অনলাইন মার্কেটিংএ এ্যানালিটিক্সের উপর গুরুত্ব দিন... এ্যানালিটিক্সের দুনিয়ায় স্বাগতম! আপনার ব্যাবসা প্রতিষ্ঠানটি যদি হয় ওয়েব ভিত্তিক তবে ওয়েব এ্যানালিটিক্স ছাড়া আপনি একেবারেই অচল! ওয়েব এ্যানালিটিক্সের জন্যে অনেকগুলো টুল রয়েছে, যাদের কয়েকটি একেবারে বিণামূল্যেই ব্যাবহার করতে পারেন। যেমন, গুগল এ্যানালিটিক্স। গুগলের এই সার্ভিসটির কথা হয়তো শুনে থাকবেন। এটি আপনার ওয়েবসাইটে ইন্সটল করলে আপনি বেশ কয়েকটি বিষয় সম্পর্কে জানতে পারবেন। এক্ষেত্রে গুগল এ্যানালিটিক্স চার্ট, টেবিল ইত্যাদি ব্যাবহার করে নানান জটিল তথ্যাদি খুব সহজে আপনার সামনে তুলে ধরতে পারে।
(RSS generated with FetchRss) E-Marketing Analyzer Bangladesh on Facebook @ http://bit.ly/2Lxihl4
(RSS generated with FetchRss) E-Marketing Analyzer Bangladesh on Facebook @ http://bit.ly/2Lxihl4