এসইও বা Search engine Optimization কি?
একদম সহজ ভাষায় এসইও
এর অপর নাম হচ্ছে অনলাইনে কোন প্রোডাক্ট, সাইট কিংবা তথ্যের প্রচার বৃদ্ধি
করা। আর SEO হচ্ছে Search engine Optimization এর সংক্ষিপ্ত রুপ। তবে এই
অনলাইন প্রচারটি যখন কিছু টেকনিক এবং নির্দিষ্ট নিয়মের মাধ্যমে করা হয়,
তখন এর ভাল ফলাফল পাওয়া যায়। “keyword” উপর base করে বিভিন্ন সার্চ
ইঞ্জিনের rules, regulation অনুসরণ করে একটি ওয়েবসাইট কে সার্চ ইঞ্জিনে
উপরের দিকে নিয়ে আসার পক্রিয়া কেই এসইও (Search engine Optimization)
বলে।”
কেন শিখবেন Search engine Optimization:
বিভিন্ন
মার্কেটপ্লেসগুলোতে (odesk.com, freelancer.com ইত্যাদি)ভিজিট করলে দেখা
যায়, এসইওর কাজ সবচাইতে বেশি। আর এসইও এর মাধ্যমেই বাংলাদেশের
ফ্রিলেন্সাররা সবচেয়ে বেশি আয় করেছে তা আমাদের সকলেরই কম বেশী জানা আছে।
আরও মজার হচ্ছে অনলাইন জুরে শুধুমাত্র SEO এর কাজই ৬৫% থেকে ৭০%। বাংলাদেশে
বা লোকাল মার্কেটেও রয়েছে এসইও অ্যাডভাইজারের এর চাহিদা। শুধু তাই নয় এই
চাহিদা দিগুন-তিনগুন আকারে বারছে। বর্তমান বিশ্বে প্রতিদিন জন্ম নিচ্ছে
লক্ষ লক্ষ নতুন নতুন ওয়েব-সাইট। সাথে সাথে এদের মাঝে সৃষ্টি হচ্ছে একটা
অদৃশ্য লড়াই। গুগুলে বা অন্নান্য সার্চ ইঞ্জিনে উপরের দিকে নিজের সাইট কে
উঠিয়ে আনার লড়াই। আর এই লড়াই এ জিততে প্রতিটি সাইটের মালিক নিজে অথবা এক বা
একাধিক এসইও অ্যাডভান্স এর মাধ্যমে প্রতিনিয়তই এসইও করে যাচ্ছে।
Creative Advance SEO Course এসইও শিখতে যা প্রয়োজনঃ
ইচ্ছা
এবং চেষ্টা থাকলে আপনিও হয়ে উঠতে পারেন একজন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
অ্যাডইজার বা SEO এক্সপার্ট । SEO এক্সপার্ট হবার জন্য আপনার কোন বিষয়ের
উপর অভিজ্ঞতা থাকার দরকার নেই । তবে অবশ্যই ইন্টারনেট ব্রাউজিং এর জ্ঞ্যান
থাকতে হবে। শুধুই প্রয়োজন গাইড লাইন আর ধারাবাহিক প্রচেস্টা।
ক্রিয়েটিভ অ্যাডভান্স এসইও কোর্সতে যা যা থাকছেঃ
- এসইও কি, এসইও কতপ্রকার ও কি কি।
- কী ওয়ার্ড রিসার্চ, কিভাবে বের করবেন ফোকাস কী-ওয়ার্ড।
- অন পেজ অপটিমাইজেশন এর সকল খুঁটিনাটি বিষয়।
- মেটা ট্যাগ এক্সপেরিমেন্ট, টাইটেল।
- কন্টেন্ট রাইটিং মেথর্ড, কী-ওয়ার্ড রিসার্চ, সাইট ম্যাপ।
- সার্চ ইঞ্জিন উপযোগী সাইট মেকিং
- ওয়েবসাইটের লিংক স্ট্রাকচার।
- অফ পেজ এর বিভিন্ন কলাকৌশল।
- সকল প্রয়োজনীয় টুলস (গুগল এনালাইটিক্স, ওয়েবমাস্টার) এর ব্যবহার।
- ফোরাম ফোরাম পোস্টিং, ব্লগ কমেন্টিং।
- আর.এস.এস সাবমিশন, প্রেস রিলিজ সাবমিশন, ডিরেক্টরি সাবমিশন।
- লিংক হুইল, গেস্ট ব্লগিং, আর্টিকেল মার্কেটিং।
- বেস্ট ব্যাকলিংক ফাইন্ডিং টেকনিক।
- পীড়ামিড লিংক (সদ্য আবিষ্কৃত SEO টেকনিক!)।
- ওয়ার্ডপ্রেস ও ব্লগার ওয়েবসাইট এর সকল এসইও প্লাগিন এর ব্যবহার।
- ভিবন্ন ওয়েব অ্যানালাইজার সেট-আপ এবং মেইনটেন করা।
- এসইও টাইটেল ট্যাগ, এসইও মেটাট্যাগ, এসইও এংকরট্যাগ।
- সার্চ ইঞ্জিন গুলোতে ওয়েবসাইটের URL রেজিট্রেশন করা।
- গুগল ওয়েবমাস্টার টুলস বানানো এবং এর ব্যবহার পদ্ধতি ।
- ইমেজ/ছবি, ভিডিও বা অডিও সার্চের জন্য আলাদা SEO টিপস।
- অ্যালেক্সা টুলবার, লিংক, র্যাংক সহ ইত্যাদি বিষয়।
- Odesk, freelancer, Elance-এর উপর বিশেষ ক্লাশ।
- এসইও রিলেটেড অন্নান্য কিছু বিষয়।
- Pyramid Linking, Spider Link
- WEB 2.0 সহ এসইও এর প্রায় সকল অত্যাধুনিক টেকনিকতো থাকছেই।