করোনায় আক্রান্ত রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা
সারাদেশ
রাজশাহী প্রতিনিধিকরোনায় আক্রান্ত হয়েছেন রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম। করোনা আক্রান্ত হয়ে বর্তমানে তিনি রাজশাহী নগরীর সিঅ্যান্ডবি এলাকার বাসা থেকে চিকিৎসা নিচ্ছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ মারা যাওয়ার পর পাবনা-৪ আসনের (ঈশ্বরদী-আটঘরিয়া) শূন্য পদের সংসদীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। সেই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম। সেখানে তিনি গত মাসজুড়ে নির্বাচন নিয়ে কাজ করেছেন। এছাড়া ভোটার আইডি ও ন্যাশনাল আইডিসহ বিভিন্ন কাজের সাথে জড়িত ছিলেন। এসব কাজ করতে গিয়েই তার শরীরে জ¦র, গলাব্যথা, মাথাব্যথা ও গা ব্যথা শুরু হয়। সন্দেহ থেকে তিনি করোনা ভাইরাস পরীক্ষা করান। গত ২৯ অক্টোবর রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে তার নমুনা সংগ্রহ করা হয়। সেখানে তার করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে।
মুঠোফোনে ফরিদুল ইসলাম জানান, প্রথমদিকে তার শারীরিক অসুস্থতা ছিলো। বর্তমানে তিনি সুস্থ আছেন। বাসা থেকেই তার চিকিৎসা চলছে। তার সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/3bwHZng
Post Come trough : PURBOPOSHCIMBD