টিসিবির ৩০ টাকায় পেঁয়াজ বিক্রি শুরু
নিজস্ব প্রতিবেদকসারাদেশে ২৭৫টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ৩০ টাকা কেজি দরে এই পেঁয়াজ বিক্রি করা হচ্ছে।
টিসিবি সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকে পেঁয়াজের সঙ্গে নিয়মিত তিন পণ্য তেল, চিনি ও ডালও বিক্রি করবে টিসিবি। একজন ভোক্তা সর্বোচ্চ দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন।
এছাড়া চিনি ও মসুর ডাল বিক্রি হবে ৫০ টাকা কেজি দরে। এই মানের চিনি খুচরা বাজারে ৬৫ থেকে ৭০ টাকা এবং মসুর ডাল ৯০ থেকে ১২০ টাকা কেজি। একজন ভোক্তা সর্বোচ্চ দুই কেজি করে কিনতে পারবেন। সয়াবিন তেল প্রতি লিটার ৮০ টাকা দরে (দুই ও পাঁচ লিটারের বোতল) কিনতে পারবেন। বাজারে এ মানের সয়াবিন তেল এখন ১০৫ থেকে ১১০ টাকা লিটার।
গত শুক্রবার ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, বর্তমান করোনা পরিস্থিতি ও বন্যা পরবর্তী পরিস্থিতিতে ভ্রাম্যমাণ ট্রাকে করে টিসিবি এসব পণ্য বিক্রি করবে। সেক্ষেত্রে ঢাকায় ৪০টি, চট্টগ্রামে ১০টি, রংপুরে ৭টি, ময়মনসিংহে ৫টি, রাজশাহীতে ৫টি, খুলনায় ৫টি, বরিশালে ৫টি, সিলেটে ৫টি, বগুড়ায় ৫টি, কুমিল্লায় ৫টি, ঝিনাইদহে ৩টি ও মাদারীপুরে ৩টি ট্রাকে করে বিক্রি হবে পেঁয়াজ।
অবশিষ্ট জেলা ও উপজেলায় প্রত্যেকটিতে দুটি করে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করা হবে। এছাড়া টিসিবির আঞ্চলিক কার্যালয়ের আওতাভুক্ত উপজেলায় অতিরিক্ত ৫টি ট্রাকে ও বন্যাকবলিত জেলা ও উপজেলায় পরিস্থিতি বিবেচনায় ১৩টি ট্রাক পণ্য বিক্রি করবে। আর এই বিক্রি কার্যক্রম শুক্রবার ও শনিবার বাদে ১ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত চলবে।
এর আগে গত বৃহস্পতিবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, পেঁয়াজের দাম বাজারে একটু বেড়েছে। বন্যার কারণে সরবরাহে সমস্যা হয়েছে। আমরা দাম কমাতে চেষ্টা করছি। টিসিবি বড় পরিসরে নামছে। আগামী ১৩ তারিখ (আজ) থেকে ন্যায্যমূল্যে খোলা বাজারে টিসিবি পেঁয়াজ বিক্রি শুরু করবে। এছাড়া এবার আমরা সর্বকালের রেকর্ড ভঙ্গ করে সর্বোচ্চ পরিমাণ পেঁয়াজ আমদানি করবো।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/finance-trade/173237/টিসিবির-৩০-টাকায়-পেঁয়াজ-বিক্রি-শুরু
Post Come trough : PURBOPOSHCIMBD