ফুটবল কিংবদন্তি রোনালদিনহো প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ব্রাজিল ও বার্সেলোনার সাবেক মিডফিল্ডার করোনায় আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছে এএস, আনাদোলু, গিভ মি স্পোর্টসহ কয়েকটি বিদেশি ক্রীড়া মাধ্যম।
রোনালদিনহো নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে ডায়াগনোসিসের এক ভিডিও পোস্ট করেছেন। ৪০ বছর বয়সী তারকা জানিয়েছেন, তিনি করোনা আক্রান্ত এবং স্বেচ্ছা-আইসোলেশনে আছেন বেলো হরিজোন্তেতে।
রোববার (২৫ অক্টোবর) রোনালদিনহো বলেন, আমি গতকাল থেকে বেলে হরিজোন্তেতে আছি। আমি এক ইভেন্টে অংশগ্রহণ করতে এসেছিলাম। কোভিড-১৯ পরীক্ষায় আমার পজিটিভ রিপোর্ট এসেছে। আমি সুস্থ আছি। তবে আমাদের এই ইভেন্টে অংশগ্রহণ করা হবে না। শিগগিরই আমরা একসঙ্গে হবো।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/sports/177981/করোনায়-আক্রান্ত-রোনালদিনহো
Post Come trough : PURBOPOSHCIMBD
ওয়ারহাউজ ইনভেন্টরি ও স্টক ম্যানেজমেন্ট এর জন্য ওপেন সোর্স সফটওয়ার / ওয়েব এপ্লিকেশন সাজেস্ট করুন। অগ্রিম ধন্যবাদ @ (https://ift.tt/3jsbwRt) by Abid Hasan from the facebook group Women and e-Commerce forum ( WE )
ওয়ারহাউজ ইনভেন্টরি ও স্টক ম্যানেজমেন্ট এর জন্য
ওপেন সোর্স সফটওয়ার / ওয়েব এপ্লিকেশন সাজেস্ট করুন।
অগ্রিম ধন্যবাদ
(Feed generated with FetchRSS) ওয়ারহাউজ ইনভেন্টরি ও স্টক ম্যানেজমেন্ট এর জন্য ওপেন সোর্স সফটওয়ার / ওয়েব এপ্লিকেশন সাজেস্ট করুন। অগ্রিম ধন্যবাদ @ (https://ift.tt/3jsbwRt) by Abid Hasan from the facebook group Women and e-Commerce forum ( WE )
https://ift.tt/2BCEFto e-Commerce Association of Bangladesh (e-CAB) – загальнодоступна група on Facebook
FACEBOOK page বুস্ট দিয়ে তেমন রেসপন্স পাইনা ১৫ দিন ধরে। কোন সেল নেই 😪বিজনেজ তো এখন বন্ধ দিকে কি করবো এখন। বুস্ট ছাড়া সেল হয় না... @ (https://ift.tt/3oqAJPQ) by Mahamoda Islam Tumpa from the facebook group Women and e-Commerce forum ( WE )
FACEBOOK page বুস্ট দিয়ে তেমন রেসপন্স পাইনা ১৫ দিন ধরে।
কোন সেল নেই 😪বিজনেজ তো এখন বন্ধ দিকে কি করবো এখন। বুস্ট ছাড়া সেল হয় না আমার আমি লাইভ করি না কেউ পরামশ দিন plz
(Feed generated with FetchRSS) FACEBOOK page বুস্ট দিয়ে তেমন রেসপন্স পাইনা ১৫ দিন ধরে। কোন সেল নেই 😪বিজনেজ তো এখন বন্ধ দিকে কি করবো এখন। বুস্ট ছাড়া সেল হয় না... @ (https://ift.tt/3oqAJPQ) by Mahamoda Islam Tumpa from the facebook group Women and e-Commerce forum ( WE )
https://ift.tt/2BCEFto e-Commerce Association of Bangladesh (e-CAB) – загальнодоступна група on Facebook
সম্প্রতি মহানবী হজরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ফ্রান্সের বেশ কয়েকটি বাণিজ্যিক ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশি হ্যাকার কমিউনিটি ‘সাইবার ৭১’ সহ বিভিন্ন দেশের হ্যাকাররা। ক্রমাগত হ্যাকারদের আক্রমণে বিপর্যস্ত ফ্রান্সের বিভিন্ন ওয়েবসাইট। ফলে বাধ্য হয়ে দেশটিতে জরুরি সাইবার সিকিউরিটি অ্যালার্ট জারি করেছে।
গতকাল রবিবার (২৫ অক্টোবর) টুইট করে এই জরুরি সতর্কতা জারি করে ফ্রান্সের সরকারি সাইবার ডিপার্টমেন্ট।
উল্লেখ্য, গত শনিবার (২৪ অক্টোবর) মধ্যরাতের পর থেকে ফ্রান্সে সাইবার হামলার চালানো হয় বলে সাইবার ৭১ কমিউনিটির কয়েকজন সদস্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন।
হামলার শিকার হওয়ার ওইসব ওয়েবসাইটে প্রবেশ করে দেখা গেছে সেগুলোতে প্রকৃত কনটেন্ট দেখা যাচ্ছে না। বরং হ্যাকারদের একটি বার্তা দেখাচ্ছে। তা হলো- মহানবী (সা.)কে নিয়ে প্রকাশ্যে কটূক্তির প্রতিবাদে এই অপারেশন চালিয়েছে মুসলমান হ্যাকাররা। ফ্রান্সের সাইবার স্পেসে খুব বিপজ্জনক হামলার প্রস্তুতি নেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত ক্ষমা চাওয়া হবে না, এই রকম হামলা চলতেই থাকবে।
ওয়েবসাইটগুলো হ্যাকের দাবি করা হয়েছে, ‘সাইবার ৭১’ এর ফেসবুক পেজেও।
সেখানে বলা হয়েছে, যে দেশে আমাদের রাসূল (সা.)কে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে সেই দেশের ওয়েবসাইটেই বাজছে এখন রাসূলের সম্মানে সংগীত। ফ্রান্সের বিরুদ্ধে সম্মিলিত সাইবার আক্রমণে ফ্রান্সের কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কোম্পানির ওয়েবসাইটে সাইবার আক্রমণ পরিচালনা করেছে ‘সাইবার ৭১’ ফ্রান্স এই ন্যক্কারজনক কাজের জন্য ক্ষমা না চাওয়া পর্যন্ত সম্মিলিত এই আক্রমণ চলতেই থাকবে। সবার আক্রমণই আমরা আপনাদের জন্য আপডেট করতে থাকব।
সাইবার ৭১ হ্যাকিং কমিউনিটির একজন সদস্য সংবাদমাধ্যমকে জানান, এখন পর্যন্ত ৪০ থেকে ৫০টি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ওয়েবসাইটে আক্রমণ চালানো হয়েছে। তিনি বলেন, সব আমরা প্রকাশ করিনি এখনও। সর্বশেষ মোট ৮টি ওয়েবসাইট প্রকাশ করেছি আমাদের অফিশিয়াল পেজে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হজরত মোহাম্মদ (সা.)কে অবমাননা করার প্রতিবাদে এই সাইবার আক্রমণ করা হয়েছে। আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ ওয়েবসাইট টার্গেটে রেখেছি সেগুলোতেও হামলা করা হবে।
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/3meWvV0
Post Come trough : নাচোল নিউজ
প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে ইউরোপের দেশগুলোতে। স্পেন, ফ্রান্স, জার্মানি ও পোলান্ডের মতো দেশগুলোতে এখন প্রতিদিনই সংক্রমণ বেড়েই চলেছে। যার ফলে নতুন করে কড়াকড়ি আরোপ করতে বাধ্য হচ্ছে বিভিন্ন দেশ।
করোনার দ্বিতীয় ঢেউ লেগেছে স্পেনেও। সংক্রমণ নিয়ন্ত্রণে কারফিউয়ের পাশাপাশি দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
গতকাল রবিবার (২৫ অক্টোবর) থেকেই রাত্রিকালীন কারফিউ কার্যকরের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউ জারি থাকবে বলে জানানো হয়েছে।
এছাড়া স্থানীয় প্রশাসন এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে লোকজনের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে বলেও উল্লেখ করেন তিনি। ১৫ দিনের জন্য জরুরি অবস্থা এবং কারফিউ জারি করা হয়েছে। তবে পার্লামেন্টে এ সময় বাড়িয়ে ছয় মাস করার প্রস্তাব তুলবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
গতকাল টেলিভিশনে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী সানচেজ বলেন, পরিস্থিতি চরম পর্যায়ের দিকে ধাবিত হচ্ছে। এ পরিস্থিতি অর্ধশতাব্দীর মধ্যে সবচেয়ে গুরুতর বলে উল্লেখ করেন তিনি।
স্পেনের অর্ধেকের বেশি রাজ্যেই কঠোর বিধি-নিষেধ জারি করা হয়েছে। একই ধরনের কড়াকড়ি আরোপ করা হয়েছিল গত এপ্রিলে যখন করোনার প্রথম প্রাদুর্ভাব শুরু হয় তখন। দেশটিতে ইতোমধ্যেই সংক্রমণ ১০ লাখ ছাড়িয়ে গেছে। অপরদিকে মারা গেছে ৩৫ হাজারের বেশি মানুষ।
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/3kpt6H7
Post Come trough : নাচোল নিউজ
লক্ষ্মীপুরের কমলনগরে রুবিনা আক্তার নিশু (১৫) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) রাতে পুলিশ উপজেলার চরলরেন্স এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নিশু ওই এলাকার হারুনুর রশিদের মেয়ে। সে স্থানীয় কাদিরপণ্ডিতেরহাট উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ জানায়, রোববার সকালে নিশুর নানা মারা যায়। খবর পেয়ে বাবা-মা নিশুকে ঘরে একা রেখে তার নানার বাড়িতে যায়। পরে বিকেলে বাড়ির অন্য সদস্যরা বসতঘরের আড়ার সঙ্গে নিশুর লাশ গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে সেখান থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেন।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ নুরুল আবছার বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে নিশু আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অপমৃত্যুর মামলা রেকর্ড করে লাশটি ময়নাতদন্তের জন্য সোমবার সকালে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/177980/কমলনগরে-স্কুলছাত্রীর-লাশ-উদ্ধার
Post Come trough : PURBOPOSHCIMBD
নৌবাহিনী অফিসারকে মারধর ও হত্যার হুমকির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে মোহাম্মদ এরফান সেলিমের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ ইকরাম আলী মিয়া জানান, আজ ভোরে মামলাটি এন্ট্রি করা হয়।
জানা যায়, রোববার (২৫ অক্টোবর) রাতে রাজধানীর ধানমন্ডি কলাবাগান সিগন্যালের পাশে ঢাকা-৭ আসনের সাংসদ হাজী মোহাম্মদ সেলিমের ‘সংসদ সদস্য’ লেখা সরকারি গাড়ি থেকে নেমে নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধর করা হয়। ঘটনার পর পর গাড়িটি ফেলে এর নম্বরপ্লেট ভেঙে চলে যান হাজী সেলিমের ছেলে ও তার বডিগার্ডরা। গাড়ির নম্বর– ঢাকা মেট্টো- ঘ ১১-৫৭৩৬।
ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, রাত ৮টার দিকে তার সামনেই এমপির গাড়ি থেকে নেমে এসে নৌবাহিনীর অফিসারকে মারধর করেন একজন। তিনি ওই ঘটনার ভিডিও ধারণ করেছেন বলেও জানান।
ভিডিওতে দেখা যায়, আহত নৌবাহিনীর কর্মকর্তা নিজেকে লেফটেন্যান্ট ওয়াসিম বলে পরিচয় দেন। এ সময় ওয়াসিম বলেন, তিনি বই কিনে স্ত্রীসহ মোটরবাইকে ফিরছিলেন। সাংসদের গাড়ির সঙ্গে তার মোটরসাইকেলের ঘষা লাগে। তিনি তখনই মোটরসাইকেল থামান এবং কথা বলার চেষ্টা করেন। কিন্তু গাড়ির ভেতরে থাকা ব্যক্তিরা কিছুই শুনতে চাননি। গাড়ি থেকে বেরিয়ে দুই ব্যক্তি মারধর শুরু করে। মারধরের কারণে তার (ওয়াসিম) দাঁত ভেঙে গেছে। তার স্ত্রীর গায়েও হাত তোলা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/national/177979/হাজী-সেলিমের-ছেলের-বিরুদ্ধে-মামলা
Post Come trough : PURBOPOSHCIMBD
দুর্গা মন্দিরের সামনে সুব্রত ওরফে সম্রাট দাস (২৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সারাদেশ
বগুড়া প্রতিনিধি
বগুড়া সদরের সাবগ্রামে দুর্গা মন্দিরের সামনে সুব্রত ওরফে সম্রাট দাস (২৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে শহরতলীর সাবগ্রাম হাট দুর্গামন্দিরের সামনে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
নিহত সম্রাট সাবগ্রাম পালপাড়ার কালিপদ দাসের ছেলে। এঘটনার পর থেকে সাবগ্রাম হাট মন্দির এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবীর জানান, রাত ১টার দিকে সম্রাট মন্দিরের সামনের রাস্তায় দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিল। এ সময় দুর্বৃত্তরা তার ওপর হামলা করে। সে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে মন্দিরের সামনে আশ্রয় নেয়। মন্দির চত্তরে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি হুমায়ুন কবির আরো জানান, নিহত সম্রাট পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী হাড়ি জুয়েল এর ছোট ভাই। ঘটনার পর পরই এলাকায় তল্লাশি চালানো হয়েছে, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ মাঠে রয়েছে। সম্রাটের নামে হত্যা, ডাকাতি, অস্ত্রসহ ৫টি মামলা রয়েছে। এঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/177978/মন্দিরের-সামনে-যুবককে-কুপিয়ে-হত্যা
Post Come trough : PURBOPOSHCIMBD
বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা সাড়ে ১১ লাখ ছাড়িয়েছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) প্রকাশিত সর্বশেষ তথ্য বলছে, করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪ কোটি ২৯ লাখের ঘরে।
সোমবার (২৬ অক্টোবর) সকাল পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ২৯ লাখ ২৩ হাজার ৩১১ জনে।
জেএইচইউ এর তথ্য অনুযায়ী- প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন ১১ লাখ ৫২ হাজার ৯৯০ জন। পাশাপাশি ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ২ কোটি ৮৮ লাখ ৯৮ হাজার ৩২৩ ব্যক্তি।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ এশিয়ার দেশ ভারত এবং ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। মোট করোনা আক্রান্তের অর্ধেকের বেশি এই তিন দেশে।
সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে প্রথমে রয়েছে আমেরিকা। এখনও ব্যাপক হারে সেখানে করোনার বিস্তার হচ্ছে। দ্রুত আক্রান্তের পাশাপাশি মৃত্যুও থেমে নেই।
দেশটিতে করোনায় আক্রান্ত ৮৬ লাখ ৩৩ হাজার ১৯৪ জনে দাঁড়িয়েছে এবং ২ লাখ ২৫ হাজার ২২৭ জন মৃত্যুবরণ করেছেন।
যক্তরাষ্ট্রের পরে মৃতের সংখ্যায় সবচেয়ে বেশি রয়েছে ব্রাজিল, ভারত, মেক্সিকো এবং যুক্তরাজ্য।
এছাড়া বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতে মোট আক্রান্ত ৭৮ লাখ ৬৪ হাজারেরও বেশি মানুষ এবং মারা গেছেন ১ লাখ ১৮ হাজার ৫৩৪ জন। মৃতের সংখ্যায় দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। দেশটির সরকার ঘোষিত তথ্য অনুযায়ী- দেশটিতে মোট শনাক্ত রোগী ৫৩ লাখ ৮০ হাজার ৬৩৫ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৯০৩ জনের।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরো ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮০৩ জনে। এছাড়া, নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩০৮ জনের শরীরে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৯৮ হাজার ৮১৫ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে রোববার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১.৭৮ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৭.৬৭ শতাংশ। নতুন যে ২৩ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৯ এবং নারী চারজন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৪৬ শতাংশ।
এদিকে, আরো ১ হাজার ৫৪৪ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ১০৭ জনে দাঁড়িয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৭৯.০১ শতাংশ।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/abroad/177976/বিশ্বে-করোনায়-মৃত্যু-সাড়ে-১১-লাখ-ছাড়ালো
Post Come trough : PURBOPOSHCIMBD
প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রর মন্তব্যের জের ধরে ফরাসি পণ্য বর্জন না করতে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে আহ্বান জানিয়েছে দেশটি। এর আগে ম্যাঁক্র ইসলামের নবীর কার্টুন দেখানের পক্ষে সাফাই দিয়েছিলেন। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় বলে যে, উগ্র সংখ্যালঘুদের পক্ষ থেকে এই বয়কটের ‘ভিত্তিহীন’ ডাক দেয়া হয়েছে।
কুয়েত, জর্ডান এবং কাতারের কিছু কিছু দোকান থেকে ফরাসি পণ্য সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া লিবিয়া, সিরিয়া এবং গাজা উপত্যকায় বিক্ষোভও দেখা গিয়েছে।
শ্রেণিকক্ষে ইসলামের নবীর কার্টুন দেখানোর পর এক শিক্ষককে হত্যার ঘটনায় ম্যাঁক্রর মন্তব্যের পর এই প্রতিক্রিয়া তৈরি হয়।
প্রেসিডেন্ট বলেন যে, স্যামুয়েল পাটি নামের ওই ‘শিক্ষক খুন হয়েছিলেন কারণ ইসলামপন্থীরা আমাদের ভবিষ্যৎ চায়’, কিন্তু ফ্রান্স ‘আমাদের কার্টুন ছাড়বে না’।
ইসলামের নবীর চিত্রাঙ্কন মুসলিমদের জন্য গুরুতর আপত্তির জায়গা হয়ে ওঠার কারণ হচ্ছে, ইসলামী ঐতিহ্য অনুযায়ী মুহাম্মদ এবং আল্লাহর প্রতিকৃতি তৈরি কঠোরভাবে নিষেধ করা হয়েছে। কিন্তু ফ্রান্সে জাতীয় পরিচয়ের অন্যতম অংশ হচ্ছে ধর্মনিরপেক্ষতা বা ‘লেইসিতে’। কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের অনুভূতির রক্ষার জন্য বাক-স্বাধীনতা কমিয়ে আনা হলে তা জাতীয় ঐক্য কমিয়ে আনবে বলে জানানো হয়।
রোববার, ম্যাক্রঁ এক টুইটে ফরাসি মূল্যবোধের প্রতি পক্ষে তিনি বলেন, আমরা কখনই এটা বিসর্জন দেবো না।
তুরস্ক এবং পাকিস্তানের রাজনৈতিক নেতারা ম্যাক্রঁর প্রতি ক্ষোভ জানিয়ে অভিযোগ তুলেছেন যে তিনি ‘বিশ্বাসের স্বাধীনতা’ কে কদর করছেন না এবং ফ্রান্সের লাখ লাখ মুসলিমদের কোণঠাসা করছেন।
রোববার, তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এর্দোয়ান বলেন, ইসলামের প্রতি ম্যাক্রঁর দৃষ্টিভঙ্গি পাল্টাতে তার ‘মানসিক চিকিৎসা করানো দরকার’।
শনিবার একই মন্তব্যের জন্য তুরস্কে থাকা ফরাসি রাষ্ট্রদূতকে তলব করেছিল দেশটি।
বিভিন্ন আরব দেশ যেমন সৌদি আরবে অনলাইনে এ ধরণের বয়কটের আহ্বান জানানো হচ্ছে।
আরব বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ সৌদি আরবে ফরাসি সুপারমার্কেট চেইন শপ ‘ক্যাফৌউ’ বয়কট করা নিয়ে হ্যাশট্যাগ দ্বিতীয় সর্বোচ্চ ট্রেন্ডিং ইস্যু হিসেবে উঠে এসেছে।
এদিকে, লিবিয়া, গাজা এবং উত্তর সিরিয়ার তুরস্ক সমর্থিত সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ফরাসি বিরোধী ছোট ছোট বিক্ষোভও অনুষ্ঠিত হয়েছে।
ফ্রান্স কিভাবে এই বিতর্কে জড়ালো?
পাটির হত্যার পর ইসলামের নামে উগ্রতার বিপক্ষে এবং ফরাসি ধর্মনিরপেক্ষতার পক্ষে ম্যাক্রঁর অবস্থান মুসলিম বিশ্বের অনেকেরই ক্ষোভের কারণ হয়েছে। তুরস্কের এরদোয়ান এক বক্তব্যে বলেন: ইসলাম এবং মুসলিমদের নিয়ে ম্যাক্রঁর মতো ব্যক্তিদের কী সমস্যা?
এর মধ্যে পাকিস্তানের নেতা ইমরান খান ফরাসি নেতার বিরুদ্ধে অভিযোগ করে বলেন যে তিনি ‘কোনো কিছু না বুঝেই তিনি ইসলামকে আক্রমণ করছেন’।
এক টুইটে তিনি বলেন, প্রেসিডেন্ট ম্যাক্রঁ ইউরোপ এবং পুরো বিশ্বে থাকা মুসলিমদের অনুভূতিকে আঘাত করেছেন।
চলতি মাসের শুরুর দিকে, ওই শিক্ষকের হত্যার আগেই ম্যাক্রঁ ফ্রান্সে ‘মুসলিম বিচ্ছিন্নতাবাদীদের’ রুখতে কঠোর আইন তৈরির পরিকল্পনা ঘোষণা করেন।
তিনি ইসলামকে ‘সংকটে’ থাকা ধর্ম উল্লেখ করে বলেন, ফ্রান্সের প্রায় ৬০ লাখ মুসলিম ‘কাউন্টার সোসাইটি’ তৈরির চিন্তা করছে।
ফ্রান্সে ইসলামের নবীর প্রতিকৃতি আঁকার অন্ধকার রাজনৈতিক ইতিহাস রয়েছে।
২০১৫ সালে তার কার্টুন প্রকাশের পর ফরাসি ব্যঙ্গ-পত্রিকা শার্লি এবদোর ১২ জন এক হামলার মারা গিয়েছিল।
পশ্চিম ইউরোপের মুসলিম সম্প্রদায় ম্যাক্রঁর বিরুদ্ধে তাদের ধর্মকে দাবিয়ে রাখার অপচেষ্টা এবং তার এই প্রচারণা ইসলামোফোবিয়াকে বৈধতা দেয়ার ঝুঁকি তৈরি করবে বলে অভিযোগ করেন। খবর: বিবিসি বাংলা।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/abroad/177977/আরব-দেশগুলোকে-বয়কট-ঠেকানোর-আহ্বান-ফ্রান্সের
Post Come trough : PURBOPOSHCIMBD
ইউরোপের করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। এ অবস্থায় সংক্রমণ ঠেকাতে স্পেনে কারফিউ-জরুরি অবস্থা জারি করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) দ্বিতীয়বারের মতো জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি জানান, রাত থেকে এ পদক্ষেপ কার্যকর হবে, খবর এপি।
জরুরি অবস্থায় দেশটিতে রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ থাকবে। তবে ক্যানারি আইল্যান্ডকে এ নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে।
স্পেনের প্রধানমন্ত্রী বলেন, এ জরুরি অবস্থা ছয় মাসের জন্য বাড়িয়ে আগামী মে পর্যন্ত রাখার বিষয়টি সংসদে তোলা হবে।
মহামারির সময়ে স্পেনের সরকার ইতোমধ্যে দুবার জরুরি অবস্থা ঘোষণা করেছে। প্রথমটি গত মার্চ মাসে দেশব্যাপী ঘোষণা করা হয়। তবে সংক্রমণের হার কমে আসায় জুনে তা তুলে নেয়া হয়েছিল। আর রাজধানী মাদ্রিদে দুই সপ্তাহের জন্য আরোপিত জরুরি অবস্থা গত শনিবার শেষ হয়।
ইউরোপীয় দেশগুলোর মধ্যে প্রথম দেশ স্পেনে সরকারি হিসাব মতে করোনা আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। তবে দেশটিতে করোনায় আক্রান্তের প্রকৃত সংখ্যা ৩০ লাখেরও বেশি বলে মনে করা হচ্ছে।
শুক্রবার স্পেনে নতুন করে ২০ হাজার জনের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে এবং এ দিনে নতুন করে ২৩১ জনের মৃত্যুসহ মহামারিতে দেশটির মোট মৃতের সংখ্যা বেড়ে ৩৪ হাজার ৭৫২ জনে দাঁড়িয়েছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/abroad/177975/সংক্রমণ-ঠেকাতে-স্পেনে-কারফিউ-জরুরি-অবস্থা-জারি
Post Come trough : PURBOPOSHCIMBD
‘আসছে বছর আবার হবে’ এ বার্তা দিয়ে মর্ত্য থেকে কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা। আজ (সোমবার, ২৬ অক্টোবর) শুভ বিজয়া দশমী। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পাঁচ দিনের দুর্গোৎসব শেষ হবে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। মর্ত্যলোক ছেড়ে বিদায় নেবেন মা। অশ্রুসজল চোখে বিসর্জন দেবেন দুর্গা প্রতিমাকে। এরই মধ্য দিয়ে ভাঙবে পাঁচ দিনের মিলন মেলা।
আজ সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে দশমীবিহিত পূজা সমাপন ও দর্পণ বিসর্জন দেওয়া হবে। এরপর সারাদেশে স্থানীয় আয়োজন ও সুবিধামতো সময়ে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। তবে করোনাভাইরাসের কারণে এবার বিজয়া শোভাযাত্রা হচ্ছে না। সব মণ্ডপ ও মন্দিরের নিজস্ব ব্যবস্থাপনায় প্রতিমা বিসর্জনের নির্দেশনা দেওয়া হয়েছে। বিসর্জন শেষে ভক্তরা শান্তিজল গ্রহণ করবেন।
পুরাণ বলে, ‘দুর্গম’ নামে এক অসুর ছিল। তার কাজ ছিল জীবজগতের জন্য দুর্গতি সৃষ্টি করা। যে দেবী সেই দুর্গম অসুরকে বধ করে স্বর্গ থেকে বিতাড়িত দেবতাদের হারানো রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন এবং জীবজগৎকে চিরকাল দুর্গতির হাত থেকে রক্ষা করেন, তিনিই দুর্গা।
ভারতবর্ষের বাঙালি হিন্দু মানসে দুর্গা প্রতিবাদের দেবী, প্রতিরোধের দেবী। একই সঙ্গে তিনি ‘মাতৃরূপেণ’ ও ‘শক্তিরূপেণ’। এ উৎসব শরৎকালে উদ্যাপিত হয় বলে এটিকে শারদীয় দুর্গোৎসবও বলা হয়।
পুরাণ মতে, এ তিথিতে দেবী দুর্গার আশীর্বাদ নিয়ে লঙ্কার রাজা রাবণকে বধ করেছিলেন দশরথ পুত্র শ্রীরামচন্দ্র। এছাড়া ১০৮টি নীলপদ্ম দিয়ে দেবী দুর্গার পূজা করেছিলেন রামচন্দ্র। তাই এ মহানবমীতে ষোড়শ উপাচারের সঙ্গে ১০৮টি নীলপদ্মে পূজিত হয়েছেন দেবী দুর্গা। নবমী সন্ধিক্ষণে অনুষ্ঠিত হয়েছে সন্ধিপূজা। মহিষাসুর বধের সময় দেবী দুর্গা প্রচণ্ড ক্রোধে কৃষ্ণবর্ণ রূপ ধারণ করেছিলেন। তাই পূজার এ আচারের সময় দেবীকে চামুণ্ডা রূপে পূজা করা হয়েছে।
শাস্ত্রে আছে, নবমী পূজার মাধ্যমে মানবকুলে সম্পদলাভ হয়। শাস্ত্র অনুযায়ী, শাপলা, শালুক ও বলিদানের মাধ্যমে রোববার দশভুজা দেবীর পূজা অনুষ্ঠিত হয়েছে। নীল অপরাজিতা ফুল নবমী পূজার বিশেষ অনুষঙ্গ। নবমী পূজায় যজ্ঞের মাধ্যমে দেবী দুর্গার কাছে আহুতি দেয়া হয়। ১০৮টি বেলপাতা, আম কাঠ ও ঘি দিয়ে এ যজ্ঞ করা হয়। পূজা শেষে যথারীতি অঞ্জলি।
সনাতন বিশ্বাস ও বিশুদ্ধ পঞ্জিকামতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার মর্ত্যলোকে (পৃথিবী) এসেছেন দোলায় (পালকি) চড়ে। যার ফল হচ্ছে মড়ক। আর দেবী সপরিবারে স্বর্গালোকে বিদায় নেবেন গজে (হাতি) চড়ে। যার ফল হচ্ছে শস্যপূর্ণ বসুন্ধরা। বিজয়া দশমী উপলক্ষে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে। জাতীয় দৈনিকগুলো এ উপলক্ষে বিশেষ নিবন্ধ প্রকাশ করবে।
নবমীর দিনে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী রোববার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন এবং পুণার্থীদের সঙ্গে পূজার নানা আনুষ্ঠানিকতায় অংশ নেন। এ সময় পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশের সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
এদিকে জীবানুমুক্তভাবে নিশ্চিন্তে পূজা করতে ঢাকেশ্বরী মন্দির, রামকৃষ্ণ মিশন, বনানী মাঠ পূজামণ্ডপ, জয়কালী মন্দিরসহ অন্যান্য পূজামণ্ডপে হ্যান্ড স্যানিটাইজিং স্ট্যান্ড স্থাপন করে স্কয়ার টয়লেট্রিজের ব্র্যান্ড সেপনিল।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/national/177974/আজ-শুভ-বিজয়া-দশমী
Post Come trough : PURBOPOSHCIMBD
ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার নতুন ভবন উদ্বোধন করেছেন সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। রোববার( ২৫ অক্টোবর) ভবনটির উদ্বোধন উপলক্ষে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে গফরগাঁও পৌরসভা।
পৌর শহরের ৯টি ওরার্ড থেকে আনন্দ মিছিলসহ পৌর সভা কার্যালয়ের সম্মুখে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মী সহ সাধারণ নাগরীক বৃন্দ একত্রিত হলে এক মিলন মেলায় রূপান্তরিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজুল ইসলাম, গফরগাঁও থানার অফিসার ইন চার্জ অনুকূল সরকার, পাগলা থানার অফিসার ইন চার্জ শাহিনুজ্জামান খান, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার প্রমুখ।
সন্ধ্যা নেমে আসার সাথে সাথে আকাশে উড়ানো হয় ফানুস ও আতশবাজি। বর্নিল সাজে সজ্জিত করা হয় নব নির্মিত পৌর ভবন।
পৌরসভার এ আয়োজন ও নব নির্মিত ভবন দেখে সন্তুষ্টি প্রকাশ করে পৌর শহরের ৬ নং ওয়ার্ডের আমান মিয়া বলেন, গত পাঁচ বছরে সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল মহোদয়ের সহযোগীতায় মেয়র আমাদের জন্য যতগুলো উন্নয়ন মূলক কাজ উপহার দিয়েছেন তার মধ্যে অন্যতম হল পৌরসভার এই আধুনিক ভবন। গণরায়ে আগামীতেও আমরা এই মেয়র কে নির্বাচিত করবো।
সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল পৌর মেয়রের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে মেয়রের ভূয়সি প্রশংসা করেন।
প্রসঙ্গত, ২০১৫ সালের ৩০ ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী এস এম ইকবাল হোসেন সুমন মেয়র নির্বাচিত হন। মেয়র নির্বাচিত হয়ে নানা উন্নয়নমূলক কাজে হাত দেন তিনি। পৌরসভার নবনির্মিত এই ভবনসহ অবকাঠামো ও জনস্বাস্থ্য খাতে প্রায় ৩৭ কোটি টাকার উন্নয়ন কাজ দৃশ্যমান করেন। নতুন এ ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৪ কোটি ৫৩ লাখ ৪৬ হাজার ৭৫১ টাকা। প্রায় ৫২ শতক জায়গার উপর প্রতিষ্ঠিত পৌর ভবনে ২৭টি কক্ষসহ রয়েছে ২টি হল রুম।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/177973/গফরগাঁও-পৌরসভার-নতুন-ভবনের-বর্ণাঢ্য-উদ্বোধন
Post Come trough : PURBOPOSHCIMBD
অবিসংবাদিত নেতা, উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ ও অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের ১৪৭তম জন্মবার্ষিকী আজ। ১৮৭৩ সালের ২৬ অক্টোবর বরিশাল জেলার রাজাপুর থানার সাতুরিয়া গ্রামে মামার বাড়িতে তার জন্ম। তিনি ছিলেন কাজী মুহম্মদ ওয়াজেদ সাইদুন্নেসা খাতুনের একমাত্র পুত্র।
তিনি ১৯৩৫ সালে কলকাতার মেয়র, ১৯৩৭ সাল থেকে ১৯৪৩ সাল পর্যন্ত অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী, ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মাওলানা আবদুল হামিদ খান ভাসানীকে নিয়ে যুক্তফ্রন্ট গঠন করেন।
১৯৫৪ সালের ১৫ মে শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। ১৯৫৫ সালে তিনি পাকিস্তান কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের স্বরাষ্ট্রমন্ত্রীর পদ লাভ করেন। ১৯৫৬ সালের ২৪ মার্চ পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৫৮ সালের ১ এপ্রিল পাকিস্তান কেন্দ্রীয় সরকার তাকে গভর্নরের পদ থেকে অপসারণ করে। এরপরই তিনি তার ৪৬ বছরের বৈচিত্রময় রাজনৈতিক জীবন থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন।
১৯৬২ সালের ২৭ এপ্রিল এ কে ফজলুক হক ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তাকে সমাহিত করা হয়। একই স্থানে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও খাজা নাজিমুদ্দিনের কবর রয়েছে। তাদের তিনজনের সমাধিস্থলই ঐতিহাসিক তিন নেতার মাজার নামে পরিচিত।
জাতি আজ তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। তার জন্মবার্ষিকী উপলক্ষে আজ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে। সকালে শেরে বাংলার মাজারে বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/national/177972/শেরে-বাংলার-১৪৭তম-জন্মবার্ষিকী-আজ
Post Come trough : PURBOPOSHCIMBD
আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি তুলা রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি শুক্র, ন্যায়ের দেবতা শনি মহারাজ ও সর্বগ্রাসী গ্রহ রাহুর প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে কুম্ভ রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গ ও অনুচিত কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে। বেগবান যান বর্জনীয়।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। দাম্পত্য সুখ-শান্তি প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে। নিঃসন্তান দম্পতিরা কোনো না কোনো শুভসংবাদপ্রাপ্ত হবেন। বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে। বেগবান যান বর্জনীয়।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড়ভাড় তীব্রগতির বাহন বর্জন করুন। অর্থকড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। শ্রমিক-কর্মচারীদের মনে মালিকপ্রীতি দেখা দেবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে।
মিথুন [২১ মে-২০ জুন]
শিক্ষার্থীদের হাতে নিত্যনতুন সুযোগ এসে হাজির হবে। হারানো পিতৃমাতৃ ধনসম্পদ সম্পত্তি ব্যবসা ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে। কর্ম ও ব্যবসা-বাণিজ্যে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহবিবাদের মীমাংসা হবে। দূর থেকে আসা কোনো সংবাদে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে। মামলা-মোকদ্দমা ও কোর্টকেসের রায় পক্ষে আসবে। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ভাইবোনদের কাছ থেকে ভরপুর সাহায্য-সহযোগিতা পাবেন। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব ভ্রমণ শুভ।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে। হাত বাড়ালেই সফলতা ধরা দেবে। ব্যবসা-বাণিজ্যে মজুদ মালের দাম ফুলেফেঁপে উঠবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজিং এড়িয়ে চলা শ্রেয় হবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফলতাপ্রাপ্ত হবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক্স সামগ্রীর পসরা সাজবে। শিক্ষার্থীদের হাতে নিত্যনতুন সুযোগ এসে হাজির হবে। প্রেম বিবাহের মাধ্যমে স্বীকৃতি পাবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা ভারী হয়ে থাকবে। টাকাপয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণœ হয়ে পড়বে। এতদসত্ত্বেও মন সুর সংগীতের প্রতি আকৃষ্ট থাকবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বন্ধুত্ব শুভ। দূর থেকে আসা ডাক বেকারদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। সন্তানদের ক্যারিয়ার, অধ্যয়ন ও স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
বেকার যুবক-যুবতীদের হাতে নিত্যনতুন সুযোগ এসে হাজির হবে। শিক্ষার্থীদের মনোবল চাঙ্গা হয়ে উঠবে। বাণিজ্যিক সফর লাভদায়ক প্রমাণিত হবে। শত্রু ও বিরোধীপক্ষ পিছু হটতে বাধ্য হবে। স্বপ্ন পূরণের দিকে ধাবিত হতে পারে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। নিত্যনতুন প্ল্যানপ্রোগ্রাম আর স্বপ্নসাধ পূরণ হতে পারে। বিবাহযোগ্যদের বিবাহের পথ প্রশস্ত হবে। মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
শুভাশুভ মিশ্রফল প্রদান করবে। আয় বুঝে ব্যয় করুন নচেৎ সঞ্চয়ে হাত পড়বে। ব্যবসা-বাণিজ্যে মজুদ মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রি করে ঘরে তোলা কঠিন হবে। সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয়-পরিজন সাহায্যের হাত বাড়িয়ে ধরবে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/feature/177970/আজকের-রাশিফল
Post Come trough : PURBOPOSHCIMBD
নৌবাহিনীর এক কর্মকর্তার মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে সাংসদ হাজী সেলিমের গাড়ির এরপরই গাড়ি থেকে লোকজন নেমে লেফটেন্যান্ট ওয়াসিম নামের ওই কর্মকর্তাকে বেদম পিটিয়েছেন। আজ রোববার সন্ধ্যার দিকে ধানমন্ডিতে কলাবাগান ক্রসিংয়ের কাছে এই ঘটনা ঘটেছে। স্থানীয় থানা পুলিশের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে।
রাত সোয়া ১০ টার দিকে সংসদ সদস্যের স্টিকার লাগানো গাড়ি ও নৌবাহিনীর কর্মকর্তার মোটরসাইকেল দুই-ই ধানমন্ডি থানায় ছিল। তখন থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) আবদুল্লাহ জাহিদ বিষয়টি দেখভাল করছেন। তিনি সাংবাদিকদের বলেন- দুই পক্ষই থানায়। আলাপ-আলোচনার পর আইনগত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে। গাড়ির ভেতরে ওই সময় সাংসদ হাজী সেলিম ছিলেন না। তবে তাঁর ছেলে ও একজন নিরাপত্তারক্ষী ছিলেন।
একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের বলেন- ঘটনাটি ঘটে সন্ধ্যা ৭ টা ৫৫ মিনিটের দিকে। তাঁর সামনেই সাংসদের গাড়ি থেকে নেমে এসে একজন নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর করেন। একপর্যায়ে ওই কর্মকর্তা আত্মরক্ষার চেষ্টা করেন। এই প্রত্যক্ষদর্শী বলেন- তিনি এই ঘটনার ভিডিও ধারণ করেছেন।
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/34qOx4U
Post Come trough : নাচোল নিউজ
আজ- সোমবার বাংলাদেশ ছাত্রলীগ, নাচোল উপজেলা শাখার সভাপতি সত্যজিত চন্দ্র বর্মন এর নেতৃত্বে বিভিন্ন পুজো-মন্ডোব পরিদর্শন করা হয়।
নাচোল উপজেলার অন্তর্ভুক্ত নাচোল সদর ইউনিয়নের রাজবাড়ি, নেজামপুর ইউনিয়নের হাটবাকইল, কসবা ইউনিয়নের সোনাচন্ডী পূজো-মন্ডপ ইত্যাদি জায়গায় পরিদর্শন ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষন করা হয়।
সফর সঙ্গী ছিলেন- নাচোল সদর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সময়ের জনপ্রিয় ছাত্রনেতা আব্দুর রাকিব
ডিআরইউয়ের রজতজয়ন্তী উৎসব উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
২৫ বছরে পা রেখেছে রিপোর্টারদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। সংগঠনের রজতজয়ন্তী উৎসব উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
ডিআরইউয়ের রজতজয়ন্তী উদযাপন কমিটির চেয়ারম্যান ও সাবেক সভাপতি শাহজাহান সরদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ডিআরইউয়ের সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী।
রজতজয়ন্তী উপলক্ষে ‘কর্মের গৌরবে প্রাণের সৌরভে বিপুল শক্তি একসাথে শতপ্রাণে’ স্লোগানকে সামনে রেখে ৪ দিনব্যাপী রজতজয়ন্তী উদযাপনের নানা কর্মসূচি গ্রহণ করেছে ডিআরইউ। কর্মসূচির দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে আগামী ২৯ অক্টোবর।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/national/177895/ডিআরইউয়ের-রজতজয়ন্তী-উৎসব-উদ্বোধন-করলেন-প্রধানমন্ত্রী
Post Come trough : PURBOPOSHCIMBD