নোয়াখালীতে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু নিহত
সারাদেশ
নোয়াখালী প্রতিনিধিনোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় র্যাব-১১’র সাথে ‘বন্দুকযুদ্ধে’ এক জলদস্যু নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ৬টি ১ নলা বন্দুক ও ৬ রাউন্ড কার্তুজসহ ৪ জনকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ২নং ওয়ার্ডের শূণ্যেরচর গ্রামের সূর্যমুখী ঘাট এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।
নিহত জলদস্যু কমান্ডার মো.বাহার উদ্দিন (৪৩) হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কালিরচর গ্রামের শাহ আলমের ছেলে।
আটককৃতরা হলো, রাজবাড়ি জেলার কালিয়া কান্দি থানার মো.শাহাদাত শেখ’র ছেলে মো. শান্ত শেখ (২০), হাতিয়া উপজেলার বান্দাখালী গ্রামের বাদশা মাঝির ছেলে মো. ইউছুফ (৩৫), হাতিয়ার দক্ষিণ শান্তিপুর গ্রামের মৃত মোজাম্মেল’র ছেলে আলাউদ্দিন (৪০), হাতিয়ার চরকয়লাস গ্রামের মো. আবুল হোসেন’র ছেলে মো. মুরাদ (৩০)।
র্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে পূর্বপশ্চিমকে বলেন, সব আলামতসহ নিহত জলদস্যুর লাশ পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ৬টি আগ্নেয়াস্ত্রসহ আটককৃত ৪ জনকে থানায় হস্তান্তর পূর্বক তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।
পূর্বপশ্চিমবিডি/এসএম
পূর্বপশ্চিম পড়তে ক্লিক করুন https://ppbd.news
Post Written by :
Original Post URL : https://ift.tt/2C7X7ul
Post Come trough : PURBOPOSHCIMBD