আহমদ শফীর একটাই জানাজা হবে: আনাস মাদানী
নিজস্ব প্রতিবেদকহেফাজত আমির আল্লামা শাহ আহমদ শফীর মরদেহ ভোরের দিকে হাটহাজারী মাদ্রাসায় নেয়া হবে। তবে জানাজা ঢাকায় হবে কিনা, কয়টা জানাজা হবে এসব বিষয় নিয়ে সাধারণ মানুষের মাঝে কৌতূহল ছিল। বিষয়টি পরিষ্কার করেছেন আল্লামা শফীর ছেলে মাওলানা আনাস মাদানী।
শুক্রবার রাতে রাজধানীর গেণ্ডারিয়ায় আজগর আলী হাসপাতালের সামনে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি বলেন, আমার আব্বা সারা জীবন এক জানাজার পক্ষে ছিলেন।
তার একটিই জানাজা হবে। সেটি হবে হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গণে। এসময় আনাস মাদানী বলেন, আমি দেশবাসীর প্রতি আব্বার জন্য দোয়া চাই। তিনি হাটহাজারী মাদ্রাসাকে আগলে রেখেছিলেন। জানাজা শনিবার দুপুর ২টায় চট্টগ্রামের আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় অনুষ্ঠিত হবে।
হেফাজতে ইসলামের আমির ও চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার সদ্য বিদায়ী মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী শুক্রবার সন্ধ্যায় মারা যান।
আহমদ শফীর ছেলে আনাস মাদানী জানান, আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় মৃত্যুবরণ করেন আহমদ শফী।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ জানান, আহমদ শফীর বয়স হয়েছিল ১০৩ বছর।
পূর্বপশ্চিমবিডি/জেআর
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/national/173923/আহমদ-শফীর-একটাই-জানাজা-হবে:-আনাস-মাদানী
Post Come trough : PURBOPOSHCIMBD