বাড়ির ছাদে গাঁজার চাষ!
রাজধানীর কামরাঙ্গীরচরে একটি বাড়ির ছাদে গাজা চাষের সন্ধান পাওয়া গেছে। পুলিশ গাঁজা চাষের অভিযোগে রিপন নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করে।
সোমবার (৬ জুন) কামরাঙ্গীরচর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মোস্তফা আনোয়ার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার রাতে কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুর ৬ নম্বর গলির সামনে দুই দফা অভিযান চালানো হয়। এরপর রাতে আক্কাস মিয়ার ৫ তলা বাড়ির ছাদে তল্লাশি চালিয়ে গাঁজার গাছ পাওয়া যায়। পরে গাঁজার গাছ জব্দ ও রিপনকে গ্রেপ্তার করা হয়। রিপন পেশাদার মাদক কারবারি।
এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায় মামলা হয়েছে। ওই মামলায় সোমবার রিপনকে আদালতে পাঠানো হয়েছে। রিপন এর আগেও ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য নিয়ে গ্রেপ্তার হয়েছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
স্থানীয়রা বলছে, কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুরের কয়েকটি গলিতে রিপন গড়ে তুলেছে মাদকের আখড়া।
পূর্বপশ্চিম-এনই
পূর্বপশ্চিম পড়তে ক্লিক করুন https://ppbd.news
Post Written by :
Original Post URL : https://ift.tt/3e13E6F
Post Come trough : PURBOPOSHCIMBD