
দুর্বৃত্তের হামলা আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের বাবা ওমর আলী শেখকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সকালে তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, ইউএনও ওয়াহিদা খানমের বাবা ওমর আলী শেখের শরীরের একাংশ অকার্যকর হওয়ায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।
এদিকে, ইউএনও ওয়াহিদা খানম এখন অনেকটাই শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের চিকিৎসক মো. জাহেদ হোসেন আরও জানান, দু-একদিনের মধ্যে ওয়াহিদাকে কেবিনে স্থানান্তর করা হবে। ওয়াহিদা তার ডান হাতের কনুই পর্যন্ত নাড়াতে পারছেন বলেও জানান তিনি। এছাড়া, খেতে পারছেন শক্ত খাবার।
দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি বাসভবনে ২ সেপ্টেম্বর রাতে ইউএনও ওয়াহিদা খানম ও তাঁর বাবার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। তাদেরকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে। গুরুতর অবস্থায় তাদেরকে প্রথমে দিনাজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পরে ওয়াহিদাকে রংপুর কমিউনিটি হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। অবস্থা গুরুতর হওয়া ইউএনও ওয়াহিদা খানমকে এয়ার অ্যাম্বুলেন্সে রংপুর থেকে ঢাকায় আনা হয়। জরুরি ভিত্তিতে করা হয় অস্ত্রোপচার। বর্তমানে তিনি ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/2RosjJH
Post Come trough : নাচোল নিউজ