কিভাবে গুগল ক্রোমে ঝকঝকে বাংলা দেখবেন ? বাংলা লেখার সঠিক ইউনি কোড না থাকার দরুন এখনো কিছু কিছু ব্রাউজার ভালো মতো বাংলা লেখা সাপোর্ট করে না। Google Chrome একটি জনপ্রিয় ওয়েব ব্রাউজার। সব ব্রাউজার কে পিছনে ফেলে গুগল ক্রম এখন সবার সেরা। ফন্ট সেটিংস ছাড়াই গুগল ক্রোমে সুন্দর বাংলা দেখা যায় কিন্তু কিছু যুক্ত অক্ষরে একটু আধাটু সমস্যা হয় । এরমধ্যে একটি কমন সমস্যা হল বাংলা লাইনগুলির লেখাগুলি বক্স আকারে দেখানো। --প্রথমে এড্রেসবারে chrome://settings/fonts লিখে Enter দিন অথবা সেটিং থেকে ম্যানুয়ালী সেটিংস এ গিয়ে Under the Hood এ ক্লিক করে Web Content থেকে Customized Fonts… অপশনে ক্লিক করুন। --এরপর নিচের স্ক্রিনশর্টে দেখানো Sans-serif font থেকে SolaimanLipi কিংবা SiyamRupali অথবা আপনার পছন্দমত যেকোন ইউনিকোড ফন্ট সিলেক্ট করে দিন। এবং Encoding থেকে Unicode UTF-8 সিলেক্ট করে দিন। এরপর Finished অপশনে ক্লিক করুন। আশা করি আর আপনার গুগল ক্রোমে বাংলা লেখা দেখার সমস্যা হবে না।
(RSS generated with FetchRss) BLACK iz it - the revolution for information & communication on Facebook http://bit.ly/2jO8VDH
(RSS generated with FetchRss) BLACK iz it - the revolution for information & communication on Facebook http://bit.ly/2jO8VDH