গোসলখানায় ছুরিকাঘাতে কিশোরী খুন
রাজধানীর দক্ষিণখানে দুর্বৃত্তের ছুরির আঘাতে আলো আক্তার (১৭) নামের এক কিশোরী খুন হয়েছে।
নিজস্ব প্রতিবেদকরাজধানীর দক্ষিণখানে দুর্বৃত্তের ছুরির আঘাতে আলো আক্তার (১৭) নামের এক কিশোরী খুন হয়েছে।
সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণখান দক্ষিণ পাড়া জামে মসজিদ গলির আ. কাদের সিদ্দিকীর ভাড়া টিনসেড বাড়িতে এই ঘটনা ঘটে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
দিনাজপুর বীরগঞ্জ উপজেলার সরকার বাড়ি এলাকার রবিউল ইসলামের মেয়ে আলো। পরিবারের সঙ্গে দক্ষিণখানের ওই বাসায় ভাড়া থাকতো। স্থানীয় একটি প্যান্ট ওয়াশ কারখানায় চাকরি করতো। চার বোনের মধ্যে সবার ছোট ছিল আলো।
নিহতের ভগ্নিপতি ওমর ফারুক জানান, সোমবার রাতে আলো কারখানা থেকে বাসায় ফিরে বাইরে থাকা গোসলখানায় গোসল করছিল। হঠাৎ তার চিৎকার শোনা যায়। স্বজন ও প্রতিবেশীরা এসে দেখে আলো রক্তাক্ত অবস্থায় গোসলখানার ভেতর পড়ে আছে।
দক্ষিণখান থানার উপ পরিদশর্ক (এসআই) আ. আজিজ জানান, রাতে কিশোরীর মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
পূর্বপশ্চিমবিডি/এইচ
পূর্বপশ্চিম পড়তে ক্লিক করুন https://ppbd.news
Post Written by :
Original Post URL : https://ift.tt/3hm5kdi
Post Come trough : PURBOPOSHCIMBD