্তু এর ব্যবহার হচ্ছে নানা অপকর্মে, হত্যাযজ্ঞে ও নাশকতামূলক কর্মকাণ্ডে।
মূলত, নির্দিষ্ট লক্ষ্য অর্জনে অসংখ্য মনের মহামিলনকে মাস্টারমাইন্ড বলা হয়। আরেকটু খোলসা করে বললে, দুই বা ততোধিক মানুষ যখন একটি নির্দিষ্ট লক্ষ্যে একসঙ্গে মিলেমিশে এগিয়ে যায়, তাকেই মাস্টারমাইন্ড বলা হয়। অর্থাৎ মাস্টারমাইন্ড বলতে আসলে একদল মানুষকে বোঝায়, যাদের মাঝে থাকে মনের ও উদ্দেশ্যের মিল।
প্রকৃতি এক-এক মানুষকে ক্ষমতা দিয়েছে এক-এক রকম। মানুষের মনকে ইলেক্ট্রিক ব্যাটারির সঙ্গে তুলনা করা হয়েছে। একটা ব্যাটারির তুলনায় দুটি ব্যাটারির শক্তি স্বাভাবিকভাবেই বেশী। যে টর্চলাইটে চারটা ব্যাটারি লাগে, সে টর্চলাইট তো তিনটা ব্যাটারিতে জ্বলবে না। এক-এক মানুষের মনের ক্ষমতাও এক-এক রকম। একদল মানুষের মন যদি একসঙ্গে হয়ে কোনো নির্দিষ্ট কাজে নামে, তাহলে সে কাজটা অনেক সহজে সম্পন্ন হয়ে যায়। অথচ ওই নির্দিষ্ট কাজ একজন মানুষের পক্ষে করা একেবারেই অসম্ভব। এ সমস্যা থেকেই মাস্টারমাইন্ড ধারণার জন্ম হয়েছে। তাহলে দেখা যাচ্ছে মাস্টারমাইন্ডের রয়েছে সীমাহীন ক্ষমতা।
মাস্টারমাইন্ড তৈরি করার আগে নিজের মনের ক্ষমতাকে সুসংগঠিত করতে হয়। নিজের মনকে নিয়ন্ত্রণ করতে হয় সর্বাগ্রে। তা না হলে অন্যের মন নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না।
মাস্টারমাইন্ড তৈরি হয় এভাবে, একজন ব্যক্তি একদল মানুষের একটা তালিকা তৈরি করলো, যাদের সে মাস্টারমাইন্ডে রাখতে চায়। এবার করলো যোগ্যতরদের তালিকা। তালিকাভুক্তদের মধ্যে কার কার ওপর নির্ভর করা যায়, আনুগত্যপ্রবণ কতটুকু, কার কি বিশেষ ক্ষমতা আছে যা কাজে লাগবে, সর্বোপরি বিশ্বাসের মূল্য রক্ষা করবে কিনা, যদি এসব প্রশ্নের উত্তর হ্যাঁ হয়, তাহলে তালিকাভুক্তদের মধ্য থেকে মাস্টারমাইন্ডে অন্তর্ভুক্ত করা হয়। কারো মাঝে কোনো অবহেলা বা খুঁত ধরা পড়লে তাকে মাস্টারমাইন্ড থেকে সরিয়ে ফেলা হয়।
লক্ষ্য অর্জন বা হাসিলের আগে এবং পরে মাস্টারমাইন্ড সদস্যদের মাঝে উৎফুল্লভাব জিইয়ে রাখতে হয়। সবার প্রতি সবার সহমর্মিতা থাকতে হয়। লক্ষ্য অর্জনের জন্য সময় ও দিন ঠিক করে সদস্যদের কাজটা বুঝিয়ে দিতে হয়। লাভ হলে সবাইকে মূল্যায়ন করতে হয়। নিজের সাফল্য সবার সঙ্গে ভাগ করতে পিছপা হলে সংকট অনিবার্য হয়ে উঠতে পারে। নেতৃত্ব কালও হয়ে দাঁড়াতে পারে।
যেমন চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যায় কে মাস্টারমাইন্ড পরিকল্পনার প্রধান কে আর কে না, সেটার চেয়েও বড় বিষয় হলো এই হত্যাকান্ডটি একটি নিঃসন্দেহে মাস্টারমাইন্ড। নয়ন বন্ড পুলিশের কথিত ক্রসফায়ারে নিহত না হলে আরও অজানা সত্য হয়তো বেরিয়ে আসতো। যেহেতু বলা হয়, নয়ন বন্ডের পরিকল্পনাতেই রিফাত হত্যা সংঘটিত হয়েছে। তাহলে নয়ন বন্ডই মাস্টারমাইন্ড কিনা সেটা পরিস্কার হতো। যাহোক, নিহত রিফাতের স্ত্রী মিন্নিসহ ছয় জনের ফাঁসির আদেশ দেয়া হয়েছে। বিচারকের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রপক্ষ বলেছিল পর্যবেক্ষণে মিন্নিকে এই হত্যার 'মাস্টারমাইন্ড' বলা হয়েছে। যা গণমাধ্যমেও প্রচারিত হয়। কিন্তু ইতিমধ্যেই এনিয়ে দেখা দিয়েছে বিতর্ক। গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়ের গড়মিলকে অনাকাঙ্ক্ষিত বলছেন পর্যবেক্ষকরা।
জানাযায়, ইতিমধ্যে সংশ্লিষ্ট মহল থেকে বক্তব্যটি প্রত্যাহার করা হয়েছে। নড়েচড়ে বসেছে নিহত রিফাতের স্ত্রী আয়েশা আক্তার মিন্নির আইনজীবীও। মিন্নি রায় ঘোষিত হওয়ার আগ পর্যন্ত আদালতের নির্দেশেই তার বাবার কাছে নির্দিষ্ট কতগুলো শর্তে জামিনে ছিলেন। মিন্নির বাবাও রায় অসন্তোষ প্রকাশ করে ন্যায় বিচারেরর জন্য উচ্চ আদালতের শরণাপন্ন হওয়ার কথা বলছেন। শুরুতেই সিফাত হত্যা মামলাটির প্রধান সাক্ষী এবং প্রত্যক্ষদর্শী মিন্নিকে নিয়ে বিশ্বাস অবিশ্বাসের সূত্রপাত ঘটে। ভিডিও ফুটেজও মামলার গতিপ্রকৃতিতে বিরাট প্রভাব রাখে। নয়ন বন্ড পুলিশের ক্রসফায়ারে নিহত হওয়ার পর পরিস্থিতি দ্রুত বদলে যায়। মিন্নিকে সাক্ষীর স্থলে করা হয় আসামি।
তাই জনমনে ছিল মিশ্র প্রতিক্রিয়া। আদালতের রায় ঘোষিত হওয়ার পর সেই মিশ্র প্রতিক্রিয়ার অবসানও ঘটেছিল। কিন্তু রাষ্ট্রপক্ষের বক্তব্য এবং মাননীয় বিচারকের অনুচ্চারিত মাস্টারমাইন্ড শব্দটির ব্যবহার ও প্রচারে আবারও জনমনে মিশ্রপ্রতিক্রিয়ার জন্ম দিলো।
বিচার প্রার্থীকে উচ্চ আদালতের দিকেই তাকিয়ে থাকতে হবে। একইভাবে তাকিয়ে থাকতে হবে জনগণকে উচ্চ আদালতের রায়ের জন্য। যদিও সময়সাপেক্ষ ব্যাপার।
লেখক: সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট।
পূর্বপশ্চিমবিডি/ এনএন
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/open-views/175424/মাস্টারমাইন্ড-কী-এবং-কেন?
Post Come trough : PURBOPOSHCIMBD
প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। শুক্রবার (২ অক্টোবর) এক টুইট বার্তায় নিজেই এ তথ্য জানিয়েছেন ট্রাম্প।
আন্তর্জাতিক ডেস্ক
প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। শুক্রবার (২ অক্টোবর) এক টুইট বার্তায় নিজেই এ তথ্য জানিয়েছেন ট্রাম্প।
এর আগে ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টাদের একজন হোপ হিকস করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকে মেলানিয়া ট্রাম্প ও তিনি কোয়ারেন্টাইনে আছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নির্বাচনকে সামনে রেখে গত মঙ্গলবার এক টিভি বিতর্কে অংশ নিয়েছিলেন ট্রাম্প। সেখানে তার সঙ্গে এয়ার ফোর্স ওয়ানে করে ওহাইওতে গিয়েছিলেন হোপ হিকস।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে তিনটি বিতর্ক অনুষ্ঠিত হবে। এদিন (মঙ্গলবার) ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলের প্রার্থী প্রার্থী জো বাইডেনের মধ্যে প্রথম বিতর্ক অনুষ্ঠিত হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের উপদেষ্টা হোপ হিকসকে এদিন মাস্ক ছাড়াই ক্লিভল্যান্ডে প্রেসিডেন্টের এয়ার ফোর্স ওয়ান থেকে নামতে দেখা গেছে। সেসময় তোলা একটি ছবিতে বিষয়টি চোখে পড়ে। এছাড়া গত বুধবার মিনেসোটায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি সমাবেশেও অংশ নেন হোপ হিকস।
টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আজ রাতে (শুক্রবার) লোটাস মেলেনিয়া ট্রাম্প ও আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আমরা দ্রুত কোয়ারেন্টাইন ও সুস্থতার প্রক্রিয়া শুরু করবো।’
এর আগের একটি টুইট বার্তায় ট্রাম্প বলেছিলেন, ‘কোনো বিশ্রাম ছাড়াই কঠোর পরিশ্রম করে যাচ্ছেন হোপ হিকস। নমুনা পরীক্ষায় তার কোভিড-১৯ পজিটিভ এসেছে। মেলানিয়া ট্রাম্প ও আমি করোনা পরীক্ষার রিপোর্টের আশায় আছি।’
পূর্বপশ্চিমবিডি/ এনএন
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/national/175423/করোনায়-আক্রান্ত-ট্রাম্প-ও-মেলানিয়া
Post Come trough : PURBOPOSHCIMBD