করোনার টিকা বিনামূল্যে দেওয়ার আহ্বান
মহামারি করোনার ভ্যাকসিন বিশ্বের সবাইকে বিনামূল্যে দেওয়ার আহ্বান জানিয়েছেন ১৯ নোবেল বিজয়ীসহ ১১৪ জন বিশ্বনেতা। এর মধ্যে ৩৬ জন সাবেক রাষ্ট্রপ্রধান, রাজনীতিবিদ, শিল্পী ও আন্তর্জাতিক এনজিও বিশেষজ্ঞ রয়েছেন।
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্কমহামারি করোনার ভ্যাকসিন বিশ্বের সবাইকে বিনামূল্যে দেওয়ার আহ্বান জানিয়েছেন ১৯ নোবেল বিজয়ীসহ ১১৪ জন বিশ্বনেতা। এর মধ্যে ৩৬ জন সাবেক রাষ্ট্রপ্রধান, রাজনীতিবিদ, শিল্পী ও আন্তর্জাতিক এনজিও বিশেষজ্ঞ রয়েছেন।
বাংলাদেশের ইউনূস সেন্টারের উদ্যোগে বিশ্বনেতারা বিবৃতিতে সই করেন। তাদের দাবি- করোনার ভ্যাকসিন বিশ্বের সবাইকে বিনামূল্যে দিতে হবে।
বিবৃতিতে বলা হয়, আমরা বিভিন্ন সরকার, ফাউন্ডেশন, পরোপকারী ব্যক্তি ও সামাজিক ব্যবসাসমূহকে এ ভ্যাকসিনগুলো বিশ্বব্যাপী বিনামূল্যে উৎপাদন এবং বিতরণ করতে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা সব রাজনৈতিক, সামাজিক ও স্বাস্থ্য-সংশ্লিষ্ট সংগঠনকে সব বৈষম্যের ঊর্ধ্বে থেকে সব দুর্বল মানুষের রক্ষায় এগিয়ে আসতে আমাদের সম্মিলিত দায়িত্ব পুনর্ব্যক্ত করতে আহ্বান জানাচ্ছি।
বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন- ড. মুহাম্মদ ইউনূস, ডেসমন্ড টুটু, মিখাইল গর্বাচেভ, বনো, রিচার্ড ব্র্যানসন, মালালা ইউসুফজাই, মাহাথির মোহাম্মদ, লুলা, জর্জ ক্লুনি,লেস ওয়ালেসা, জোডি উইলিয়ামস, শ্যারন স্টোন, ফরেস্ট উইটেকার, লিমা বুয়ি, মেরি রবিনসন, তাওয়াক্কল কারমান, রতন টাটা প্রমুখ।
উল্লেখ্য, করোনা ভাইরাসে বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে ৫ লাখ ৫২ হাজার ২৯ জনে দাঁড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি ২১ লাখ ৬৪ হাজার ১৭৩ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭০ লাখ ৩০ হাজার ৬ জন।
পূর্বপশ্চিম-এইচএইচ
পূর্বপশ্চিম পড়তে ক্লিক করুন https://ppbd.news
Post Written by :
Original Post URL : https://ift.tt/31Y0sGF
Post Come trough : PURBOPOSHCIMBD