বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃতের নতুন রেকর্ড
ভাঙছে আগের আক্রান্ত ও মৃতের সব রেকর্ড
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্কচীন থেকে বিশ্বের ২১৩টি দেশে ছড়িয়েছে করোনাভাইরাস। ধারণ করেছে ভয়াবহরূপ। কিছু দেশ এই ভাইরাসের প্রকোপ কিছুটা নিয়ন্ত্রণ করতে পেরেছে। তবে চারটি দেশে এখনও তাণ্ডব চালাচ্ছে কোভিড-১৯। এতে ভাঙছে আগের আক্রান্ত ও মৃতের সব রেকর্ড।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে ২ লাখ ৫৯ হাজার ৮৪৮ জন করোনা আক্রান্ত হয়েছে। যা বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর একদিনে সর্বোচ্চ।
এর আগে শুক্রবার (১৮ জুলাই) রেকর্ড ২ লাখ ৩৭ হাজার ৭৪৩ জন আক্রান্ত হয়েছিল। সেখান থেকে আক্রান্তের সংখ্যা এক লাফে আড়াই লাখ ছাড়িয়ে গেল।
দৈনিক আক্রান্তের সংখ্যা এখনো সবচেয়ে বেশি মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকায়। যুক্তরাষ্ট্রে গেল ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৭৭ হাজার ৪৯৯ জন। গেল দুইদিনে বিশ্বের ক্ষমতাধর দেশটিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৭৩ জন। ব্রাজিলে গেল ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৩৩ হাজার ৯৫৯ জন। ভারতে ৩৪ হাজার ৮২০ জন ও দক্ষিণ আফ্রিকায় ১৩ হাজার ৩৭৩ জন।
শুধু আক্রান্ত নয়, মৃতের সংখ্যায়ও হয়েছে নতুন রেকর্ড। এতোদিন বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৫ হাজারের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু শনিবার সেটি ছাড়িয়ে গেছে সেই কোটা। মারা গেছে রেকর্ড ৭ হাজার ৩৬০ জন। যা ১০ মে এর পর একদিনে সর্বোচ্চ মৃত্যু। চলতি মাসে বিশ্বব্যাপী দৈনিক মৃতের গড় ৪ হাজার ৮০০। যেটা জুনে ছিল ৪ হাজার ৬০০।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/3hdqD0h
Post Come trough : PURBOPOSHCIMBD