একাই তিন কিলোমিটার খাল কাটলেন এক ব্যক্তি। তাও একটানা ৩০ বছর ধরে!
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
একাই তিন কিলোমিটার খাল কাটলেন এক ব্যক্তি। তাও একটানা ৩০ বছর ধরে! কাছের পাহাড়গুলোর ঢল থেকে পাওয়া পানি গ্রামের শুষ্ক জমিতে পৌঁছে দিতে এই খাল কাটলেন তিনি। এই অসম্ভবকে সম্ভব করেছেন ভারতের বিহারের গয়া জেলার লাহথুয়া এলাকার কোঠিলাওয়া গ্রামের বাসিন্দা লুঙ্গি ভূঁইয়া। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই।
একা হাতে খাল কাটার কথা জানিয়ে লুঙ্গি বলেছেন, এই খাল কাটতে আমার লেগেছে ৩০ বছর, যা গ্রামের একটি পুকুরে পানি পৌঁছে দেবে। গত ৩০টি বছর ধরে কাছের একটি জঙ্গলে নিজের গবাদি পশু ছেড়ে দিয়ে খাল কেটেছেন বলে জানান এই প্রবীণ। একা হাতে এই কঠিন কাজ শেষ করেছেন লুঙ্গি। তিনি বলেন, এই কাজে আমার সঙ্গে কেউ ছিল না। জীবিকা অর্জনের জন্য গ্রামবাসীদের অনেকে শহরে গেছে কিন্তু আমি থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।
কোঠিলাওয়া গ্রামটি ঘন জঙ্গল আর পাহাড়ে ঘেরা। গয়া জেলা সদর থেকে এটি ৮০ কিলোমিটার দূরে। এই গ্রামটি মাওবাদীদের আশ্রয়স্থল হিসেবে পরিচিত। জেলার অধিকাংশ মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ ও পশু পালন।
বর্ষাকালে পাহাড়ি ঢল থেকে পানি কাছের একটি নদীতে প্রবেশ করে এবং তা উপচে পড়ে। এটা দেখে খারাপ লাগতো লুঙ্গির। তাই সিদ্ধান্ত নেন পাহাড়ি ঢলের পানি কাজে লাগানোর। এজন্যই কাটতে থাকেন খাল।
স্থানীয় বাসিন্দা পাত্তি মানঝি বলেছেন, গত ৩০ বছর ধরে তিনি খাল কাটছেন, তাও একা হাতে। এটা অগণিত প্রাণীর উপকার করবে এবং ক্ষেতে সেচও হবে। তিনি তার নিজের সুবিধার জন্য নয়, পুরো এলাকার জন্য এটা করেছেন।
গ্রামবাসী ও তাদের ক্ষেতের সুবিধা করে দেওয়া জন্য লুঙ্গির প্রশংসা করেছেন গয়ার বাসিন্দা ও শিক্ষক রাম বিলাস সিং, এখানকার অনেক মানুষ উপকৃত হবে। তার কাজের জন্য সে অনেকের কাছে পরিচিত পাচ্ছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/abroad/173230/৩০-বছর-ধরে-একাই-খাল-কাটলেন-তিনি
Post Come trough : PURBOPOSHCIMBD
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ৯ লাখ ১৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) দেয়া তথ্য অনুযায়ী, রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ লাখ ১৯ হাজার ৮১ জনে।
জেএইচইউর তথ্য অনুসারে, বিশ্বের ১৮৮টি দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৮৬ লাখ ৬০ হাজারের বেশি মানুষ।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৬৪ লাখ ৮২ হাজার ৫২৩ জন রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ১ লাখ ৯৩ হাজার ৬৭০ জন।
এদিকে, সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে করোনা রোগীর সংখ্যা ৪৬ লাখ ৫৯ হাজার ৯৮৪ জন এবং মৃত্যু হয়েছে ৭৭ হাজার ৪৭২ জনের।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪৩ লাখ ১৫ হাজার ৬৮৭ জন মানুষ এবং মৃত্যু হয়েছে এক লাখ ৩১ হাজার ২১০ জনের।
এদিকে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৭০২ জনে দাঁড়িয়েছে।
এছাড়া, নতুন করে ১ হাজার ২৮২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ৩৬ হাজার ৪৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে শনিবার (১২ সেপ্টেম্বর) পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/abroad/173229/বিশ্বে-করোনায়-মৃত্যু-৯-লাখ-১৯-হাজারের-বেশি
Post Come trough : PURBOPOSHCIMBD
যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকার তৈরি করা কোভিড-১৯’র টিকার ট্রায়াল আবার শুরু হতে যাচ্ছে। এর আগে দেশটির এক রোগীর মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়ার পর টিকার ট্রায়াল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।
মঙ্গলবার অ্যাস্ট্রাজেনেকা জানায়, গবেষণা সাময়িক বন্ধ রাখা হয়েছিল এবং তদন্ত করে দেখা হচ্ছিল যে ওই খারাপ পার্শ্বপ্রতিক্রিয়া টিকার কারণে হয়েছে কিনা।
শনিবার, বিশ্ববিদ্যালয় জানায়, তারা ধারণা করছে যে টিকার পরীক্ষা অব্যাহত রাখা নিরাপদ। স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক ট্রায়াল আবার শুরুর এই খবরকে স্বাগত জানিয়েছেন।
‘এই স্থগিত রাখার সিদ্ধান্ত এটাই প্রমাণ করে যে আমরা সবসময়ই নিরাপত্তাকে গুরুত্ব দেবো। নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরেই কেবল আমরা আমাদের বিজ্ঞানীদের কার্যকর টিকা আনার পক্ষে সমর্থন দেবো।’
এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় বলে যে, এ ধরণের বড় মাপের ট্রায়ালের ক্ষেত্রে কিছু অংশগ্রহণকারী অসুস্থ হয়ে পড়বে বলেই ধরে নেয়া হয়।
যুক্তরাজ্যের মেডিসিন্স এন্ড হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি এবং একটি স্বতন্ত্র রিভিউ কমিটির সুপারিশ অনুযায়ী এখন থেকে এই গবেষণা চলবে বলেও জানানো হয়।
গোপনীয়তা রক্ষার জন্য এখনো রোগীদের অসুস্থতা সম্পর্কে কোন তথ্য প্রকাশ করা হয়নি। তবে নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলে যে, যুক্তরাজ্যের এই ট্রায়ালে এক রোগী ট্রান্সভার্স মেলাইটিস নামে এক ধরণের রোগে আক্রান্ত হয়েছেন। এই রোগে মেরুদণ্ডে এক ধরণের প্রদাহের উপসর্গ দেখা দেয় যা ভাইরাসের সংক্রমণের জন্য হয়ে থাকে।
বিশ্বব্যাপী প্রায় ১৮০টি টিকার পরীক্ষা চালানো হচ্ছে। তবে কোনটিই এখনো ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন করতে পারেনি। আশা করা হচ্ছে যে এই টিকাটিই বাজারে সবার আগে আসবে। কারণ এরইমধ্যে প্রথম এবং দ্বিতীয় ধাপের পরীক্ষায় সাফল্য এসেছে।
তৃতীয় ধাপের পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকার ৩০ হাজার অংশগ্রহণকারী ঠিক করা হয়েছে।
তৃতীয় ধাপের পরীক্ষা হাজার হাজার মানুষের মধ্যে করা হয় এবং এতে বছরের পর বছর সময় লাগতে পারে।
গত বুধবার সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা স্যার প্যাট্রিক ভ্যালান্স ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে বলেন, অক্সফোর্ডের ট্রায়ালে যে বিষয়টি ঘটেছে তা অস্বাভাবিক কিছু নয়।
‘নিয়ন্ত্রণ হারানোর’ ঝুঁকি
সরকারের বৈজ্ঞানিক উপদেষ্টাদের গ্রুপ সেইজ এর এক সদস্য অধ্যাপক স্যার মার্ক ওয়ালপোর্ট সতর্ক করেন যে, যুক্তরাজ্য ভাইরাসের উপর নিয়ন্ত্রণ হারানোর দ্বারপ্রান্তে রয়েছে। এমন সতর্কতার পর পরই এই খবর আসে।
বিবিসির রেডিও ফোর এর অনুষ্ঠানে বলেন: ফ্রান্স এবং স্পেনে কি হচ্ছে সেটা বোঝার জন্য চ্যানেলে চোখ রাখলেই হবে।
শনিবার প্রকাশিত সরকারি হিসাব অনুযায়ী যুক্তরাজ্যে আরো ৩,৪৯৭ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর ফলে টানা দ্বিতীয় দিনের মতো দেশটিতে তিন হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হলো।
এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৬৫,১৭৪ জনে। এরমধ্যে সরকারি হিসাব অনুযায়ী এ পর্যন্ত যুক্তরাজ্যে কোভিড-১৯ এ প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৪১,৬২৩ জনে।
সরকারি হিসাব অনুযায়ী যুক্তরাজ্যে করোনাভাইরাস মহামারি আবারো মাথাচাড়া দিয়ে উঠছে। গত মার্চ মাসের পর প্রথমবারের মতো ভাইরাসটির আর নম্বর বা রি-প্রোডাকশন রেট ১ থেকে ১.২ এ উঠেছে।
এরমধ্যে স্কটল্যান্ড সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের দৈনিক সংখ্যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ২২১ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ সনাক্ত হয়েছে যা গত ৮ই মের পর থেকে সর্বোচ্চ। ওই দিন ২২৫ জনের মধ্যে শনাক্ত হয়েছিল।
সংক্রমণ ঠেকাতে সোমবার থেকে নতুন নিয়মকানুন যা "রুল অব সিক্স" নামে পরিচিত সেটি আবার কার্যকর করা হয়েছে।
ইংল্যান্ডে কাজে যাওয়া বা স্কুলে যাওয়া ছাড়া এক সাথে ৬ জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। যারা এই নিয়ম মানবে না তারা জরিমানার মুখে পড়তে পারেন।
স্কটল্যান্ডে ঘরের ভেতরে কিংবা বাইরে ছয় জনের বেশি মানুষ এক সাথে হতে পারবে না। তবে এক্ষেত্রে পাশাপাশি বাড়ি দুটির মানুষ এবং ১২ বছরের কম বয়সী শিশুদের ছাড় দেয়া হবে।
ওয়েলসে সোমবার থেকে বাড়ির ভেতরে এক সাথে ছয় জনের বেশি জড়ো হওয়া বেআইনি। কিন্তু বাড়ির বাইরে ৩০ জন এক সাথে সাক্ষাৎ করতে পারবে।
নর্দার্ন আয়ারল্যান্ডের বেলফাস্ট এবং বেলিমিনায় সোমবার থেকে স্থানীয় বিধিনিষেধ আরোপ করা হবে বেশি সংক্রমিত এলাকাগুলোতে।
ওয়েলসে সোমবার থেকে ইনডোরে এক সাথে ৬ জনের বেশি জড়ো হওয়া বেআইনি। কিন্তু আউটডোরে এক সাথে ৩০ জন পর্যন্ত থাকতে পারবে। খবর: বিবিসি বাংলা।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/abroad/173228/আবার-শুরু-হচ্ছে-অক্সফোর্ড-ভ্যাকসিনের-ট্রায়াল
Post Come trough : PURBOPOSHCIMBD
আওয়ামী লীগ সভাপতির বাসায় ছাত্রলীগ সাধারণ সম্পাদকের অস্ত্র নিয়ে হামলা
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর শহরে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির কন্যাকে বিয়ের আসর থেকে পিস্তল ও চাকু নিয়ে ফিল্মিস্টাইলে বিয়ের আসর থেকে অপহরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিকের বিরুদ্ধে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে শহরের শিক্ষা অফিস সড়কের আওয়ামী লীগের পৌরসভার ৫নং ওয়ার্ড সভাপতি মো. দেলোয়ার হোসেনের বাসায় এ ঘটনা ঘটে।
শনিবার (১২ সেপ্টেম্বর) এ অভিযোগে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ তার সহযোগীদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে সদর থানায় লিখিত একটি অভিযোগ দিয়েছেন বলে জানান কনের বাবা পিরোজপুর পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন।
আওয়ামী লীগের পৌরসভার ৫নং ওয়ার্ড সভাপতি ও কনের পিতা দেলোয়ার হোসেনের অভিযোগসহ প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা যায়, শুক্রবার আছর নামাজ বাদ ছিল দেলোয়ার হোসেনের মেজ কন্যার (২২) বিয়ের আক্দ অনুষ্ঠান। বিকেলে জেলার ইন্দুরকানী উপজেলার বাসিন্দা বর পক্ষ দেলোয়ারের বাড়িতে বরসহ আত্মীয়-স্বজন নিয়ে আসেন। আক্দ অনুষ্ঠান শুরুর আগেই জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক কিছু সন্ত্রাসী নিয়ে তাদের বাড়িতে ঢুকে অনুষ্ঠান থেকে তার মেয়েকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় মেয়ে ফারহানা আক্তার আইভিকে জাপটে ধরে তার শ্লীলতাহানী ঘটায় এবং পিস্তল বের করে ভয় দেখায়। তখন উপস্থিত আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা বাধা দিলে তারা মেয়েকে অপহরণ করতে না পেরে বর পক্ষকে নানা হুমকি দেয়। এ ঘটনার পর গ্রাম থেকে আসা বর পক্ষের লোকজন ভয়ে বিয়ে বন্ধ করে চলে যান। এ সময় অনিরুজ্জামান অনিকের সাথে থাকা আব্দুল আলীম ও শাওনকে নিয়ে কনের পিতাকে হুমকি দিয়ে বলে, তার মেয়েকে জনৈক আবুল কালামের ছেলে আব্দুল আলীম ছাড়া অন্য কারো সাথে বিয়ে দেয়া যাবে না। যদি বিয়ে দেয়া হয় বাসর ঘরে মেয়ের স্বামীকে হত্যা করে লাশ গুম করা হবে এবং তার মেয়েকে অপহরণ করে নিয়ে যাওয়া হবে। দেলোয়ার হোসেন তাৎক্ষনিক এই ঘটনাটি পিরোজপুর পৌর মেয়রসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দকে জানান। এরপর খবর পেয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়ে পক্ষকে অভয় দেয়ার চেষ্টা করেন। তারপরও দেলোয়ারের পরিবারকে ভয়-ভীতি দেখানো হচ্ছে।
অভিযোগের বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক মেয়ে অপহরণের চেষ্টার অভিযোগ অস্বীকার করে জানান, তিনি তার এক বন্ধুর জন্য পারিবারিকভাবে বিয়ের বিষয়ে কথা বলতে গিয়েছিলেন। কিন্তু তার রাজনৈতিক প্রতিপক্ষ বিষয়টি নিয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি দেলোয়ার হোসেন জানান, এ ঘটনায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক অনিক, আব্দুল আলীম ও শাওনসহ অজ্ঞাত ২০/২৫জনকে আসামি করে শনিবার বিকেল তিনটায় একটি লিখিত অভিযোগ থানার পরিদর্শক আব্দুস সোবাহানের কাছে জমা দেন।
এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে পিরোজপুর সদর থানার পরিদর্শক আব্দুস সোবাহান জানান, ভারপ্রাপ্ত কর্মকর্তা বাইরে আছেন, থানায় এলে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/173227/ফিল্মিস্টাইলে-বিয়ের-আসর-থেকে-কনেকে-অপহরণের-চেষ্টা
Post Come trough : PURBOPOSHCIMBD
ফের হাসপাতালে ভর্তি হলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
ফের হাসপাতালে ভর্তি হলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেড় মাসের মধ্যে তৃতীয়বার হাসপাতালে ভর্তি করানো হলো তাকে। শনিবার (১২ সেপ্টেম্বর) মধ্যরাতে শ্বাসকষ্টজনিত কারণে আবার তাকে ভর্তি হতে হলো দিল্লির এইমসে। রাজধানীর এই শীর্ষ হাসপাতাল থেকে প্রায় দুই সপ্তাহ আগেই ছাড়া পেয়েছিলেন তিনি। এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সূত্র উদ্ধৃত করে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, করোনা থেকে সুস্থ হলেও শ্বাসকষ্টে ভুগছেন অমিত। তাই চিকিৎসকদের পরামর্শে শনিবার মধ্যরাতে হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাকে। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর শারীরিক অবস্থা এখন ভালো। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হবে তাকে। হাসপাতালের কার্ডিও নিউরো টাওয়ারে ভর্তি করা হয়েছে মোদি মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ এই সদস্যকে।
দিল্লির হাসপাতালের এক সূত্র বলেছে, বর্তমান পরিস্থিতিতে অমিত শাহের পক্ষে হাসপাতালে ভর্তি থাকা সবচেয়ে ভালো। কারণ হাসপাতালে তার শারীরিক অবস্থার ওপরে সার্বক্ষণিক নজরদারি চালানো সম্ভব হবে।
গত ২ আগস্ট নিজের করোনায় আক্রান্ত হওয়ার কথা টুইটারে জানিয়েছিলেন অমিত। করোনা চিকিৎসায় গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি হন। ১৪ আগস্ট করোনা রিপোর্ট নেগেটিভ হলে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর কিছুদিন হোম আইসোলেশনে থাকার কথা জানিয়েছিলেন।
তবে কোভিড পরবর্তী শারীরিক কিছু সমস্যার জন্য গত ১৮ আগস্ট গভীর রাতে ফের দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হন অমিত। তার রক্তচাপ খুব বেড়ে গিয়েছিল, সঙ্গে ছিল শ্বাসকষ্ট। চিকিৎসা করিয়ে গত ৩১ আগস্ট হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তিনি।
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও শ্বাসকষ্ট ভালো হচ্ছিল না। তাই ঝুঁকি না নিয়ে আবার তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। অমিতের হাসপাতালে ভর্তি হওয়ার দিন ভারতে একদিনে রেকর্ড ৯৭ হাজার ৫৭০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/abroad/173226/ফের-হাসপাতালে-ভর্তি-অমিত-শাহ
Post Come trough : PURBOPOSHCIMBD
বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন বলেছেন, পুলিশের কাজ হচ্ছে জনগনের নিরাপত্তা বিধান করা। যথাযথ আইন মেনে পুলিশকে সেই কাজ করতে হবে। পুলিশের সকল কাজ হবে পেশাদারিত্ব ও সমন্বয়ের মাধ্যমে। প্রত্যেক পুলিশ কর্মকর্তাকে তার অধীনস্থদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকতে হবে, তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। সাধারণ মানুষকে পেশাদারিত্বের সাথে সেবা দিয়ে যাবে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর জেলা পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লক্ষ্মীপুর জেলার সকল পুলিশ সদস্যকে সকল ধরনের দুর্নীতির উর্ধ্বে থেকে শতভাগ পেশাদারিত্বের সাথে তাদের দায়িত্ব পালন করতে নির্দেশনা প্রদান করে তিনি বলেন, থানায় আগত সেবা প্রত্যাশীদের যেন কোনরকম হয়রানি করা না হয়। জিডি, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিংবা মামলার ক্ষেত্রে সকল ধরনের অনিয়ম দূর করে তিনি থানাকে একটি সেবাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সকলকে নির্দেশ প্রদান করেন।
তিনি আরো বলেন, নিষ্ঠুর আচরণ পরিহার করে আইনের মাধ্যমে জনগনের সেবা নিশ্চিত করাই হলো পুলিশ বাহিনীর প্রধান কাজ। যারা বেআইনী কাজকর্ম করে পুলিশ বিভাগের ভাবমূর্তি ক্ষুন্ন করবে তাদের বিরুদ্ধে তিনি কঠোর শাস্তির হুঁশিয়ারী উচ্চারন করেন। পুলিশের আচরণ ও ব্যবহারে যেন কোনোভাবেই কোন মানুষ কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং থানা পুলিশের সেবার মান বৃদ্ধি করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
লক্ষ্মীপুর পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রিয়াজুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মারুফা নাজনীন, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) স্পিনা রানী প্রামানিকসহ পুলিশ সদস্যরা।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/173225/‘পুলিশের-আচরণে-যেন-কোন-মানুষ-কষ্ট-না-পায়’
Post Come trough : PURBOPOSHCIMBD
সাভারে এক সৌদি প্রবাসীর বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় হামলায় ওই প্রবাসী, তার স্ত্রী, ছোট ভাই এবং ছোট ভাইয়ের স্ত্রীসহ চারজন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত প্রবাসী আহাম্মদ আলীকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে এবং বাকীদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শুক্রবার বিকেলে সাভারে বনগাঁও ইউনিয়নের নিকরাইল গ্রামে প্রবাসীর নিজ বাড়ির পাশে এ হামলার ঘটনা ঘটেছে।
এঘটনায় ভুক্তভোগী আহাম্মদ আলী বাদী হয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পরে শনিবার বিকেলে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জুলফিকার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ভুক্তভোগী প্রবাসী আহাম্মদ আলী বলেন, আমি ২৫ বছর ধরে সৌদিতে থেকে নিজের জমিতে একটি ঘর নির্মান করিয়াছি। কিন্তু প্রতিবেশী ইকবাল হোসেন (৫২) ও মোহাম্মদ আলী (৪৬) দীর্ঘদিন ধরে আমার বাড়িটি দখলের পায়তারা করে আসছে। এরই জের ধরে তারা কিছুদিন আগে আমার স্ত্রী-সন্তানদের বাড়ি থেকে মারধর করে তাড়িয়ে দেয়ায় বর্তমানে অনত্র বসবাস করি।
পরে বিষয়টি নিয়ে শুক্রবার বিকেলে বাড়ির পাশে গ্রাম্য শালিসের আয়োজন করা হলে অভিযুক্তরা আমার উপর ক্ষিপ্ত হয়ে উঠে। একপর্যায়ে গ্রামের মাদবররা চলে গেলে ইকবাল হোসেন, তার ছেলে সাকিবুল ইসলাম, শ্যালক রাসেল ও মোহাম্মদ আলীসহ অজ্ঞাতনামা সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে আমার উপর হামলা চালায়। আমাকে বাঁচাতে স্ত্রী রুনা আহমেদ, ছোট ভাই আব্দুল হামিদ ও তার স্ত্রী এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাদেরকেও মারধর করে। পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে আমাকে সাভার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।
প্রবাসীর স্ত্রী আহত রুনা আহমেদ অভিযোগ করেন, ইকবাল হোসেনের ছেলে সাকিবুল ইসলাম গত কয়েক বছর ধরে পুলিশের চাকুরীতে যোগদান করেছে। সে বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসপিবিএন সদস্য হিসেবে কাজ করছে। শুক্রবার বিকেলে ছুটি নিয়ে বাড়িতে এসেই আমারদেরকে মারধর এবং বাড়িঘরে ভাংচুর চালায়। এছাড়া পুলিশে চাকুরী করে বলে আমারদেরকে বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করবে বলেও হুমকি দেয়।
জানতে চাইলে অভিযুক্ত ইকবাল হোসেন বলেন, আমার জমিতে আমি দীর্ঘদিন ধরে শান্তিপূর্নভাবে বসবাস করে আসছি। সেই জমির অংশ দাবি করে আহাম্মদ আলী গ্রাম্য শালিস ডাকে এবং মাদবরদেরক টাকা খাইয়ে আমার বিরুদ্ধে রায় দেওয়ায়। কিন্তু আমি অন্যায়ের প্রতিবাদ করলে তারাই আমাকে মারধর করে উল্টো লিখিত অভিযোগ দায়ের করেছে।
এব্যাপারে জানতে চাইলে লিখিত অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার ভবানীপুর ফাঁড়ির ইনচার্জ (এসআই) জুলফিকার রহমান বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি, যে অভিযোগ করেছে তার দাবি যৌক্তিক। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করেও ব্যার্থ হয়েছেন তিনি। আমরা উভয় পক্ষকে নিয়ে বসে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/173224/সাভারে-প্রবাসীর-বাড়িতে-হামলা-ও-ভাংচুর,-আহত-৪
Post Come trough : PURBOPOSHCIMBD
বাজারে পেঁয়াজের কমতি নেই, রয়েছে পর্যাপ্ত মজুদ। তারপরও হু হু করে বাড়ছে দাম। খুচরা বাজারে ১৫ দিনে বেড়েছে ৩৫ থেকে ৪০ টাকা পর্যন্ত। ব্যবসায়ীদের দাবি ভারতের বাজারে দাম বাড়ার প্রভাব পড়েছে। তবে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলছেন, এসব অসাধু ব্যবসায়ীদের কারসাজি।
রাজধানীর কারওয়ান বাজার। আড়তে পেঁয়াজের কোন কমতি নেই। দেশি কি, বিদেশি- সব পেঁয়াজের দামই ঊর্ধ্বমুখী। অথচ কারণ জানা নেই কারো।
খোঁড়া যুক্তি দেখাচ্ছেন আড়তদাররা। বলছেন, ভারতে পেঁয়াজের দাম বাড়ায় দেশের বাজারের এই অবস্থা।
মোহাম্মদপুর কাঁচা বাজার। ৫৫ টাকায় কেনা দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকায়। আড়তে পর্যাপ্ত পেঁয়াজ থাকলেও ক্ষুদ্র ব্যবসায়ীদের বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে।
ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেয়ায়, গত বছর দেশেও অস্থিরতা দেখা দেয়। এক কেজি দেশি পেঁয়াজের দাম গিয়ে ঠেকে ৩শ টাকায়। এবার যেন এমন পরিস্থিতি তৈরি না হয় তাই আগেভাগে ব্যবস্থা নেয়ার আহ্বান ভোক্তাদের।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/3hkRV4E
Post Come trough : নাচোল নিউজ
মুসলিম ব্রাদারহুডের শীর্ষ নেতার যাবজ্জীবন কারাদণ্ড
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
মিশরের নিষিদ্ধ ঘোষিত বৃহত্তম ইসলামপন্থি সংগঠন মুসলিম ব্রাদারহুডের সর্বোচ্চ নেতা মোহাম্মদ বাদিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।
মিশরের বন্দরনগরী ‘পোর্ট সাঈদ’-এর একটি ফৌজদারি আদালতের বিচারক সামি আব্দের রহিম শনিবার এ রায় দেন। ২০১৩ সালের সহিংসতার ঘটনায় তাকে এই শাস্তি দেওয়া হলো বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
বাদির সঙ্গে আরো দুই নেতা মোহাম্মদ এল বেলতাগি, সাফওয়াত হেগাজি এবং সংগঠনের আরো ৯ নেতাকে একই দণ্ড দেওয়া হয়েছে। তৎকালীন ক্ষমতাসীন দল মুসলিম ব্রাদারহুডের নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর পোর্ট সাঈদের একটি পুলিশ স্টেশনে সহিংসতার অপরাধে তারা শাস্তি পেলেন বলে জানিয়েছে রাষ্ট্র পরিচালিত আরহাম অনলাইন নিউজ ওয়েবসাইট।
বাদীদের বিরুদ্ধে ২০১৭ সালের কারাদণ্ড বাতিল হলে পুনরায় বিচার শুরুর আদেশ দেন আদালত। তাদের বিরুদ্ধে পাঁচজনকে হত্যা ও আরও ৭০ জনকে হত্যাচেষ্টার অভিযোগ ছিল। একই সঙ্গে রাষ্ট্রীয় ও বেসরকারী সম্পত্তি লুটপাট, পোর্ট সাঈদের আল আরব পুলিশ স্টেশনের অস্ত্রাগার ও গোলাবারুদ লুটের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।
মিশরীয় আইন অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ ২৫ বছর। তবে এই রায়ের বিরুদ্ধে এখনও চ্যালেঞ্জ করতে পারবেন বাদি ও তার সহযোগীরা। ২০১০ সালে মুসলিম ব্রাদারহুডের অষ্টম শীর্ষ প্রধান নির্বাচিত হন বাদি। ২০১৩ সালে কায়রোতে ১০ জনকে হত্যার আদেশ দেওয়ার অভিযোগে আরেক মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
২০১৩ সালে মিশরের তৎকালীন সেনাপ্রধান আব্দেল ফাত্তাহ আল সিসি এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশটির প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসিকে ক্ষমতাচ্যুত করেন। ওই ঘটনার প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আসা হাজার হাজার ব্রাদারহুড নেতাকর্মীকে কঠোর হাতে দমন করে মিশর সরকার। ফলে সারাদেশে ব্যাপক দাঙ্গা ও সহিংসতা দেখা দেয়। সিসি সরকার ওই সহিংসতার জন্য মুসলিম ব্রাদারহুডকে দায়ী করেছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/abroad/173222/মুসলিম-ব্রাদারহুডের-শীর্ষ-নেতার-যাবজ্জীবন-কারাদণ্ড
Post Come trough : PURBOPOSHCIMBD
আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি বুধ সর্বগ্রাসী গ্রহ রাহু ও ন্যায়ের দেবতা শনি মহারাজের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে মিথুন রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। কর্মপ্রত্যাশীদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। বাণিজ্যিক সফর লাভদায়ক এমনকি সুদূরপ্রসারী হওয়ার সম্ভাবনা। বন্ধুত্ব শুভ।
মেষ [২১মার্চ-২০এপ্রিল]
দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহের অবসান ঘটবে। ভাঙা প্রেম ও বন্ধুত্ব জোড়া লাগতে পারে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। ভাড়াটিয়া মালিকের সম্পর্কের উন্নতি ঘটতে পারে। লৌকিকতায় সীমাহীন ব্যয় হওয়ার সম্ভাবনা।
বৃষ [২১এপ্রিল-২০মে]
গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। ভাইবোনদের সঙ্গে মতানৈক্য কমবে। প্রেমীযুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে। গুপ্ত ও প্রকাশ্য শত্রুর চাপ বৃদ্ধি পাবে।
মিথুন [২১মে-২০জুন]
অর্থকড়ি উপার্জনের নিত্যনতুন সুযোগ এসে হাজির হবে। ব্যবসাবাণিজ্যে মজুদমালের দাম বৃদ্ধি পাবে। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন। লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকুন।
কর্কট [২১জুন-২০জুলাই]
দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে। নিত্যনতুন প্ল্যানপ্রোগ্রাম আর স্বপ্ন সাধ পূরণের পথ খুলবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে।
সিংহ [২১জুলাই-২০আগস্ট]
আয় বুঝে ব্যয় করুন নচেৎ সঞ্চয়ে হাত পড়বে। পরিবারের কোনো সদস্যের শারীরিক অসুস্থতা মড়ার উপর খাঁড়ার ঘার সমান হবে। প্রেমীযুগলকে সতর্কতার সঙ্গে চলাফেরা করতে হবে। অবশ্য সংকটকালে বুন্ধবান্ধবরা সাহায্যের হাত বাড়িয়ে ধরবে।
কন্যা [২২আগস্ট-২২সেপ্টেম্বর]
পাওনা টাকা আদায় আটকে থাকা বিল পাস ও অচল ব্যবসা চাঙ্গা হয়ে উঠবে। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। নিঃসন্তান দম্পতিরা কোনো না কোনো শুভ সংবাদ প্রাপ্ত হবেন। রেস জুয়া এড়িয়ে চলুন।
তুলা [২৩সেপ্টেম্বর-২২অক্টোবর]
কর্ম অর্থ সুনাম যশ প্রতিষ্ঠার পথ সুগম হবে। অংশীদারদের সঙ্গে দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে। দীর্ঘদিনের ভাঙা প্রেম ও বন্ধুত্ব জোড়া লাগবে। গৃহ সুখশান্তি বজায় রাখুন।
বৃশ্চিক [২৩অক্টোবর-২১নভেম্বর]
ভাগ্যলক্ষ্মী প্রসন্ন হওয়ায় নিত্যনতুন সুযোগ এসে হাজির হবে। কর্ম ও ব্যবসাবাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসতে পারে। শ্রমিক কর্মচারীদের মনে মালিকপ্রীতি দেখা দেবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া নির্বুদ্ধিতার পরিচয় হবে।
ধনু [২২নভেম্বর-২০ডিসেম্বর]
টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণœ হয়ে পড়বে। গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সঙ্গে হাত মিলিয়ে গোপন প্রেম ও অনুচিত কাজবাজ ফাঁস করে দেবে।
মকর [২১ডিসেম্বর-১৯জানুয়ারি]
বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। জীবনসাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সাহায্য সহযোগিতা পাবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। নিঃসন্তান দম্পতিরা কোনো না কোনো শুভ সংবাদ প্রাপ্ত হবেন।
কুম্ভ [২০জানুয়ারি-১৮ফেব্রুয়ারি]
শরীর স্বাস্থ্যের প্রতি তীক্ষè নজর রাখুন। আয় বুঝে ব্যয় করুন নচেৎ সঞ্চয়ে হাত পড়বে। প্রেমীযুগলের প্রেম ভেঙে যেতে পারে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে।
মীন [১৯ফেব্রুয়ারি-২০মার্চ]
শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা পাবেন। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। নিত্যনতুন ব্যবসাবাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/feature/173220/আজকের-রাশিফল
Post Come trough : PURBOPOSHCIMBD
মোঃ আলামিন হোসেন কলারোয়া প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় মাদক বিরোধী অভিযানে উদ্ধারকৃত ৮০০ বোতল ফেনসিডিলের মধ্যে ৭৫১ বোতল আত্মসাতের অভিযোগে তিন পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করা হয়েছে। গত বৃহস্পতিবারঅভিযুক্ত পুলিশ কর্মকর্তারা হলেন, কলারোয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কর, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জিল্লুর রহমান ও লিটন। তাদেরকে ক্লোজড করে জেলা পুলিশ লাইনে পাঠানো হয়। নাম প্রকাশ না করার শর্তে থানা পুলিশ সূত্র জানায়, গত বুধবার ভোরে থানার এসআই আবু বক্কর, এএসআই জিল্লুর ও লিটন উপজেলার চিতলা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সেখানে থাকা এক মাদক ব্যবসায়ীকে আটক ও ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে মোটা অংকের টাকা নিয়ে উক্ত মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেন। পরে সকাল সাড়ে ৯টার দিকে অভিযানের নেতৃত্বে থাকা এসআই আবু বক্কর থানায় হাজির হয়ে মাত্র ৪৯ বোতল ফেনসিডিল পরিত্যক্ত উদ্ধার ও জব্দ দেখান। বাকি ৭৫১ বোতল ফেনসিডিল নিজেরা আত্মসাৎ করেন। পরে ঘটনাটি বিভিন্ন মাধ্যমে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানতে পেরে গতকাল শুক্রবার সকালে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস ও এসআই ইসরাফিল ঘটনাস্থলে যান। এ সময় বিষয়টি তদন্ত করে ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনার সত্যতা পান। পরে গতকাল বিকেলেই উক্ত তিন পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করে সাতক্ষীরা পুলিশ লাইনসে নেওয়া হয়। শনিবার কলারোয়া থানার ওসি শেখ মুনীর-উল-গীয়াস অভিযুক্ত তিন পুলিশ কর্মকর্তার ক্লোজড হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/3it1zDD
Post Come trough : নাচোল নিউজ
ধানের শীষের কান্ডারী হতে চান বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু
আব্দুর রউফ রিপন, নওগাঁ
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে উপনির্বাচন হতে যাচ্ছে আগামী ১৭ অক্টোবর। এই আসনটি বিএনপির ঘাটি হিসেবে পরিচিত ছিলো। ইতোমধ্যেই তফসিল ঘোষণাসহ সরকার দলীয় প্রার্থী ঘোষনা করা হয়েছে আনোয়ার হোসেন হেলালকে। আর বিএনপি দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও সাক্ষাৎকার গ্রহণ শুরু করেছে।
দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকে আনোয়ার হোসেন হেলাল পুরোদমে নির্বাচনী প্রচার-প্রচারনার কার্যক্রম শুরু করলেও বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের মাঠে তেমন দেখা না গেলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন আত্রাই ও রাণীনগর উপজেলার বিএনপির দুঃসময়ের কান্ডারী হিসেবে পরিচিত বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু।
১৯৯১ ও ৯৬ সালে বিএনপি থেকে মনোনয়ন নিয়ে নির্বাচনে বিজয়ী হন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবীর। ২০০১ সালে ইসরাফিল আলমকে পরাজিত করে আলমগীর কবীর আবারো বিজয়ী হন। ২০০৬ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের শেষের দিকে আলমগীর কবির এলডিপিতে যোগ দেন। একই বছরে এলডিপি থেকে পদত্যাগ করেন। এরপর থেকে এই অঞ্চলের বিএনপির হাল ধরেন আলমগীর কবীরের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলুকে পরাজিত করে ২০০৮ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে বিপুল ভোটে বিজয়ী হন ইসরাফিল আলম। এরপর ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং ২০১৮ সালের নির্বাচনে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবীরকে পরাজিত করে আবারো বিজয়ী হন ইসরাফিল আলম। মূলত এ আসনটি চারবার বিএনপির অধীনে থাকলেও ২০০৮ সালের পর থেকে আওয়ামী লীগের দখলে ছিলো। গত ২৭ জুলাই এই আসনের সাংসদ ইসরাফিল আলমের মৃত্যুতে আসনটি শূন্য হয়।
বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু বলেন, দীর্ঘ ১২বছর ধরে আমি শক্ত হাতে এই অঞ্চলে বিএনপির হাল ধরে রাখার চেষ্টা করে আসছি। দলের ক্রান্তিকালে সকল বিভেদকে জয় করে দলকে সুসংগঠিত রাখার চেষ্টা করেছি। বর্তমান সরকারের দুঃশাসনের শিকার বিভিন্ন নেতা-কর্মীদের পাশে থেকে সহযোগিতা করে আসছি। রাজপথের প্রতিটি আন্দোলনে আমি প্রথমে থেকে সবাইকে সাহস যুগিয়ে আসছি। এই অঞ্চলের বিএনপির নেতা হিসেবে তৃণমূল থেকে সকল পর্যায়ের মানুষ আমাকেই চিনেন এবং জানেন। এই উপনির্বাচনে যেহেতু সরকার দলীয় প্রার্থী খুবই শক্তিশালী তাই সেই প্রার্থীর সঙ্গে যুদ্ধ করার মতো সাহস ও ক্ষমতা একমাত্র আমারই আছে বলে আমি আশাবাদি। তাই বিএনপির রাজ্য হিসেবে খ্যাত নওগাঁ-৬ আসনটি পুনঃরুদ্ধারের জন্য আমার কোন বিকল্প নেই। সকল কিছু বিবেচনা সাপেক্ষে যদি দল আমাকে মনোনয়ন দেয় এবং নিরপেক্ষ ও স্বচ্ছ ভোট অনুষ্ঠিত হয় তাহলে আমি শতভাগ আশাবাদি যে আমি বিপুল ভোটে বিজীয় হয়ে দেশনেত্রীকে এই আসনটি উপহার দিতে পারবো।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/173116/নওগাঁ-৬-উপনির্বাচন:-ধানের-শীষের-কান্ডারী-হতে-চান-বীরমুক্তিযোদ্ধা-আনোয়ার-হোসেন-বুলু
Post Come trough : PURBOPOSHCIMBD
বাচ্চু সুন্দরবনের সংঘবদ্ধ হরিণ শিকারী চক্রের অন্যতম সদস্য। সে দীর্ঘদিন ধরে হরিণ শিকারসহ হরিণের মাংস মোংলা ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকায় চড়া দামে সরবরাহ করে আসছিল।
মোংলা (বাগেরহাট) প্রতনিধি
মোংলায় ১০ কেজি হরিণের মাংসসহ এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের শেহলাবুনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. জাহাঙ্গীর হোসেনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা শুক্রবার রাতে শেহলাবুনিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় শেহলাবুনিয়ার রামপাল স্টোরের সামনে থেকে ১০ কেজি হরিণের মাংসসহ পাচারকারী বাচ্চু হাওলাদার (৪০) কে হাতেনাতে আটক করে অভিযানকারীরা। বাচ্চুর কাছে পাওয়া ব্যাগের মধ্যে হরিণের মাংস ছাড়াও মাথা এবং পা রয়েছে। বাচ্চু পৌর শহরের কুমারখালী এলাকার জনৈক দেলোয়ার হোসেনের বাড়ীর ভাড়াটিয়া বাসিন্দা। বাচ্চু বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার তেলিখালী গ্রামের মো: মজনু হাওলাদারের ছেলে।
এসআই জাহাঙ্গীর হোসেন বলেন, বাচ্চু সুন্দরবনের সংঘবদ্ধ হরিণ শিকারী চক্রের অন্যতম সদস্য। সে দীর্ঘদিন ধরে হরিণ শিকারসহ হরিণের মাংস মোংলা ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকায় চড়া দামে সরবরাহ করে আসছিল।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/173115/হরিণের-মাংসসহ-পাচারকারী-হাতেনাতে-ধরা
Post Come trough : PURBOPOSHCIMBD
চীনের উহান থেকে করোনাভাইরাস মহামারী বিশ্বময় ছড়িয়ে পড়ার পর থেকে একদিনে সর্বোচ্চ রোগী শনাক্তের নতুন বিশ্ব রেকর্ড হয়েছে ভারতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৯৭ হাজার ৫৭০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২০১ জন।
শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ৭৭ হাজার ৪৭২ জন। শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৬ লাখ ৫৯ হাজার ৯৮৪। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৬ লাখ ২৪ হাজার ১৯৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮১ হাজার ৫৩৩ জন।
করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, বিহার, তেলেঙ্গানা, উড়িষ্যা, আসাম ও গুজরাট।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ২৮ হাজার ৭২৪ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৮ হাজার ২৩১ জন, কর্ণাটকে ৭ হাজার ৬৭ জন, অন্ধ্রপ্রদেশে ৪ হাজার ৭৭৯ জন এবং দিল্লিতে ৪ হাজার ৬৮৭ জন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৪ আগস্ট থেকে বিশ্বে দৈনিক সবচেয়ে বেশি কোভিড রোগী শনাক্ত হচ্ছে ভারতে। মোট রোগীর সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই ভারতের অবস্থান।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/abroad/173117/ফের-সর্বোচ্চ-সংক্রমণের-বিশ্বরেকর্ড-ভারতের
Post Come trough : PURBOPOSHCIMBD
চট্টগ্রামে পাঁচ দফা দাবিতে চলছে প্রাইম মুভার ট্রেইলার শ্রমিকদের কর্মবিরতি
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামে পাঁচ দফা দাবিতে সকাল থেকে চলছে প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের কর্মবিরতি। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে নগরীর সল্টগোলা এলাকায় কর্মবিরতি কর্মসূচি পালন করছে প্রাইম মুভার ট্রেইলারের শ্রমিকরা।
এসময় কর্মসূচিতে প্রাইম মুভার ট্রেইলারের শ্রমিকরা- শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, সরকার ঘোষিত নূন্যতম মজুরি বাস্তবায়ন, বিএসআরএম কর্তৃক বেআইনিভাবে কর্তনকৃত টাকা ফেরত প্রদান করা, কোন প্রকার পূর্ব নোটিশ ছাড়াই কাজ থেকে বিরত রাখা এবং বিএসআরএম কর্তৃক পূর্বে ছাঁটাইকৃত ২৩ জন প্রাইম মুভার ট্রেইলার ড্রাইভারকে চাকরিতে পুনর্বহাল করার দাবি জানায়।
চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবু বক্কর ছিদ্দিকী বলেন, আমরা পাঁচ দফা দাবিতে কমবিরতি করছি। আমাদের দাবি মেনে নিলে আমরা কমবিরতি তুলে নিবো। তবে সবকিছু লিখিতভাবে আমাদেরকে দিতে হবে।
তিনি বলেন, কর্মবিরতি চলাকালে চট্টগ্রাম বন্দরের সকল কনটেইনার পরিবহনই নয় সকল ট্রেইলার চলাচল বন্ধ থাকবে।
এ বিষয়ে চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক জানান, বন্দরের জাহাজ থেকে কনটেইনার ওঠার নামার সকল কাজ চলমান রয়েছে। তবে ট্রেইলার শ্রমিকদের কর্মবিরতির বিষয়টি আমি জানি না। এই বিষয়ে আমি খোঁজ নিচ্ছি।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/173112/চট্টগ্রামে-পাঁচ-দফা-দাবিতে-চলছে-প্রাইম-মুভার-ট্রেইলার-শ্রমিকদের-কর্মবিরতি
Post Come trough : PURBOPOSHCIMBD