
মোঃ আলামিন হোসেন কলারোয়া প্রতিনিধিঃ
সাতক্ষীরার কলারোয়ায় বালিয়াডাঙ্গা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার সীমান্তবর্তী কেড়াগাছি ইউনিয়নের প্রাণকেন্দ্র বালিয়াডাঙ্গা বাজারের সামসুল হকের মিল চত্বরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
কেঁড়াগাছি ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ভূট্টোলাল গাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত ঐ স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও ভারপ্রাপ্ত জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এসএম মোস্তফা কামাল ।
বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ শামীম হোসেনের পবিত্র কোরআন তেলাওয়াত ও শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রমের সভাপতি অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্রের ভগবত গীতা পাঠের মাধ্যমে সুচিত হওয়া ঐ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অত্র এলাকার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন মাহাবুব উদ্দিন খোকন (বীর বিক্রম) , কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু,ভিডিও কনফারেন্সের মাধ্যমে আরো যুক্ত হন- কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা, ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহকারী অধ্যাপক দুলাল চন্দ্র গাইন,কলারোয়া থানার অফিসার ইনচার্জ ( তদন্ত) হারান চন্দ্র পাল , অত্র এলাকার মুক্তিযুদ্ধ কালীন কমান্ডার ও সাবেক সাতক্ষীরা জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, সাতক্ষীরা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক,যুদ্ধ কালীন কমান্ডার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসান- উজ- জামান, সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল রশিদ, কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, কেড়াগাছি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী,স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের সহকারী অধ্যাপক দুলাল চন্দ্র গাইন বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের মধ্যে বালিয়াডাঙ্গা যুদ্ধটি ছিলো অত্যাধিক। এ সময় তিনি ঐতিহাসিক বালিয়াডাঙ্গা বাজারে একটি আধুনিক মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও মুক্তিযুদ্ধ বিষয়ক যাদুঘর নির্মাণ করার দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, আমাদের নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে হবে।তা না হলে আমাদের ভবিষ্যত প্রজন্ম শিকড়হীন হয়ে যাবে। এ সময় তিনি বালিয়াডাঙ্গা মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান ও স্মৃতি জাদুঘর স্থাপন সহ নানা উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
Post Written by : Rony Islam
Original Post URL : https://ift.tt/33BVLBv
Post Come trough : নাচোল নিউজ