গ্রিনরোডে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
রাজধানীর কলাবাগান থানাধীন পান্থপথ সিগন্যালের কাছে গ্রিন রোডে অজ্ঞাত (৩২) এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিজস্ব প্রতিবেদকরাজধানীর পান্থপথ সিগন্যালের কাছে গ্রিন রোডে অজ্ঞাত (৩২) এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) সকাল ৮টার দিকে ১৫২/২ গ্রিন রোড, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির পাশের গলিতে রাস্তার ওপর পড়ে থাকা ওই অজ্ঞাত মরদেহ উদ্ধার করে কলাবাগান থানা পুলিশ।
কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্র বলেন, উদ্ধারকৃতের পরিচয় জানা যায়নি। রাস্তায় পড়ে ছিল। সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বলেন, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। তবে প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড ধরে নিয়েই পুলিশি তদন্ত শুরু হয়েছ।
পূর্বপশ্চিম-এইচএইচ
পূর্বপশ্চিম পড়তে ক্লিক করুন https://ppbd.news
Post Written by :
Original Post URL : https://ift.tt/324eGWG
Post Come trough : PURBOPOSHCIMBD