
বাজারে পেঁয়াজের কমতি নেই, রয়েছে পর্যাপ্ত মজুদ। তারপরও হু হু করে বাড়ছে দাম। খুচরা বাজারে ১৫ দিনে বেড়েছে ৩৫ থেকে ৪০ টাকা পর্যন্ত। ব্যবসায়ীদের দাবি ভারতের বাজারে দাম বাড়ার প্রভাব পড়েছে। তবে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলছেন, এসব অসাধু ব্যবসায়ীদের কারসাজি।
রাজধানীর কারওয়ান বাজার। আড়তে পেঁয়াজের কোন কমতি নেই। দেশি কি, বিদেশি- সব পেঁয়াজের দামই ঊর্ধ্বমুখী। অথচ কারণ জানা নেই কারো।
খোঁড়া যুক্তি দেখাচ্ছেন আড়তদাররা। বলছেন, ভারতে পেঁয়াজের দাম বাড়ায় দেশের বাজারের এই অবস্থা।
মোহাম্মদপুর কাঁচা বাজার। ৫৫ টাকায় কেনা দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকায়। আড়তে পর্যাপ্ত পেঁয়াজ থাকলেও ক্ষুদ্র ব্যবসায়ীদের বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলছেন, পেঁয়াজের দাম বাড়াচ্ছে সিন্ডিকেট। বাজার নিয়ন্ত্রণে তদারকি বাড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।
ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেয়ায়, গত বছর দেশেও অস্থিরতা দেখা দেয়। এক কেজি দেশি পেঁয়াজের দাম গিয়ে ঠেকে ৩শ টাকায়। এবার যেন এমন পরিস্থিতি তৈরি না হয় তাই আগেভাগে ব্যবস্থা নেয়ার আহ্বান ভোক্তাদের।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/3hkRV4E
Post Come trough : নাচোল নিউজ