একাদশে অনলাইন ক্লাস শুরু হচ্ছে রোববার (৪ অক্টোবর) থেকে। করোনার প্রভাবে শ্রেণিকক্ষে আপাতত পাঠদান সম্ভব না হাওয়ায় শিক্ষার্থীদের নির্বিঘ্নে লেখাপড়ার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।
জানা গেছে, আগামী ৪ অক্টোবর সকাল ১০টায় ঢাকা কলেজে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও বিশেষ অতিথি হিসেবে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশে অনলাইন ক্লাস উদ্বোধন করবেন।
গত ৯ আগস্ট থেকে কেন্দ্রীয়ভাবে অনলাইনে একাদশে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আগের বছরগুলোতে ১ জুলাই থেকে ক্লাস শুরু হলেও এবার করোনাভাইরাস মহামারির মধ্যে বিলম্বে শিক্ষার্থী ভর্তি করা হয়।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/education/175510/একাদশে-অনলাইন-ক্লাস-শুরু-রোববার
Post Come trough : PURBOPOSHCIMBD
নাসির খান পল চেয়ারম্যান, প্রিয়তোষ সচিব, মুস্তাক প্রধান সম্বয়কারী
প্রবাস ডেস্ক
বাংলাদেশী-আমেরিকান রিপাবলিকান অ্যালায়েন্স-এর এক ভার্চুয়াল সভায় ‘বাংলাদেশী আমেরিকান রিপাবলিকান অ্যালায়েন্স ইউএসএ ইনক’ প্রতিষ্ঠার পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে ‘বাংলাদেশীস ফর ট্রাম্প-২০২০’ নামে একটি কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটির চেয়ারম্যান নাসির আলী খান পল, সাধারণ সম্পাদক প্রিয়তোষ দে আর প্রধান সমন্বয়কারী মুস্তাক চৌধুরী।
সভায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বাংলাদেশী রিপাবলিকান সমর্থকদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে কর্মপন্থা নির্ধারণ করা হয়। সভায় বক্তারা বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ কর্মসূচীর সফল বাস্তবায়নে তাঁর সাথে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও বক্তারা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়ন ও চায়নার আগ্রাসন থেকে আমেরিকা তথা পৃথিবীকে রক্ষা করতে নভেম্বরের নির্বাচনে ভোট দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে পুনরায় নির্বাচিত করতে বাংলাদেশী-আমেরিকানদের প্রতি আহবান জানান। খবর ইউএনএ’র।
জ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ কুস্তরী পার্টি হলে গত ২৬ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় আয়োজিত রিপাবলিকানদের সভার শুরুতে ইন্টারফেইথ কোঅর্ডিনেটর ইমাম কাজী কায়্যূম সভার সভাপতি প্রবীণ প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী এবং ফার্মাসিস্ট নাসির আলী খান পল-কে ‘নিউইয়র্ক ফর ট্রাম্প-২০২০’ লেখা সম্বলিত ক্যাপ পরিয়ে সভাপতির আসনে তাকে অলংকৃত করেন। এরপর ট্রাম্প সমর্থক খসরুল আলম-এর সঞ্চালনায় সভায় পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন ও ইসলামের আলোকে রিপাবলিকান পার্টি তথা প্রেসিডেন্ট ট্রাম্প এর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন রিপাবলিকান সমর্থক ইমাম কাজী কাইয়ুম।
জুম অ্যাপের ভার্চুয়াল ভিডিও সভায় উপস্থিত থেকে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে বক্তব্য রাখেন ডা. ওয়াদুদ ভূঁইয়া, গিয়াস আহমেদ, নির্মল পাল, ইসমাঈল খান আনসারী, কাজী কাইয়ুম, এস এম ইকবাল, প্রিয়তোষ দে, হাবিবুর রহমান, রাজ চৌধুরী, মাহবুবুল আলম, মুনির হোসেন, রিনা আবেদিন, ফাহাদ, বিন মাহবুব, পবন সাহা প্রমুখ।
সভা শেষে নাসির খান পল পল জানান, এই প্রথম বাংলাদেশী আমেরিকান কমিউনিটি রিপাবলিকান পার্টির পতাকাতলে ঐক্যবদ্ধ হলেন। তিনি সকল বাংলাদেশী রিপাবলিকাদের উল্লেখিত সংগঠনে যোগ দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, আমরা ক্ষমতাসীন রিপাবলিকান সরকার-কে ভোট দিয়ে আরো শক্তিশালী করার মধ্য দিয়ে বাংলাদেশী কমিউনিটির জীবনযাত্রকে আরো সমৃদ্ধ করতে চাই।
সভায় গঠিত ‘বাংলাদেশীস ফর ট্রাম্প-২০২০’ কমিটির মনোনীত কর্মকর্তারা হলেন: চেয়ারম্যান- নাসির আলী খান পল, কো চেয়ারম্যান- বিদ্যুৎ সরকার, ইসমাইল খান আনসারী, এস এম ইকবাল, চীফ কোঅর্ডিনেটর- মুস্তাক চৌধুরী, রিজিওনাল কোঅর্ডিনেটর- খসরুল আলম, আলতাফ হোসেন, ভজন সরকার, গোবিন্দ বানিয়া, আকরামুজ্জামান, প্রকাশ গুপ্ত, হাবিবুর হাবিব, ইমাম কাজী কাইয়্যুম ও মনির হোসেন, সদস্য সচিব- প্রিয়তোষ দে, সহকারী সদস্য সচিব- দীপক দাস, টেজারার- নির্মল পাল, সহকারী ট্রেজারার সামার রায়, লিয়াজো কর্মকর্তা- সাঈদা হোসেন এবং বোর্ড মেম্বার যথাক্রমে টমাস দুলু রায়, মোহাম্মদ মারুফ, সাদেক আহমেদ, মোস্তফা, তারেক, প্রণব চক্রবর্তী ও পরেশ ধর।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/expatriate/175508/‘বাংলাদেশীস-ফর-ট্রাম্প-২০২০’র-কমিটি-গঠন
Post Come trough : PURBOPOSHCIMBD
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টানা তৃতীয় হার দেখলো মাহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস। ডেভিড ওয়ার্নারের দল সানরাইজার্স হায়দরাবাদের কাছে তারা হেরেছে ৭ রানে। এ হারে পয়েন্ট তালিকায় একেবারে তলানিতে নেমে গেছে চেন্নাই।
শুক্রবার (২ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে প্রিয়ম গার্গের ঝড়ো ফিফটিতে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান করে হায়দরাবাদ। জবাবে ধোনি ও রবীন্দ্র জাদেজার ৭২ রানের জুটি সত্ত্বেও জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি চেন্নাই। ৫ উইকেট হারিয়ে তারা থামে ১৫৭ রানে।
ব্যাটিংয়ে নেমে শুরুতে ওপেনার ও উইকেটরক্ষক জনি বেয়ারেস্টাকে (০) হারালেও হায়দরাবাদের রানের চাকা সচল রাখেন ওপেনার ওয়ার্নার ও মনীষ পান্ডে। দু’জনে গড়েন ৪৬ রানের জুটি। ব্যক্তিগত ২৮ রানে ওয়ার্নার ফেরার পর ২৯ রানে ফেরেন পান্ডে। হাসেনি কেন উইলিয়ামসনের (৯) ব্যাটও।
তবে ঝড় তুলেন গার্গ। ২৬ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫১ রানে অপরাজিত থাকেন তিনি। তাকে সঙ্গ দেন অভিষেক শর্মা (৩১)। ৮ রানে অপরাজিত ছিলেন আব্দুল সামাদ।
চেন্নাইয়ের হয়ে ৪ ওভারে ৩১ রান দিয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন দীপক চাহার।
১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে বিপর্যেয়ে পড়ে চেন্নাইও। ব্যক্তিগত ১ রানে সাজঘরে ফেরেন ওপেনার শেন ওয়াটসন। এরপর আম্বাতি রাইডু আউট হন ৮ রানে। সেট হয়েও ১৯ বলে ২২ রান করে ফেরেন ওপেনার ফাফ ডু প্লেসিস। চতুর্থ উইকেট হিসেবে কেদার যাদব (৩) যখন আউট হচ্ছেন তখন চেন্নাইয়ের রান মাত্র ৪২।
সেখান থেকে জুটি গেড়েন ধোনি-জাদেজা। চাপ সামলে দু’জনই জয়ের স্বপ্ন দেখাতে থাকেন চেন্নাইকে। কিন্তু ৩৫ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫০ রান করে সাজঘরে ফেরেন জাদেজা। এরপর চেষ্টা করেও বাকি কাজটুকু সারতে পারেননি ধোনি। টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক ৩৬ বলে ৪ চার ও ১ ছ্ক্কায় ৪৭ রানে মাঠ ছাড়লেও জয় পায়নি চেন্নাই। স্যাম কারেন অপরাজিত ছিলেন ১৫ রানে।
৪ ম্যাচে এক জয়ে চেন্নাইয়ের পয়েন্ট মাত্র ২। অন্যদিকে ধোনিদের হারিয়ে সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকার চতু্র্থ স্থান দখল করেছে সানরাইজার্স হায়দরাবাদ।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/sports/175507/টানা-৩-ম্যাচ-হেরে-তলানিতে-ধোনির-চেন্নাই
Post Come trough : PURBOPOSHCIMBD
দেড় বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন মুরাদ ও মাহবুবা। পরে বনিবনা না হওয়ায় মাহবুবা আর সংসার করতে চায়নি।
রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এসিড ছুঁড়ে স্ত্রীর মুখ ঝলসে দেয়া স্বামী মুরাদকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার কুমরপুর গ্রামের নিজ বাড়ি থেকেই র্যাব গ্রেপ্তার করে।
র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বাবার নাম রাফিকুল ইসলাম। পেশায় একজন ট্রাকের হেলপার।
র্যাব-৫ এর রাজশাহীর কোম্পানী অধিনায়ক এটিএম মাইনুল ইসলাম জানান, গণমাধ্যমে সংবাদ দেখেই তারা মুরাদকে আটকের জন্য তৎপর হয়ে ওঠেন। মুরাদ সারাদিন গা-ঢাকা দিয়ে থাকলেও রাতে বাড়ি ফেরেন। এরপরই তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, দেড় বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন মুরাদ ও মাহবুবা। পরে বনিবনা না হওয়ায় মাহবুবা আর সংসার করতে চায়নি। তাই চার মাস ধরে বাবার বাড়িতেই থাকত। এ কারণে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার রাতে মাহবুবার ওপর এসিড নিক্ষেপ করেন মুরাদ। গ্রেপ্তার মুরাদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/175506/সংসার-করতে-না-চাওয়ায়-স্ত্রীর-ওপর-এসিড-হামলা
Post Come trough : PURBOPOSHCIMBD
সিলেট এমসি কলেজের হোস্টেলে স্বামীকে বেঁধে রেখে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তোলপাড়ের মধ্যে এবার নগরের দাড়িয়াপাড়া এলাকায় এক কিশোরীকে (১৪) বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
সিলেট প্রতিনিধি
সিলেট এমসি কলেজের হোস্টেলে স্বামীকে বেঁধে রেখে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তোলপাড়ের মধ্যে এবার নগরের দাড়িয়াপাড়া এলাকায় এক কিশোরীকে (১৪) বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। মামলাটি করেন কিশোরীর মা। তিনি শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১টায় সিলেট মহানগরীর কোতোয়ালি মডেল থানায় অভিযুক্ত কিশোর নিজু আহমদ (২০)-কে আসামি করে মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত নিজু সিলেটের মদন মোহন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও সুনামগঞ্জের জাউয়া বাজারের আব্দুল কাইয়ুমের ছেলে। বর্তমানে নগরের দাঁড়িয়াপাড়া ১৪/বি বাসায় থাকে। নিজু ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত বলেও জানা গেছে।
ধর্ষণের শিকার কিশোরী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি আছে।
ধর্ষণের শিকার কিশোরীকে ওসিসিতে গিয়ে দেখে এসেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ ও কোতোয়ালী মডেল থানার ওসি সেলিম মিঞা। অভিযুক্ত নিজুকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযানে নেমেছে বলে জানিয়েছেন ওসি সেলিম।
তিনি শুক্রবার মধ্যরাতে বলেন, কিশোরীর মা বাদি হয়ে রাত পৌনে ১টায় মামলা করেছেন। আসামিকে গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে। আমরাও ভিকটিমকে দেখে এসেছি।
জানা যায়, অভিযুক্ত নিজু আহমদ দাঁড়িয়াপাড়া ১৪/বি বাসার বাসিন্দা এবং মদন মোহন কলেজের শিক্ষার্থী। গত ২৯ সেপ্টেম্বর রাতে নিজু আহমদ বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে বাসার ছাদে নিয়ে ধর্ষণ করে এবং পরের দিন তাড়িয়ে দেয়। পরে ওই কিশোরী ধর্ষণের বিষয়টি বাসায় জানায়।
ঘটনা জানার পর পরিবারের সদস্যরা তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেন। এরপর রাতে ওই কিশোরীর মা নিজু আহমদকে আসামি করে সিলেট কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং ৩ (০৩.১০.২০)।
এ ব্যাপারে সিলেট নগরের ২ নং ওয়ার্ডের কাউন্সিলর বিক্রম কর সম্রাট বলেন, আমিও এরকম একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি সম্ভবত ২/৩ দিন আগে ঘটেছে। অভিযুক্ত কিশোর দাড়িয়াপাড়া এলকায় ভাড়া থাকে। আর কিশোরী নগরের আরেকটি এলাকায় থাকে।
তিনি বলেন, অভিযোগকারী কিশোরীর পরিবার আর্থিকভাবে তেমন স্বচ্ছল নয়, তাই দুদিন আগে ঘটনা ঘটলেও সম্ভবত সমঝোতার চেষ্টা করা হয়েছিলো। আবার তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো বলেও একটি পক্ষ দাবি করেছে। যদিও কোনো কিছুই এখন পর্যন্ত আমি নিশ্চিত নই।
সম্রাট বলেন, অভিযুক্ত কিশোর ছাত্রলীগের মিছিল-মিটিংয়ে যায় বলে শুনেছি। এখন তো সবাই-ই ছাত্রলীগ।
প্রসঙ্গত, গত ২৫ সেপ্টেম্বর এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হন এক তরুণী। রাত সাড়ে ৮টার দিকে স্বামীর কাছ থেকে ওই তরুণীকে জোর করে তুলে নিয়ে ছাত্রাবাসে ধর্ষণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেন। মামলায় ছাত্রলীগের ছয় কর্মীসহ অজ্ঞাত আরো তিনজনকে আসামি করা হয়। এঘটনায় এখন পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে। এদের মধ্যে সাইফুর রহমান, অর্জুন লস্কর ও রবিউল ইসলাম নামে তিন ছাত্রলীগ নেতা শুক্রবার (২ অক্টোবর) দায় স্বীকার করে আদলতে জবানবন্দি দিয়েছেন।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/175505/এবার-সিলেট-নগরে-কিশোরী-ধর্ষণ,-অভিযুক্ত-ছাত্রলীগ-কর্মী
Post Come trough : PURBOPOSHCIMBD
চার বছর পর শনিবার (৩ অক্টোবর) আবারো ফুটবলের ভোটযুদ্ধ। দেশের ফুটবল সংস্থা বাফুফের সভাপতি পদে লড়ছেন হেভিওয়েট কাজী সালাহ্উদ্দিন ও সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিক।
বার্ষিক সাধারণ সভার পর সোনারগাঁও হোটেলে নির্বাচন অনুষ্ঠিত হবে। সামনের চার বছরের জন্য ১৩৯ জন কাউন্সিলর তাদের নির্বাচিত প্রতিনিধি ঠিক করবেন।
নির্বাহী কমিটির ২১ পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন ৪৭ প্রার্থী। সিনিয়র সহ-সভাপতি পদে ২, সহ-সভাপতি পদে ৮ আর সদস্য পদে ৩৪ জন প্রার্থীর নির্বাচনে লড়বেন।
সিনিয়র সহ-সভাপতি পদে আবদুস সালাম মুর্শেদীকে ভোটের ময়দানে লড়তে হবে সাবেক তারকা ফুটবলার শেখ মো.আসলামের সঙ্গে। চার সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আটজন।
তারা হলেন- মহিউদ্দিন আহমেদ মহি, তাবিথ আউয়াল, শেখ মুহম্মদ মারুফ হাসান, এসএম আবদুল্লাহ আল ফুয়াদ, কাজী নাবিল আহমেদ, আমিরুল ইসলাম বাবু, আতাউর রহমান ভূঁইয়া ও ইমরুল হাসান।
২০০৮ সালের এপ্রিলে প্রথমবার বাফুফে সভাপতি হন কাজী সালাহ্উদ্দিন। বর্তমানে ফিফা র্যাংকিংয়ে ১৮৭ তে রয়েছে বাংলাদেশ। গত বছর মে মাসে ১৯৭ তে নেমে গিয়েছিল লাল-সবুজরা। ১২ বছর আগে সালাহ্উদ্দিন যখন দায়িত্ব নিয়েছিলেন তখন বাংলাদেশের ফিফা র্যাংকিং ছিল ১৫০-এর নিচে। এরপর ধারাবাহিকভাবেই অবনমন হয়েছে বাংলাদেশের।
সালাহ্উদ্দিনের এক যুগে ফুটবলে উন্নতির থেকে অবনতি হয়েছে বেশি। এজন্য দেশের ফুটবলের উজ্জ্বল নক্ষত্রকে নিয়ে হয়েছে প্রবল সমালোচনা। সেসব নিয়ে কাজী সালাহ্উদ্দিন মাথা ঘামিয়েছেন সামান্যই।
ফুটবলের বেহাল দশার কারণ সাধারণ মানুষ ‘সালাউদ্দিন হাটাও’ এবং ‘বয়কট সালাউদ্দিন’ কর্মসূচিও হাতে নিয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ ‘সালাউদ্দিন হাটাও’ এবং ‘বয়কট সালাউদ্দিন’ পোস্ট করেন। এছাড়া জাতীয় প্রেস ক্লাবের সামনে হয়েছে প্রতিবাদ। সেসব মাথায় নিয়ে এবার চতুর্থবার নির্বাচনে সালাহ্উদ্দিন।
পুরোনো ব্যর্থতা ঝেরে সামনে তাকিয়ে সালাহ্উদ্দিন। এজন্য ৩৬ দফার ইশতেহার ঘোষণা করেছেন সালাহ্উদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ। এবার বুঝেশুনে ইশতেহার ঘোষণা করেছেন।
ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ কিংবা বড় কোনো আশা না দেখিয়ে বলেছেন, বাংলাদেশ ফুটবল দলের জন্য দীর্ঘমেয়াদী বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন করা হবে। ফিফা র্যাংকিংয়ে উন্নতির লক্ষ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা। জাতীয় ফুটবল দলকে ১৫০-এর কাছাকাছি এবং মহিলা ফুটবল দলকে ৯০’র কাছাকাছি উন্নীত করা।
সালাহ্উদ্দিনের জবাবে ‘ভিশন-২০৩৩’ ব্যানারে ২১ দফা প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করেন আরেক সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম মানিক। শফিকুল ইসলাম তৃণমূলের ফুটবলকে প্রাধান্য দিয়েছেন। জেলা ফুটবল ও ঢাকার সবচেয়ে জুনিয়র স্তরের ফুটবল পাইওনিয়ার লিগ থেকে প্রিমিয়ার পর্যন্ত লিগ টুর্নামেন্টকে অগ্রাধিকার দিয়েছেন তিনি। পাশাপাশি জাতীয় দলের জন্যও আছে নির্দিষ্ট পরিকল্পনা।
সভাপতি পদে দুইজনের লড়াইয়ে উত্তাপ ছড়াক আর নাই ছড়াক, বাকি পদগুলোতে হাড্ডাহাড্ডি লড়াই হবে। সালাহ্উদ্দিন-মুর্শিদির সম্মিলিত পরিষদের বিরুদ্ধে ১৯ সদস্যের প্যানেল গঠন করেছে জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সমন্বিত পরিষদ। সভাপতি পদে কে বসছে তা নিয়ে সমন্বিত পরিষদের আগ্রহ নেই। সভাপতির আশপাশে নিজেদের নীতিনির্ধারক চায় সমন্বিত পরিষদ।
নিজেদের ইশতেহার ঘোষণার দিনে সমন্বয় পরিষদে যোগ দেয়া মহিউদ্দিন আহমেদ মহি বলেন, বাফুফের সভাপতি সর্বময় ক্ষমতার অধিকারী নন। সেখানে সব সিদ্ধান্তই নির্বাহী কমিটিতে সংখ্যাগরিষ্ঠের মত নিয়ে পাস হয়। তাই আমাদের প্যানেলে সভাপতি প্রার্থী না থাকলেও সমস্যা নেই। আমাদের এই প্রার্থীরা পাস করলে আমাদের সিদ্ধান্তের বাইরে কিছু হবে না।
দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার দায়িত্ব আগামী চার বছরের জন্য কাদের হাতে থাকবে, তা নির্ধারণে আজ ভোট দেবেন ১৩৯ জন কাউন্সিলর।
জেনে নিন কোন প্রার্থী কোন প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন...
সম্মিলিত পরিষদ সভাপতি : কাজী মো. সালাউদ্দিন। সিনিয়র সহসভাপতি : আবদুস সালাম মুর্শেদী। সহসভাপতি : কাজী নাবিল আহমেদ, আমিরুল ইসলাম বাবু, ইমরুল হাসান, আতাউর রহমান মানিক। সদস্য : হারুনুর রশিদ, শওকত আলী খান জাহাঙ্গীর, সত্যজিৎ দাশ রুপু, ইলিয়াছ হোসেন, বিজন বড়ুয়া, অমিত খান শুভ্র, ইকবাল হোসেন, মাহিউদ্দিন আহমেদ সেলিম, মো. জাকির হোসেন, মাহফুজা আক্তার কিরণ, আসাদুজ্জামান মিঠু, কামরুল হাসান হিলটন, সৈয়দ রিয়াজুল করিম, ইমতিয়াজ হামিদ সবুজ ও নুরুল ইসলাম নুরু।
সমন্বয় পরিষদ সিনিয়র সহসভাপতি : শেখ মোহাম্মদ আসলাম। সহসভাপতি: মহিউদ্দিন আহমেদ মহি, শেখ মুহম্মদ মারুফ হাসান ও এসএম আবদুল্লাহ আল ফুয়াদ। সদস্য : আব্দুল ওয়াদুদ পিন্টু, মোহাম্মদ সাব্বির হোসেন, মহিদুর রহমান মিরাজ, মনজুরুল আহসান, আ ন ম আমিনুল হক মামুন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, আমের খান, হাজী মো. টিপু সুলতান, আরিফ হোসেন মুন, ইমতিয়াজ সুলতান জনি, সৈয়দ মুস্তাক আলী মুকুল, মিজানুর রহমান, ফজলুর রহমান বাবুল, হাসানুজ্জামান খান বাবলু, ও শাকিল মাহমুদ চৌধুরী।
স্বতন্ত্র প্রার্থী সভাপতি পদে বাদল রায় ও শফিকুল ইসলাম মানিক। সহসভাপতি পদে তাবিথ আউয়াল সদস্য পদে হাজী মো. রফকি, সাখাওয়াত হোসনে ভূঁইয়া শাহীন, সাইফুর রহমান মনি।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/sports/175504/ফুটবলের-ভাগ্য-নির্ধারণের-ভোট-শনিবার
Post Come trough : PURBOPOSHCIMBD
যুক্তরাষ্ট্রে ৬ মাসে ৩ লাখ শিক্ষার্থী করোনায় আক্রান্ত
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রজুড়ে গত ৬ মাসে ২ লাখ ৭৭ হাজার ২৮৫ স্কুল শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছেন। গত ১ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৩ লাখ স্কুল শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) সোমবার একটি প্রতিবেদনে এমনটি জানিয়েছে। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের মোট আক্রান্তের চার শতাংশ স্কুল শিক্ষার্থীরা। আর এদের মধ্যে যাদের বয়স ৫ থেকে ১১ তাদের তুলনায় ১২ থেকে ১৭ বছর বয়সীরা দ্বিগুণ হারে আক্রান্ত হয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়, বসন্তকালে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে এবং গ্রীষ্মকালে তা কমে যায়। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের প্রকাশিত প্রতিবেদনের তথ্য বিবরণীতে দেখা যায়, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ২ লাখ ৭৭ হাজার ২৮৫ স্কুল শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।
এদের মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৩ হাজার ২৪০ জনকে। এর মধ্যে ৪০৪ জনকে রাখা হয়েছিল আইসিইউতে। এছাড়া করোনায় ৫১ স্কুল শিক্ষার্থী করোনায় মারা গেছে। শিশুদের মধ্যে যাদের ফুসফুসে সমস্যা এবং হাঁপানি ছিল তাদের অবস্থাই বেশি গুরুতর হয়েছে বলে জানিয়েছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) ।এ প্রতিবেদন নিয়ে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, যেখানে করোনার সংক্রমণ কম সেখানে স্কুলে গিয়ে লেখাপড়া নিরাপদ হতে পারে। কিন্তু যেখানে করোনার সংক্রমণ বেশি সেখানে স্কুল খুলে দিলে সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে।
এদিকে করোনাভাইরাসের বিস্তার এতটাই বৃদ্ধি পেয়েছে যে চারপাশে এখন সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। আক্রান্তের বিষয়টি এখন আগের তুলনায় অনেক বেশি হলেও একে কেন্দ্র করে মানুষের মধ্যে ভয় কাজ করছে আগের মতোই। শুধুমাত্র কোভিড পজিটিভ শুনেই অনেকের মধ্যে আতঙ্ক কাজ করছে। এই আতঙ্ক এতটাই চরমে পৌঁছায় যে অনেকে উপসর্গ থাকার পরেও পরীক্ষা করা তো দূরের কথা, ধরা পড়লেও তা জানাতে চান না। এমনকি তারা যে অসুস্থ তাও স্বীকার করতে চাইছেন না। ফলে তাদের কারণে আরও অনেক মানুষ ঝুঁকির মধ্যে পড়ছেন।
কোভিড-১৯ এর ক্ষেত্রে কন্টাক্ট ট্রেসিং খুব গুরুত্বপূর্ণ। সংক্রমণের ব্যাপার গোপন করলে কন্টাক্ট ট্রেসিংয়ের কিছু করার থাকে না। কিন্তু সংক্রমণ সংক্রান্ত মানুষের মনস্তাত্ত্বিক চাপ রয়েছে তা অনেকটাই দূর হতে পারে। গবেষকরা মনে করেন, সংক্রমণ সংক্রান্ত এমন ভয় মানুষের মধ্যে দীর্ঘমেয়াদে গেড়ে বসতে পারে, যা নতুন রোগের সৃষ্টি করতে পারে।
মানুষ কেন সংক্রমণের ব্যাপারটি গোপন করছে এর পুরো দায় তাদের ওপর নয়। বিষয়টি নিয়ে বৈশ্বিকভাবেই গবেষকরা কাজ করছেন। পরীক্ষার ফলে একজন মানুষ তার শরীরে করোনার সংক্রমণ বিষয়ে জানতে পারেন। কিন্তু একই সঙ্গে তার মনে আরেকটি প্রশ্ন আসে, ‘আমি কি যথেষ্ট সচেতন ছিলাম না? আমি কি পর্যাপ্ত পূর্বপ্রস্তুতি নিইনি?’ বহু করোনা রোগীকে এমন প্রশ্ন করতে দেখা গেছে। তারা মনে করছেন, করোনা পরীক্ষার কারণেই তারা প্রিয়জন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
করোনায় আক্রান্তদের জন্য এই ভয় খুবই ভীতিকর। কারণ ভয় মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। মানুষের যুক্তিবোধ-বিচারবুদ্ধিকে প্রভাবিত করে ভয়। সংক্রমিত হওয়ার ঘটনা আড়াল করার আরও একটি কারণ ভাইরাসটি শরীরে থাকার মেয়াদ। মানুষ মনে করে, ভাইরাসটি শরীরে ১৪ বা ২১ দিন পর্যন্ত থাকে, এরপর ভাইরাসের ক্ষমতা শেষ হয়ে যায়। তখন আক্রান্ত ব্যক্তি কোনোমতে ১৪ অথবা ২১ দিন লোকচক্ষুর আড়ালে থেকে সমস্যার সমাধানের চেষ্টা করেন। কিন্তু এই প্রবণতা অনেক ক্ষেত্রেই আত্মঘাতী হয়ে যায়।
কিছুদিন আগেও মানুষ জানত না করোনাভাইরাস কতটা দ্রুত ছড়াতে পারে। কিন্তু একদল গবেষক বিষয়টি খোলাসা করেন পরীক্ষার মাধ্যমে। তাদের মতে, অনলাইন, সামাজিক যোগাযোগমাধ্যম ও পত্রপত্রিকায় অনেক ভুল সংবাদ প্রকাশিত হওয়ায় মানুষের মধ্যে সংক্রমিত হওয়া নিয়ে বিভিন্ন মনগড়া ধারণার সৃষ্টি হয়েছে। আর এই ধারণাগুলো সামাজিক পর্যায়ে সহজেই মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ে, যার ফলে মানুষ আতঙ্কিত হয়ে ওঠে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/abroad/175503/যুক্তরাষ্ট্রে-৬-মাসে-৩-লাখ-শিক্ষার্থী-করোনায়-আক্রান্ত
Post Come trough : PURBOPOSHCIMBD
বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাশ নিজ দেশ ভারতে ফিরে গেছেন। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে নিজ দেশে ফিরে গেলেন তিনি।
তিনি ঢাকা থেকে বিমান যোগে যশোর আসেন। এরপর সড়ক পথে বেনাপোল হয়ে ভারতে প্রবেশ করেন বলে নিশ্চিত করেন বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব। জানা যায়, বিকাল ৪টা নাগাদ তিনি সীমান্ত পার হয়ে গেছেন।
প্রসঙ্গত, গত বছরের ১ মার্চ রিভা গাঙ্গুলি দাশ বাংলাদেশে ভারতের হাইকমিশনার পদের দায়িত্বভার গ্রহণ করেন। তার স্বল্পকালিন দায়িত্বের মধ্যেই বাংলাদেশ-ভারতসহ সারাবিশ্ব করোনা মহামারির কবলে পড়ে। এই সংকটকালে তিনি দক্ষতার সঙ্গে বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুউচ্চ পর্যায়ে নিতে সক্ষম হন।
গত বুধবার তিনি বাংলাদেশের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সাথে বিদায়ী আলোচনা শেষ করেন। তার স্থলে নতুন হাই কমিশনার হয়ে আসছেন বিক্রম দোরাইস্বামী। এদিকে রিভা গাঙ্গুলি দাশ ফিরে যাওয়ার সময় চেকপোস্ট ইমিগ্রেশনে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বেনাপোল কাস্টমস হাউজের উপ-কমিশানার শামিমুর রহমান।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/national/175502/দেশে-ফিরে-গেলেন-রিভা-গাঙ্গুলি
Post Come trough : PURBOPOSHCIMBD
রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ হওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রী সূচনা ও তার ছোট ভাইয়ের গলিত মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। শনিবার (৩ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে মরদেহ দু’টি নদীতে ভেসে ওঠে।
রাজশাহী মহানগর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি মাসুদ জানান, মরদেহ দুটি সকালে স্থানীয়রা ভাসমান অবস্থায় দেখতে পান। মরদেহ দুটি নদীর তীরে থাকার কারণে স্থানীয়রা উদ্ধার করতে সক্ষম হন। পরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।
রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন জানান, গত ২৫ সেপ্টেম্বর বিকেলে পদ্মা নদীতে ১৩ যাত্রী নিয়ে রাজশাহীর নবগঙ্গা এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটে।
এ সময় ১১ জনকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হলেও সূচনা ও রিমন নিখোঁজ ছিলেন। মরদেহ না পেয়ে দু’দিন পর উদ্ধার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
এর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহীর পদ্মা নদীতে ১৫ জন যাত্রী নিয়ে ডুবে যায় একটি ছোট নৌকা। ১৩ জনকে জীবিত উদ্ধার করা গেলেও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থী সাদিয়া ইসলাম সূচনা ও তার চাচাতো ভাই রিমন নিখোঁজ হন।
এ ঘটনায় শনিবার (২৬ সেপ্টেম্বর) মহানগরীর দামকুড়া থানায় একটি মামলা দায়ের করেছে নৌ পুলিশ। শনিবার ভোরে যেখানে নৌকাডুবি ঘটেছিল সেই স্থানেই তাদের দুই জনের অর্ধগলিত মরদেহ ভেসে ওঠে।
নিখোঁজ সাদিয়া ইসলাম সূচনা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) বিবিএ তৃতীয় সেমিস্টারের ছাত্রী। থাকেন ঢাকার ধানমন্ডি এলাকায়। তিনি পবা উপজেলার খোলাবোনা এলাকায় চাচা জালাল উদ্দিনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। নিখোঁজ অন্যজন সূচনার চাচাতো ভাই রিমন। তার বাড়ি নওগাঁয়। সে অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/175501/পদ্মায়-ভেসে-উঠলো-ভাই-বোনের-মরদেহ
Post Come trough : PURBOPOSHCIMBD
দেশের প্রায় অর্ধেক অঞ্চলে ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/national/175499/দেশের-অর্ধেক-অঞ্চলে-ঝড়বৃষ্টির-সম্ভাবনা
Post Come trough : PURBOPOSHCIMBD
চলমান পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে শনিবার (৩ অক্টোবর) বিকেলে বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি।
এ বৈঠক (ভার্চুয়াল) অনুষ্ঠিত হবে। এতে লন্ডন থেকে যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, ঢাকা-১৮ আসনের উপনির্বাচন ঘিরে স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে যে কোন্দল সৃষ্টি হয়েছে- তা নিরসনে নেতারা আলোচনা করবেন। এছাড়াও সাংঘর্ষিক পরিস্থিতি এবং সরকারের সার্বিক কার্যক্রম নিয়েও পর্যালোচনা হবে বৈঠকে।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/politics/175498/বিএনপির-স্থায়ী-কমিটির-বৈঠক-বিকেলে
Post Come trough : PURBOPOSHCIMBD
করোনায় আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হাসপাতালে নেয়া হয়েছে। করোনা শনাক্ত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার বিকেলে সতর্কতাস্বরূপ তাকে জাতীয় সামরিক চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। হোয়াইট হাউজের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। খবর বিবিসি ও গার্ডিয়ানের।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, হোয়াইট হাউজ ত্যাগ করার আগে স্যুট ও মাস্ক পরে প্রেসিডেন্টকে বহনকারী বিশেষ হেলিকপ্টার মেরিন ওয়ান-এ উঠতে দেখা যায় ডোনাল্ড ট্রাম্পকে। এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে হাত নাড়লেও কারও সঙ্গে কথা বলেননি।
হোয়াইট হাউজ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্টের শরীরে মৃদু করোনা উপসর্গ দেখা দিয়েছে। শরীরে হালকা জ্বর রয়েছে। তবে তিনি বেশ চাঙা রয়েছেন। তাকে কিছু ওষুধও দেয়া হয়েছে।
এদিকে করোনা আক্রান্ত হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের কাছে ক্ষমতা হস্তান্তর করেননি বলে জানিয়েছেন হোয়াইট হাউসের কমিউনিকেশন ডিরেক্টর আলিসা ফারাহ।
তিনি বলেছেন, ট্রাম্প এখনো প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন। অতিরিক্ত সতকর্তার অংশ হিসেবে এবং চিকিৎসকদের পরামর্শে আগামী কয়েকদিন ওয়াল্টার রিড মেডিকেল সেন্টার থেকে দায়িত্ব পালন করে যাবেন তিনি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার করোনা আক্রান্ত হন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। মেলানিয়া সুস্থ থাকলেও শুক্রবার সকাল থেকে করোনার কিছু লক্ষণ প্রকাশ পেতে শুরু করে ট্রাম্পের। হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি কিছুটা ক্লান্তিবোধ করছিলেন। হালকা জ্বরও রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসের জটিলতার উচ্চ ঝুঁকিতে আছেন বলে সতর্ক করে দিয়েছেন চিকিৎসকরা। তারা বলেছেন, অনেক কারণ রয়েছে যেগুলো প্রেসিডেন্ট ট্রাম্পকে করোনাভাইরাসের গুরুতর জটিলতায় ফেলেছে।
চিকিৎসকদের মতে, বয়স এবং অতিরিক্ত ওজনের কারণে কোভিড-১৯ প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষেত্রে বেশি ঝুঁকি তৈরি করতে পারে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/abroad/175497/করোনায়-আক্রান্ত-ট্রাম্প-হাসপাতালে
Post Come trough : PURBOPOSHCIMBD
বৈঠকে বসছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, করোনার কারণে আটকে থাকা সাংগঠনিক কিছু বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহীর এই বৈঠকে থেকে।
আওয়ামী লীগের নীতিনির্ধারক নেতাদের সঙ্গে আলোচনা করে জানা গেছে, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে সহযোগী সংগঠন ও সম্মেলন হওয়া জেলা কমিটিগুলোর পূর্ণাঙ্গ কমিটি গঠন, বিভাগীয় উপ-কমিটিগুলো চূড়ান্ত করা, দীর্ঘদিন সম্মেলন না হওয়া জেলা-মহানগর-উপজেলা কমিটির দ্রুত সম্মেলনের মাধ্যমে দলকে তৃণমূল পর্যন্ত শক্তিশালীকরণ, সভাপতিমণ্ডলীর সদস্যদের সমন্বয়ে প্রস্তাবিত বিভাগভিত্তিক সাংগঠনিক কমিটি চূড়ান্তসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত আসতে পারে।
বৈঠকে স্বাস্থ্যবিধি মেনে দলটির কার্যনিবাহী সদস্যদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/politics/175496/বৈঠকে-বসছে-আওয়ামী-লীগের-কার্যনির্বাহী-কমিটি
Post Come trough : PURBOPOSHCIMBD
ভোলার চরফ্যাশনে ঘুমন্ত গৃহবধূর ওপর ঝাঁপিয়ে পড়া লম্পটের পুরুষাঙ্গ কেটে নিজের সম্ভ্রম বাঁচালেন এক গৃহবধূ। ধর্ষণের উদ্দেশে রাতের আধারে হামলা করেছে বলে অভিযোগ গৃহবধূর।
রোববার (২৭ সেপ্টেম্বর) দিনগত রাতে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ভাসানচর গ্রামের আবাসন প্রকল্পে এ ঘটনা ঘটে। নাঈম একই গ্রামের আজম আলী সর্দারের ছেলে। এলাকায় ভাড়ায় মোটরসাইকেল চালাত।
গৃহবধূ জানান, তার স্বামী ঘটনার রাতে বাড়ি ছিলেন না। ঘরে শিশু সন্তানসহ ঘুমিয়ে ছিলেন তিনি। গভীর রাতে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বাহিরে যান। এ সময়ে আগে থেকেই ওঁৎ পেতে থাকা নাঈম ঘরে ঢুকে চকির নিচে লুকিয়ে থাকে। বাহির থেকে এসে দরজা বন্ধ করে আবারও ঘুমিয়ে পড়লে নাঈম তাকে ঝাপটে ধরে এবং মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। নিজের সম্ভ্রম বাঁচাতে ধস্তাধস্তির মধ্যেই চৌকির পাশে সেলাইরত কাঁথার সাথে থাকা ব্লেড নিয়ে নাঈমের পুরুষাঙ্গ কেটে দেন।
প্রতিবেশী মাকসুদ জানান, পুরুষাঙ্গ কাঁটার পর যন্ত্রণায় চিৎকার শুরু করেন নাঈম। ডাকচিৎকারে তারা ছুটে আসেন এবং নাঈমকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়া হয়।
গৃহবধূ আরো জানান, স্বামীর সাথে পূর্বপরিচয়ের সূত্রে নাঈম তার বাড়িতে আসা যাওয়া করতো। এক পর্যায় নাঈম তাকে কু-প্রস্তাব দিতে শুরু করে। বিষয়টি তিনি স্বামীসহ পরিবারের সদস্যদের অবহিত করেন।
গ্রামবাসীরা জানান, নাঈম বিবাহিত এবং দুই সন্তানের জনক।
চরফ্যাশন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাসেল আহমেদ মিয়া জানান, রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা লম্পট নাঈমকে (৩৫) উদ্ধার করে প্রথমে চরফ্যাশন হাসপাতালে নিয়ে আসে। কিন্তু পুরুষাঙ্গে ৫০ ভাগ ক্ষত থাকায় পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শশীভূষণ থানার ওসি রফিকুল ইসলাম জানান, গৃহবধূ নিজেই বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/3n7MXMR
Post Come trough : নাচোল নিউজ
বৈঠকে বসছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, করোনার কারণে আটকে থাকা সাংগঠনিক কিছু বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহীর এই বৈঠকে থেকে।
আওয়ামী লীগের নীতিনির্ধারক নেতাদের সঙ্গে আলোচনা করে জানা গেছে, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে সহযোগী সংগঠন ও সম্মেলন হওয়া জেলা কমিটিগুলোর পূর্ণাঙ্গ কমিটি গঠন, বিভাগীয় উপ-কমিটিগুলো চূড়ান্ত করা, দীর্ঘদিন সম্মেলন না হওয়া জেলা-মহানগর-উপজেলা কমিটির দ্রুত সম্মেলনের মাধ্যমে দলকে তৃণমূল পর্যন্ত শক্তিশালীকরণ, সভাপতিমণ্ডলীর সদস্যদের সমন্বয়ে প্রস্তাবিত বিভাগভিত্তিক সাংগঠনিক কমিটি চূড়ান্তসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত আসতে পারে।
বৈঠকে স্বাস্থ্যবিধি মেনে দলটির কার্যনিবাহী সদস্যদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/politics/175496/বৈঠকে-বসছে-আওয়ামী-লীগের-কার্যনিবাহী-কমিটি
Post Come trough : PURBOPOSHCIMBD
আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি তুলা রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ প্রেমের দেবতা শুক্রাচার্য, দেবগুরু বৃহস্পতি ও ন্যায়ের দেবতা শনির প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে মীন রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। দীর্ঘদিনের ভোগ্যবাধিপীড়া থেকে পরিত্রাণের পথ প্রশস্ত হবে। শ্রমিক কর্মচারীদের মনে মালিকপ্রীতি দেখা দিতে পারে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
হাতে থাকা প্রায় কাজই সহজে সম্পন্ন হবে। বাণিজ্যিক সফর লাভদায়ক এমনকি ভ্রমণকালীন বন্ধুত্ব সারা জীবনের পাথেয় হবে। গৃহবাড়ি ভূমিসম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণের দিকে ধাবিত হবে। দীর্ঘদিনের ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
শুভাশুভ মিশ্রফল প্রদান করবে। যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাতে থাকবে শূন্য। দুর্জন আত্মীয়বেশে আপনার সুখের সংসারে অশান্তির অনল জ্বেলে দিতে পারে। লটারি জুয়া রেস শেয়ার হাউজিং প্রভৃতিতে বিনিয়োগ ঘাতক প্রমাণিত হবে।
মিথুন [২১ মে-২০ জুন]
দীর্ঘদিনের আটকে থাকা বিল পাস হবে। ব্যবসা-বাণিজ্যে মজুদ মালের দাম অধিক বৃদ্ধি পাবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। হারানো ধনসম্পদ সম্পত্তি ব্যবসা ফিরে পাওয়ার পথ খুলবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
বেকারদের কর্মপ্রাপ্তি হারানো কর্ম পুনরুদ্ধার এমনকি নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। শিক্ষার্থীদের হাতে নিত্যনতুন সুযোগ এসে হাজির হবে। শত্রু ও বিরোধীপক্ষের সব পরিকল্পনা নস্যাৎ হয়ে পড়বে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে। যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফলতাপ্রাপ্ত হবেন। মামলা-মোকদ্দমা ও কোর্টকেসের রায় পক্ষে আসবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্য ও বিবাহসংক্রান্ত দুশ্চিন্তার অবসান ঘটবে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা অধিক ভারী হয়ে থাকবে। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক বলে প্রমাণিত হবে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড়ভাড় তীব্রগতির বাহন বর্জন করুন। প্রেম বন্ধুত্ব শুভ।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। প্রেমিকযুগলের প্রেম সমাজে স্বীকৃতি পাবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক্স সামগ্রীর পসরা সাজবে। সন্তানদের ক্যারিয়ার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
শরীর-স্বাস্থ্যের প্রতি তীক্ষ্ণ নজর রাখুন। অর্থকড়ির মামলায় কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। শ্রমিক-কর্মচারীদের মনে মালিকপ্রীতি দেখা দেবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য-সহযোগিতাপ্রাপ্ত হবেন। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। শত্রু ও বিরোধীপক্ষ আপনার উন্নয়ন ও প্রভাব-প্রতিপত্তির বাড়বাড়ন্ত দেখে পিছু হটবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহবিবাদের মীমাংসা হবে। সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভফল প্রদান করবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন লাভের পথ প্রশস্ত হবে। ভাইবোনদের কাছ থেকে ভরপুর সাহায্যসহযোগিতা পাবেন। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। রাগ জেদ অহংকার আবেগ বর্জন করার আবশ্যকতা রয়েছে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। শূন্য পকেট পূর্ণ শুধু নয়, দিনটি ঋণমুক্তির জন্য রেকর্ড হয়ে থাকবে। দাম্পত্য জীবন কটুতায় ভরে থাকলেও বিচ্ছেদের সম্ভাবনা নেই। শিক্ষার্থীদের জন্য নিত্যনতুন সুযোগ অপেক্ষা করবে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/feature/175494/আজকের-রাশিফল
Post Come trough : PURBOPOSHCIMBD