সন্দেহ বা আক্রান্ত হলে কী করবেন? এই ভাইরাসে আক্রান্ত হলে বা হয়েছে এমন সন্দেহ হলে কী করবেন তা অনেকে বুঝে উঠতে পারেন না। আসুন অযথা আতঙ্কিত ও উৎকণ্ঠিত না হয়ে এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কিছু পরামর্শ জেনে নিই। ১. আক্রান্ত ব্যক্তিকে বিশ্রামে থাকতে হবে, তাকে পুষ্টিকর তরল খাবার ও প্রচুর পানি দিতে হবে। ২. রোগীকে সবসময় মাস্ক পরে থাকতে হবে। যিনি রোগীর সেবা করবেন তাকে মাস্ক ও প্রতিরোধক পোশাক পিপিই পরতে হবে। ৩. খাবার তৈরির, খাবার খাওয়ার আগে এবং টয়লেট ব্যবহারের পর সাবান পানি হাত ধুয়ে নিতে হবে। ৪. আক্রান্ত ব্যক্তির বাসনপত্র, তোয়ালে ও বিছানার চাদর সাবান বা ডিটারজেন্ট দিয়ে ধুতে হবে। ৫. অসুস্থ ব্যক্তির অবস্থার অবনতি হলে বা শ্বাসকষ্ট হলে হাসপাতালে ভর্তি করতে হবে।
(Feed generated with FetchRSS) BLACK iz Limited on Facebook https://bit.ly/2KdyNaR
(Feed generated with FetchRSS) BLACK iz Limited on Facebook https://bit.ly/2KdyNaR