ব্রাউজারের বুকমার্কগুলো ব্যাকআপে রাখতে ও ইন্সটল করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন: ১। আপনার মজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করে মেনু থেকে Bookmark এ ক্লিক করুন এরপর Show all bookmark এ ক্লিক করুন। ২। উপরের কাজটি ঠিকমত করলে Firefox এর Library ওপেন হবে, এখান থেকে Import and Backup এ ক্লিক করে Backup এ ক্লিক করুন। ৩। Backup এ ক্লিক করার পর আপনার কম্পিউটারের যেকোন স্থানে Backup File টি সংরক্ষণ করুন। তবে উল্লেখ্য যে, চিত্রের চিহ্নিত স্থানে যেকোন নাম দিতে পারেন তবে নামের শেষে .JSON দিতেই হবে। ৪। পরবর্তীতে নতুন করে ইন্সটল দেয়া Firefox ওপেন করে মেনু থেকে Bookmark এ ক্লিক করুন এরপর Show all bookmark এ ক্লিক করুন এবং এখান থেকে Restore এ ক্লিক করে একেবারে নিচ থেকে Choose File এ ক্লিক করে পূর্বে সংরক্ষণ করে রাখা Backup ফাইলটি দেখিয়ে দিন। (নিচের চিত্রটি লক্ষ করুন)। ব্যাস আপনার কাজ শেষ।
(RSS generated with FetchRss) BLACK iz Limited on Facebook http://bit.ly/2rBrUGg
(RSS generated with FetchRss) BLACK iz Limited on Facebook http://bit.ly/2rBrUGg