শিক্ষা দিবসে শহীদদের প্রতি ছাত্রলীগের ফুলেল শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদকমহান শিক্ষা দিবসে শিক্ষা অধিকার চত্ত্বরে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টায় হাইকোর্টের মূল ফটকের বাইরে শিক্ষা অধিকার চত্ত্বরে ফুলেল শ্রদ্ধা জানায় সংগঠনটির নেতাকর্মীরা।
ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে তারা শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সহ কেন্দ্রীয়, বিশ্ববিদ্যালয়, হল ও বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১৯৬২ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃঢ় নেতৃত্ব ও বলিষ্ঠ ভূমিকায় পাকিস্তানি শাসন, শোষণ ও কুখ্যাত 'শরীফ কমিশন' প্রস্তাবিত শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শাহাদাত বরণ করেন বীর ওয়াজিউল্লাহ, গোলাম মোস্তফা, বাবুল, কাঞ্চন প্রমুখ।
জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে ১৭ সেপ্টেম্বর ‘শিক্ষা দিবস’ হিসেবে পালিত হয়। বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে থাকে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/politics/173727/শিক্ষা-দিবসে-শহীদদের-প্রতি-ছাত্রলীগের-ফুলেল-শ্রদ্ধা
Post Come trough : PURBOPOSHCIMBD