আফগানিস্তানে গাড়ি বোমা হামলায় নিহত ১৭
আফগানিস্তানের লগার প্রদেশে গাড়ি বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে তালেবান ও সরকারের মধ্যকার সাময়িক অস্ত্রবিরতি কার্যকরের ঠিক আগে আগে এ হামলা হয়।
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্কআফগানিস্তানের লগার প্রদেশে গাড়ি বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে তালেবান ও সরকারের মধ্যকার সাময়িক অস্ত্রবিরতি কার্যকরের ঠিক আগে আগে এ হামলা হয়।
হামলার দায় অস্বীকার করে বিবৃতি দিয়েছে তালেবান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
ঈদুল আজহাকে সামনে রেখে সম্প্রতি তিনদিনের অস্ত্রবিরতিতে সম্মত হয় তালেবান ও আফগান সরকার।
শুক্রবার (৩১ জুলাই) থেকে এ অস্ত্রবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে। তার আগেই বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে গাড়ি বোমা হামলার শিকার হলো লগার প্রদেশের বাসিন্দারা।
গভর্নরের কার্যালয়ের পাশের দোকানে তারা যখন ঈদের কেনাকাটায় ব্যস্ত ছিলেন তখনই বিস্ফোরণ হয়। গভর্নরের মুখপাত্র জানিয়েছেন, এক আত্মঘাতী এ বোমা হামলা চালিয়েছে।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেন, জঙ্গিরা আবারও ঈদুল আজহার সময়ে হামলা চালিয়ে দেশের মানুষকে হত্যা করেছে।
পূর্বপশ্চিমবিডি/এইচ
Post Written by :
Original Post URL : https://ift.tt/3jVUL2z
Post Come trough : PURBOPOSHCIMBD