টিকিটের জন্য আজও সৌদি প্রবাসীদের ভিড়
নিজস্ব প্রতিবেদকটিকিটের জন্য কারওয়ানবাজারে সৌদিয়া এয়ারলাইন্স ও মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাউন্টারের সামনে আজও ভিড় করেছেন সৌদি প্রবাসীরা। তাদের বেশিরভাগই টোকেনধারী। সৌদিয়া এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, পহেলা অক্টোবর থেকে দেয়া হবে নতুন টোকেন।
আজ ৫০০ থেকে ৮৫০ পর্যন্ত টোকেনধারীরা টিকিট পাচ্ছেন। টিকিটের জন্য ভোর থেকেই ভিড় জমান তারা। প্রবাসীরা বলছেন, আকামার মেয়াদ বাড়ানোয় তারা কিছুটা নিশ্চিত রয়েছেন। তবে, ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। সিরিয়াল অনুসারে আসন বরাদ্দের দাবি জানিয়েছেন তারা।
টিকিট যাতে সিন্ডিকেটের হাতে না পড়ে, সে বিষয়ে বিশেষ নজর রাখার দাবিও জানান তারা। তবে অনেকে টোকেন না পেয়ে হতাশা নিয়ে ফিরে যাচ্ছে। এজেন্সির মাধ্যমে নয়, সিরিয়াল অনুযায়ী টিকিট দেয়ার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ।
পূর্বপশ্চিমবিডি/জেআর
Post Written by :
Original Post URL : https://ppbd.news/national/174607/টিকিটের-জন্য-আজও-সৌদি-প্রবাসীদের-ভিড়
Post Come trough : PURBOPOSHCIMBD