যুবলীগ নেতার বাসা থেকে ২৫০ ক্যান বিয়ার উদ্ধার
নিজস্ব প্রতিবেদকলক্ষ্মীপুরের রায়পুরে ২৫০ ক্যান বিয়ারসহ মিজানুর রহমান ঢালী নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার উত্তর চরআবাবিল ইউনিয়নের গজারিয়া গ্রাম থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেফতার করে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে রায়পুর থানায় হস্তান্তর করা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছে থানা পুলিশ।
মিজান উত্তর চর আবাবিল ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও একই ইউনিয়নের গজারিয়া গ্রামের ফজলুল করিম ঢালীর ছেলে। তিনি উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মঞ্জুর হোসেন সুমনের অনুসারী হিসেবে পরিচিত।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে যুবলীগ নেতা মিজানুর রহমানকে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী তার বাড়ি থেকে ২৫০ ক্যান বিদেশি বিয়ার জব্দ করা হয়।
পূর্বপশ্চিমবিডিজেআর
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/whole-country/173924/যুবলীগ-নেতার-বাসা-থেকে-২৫০-ক্যান-বিয়ার-উদ্ধার
Post Come trough : PURBOPOSHCIMBD