মৌসুমের প্রথম জয় পেলো পিএসজি
খেলা
স্পোর্টস ডেস্কনতুন মৌসুমে লস এবং অলিম্পিক মার্সেইয়ের বিপক্ষে হেরে হোঁচট খায় প্রথমবার উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলা প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। অবশেষে তৃতীয় ম্যাচে এসে মেসের বিপক্ষে মৌসুমের প্রথম জয় পেলো দলটি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে ম্যাচের ১২তম মিনেটেই এগিয়ে যাওয়ার সুযোগ আসে স্বাগতিকদের সামনে। অ্যাঞ্জেল ডি মারিয়ার ক্রসকে হেডে রুপান্তর করেন মাউরো ইকার্দি। কিন্তু তা জালের ঠিকানা খুঁজে পায়নি।
তবে শেষ পর্যন্ত পুরো একাদশ নিয়ে খেলতে পারেনি পিএসজি। দ্বিতীয়বার হলুদ কার্ড দেখলে ৬৫ মিনিটে মাঠ ছাড়তে হয় ডিফেন্ডার আবদু দিয়ালোকে। এর ঠিক ২০ মিনিট পর চোট পেয়ে মাঠের বাইরে যান বদলি হিসেবে নামা হুয়ান বের্নাত।
৯ জনের দলে পরিণত হওয়া পিএসজির কাছে তখন যেন হার এড়ানোই আসল কথা। তবে দেয়াল পিঠ ঠেকে যাওয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের আনন্দে ভাসান ইউলিয়ান ডাক্সলার। অতিরিক্ত সময়ের তিন মিনিটে এই জার্মান মিডফিল্ডারের মাথাস্পর্শী গোলেই জয় পায় লিগ জায়ান্টরা।
দ্বিতীয় ম্যাচটিতে লাল কার্ড দেখায় তৃতীয় ম্যাচটিতে নিষিদ্ধ হয়েছেন নেইমার ও পারেদেস, করোনা থেকে সুস্থ হয়ে ফিরতে পারেননি এমবাপে।
তৃতীয় ম্যাচে এসে প্রথম গোল ও জয় পাওয়া পিএসজি আছে ১৫তম স্থানে। সমান তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে রেন। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় পরের দু’টি স্থানে রয়েছে যথাক্রমে মোনাকো ও লিল।
পূর্বশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/sports/173723/মৌসুমের-প্রথম-জয়-পেলো-পিএসজি
Post Come trough : PURBOPOSHCIMBD