সলঙ্গায় নিঁখোজের ১৫ ঘন্টা পর শিশুর ভাসমান লাশ উদ্ধার
সিরাজগঞ্জ প্রতিনিধিসিরাজগঞ্জের সলঙ্গা থানার চৌধুরী ঘুঘাট নদী হতে নিখোঁজের ১৫ ঘন্টা পর শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। শিশুটি সলংঙ্গা থানার ঘুড়কা ইউপির দেওভোগ গ্রামের নজরুল ইসলামের মেয়ে নুসরাত জাহান নুসু (৪) বুধবার বেলা ২ টার দিকে নিখোঁজ হয়। পরিবারের ধারনা বাড়ির পাশে নদীতে গোসল করতে গিয়ে ডুবে গেছে।
তাই অনেক খোজাখুজির পর না পেয়ে রায়গঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয়। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৪টার দিকে রায়গঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার সেরাজুল ইসলাম ১৫ ঘন্টা পর ধুবিল ইউপির চৌধুরী ঘুঘাট বাহাদুরের খেয়াঘাট নদী হতে শিশুটির ভাসমান মরদেহ উদ্ধার করে।
পরে সলঙ্গা থানার এসআই শামিমুল সঙ্গীয় ফোর্স নিয়ে লাশের সুরাতাল রিপোর্ট করেন। নিহত শিশুর নানা আবু সাইদ পুলিশ সহ সাংবাদিকদের জানান, আমার নাতনী পানিতে পড়ে মারা গেছে। কারো প্রতি আমার কোন অভিযোগ নেই।
পূর্বপশ্চিমবিডি/আরএইচ
পূর্বপশ্চিম পড়তে ক্লিক করুন https://ppbd.news
Post Written by :
Original Post URL : https://ift.tt/2BLuRNT
Post Come trough : PURBOPOSHCIMBD