
রোগীর চাপ বাড়ছে রাজধানীর হাসপাতালগুলোতে। করোনার ভয় কমে যাওয়ায় অনেকেই ভিড় করছেন সেবা নেয়ার জন্য। অনেক হাসপাতালে শয্যা না পেয়ে মেঝে-বারন্দায় আশ্রয় নিয়েছেন রোগীরা। সেবা নিশ্চিত করার উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে হাসপাতালগুলোর কর্তৃপক্ষ।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে সরজমিনে ঘুরে দেখা গেছে, সাম্প্রতিক সময়ে প্রতিদিন সকাল থেকেই রোগীর চাপ শুরু হয়। করোনা সংক্রমণ শুরুর পর হাসপাতালে কমে গিয়েছিল রোগী। তবে, এখন আর সেই অবস্থা নেই। ভিড় লেগেই থাকছে সব জায়গায়। এর মধ্যেই সেবার পাওয়ার অপেক্ষা করতে হয় রোগীদের।
৪১৪ শয্যার হাসপাতালটিতে বর্তমানে নন-কোভিড রোগীদের জন্য বরাদ্দ ৩৫৮টি শয্যা। তবে, এর বিপরীতে রোগী ভর্তি আছেন ৭২০ জন। সব ধরনের সেবা স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের অবস্থাও একই। ধারণ ক্ষমতার বেশি রোগী ভর্তি হয়েছে বেশ কয়েকটি ওয়ার্ডে। শয্যা না পেয়ে অনেকে জায়গা নিয়েছেন মেঝে-বারান্দায়।
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/33Z7Hh9
Post Come trough : নাচোল নিউজ