সারা বিশ্ব যখন করোনা ভাইরাস নিয়ে দিশেহারা, দেশব্যাপী যখন সকল ধরণের সামাজিক অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে, তখনও সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের আজুগড়া পাকুরতলা গ্রামে বাল্যবিবাহের আয়োজন থেমে নেই।এই রকম একটি বাল্যবিবাহ বন্ধ করেন বেলকুচি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। তিনি সপ্তম শ্রেনীতে পড়ুয়া ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করেন।সোমবার বিকালে আজুগড়া পাকুরতলা গ্রামে কনের নানা বাড়ীতে উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত হন। তখন কনের নানার বাড়ীতে বেলকুচি উপজেলার আজুগড়া পাকুরতলা গ্রামের সপ্তম শ্রেণীর ছাত্রী (১৩) এর সাথে শাহজাদপুর উপজেলার জামিরতা গ্রামের তাত শ্রমিক (৩০) এর বিয়ের আয়োজন চলছিল। কনে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রী। কনে অপ্রাপ্তবয়স্ক।ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ বন্ধ করেন এবং কনের মাকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝালে তিনি তার ভুল বুঝতে পারেন এবং তার মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পেশকার মোঃ হাফিজ উদ্দিন ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/3bAxtvm
Post Come trough : নাচোল নিউজ