বলিভিয়ার প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত
আন্তর্জাতিক ডেস্কবলিভিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জিনাইন আনেজ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) এক ঘোষণায় তিনি করোনাভাইরাস পজিটিভ হওয়ার কথা জানান।
টুইটারে তিনি লিখেছেন, কোভিড-১৯ পরীক্ষায় আমার ফল পজিটিভ এসেছে, আমি ভালো আছি। আইসোলেশনে থেকে আমি কাজ করে যাবো।
টুইটারে পোস্ট করা ভিডিওতে ৫৩ বছর বয়সী আনেজ বলেছেন, আরেকটি পরীক্ষার আগে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবেন তিনি।
মাত্র কয়েকদিনের ব্যবধানে দ্বিতীয় দক্ষিণ আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে কোভিড-১৯ এ আক্রান্ত হলেন আনেজ। গত মঙ্গলবার করোনা পজিটিভ হয় ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর।
সম্প্রতি আনেজের মন্ত্রিপরিষদের চার জন করোনায় আক্রান্ত হন। প্রেসিডেন্ট বলেছেন, গত সপ্তাহে তাদের অনেকের পজিটিভ হওয়ায় আমি পরীক্ষা করাই এবং আমারও পজিটিভ হয়েছে।
বলিভিয়ার সাধারণ নির্বাচন হতে আর দুই মাসও বাকি নেই। এরই মধ্যে দেশটির অন্তর্বর্তীকালীন নেতার অসুস্থতা বড় ধাক্কা। মহামারির কারণে সেপ্টেম্বরের নির্বাচন হওয়া নিয়ে আপত্তি জানিয়েছিলেন আনেজ।
পূর্বপশ্চিমবিডি/এসএম
পূর্বপশ্চিম পড়তে ক্লিক করুন https://ppbd.news
Post Written by :
Original Post URL : https://ift.tt/2CixiaC
Post Come trough : PURBOPOSHCIMBD