চুয়াডাঙ্গায় করোনায় আ.লীগ নেতার মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফেরদৌস আরা সুন্নার (৬৩) মৃত্যু হয়েছে।
সারাদেশ
চুয়াডাঙ্গা প্রতিনিধিকরোনাভাইরাসে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফেরদৌস আরা সুন্নার (৬৩) মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ জুলাই) রাতে চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির জানান, গত কয়েকদিন আগে সুন্নার শরীরে করোনার উপসর্গ লক্ষ্য করা যায়। সেসময় তার নমুনা সংগ্রহ করা হয়। গত মঙ্গলবার সুন্নার করোনা পজিটিভ রিপোর্ট পাওয়ার পর থেকে বাড়িতে আইসোলেশনে ছিলেন।
বুধবার সন্ধ্যার পর তার তীব্র শ্বাসকষ্ট শুরু হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা যান।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান জানান, ফেরদৌস ওয়ারা সুন্না জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক পদে দায়িত্বরত ছিলেন। সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে তার দাফনকাজ সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার পর্যন্ত জেলায় নতুন ১৩ জনসহ মোট করোনা আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা ৩৩৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২০৫ জন। মারা গেছেন ৪ জন।
পূর্বপশ্চিম-এইচ
পূর্বপশ্চিম পড়তে ক্লিক করুন https://ppbd.news
Post Written by :
Original Post URL : https://ift.tt/3h5BZUg
Post Come trough : PURBOPOSHCIMBD