গলায় ফাঁস ও বিষাক্তদ্রব্য সেবনে বরিশালে তিনজনের মৃত্যু
বরিশাল প্রতিনিধিবরিশালে গলায় ফাঁস ও বিষাক্তদ্রব্য সেবন করে তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে শুক্রবার (৩ জুলাই) পলাশ হাজরা (৪০) ও মহিমা আক্তার (১৭) এবং শনিবার (৪ জুলাই) মো. রাব্বি (১৭) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
শনিবার (৪ জুলাই) দুপুরে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
হাসপাতাল ও কোতোয়ালি মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, মৃত তিনজনের মধ্যে বরিশাল নগরের ১৪ নম্বর ওয়ার্ডের খালেদাবাদ কলোনী এলাকার পলাশ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
অপরদিকে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বারপাইকা গ্রামের জহিরের মেয়ে মহিমা ও বরিশাল সদরের নবগ্রাম রোড সরদারপাড়ার দুলাল হাওলাদারের ছেলে রাব্বির বিষাক্তদ্রব্য সেবনে মৃত্যু হয়েছে।
কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বশির আহম্মেদ জানান, এ ঘটনায় তিনটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/আরএইচ
পূর্বপশ্চিম পড়তে ক্লিক করুন https://ppbd.news
Post Written by :
Original Post URL : https://ift.tt/2Z2cVHE
Post Come trough : PURBOPOSHCIMBD