অবশেষে বার খোলার অনুমতি পেল আবাসিক হোটেলগুলো
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দেশের বারগুলো বন্ধের নির্দেশনা দিয়েছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অবশেষে বার খুলে দেয়ার অনুমতি দিল তারা। তবে খোলা যাবে শুধু আবাসিক হোটেলের বারগুলো।
নিজস্ব প্রতিবেদককরোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দেশের বারগুলো বন্ধের নির্দেশনা দিয়েছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অবশেষে বার খুলে দেয়ার অনুমতি দিল তারা। তবে খোলা যাবে শুধু আবাসিক হোটেলের বারগুলো।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) অধিদপ্তরের এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।
আদেশে বলা হয়, করােনাভাইরাসের প্রাদুর্ভাবজনিত উদ্ভূত পরিস্থিতিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩১ মার্চ এক বিজ্ঞপ্তির মাধ্যমে হােটেল বার/রেস্টুরেন্ট বার/ক্লাব বারসমূহ বন্ধ রাখার জন্য নির্দেশনা দেয়া হয়েছিল।
বর্তমানে শুধু আবাসিক হােটেলের বারসমূহের (যে সকল হােটেলে আবাসন ব্যবস্থা ও বার রয়েছে) কার্যক্রম চালু করার অনুমতি দেয়া হলাে।
পূর্বপশ্চিমবিডি/ এনএন
Post Written by :
Original Post URL : https://ppbd.news/national/174608/অবশেষে-বার-খোলার-অনুমতি-পেল-আবাসিক-হোটেলগুলো
Post Come trough : PURBOPOSHCIMBD